নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেপার পড়িস?
বাংলা পেপার আগের মতন,
ফুচকা শেষের তেঁতুল জল
এখনো কি নিস চুলের যতন?
জানিস তোর কবিতাগুলো পেপারে বেরোয়
ওগুলো তো শব্দ নয়, হাজার শব্দে আমার মরণ
আমার চোখের সামনে দিয়ে আমার প্রিয় সীতা হরণ।
আমার সেই সাদা টি-শার্ট!
চাপাস কি আর বুকের উপর?
লঙ্কা মাখা কুল নিয়ে
কাটাস কি আর শীতের দুপুর?
আমার কথা বলিস ওকে?
বলিস প্রেমের গল্পগুলো?
নদীর তীরে চড়ুইভাতি
রাতের ছাদের চাঁদের আলো?
বলিস কি তোর ওকে?
তোর একটা পাগলপারা প্রেমিক ছিল।
পারলে কিছু পেপার পড়িস
শীতের ছাদে রোদের আলোয়
আজও তুই জীবন্ত আছিস
আমার লেখা তোর কবিতাগুলোয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: চমৎকার।