| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মেট্রো স্টেশনের এক কোণে গিয়ে মানিব্যাগটা খুলেই বিটু বুঝল বিরাট ভুল হয়ে গেছে। অমন মাঞ্জা দেওয়া ফুলটুশ হিরো হিরো মার্কা মাল কিন্তু পার্সে মাত্র সত্তর টাকা নিয়ে ঘুরছে। তাও খুচরো-টুচরো সব নিয়ে। শালা কঞ্জুস! খাটনি একদম বেকার গেল!
.
.
দূরে হইহই চেঁচামেচি। নির্ঘাত কেউ ঝাঁপ মেরেছে লাইনে।
.
.
পার্সের খাঁজে-টাজেও এটিএম কার্ড-ফার্ড কিছু নেই। 
শুধু একটা সাদা কাগজ ভাঁজ করে রাখা আছে। 
বিটু খুলে দেখল তাতে বড় বড় করে লেখা, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' 
নীচে একটা সই।
.
.
পার্সটা দূরে ছুঁড়ে দিয়ে এক দলা থুতু ফেলল বিটু। 
পাঁচ মাস আগে ধরা পড়ে পাবলিকের উদুম প্যাঁদানি খেয়ে এক মাস হাসপাতালে ছিল। যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেল সেদিন বাইরে বেরিয়ে সব কিছু কী ভালই লাগছিল! 
পুলিশগুলোর কাছে বায়না করেছিল মিষ্টি পান খাওয়ার। একটা কনস্টেবল ভাল ছিল। তাকে খাইয়ে ছিল। পানটা মুখে পুরে ঝকঝকে নীল আকাশ, রাস্তার এক পাশে নিজেদের মধ্যে খেলা করা এক পাল বাচ্চা নেড়ি কুকুর, মাথায় ভারি বস্তা নিয়ে মুখে অদ্ভুত আওয়াজ করে দৌড়ানো মুটে, মুখে সুড়ুৎ সুড়ুৎ শব্দ করে মাটির ভাঁড়ে চা খাওয়া বুড়ো, এইসব দেখতে দেখতে তার মনে হয়েছিল, পৃথিবীটা কী সুন্দর!
.
আর এই হিরোপানা ছেলেটা কিনা...
বিড়বিড় করে বিটু বলল, "শালা ভেড়ুয়া গান্ডু ..."
 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১০:৫৬
গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
২| 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১০:৫১
মাহমুদুর রহমান বলেছেন: আপনি যে ভালো লেখক তাতে কোন সন্দেহ নাই।
 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১০:৫৮
গেছো দাদা বলেছেন: এমন কথায় লজ্জা পাই । ডবল মন্তব্যের জন্য ডবল ধন্যবাদ জানাই ।
৩| 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১১:০৪
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: এমন কথায় লজ্জা পাই । ডবল মন্তব্যের জন্য ডবল ধন্যবাদ জানাই ।
 
হা হা হা।মিতার ডাকনাম তুলে ফেললে তো ডাবলই হয়ে যায়।সুন্দর কথা বলেছেন। 
শুভেচ্ছা অফুরান।
৪| 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১১:২৬
ভুয়া মফিজ বলেছেন: চমৎকার গল্প।
আচ্ছা, গান্ডু মানে কি? আমি একটা মানে অবশ্য জানি, দেখি আপনার সাথে মিলে কিনা! ![]()
 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১১:২৮
গেছো দাদা বলেছেন: বোকা ।
৫| 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১১:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আমার কয়েকজন ইন্ডিয়ান আর পাকিস্তানী কলিগ আছে। তাদের ভাষ্যমতে হিন্দী বা উর্দুতে 'গান্ডু' মানে হচ্ছে 'গে'। ![]()
 
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১১:৪৫
গেছো দাদা বলেছেন: আমরা ভারতের পশ্চিমবঙ্গ বাসী বাঙ্গালীরা গান্ডু বলতে বোকা বুঝাই ।
৬| 
১৯ শে মার্চ, ২০১৯  ভোর ৫:০৩
আকতার আর হোসাইন বলেছেন: ভালো হয়েছে। শুভ সকাল।
 
১৯ শে মার্চ, ২০১৯  রাত ৯:৫৭
গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
৭| 
১৯ শে মার্চ, ২০১৯  সকাল ৭:৩৫
রাজীব নুর বলেছেন: ছোট গল্প। কিন্তু অর্থবহ।
 
১৯ শে মার্চ, ২০১৯  রাত ১০:০১
গেছো দাদা বলেছেন: দাদা , আপনাদের ভালোবাসাই আমার মজুরী ।আপনাকে অনেক ধন্যবাদ ।
৮| 
১৯ শে মার্চ, ২০১৯  সকাল ১০:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল হয়েছে...
 
১৯ শে মার্চ, ২০১৯  রাত ৯:৫৭
গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
৯| 
১৯ শে মার্চ, ২০১৯  সকাল ১১:৩২
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: অর্থবহ।
 
১৯ শে মার্চ, ২০১৯  রাত ১০:০০
গেছো দাদা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
১০| 
১৯ শে মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গান্ডু শব্দটা সম্ভবত গুণ্ডার সমার্থক। 
গল্পে পশ্চিম বঙ্গীয় ধারা স্পষ্ট। 
গল্প বেশ ভাল হয়েছে দাদা।
 
১৯ শে মার্চ, ২০১৯  রাত ৯:৫৯
গেছো দাদা বলেছেন: আমি পশ্চিম বঙ্গীয় বাঙ্গালী দাদা ।আপনাকে অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৯  রাত ১০:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গেছুদাদা গল্প ঝাক্কাস হইছে।