নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস্টারমশাইয়ের মন অতীতচারী আজ। ছাত্রাবস্থায় শোনা দুটো ঘটনা মনে আসছে। কোনও এক ইস্কুলের কর্তৃপক্ষের একদা মনে হয়েছিল, সমস্ত কাজ বাংলায় করতে হবে। এমনকি, রুটিনে মাস্টারমশাই, দিদিমণিদের নামের আদ্যক্ষরও লেখা থাকবে বাংলাতে। ফল হলো মারাত্মক। সুনীল রাহা সুরা হয়ে নেশা বিলোতে লাগলেন; দুলাল ধর হলেন দুধ। নিবেদিতা বসু কলমহীন নিব হলেন; আভা মণ্ডল আম হয়ে অস্বস্তিতে পড়লেন। এবং ক্ষোভে ফেটে পড়লেন শান্তনু লাহা! তবে, পিটি স্যারের চেয়ে বেশি উত্তেজিত কেউই নন। তাঁর বাবা ইতিহাসের ভক্ত ছিলেন। শখ করে ছেলের নাম রেখেছিলেন হুমায়ুন। সেই হুমায়ুন লোধ - এর উগ্র প্রতিবাদে সামিল হলেন প্রায় সব শিক্ষক শিক্ষিকা। ফলে, রুটিনে আবার ইংরিজি ইনিশিয়াল ফিরে এল। তবে, ততদিনে যা হওয়ার হয়ে গেছে। গেমস্যার সর্বসম্মতিক্রমে হুলো স্যারে রূপান্তরিত হয়েছেন।
কিছুদিন পরের কথা। হুমায়ুনের হাতে একটা নতুন ঘড়ি দেখে, এক সহকর্মী বললেন,
- কিনলেন?
- না, বিয়েতে পেয়েছি।
একটু পরেই একটি বিনীত কন্ঠ শুধোল,
- স্যার, আপনি বিয়ে করেছেন?
হুমায়ুন রুখে উঠলেন,
- হ্যাঁ! তাতে তোর কী?
টিফিনের পর ক্লাস টেন-এ তে ঢুকলেন পি টি স্যার। কিছুক্ষণ জমে রইলেন। তারপর ছিটকে বেরিয়ে এসে সোজা হেডস্যারের ঘরে। কথা আটকে যাচ্ছে। কী বলছেন কিছু বোঝা যাচ্ছে না। অবশেষে, হেড স্যার সরজমিন তদারকিতে বেরোলেন। পেছনে আর সবাই। টেন-এ -র ক্লাসরুমে ঢুকতেই একটা প্রগাঢ় নীরবতা নেমে এল। আর, তার মধ্যে কিছু অদ্ভুত শব্দ। সহকর্মীর প্রতি সমবেদনা না থাকলে, তাকে প্রাণপণে হাসি চাপার শব্দ বলে সন্দেহ করা চলতো।
টেন -এ -র সমরেশ অসাধারণ ছবি আঁকে। ব্ল্যাক বোর্ডে শোভা পাচ্ছে তার নব শিল্পকীর্তি।
একটা হুলো আর একটা মেনি বিড়াল। দুটোর ল্যাজে ল্যাজে গিঁট বাঁধা। হুলোর একটা পা সামনে বাড়ানো। তাতে বাঁধা একটা নতুন এইচ এম টি -র ঘড়ি!!
১২ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৯
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা । শুভ রাত্রি...
২| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৪
ভুয়া মফিজ বলেছেন: কৌতুক ভালো হয়েছে। পড়ে আনন্দ পেলাম।
১২ ই মার্চ, ২০১৯ রাত ১:১৪
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা ।
৩| ১২ ই মার্চ, ২০১৯ রাত ২:৪১
মা.হাসান বলেছেন: অনবদ্য , মন ভালো করে দেয়ায় অনেক ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২০
গেছো দাদা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: হে হে হে হো হো হো
১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২০
গেছো দাদা বলেছেন: আপনাকে হাসাতে পেরে আমি ধন্য ।
৫| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: হে হে হে হো হো হো
১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২২
গেছো দাদা বলেছেন: ডবল কমেন্টের জন্য আমি গর্ব অনুভব করছি।
৬| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২১
মাহমুদুর রহমান বলেছেন: ভীষন আনন্দের ..............
১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২২
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা ।
৭| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার রসাত্মক লেখা, বেশ উপভোগ করলাম। লেখায় প্লাস +
ভাবছি, আপনার নামটার বাংলা ইনিশিয়াল আপনি পছন্দ করবেন কি না!!!!!
(আগেই বলে রাখছি, আমার নিজেরটা নিয়ে তেমন আপত্তি নেই!!!)
১২ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৪
গেছো দাদা বলেছেন: হে হে হে হো হো হো । স্বচ্ছন্দে করুন।
৮| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩৭
রাফা বলেছেন: হা হা হা হা ,হি হি হি হি ,হো হো হো বেশ রসালো হয়েছে গে.দাদা।
ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৯ রাত ১:০২
গেছো দাদা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৭
আকতার আর হোসাইন বলেছেন: হাহা... হাস্যরসাত্মক লেখা... শুভ রাত্রি...