নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবীটা নষ্ট হয়েছে। অন্য পৃথিবী দরকার।

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৪


এমন একটা পৃথিবী চাই, গাছ কাটলে যেখানে মিছিল হবে। এমন একটা পৃথিবী চাই, মন ভাঙলে যেখানে শোক সভা হবে। সেখানে কোন এক অজানা গ্রামে ছোট্ট একটা ঘর হবে। যার ছাদটা হবে মমতার। দেওয়াল হবে মায়ার। পাশদিয়ে বয়ে যাওয়া প্রেমময় এক নদী। যার ধারে সারাদিন আমি চাষ করবো। সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে কিছু সব্জী নিয়ে ঘরে ফিরব, তুমি কপালের ঘাম মুছিয়ে দেবে। হাত বুলিয়ে আমাতে কানে কানে বলবে, ভালোবাসি। গভীর রাতে পাখিরা গান শোনাবে। ভেজা বাতাসে আমার মাঝে মিশে যেতে চাইবে তুমি। আউলা বাতাসে অপেক্ষা রবে ভোরের। জানো মেয়ে, মধ্যবিত্ত পরিবার গুলোতে একটু ভালোবাসা থাকলে টুকিটাকি সুখের অভাব হয়না। প্রয়োজন তাকে খুঁজে নেওয়ার। এই পৃথিবীটা নষ্ট হয়েছে। অন্য পৃথিবী দরকার।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৮

আমি মুক্তা বলেছেন: তবে সবার আগে দরকার আমাদের মনমানসিকতার পরিবর্তন। তাহলেই এই পচা পৃথিবীটা আবার ভালো হয়ে উঠবে!

২| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫০

শায়মা বলেছেন: এই পৃথিবীর মানুষ নিয়ে সেই পৃথিবীতে যাওয়া হবে না ভাইয়া!


অন্য পৃথিবীতে যেতে হবে ভেঙ্গে চুড়ে গড়া নতুন পৃথিবী চাই .....

৩| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৫

আকতার আর হোসাইন বলেছেন: এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।।

শোনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে।।

আমির ফকির হয়ে এক ঠাঁই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রেহাই
ভবে কেহ নাহি পাবে।।


ধর্ম কুল গোত্র জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেবা দেখায়ে দেবে।।


-***** লালন ফকির

৪| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন। তবে এরকম পৃথিবী কোথাও নেই।

৫| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান বলেছেন: অন্য পৃথিবীর কি দরকার এই পৃথিবীটাকে সংস্কার করলেই তো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.