নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প: ১
আলমারী থেকে শাড়ি বের করতে গিয়ে চমকে উঠল তৃষা।এই লাল শাড়িটা এখানে এল কি করে?এটা পরেই তো গঙ্গায় ঝাঁপ দিয়েছিল দিদি!
গল্প: ২
সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম।জ্ঞান ফিরতে দেখি,কে যেন পা টা ধরে টানছে।ভালোভাবে লক্ষ্য করতে বুঝতে পারলাম,আমার শরীরটা চুল্লিতে ঢোকানো হচ্ছে।
গল্প: ৩
বলটা সজোরে ছুটে আসছে তমালের দিকে।তমাল জানে,সে ক্যাচ করতে পারবে না,তাই মাথাটা নামিয়ে নিল।হঠাৎ কে যেন বলটা থামিয়ে,তার হাতে তুলে দিল।দুর্দান্ত ক্যাচ নেওয়ার জন্য সবাই তমালকে বাহবা দিচ্ছে।তখনই তমালের মনে পড়ল,খেলার মাঠেই মাথায় বল লেগে দাদা মারা গিয়েছিল।
গল্প: ৪
মাঝরাতে ঘুম ভেঙে যেতে অদ্রিজা শুনতে পেল,পাশের ঘরে কে যেন গিটার বাজাচ্ছে।কিন্ত এবাড়িতে তো সে একাই থাকে আর গিটার তো একমাত্র তার বাবা বাজাত,যিনি দুবছর আগেই মারা গেছেন।তাছাড়া গিটারটা তো আজ সকালেই বিক্রি করে দিয়েছে অদ্রিজা।
গল্প: ৫
সেলাই মেশিনটা চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছিল টুকাই।হঠাৎ কে যেন পিছন থেকে তার মাথায় চাঁটি মারল একটা।
"অভ্যাসটা গেল না তোর,বল?"- তপনদার চেনা গলার আওয়াজটা শুনতে পেল টুকাই।
কিন্তু,তা কি করে সম্ভব?আজ সকালেই তো নিজের হাতে তপনদার মুখাগ্নি করে এসেছে সে!
গল্প: ৬
অন্যদের দেখে অনির্বাণও মৃতদেহ থেকে খুবলে মাংস খেতে লাগল।খেতে খেতে মৃতদেহের মুখটার ওপর চোখ পড়তেই চমকে উঠল সে।আরে,এ যে তার নিজেরই মুখ!
গল্প: ৭
আমার কপালটা চন্দন দিয়ে সাজানো হয়েছে,আজ আমার বিয়ে।কিন্ত গাড়িটা আমার হবু শ্বশুরবাড়ির দিকে না গিয়ে শ্মশানের দিকে যাচ্ছে কেন?তারপর মনে পড়ল গাড়িতে বসে হার্ট অ্যাটাকটার কথা।
গল্প: ৮
নতুন ফ্ল্যাটটায় আজই উঠেছে সুনেহা।অভ্যাসমতো আজও মাঝরাতে বাথরুমে গেল।বেসিনের কলটা খুলে মুখ ধুতে লাগল।একি!তার হাতটা লাল হয়ে গেল কেন?আয়নায় তাকিয়ে দেখল জল নয়,রক্ত দিয়ে মুখ ধুচ্ছে সে।
গল্প: ৯
ডায়েরিটা খুলে কলমটা হাতে নিয়ে বসলেন অবিনাশবাবু।মরবার আগে আত্মজীবনীটা তাকে শেষ করতেই হবে।
পিছন থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তাঁর স্ত্রী মায়াদেবী বললেন,"আমাকে খুন করার কথাটা লিখতে ভুলো না কিন্তু।"
গল্প: ১০
নীলদিঘিতে সকাল থেকে ছিপ ফেলছে বরুণ।কিন্ত একটাও মাছ পায়নি এখনও।যতবার ছিপ তুলছে,ততবারই উঠে আসছে শুধু মাছের কাঁটা।
আসবার সময় কে যেন বলছিল,ওই দিঘিতে একবার এক সাহেব আর তার পোষ্য বিড়ালটা ডুবে মরেছিল।
***সৌজন্য : আমার বন্ধু চিরঞ্জীত ।
৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪২
গেছো দাদা বলেছেন: আপনাকেও অনেক + + জানাই মন্তব্যের জন্য ।
২| ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০২
হাবিব বলেছেন: কি সাঙ্গাতিক!!!
৩| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
৫| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯
সুমন কর বলেছেন: সুন্দর এবং +।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৬
করুণাধারা বলেছেন: +
+ +
+
+
+
+
+
+
+
+