| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিকালে ফেরার পথে দেখি আমার এক ভাইপো (৫বছর বয়সী) কাঁদতে কাঁদতে ফিরছে ৷ 
জানতে চাইলাম — কাঁদছো কেন ? ও বলল— গুড্ডু আমাকে চড় মেরেছে ৷ 
আমি বললাম — সেকি ! কেন ? 
ও বলল— আমি ওদের বলেছি , আমি মেঘকে ভেঙে ফেলতে পারি জানিস ? ' ওরা বলে আমি নাকি বানিয়ে বলছি ৷ আর তাই চড় মারলো ৷ 
আমি বললাম — কিন্তু সত্যি তো তুমি ওদের মিথ্যে কেন বললে ! তবে এও ঠিক ওদের তোমাকে মারাও ঠিক হয়নি , আচ্ছা আমি ওদের বকে দেবো ৷ 
আমার ভাইপো বলল — না আমি মিথ্যে বলি নি , সত্যি বলছি ৷ বলেই চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে ৷ আমিও ফিরে আসতে লাগলাম৷ তবে হঠাৎ কী মনে হল ওকে ডাকলাম — শোনো , তুমি কি সত্যি সত্যি মেঘ ভাঙতে পারো ? 
ও বলল — পারি তো ।
আমি বললাম — কীভাবে পারো বলো আমাকে ?
ও চোখ মুছতে মুছতে একটা বড় ঢিল কুড়িয়ে তুলল আর তারপর যা করলো আমি বিস্মিত !! 
ও সামনের পুকুরের জল দেখিয়ে বলল — ওই জল দেখছো , দেখো জলে মেঘ ভাসছে ( মেঘের ছায়াকে দেখিয়ে) ।
আমি বললাম — হ্যাঁ ।
তারপর ও ঢিলটা ছুঁড়ে দিল জলে , অমনি ঢেউয়ে মেঘ সত্যি সত্যি খান খান !
আমি অবাক হলাম এইটুকু বাচ্ছার এত কল্পনা শক্তি ! আমি ওর মুখে এক উজ্জল হাসি দেখলাম , যার মধ্যে সকল কান্না যেন ধুয়ে মুছে গ্যাছে ৷ আমাকে ব্যাপারটা দেখাতে পেরে ও যেন জিতে গ্যাছে ।
বললাম — তো ওদের এটা দেখাও নি কেন ? তাহলে ওরা বিশ্বাস করত ৷ 
ও বলল — তখন আকাশে মেঘ ছিল না ।
আমি যেন ওর কল্পনা শক্তির কাছে হেরে গেলাম আর একটা শিশুর মতো হাসি ফিরিয়ে দিয়ে বললাম — ঠিক আছে আমি ওদের গিয়ে বকে দিচ্ছি তুমি যাও।
চলে তো এলাম ঘরে , কিন্তু এই বিষয়টা এত আনন্দ দিল আমাকে যে ভাবলাম এটা লিখে বন্ধুদের জানাই ৷ তাই লিখেই ফেললাম।
একটা বাচ্ছা যদি এই বয়সে এত অপূর্ব ভাবে ভাবতে পারে , তবে বড় হয়েও আমরা পারি না কেন ! কীসের এত বাধা ! আমরা কি সত্যিই বোকা ?
 
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১১:০৭
গেছো দাদা বলেছেন: সত্যিই তাই । আপনাকে অনেক ধন্যবাদ ।
২| 
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি বিষয় পাঠকদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। লেখাটা পড়ে আমারও খুব খুশী লাগছে।
 
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১১:১০
গেছো দাদা বলেছেন: আমি ধন্য বন্ধু ।আপনাকে অনেক ধন্যবাদ।
৩| 
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আমার ভালো লাগে।
 
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১১:০৯
গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্য পেলে আমারও খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
৪| 
০৬ ই এপ্রিল, ২০১৯  রাত ১২:৫০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাচ্চাদের ভাবনার জগত কল্পনাকেও হার মানায়। বড় হতে গতে বাস্তবতা এসে আমাদের কল্পনাকে গ্রাস করে নেয় বলেই কি আমরা সাদা-কালো জীবনে একঘেয়ে হয়ে উঠি?
লেখাটা বেশ লাগলো। ছোটদের কথা কেউ লেখে না। সিংহভাগ গল্প-কবিতা-নাটকে  ৩৬০ ডিগ্রি প্রেম-ভালবাসার লেবু-চেপা তিতকুটে স্বাদ।
৫| 
০৬ ই এপ্রিল, ২০১৯  রাত ১২:৫২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শব্দটা কি 'কড়চা' হবে? একটু দেখবেন?
৬| 
০৬ ই এপ্রিল, ২০১৯  সকাল ৯:৪৫
নতুন নকিব বলেছেন: 
ভালো আছেন তো দাদা?
৭| 
০৬ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্তমানে শিশুদের এমন কল্পনা শক্তি দেখা যায় না, এরা পড়ে থাকে মোবাইল ট্যাব নিয়ে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাচ্চা এখনো কাঁচা; তাই এমনে ভাবে। আপনি এখন পাঁকা! তাই অন্য ভাবে ভাবেন। বাচ্চা যখন পাঁকবে, তখন সেও আর ওভাবে ভাববে না।