| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জয়ন্তী, 
কথার বাষ্প জমিয়েছো, জানি
তুমিও আর পাঁচটা মেয়ের মতো, অভিমানী।
পান থেকে চুন খসলেই গ্রীষ্মকাল, এমন কেন?
ভেজা তোয়ালে বিছানায় ফেলে, ভুলে যাই।
আমি এরকমই, সে তো তুমি জানো!
কবার ফোন করেছিলে, ধরা পড়িনি কবার আমি!
সে হিসেব লিখে রাখো বুঝি? এভাবেই দেনা বাড়ে, বাড়ে বদনামী।
সামান্য যোগে ভুল করো, বিয়োগের অঙ্কে তুমি বেশ ভালো। 
অঙ্ক ছাড়ো না প্লিজ? দীঘা ঘুরে আসি, চলো।
সমুদ্র মাড়িয়ে এসে, ভেজা পায়ে তুমি বুকে এঁকে দেবে ছাপ। 
নুন-বাতাস এসে চায়ে মিশে যাবে, চাঁদ ডুবে যাবে লেমন টি-র কাপ।
হিসেব চাইতে হলে, যেকটা চুমু বাকি আছে, চেয়ে নিয়ো। 
ব্যবসায়ী হয়ো না প্লিজ, প্রেমিকাই থেকো, থেকে যেয়ো।
 
০১ লা মে, ২০১৯  রাত ১:২৬
গেছো দাদা বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| 
০১ লা মে, ২০১৯  রাত ২:৫১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
 
০১ লা মে, ২০১৯  সকাল ৮:৩৫
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৯  রাত ১২:৫১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগ, আর সেই আবেগ থেকে সুন্দর কবিতা।