নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বাস্তবের গল্প --অসহায়

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২


চুল কাটাতে গেছি এক নামি ইউনিসেক্স পার্লারে.. চুলের বংশ ধ্বংস হবার পালা আসার অপেক্ষায় বসে আছি.. এক ভদ্রমহিলা এলেন, যা বুঝলাম, আগেই এপয়েন্টমেন্ট নেওয়া ছিলো ওনার.. শ্যামলা, সাধারণ চেহারা, আলাদা করে চোখে পড়ার মতো তেমন কিছুই নেই.. শুধু যেটা লক্ষ্যণীয়..মহিলার কোমর ছাপানো এক ঢাল চুল,এই বব আর স্ট্রেইটনিং এর যুগে আজকাল তো এসব প্রায় বিরলদৃশ্য.. অবাক হলাম আবার ভালো ও লাগলো.. আরো অবাক হলাম.. যখন "কি করবো ম্যাডাম".. পার্লারের কর্মীর উত্তরে তিনি বললেন "ছোটো করে দিন".. ওহ এরো আধুনিকা হবার রোগ লেগেছে.. মনটা কিরম তিক্ততায় ভরে গেলো.. ইঞ্চি খানেক ছোট করার পর.. কর্মীটি আবার বললেন "এবার ঠিক আছে ম্যাডাম? "
"আরো ছোট করুন".. মহিলাটির নিষ্পৃহ উত্তর... "আরো ছোট !!এতো সুন্দর চুল আপনার"কর্মীটিও যেন কিছুটা হতাশ.. লেয়ার কাট টা কিন্তু দারুন মানাতো আপনাকে ".. যন্ত্রের মতো অভ্যস্ত হাত চলছে কর্মীটির, সামনে ঝরে পড়ছে ওই সুন্দর গোছা গোছা চুল..চোখ নামিয়ে নিলাম বিরক্তিতে "এবার ঠিক আছে ম্যাডাম? "কিছুক্ষন পর কর্মীর প্রশ্নে চোখ তুলে তাকিয়ে দেখি.. ওতো সুন্দর কোমর ছাপানো চুল এখন কাঁধ ছুঁয়েছে কোনোমতে.. কেন জানিনা খুব তিক্ত লাগছিল মনটা.. খুঁটিয়ে দেখতে ইচ্ছা হোলো মহিলাকে.. ঘাড়ের পাশে কালো কালো ওগুলো কিসের দাগ.. "আরো ছোট করুন "মহিলার কথায় সম্বিৎ ফিরলো.আমার . "আরো ছোটো!"..কর্মীর কথার উত্তরে মহিলাটি চুলে হাত দিয়ে বললেন.. "হ্যা আরও ছোট, য্যানো মুঠি করে ধরা না যায় !"চমকে উঠলাম .. হঠাৎ মনে হোলো, মহিলাটির ঘাড়ের পাশের ওই কালো কালো, ওগুলো দাগ.. না কি ফোস্কা.. !আয়নার দিকে তাকিয়ে দেখি, মহিলাটি একদৃষ্টে নিজেকে দেখছেন.. চুল এখনো মুঠি করে ধরা.. পার্লারের উজ্জ্বল নিয়ন আলোর ঝলকানিতে, ওনার চোখের কোনায় যেটা চিক চিক করছে সেটা কি!.. কয়েক ফোটা জল.. না কি আমারই চোখের ভুল... !

বাইরে এসে এক্টা সিগারেট ধরিয়ে দু টান দিয়েই ছুড়ে ফেললাম আজ.. মন মুখ দুটোই বড়ো তিক্ত লাগছে !ধুর শ্লা !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: এত বড় সাহস কার যে তার চুলের মুঠি ধরে এই বিংশ শতাব্দীতে!!!!!!!!

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

গেছো দাদা বলেছেন: এই বিংশ শতাব্দীতেও কিছু অমানুষ আছে , ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

পদ্মপুকুর বলেছেন: একটা টিভি অ্যাড ছিলো...

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

গেছো দাদা বলেছেন: ঐ টিভি অ্যাড দেখে অনুপ্রানিত হয়ে এই গল্পটি লেখা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আসতেছি আপদের শহরে।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

গেছো দাদা বলেছেন: সুস্বাগতম দাদা।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

শায়মা বলেছেন: ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫০

লেখক বলেছেন: এই বিংশ শতাব্দীতেও কিছু অমানুষ আছে , ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ।


সেই অমানুষদের ন্যাড়া করে দেওয়া হোক।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

গেছো দাদা বলেছেন: আমি একমত আপনার সাথে।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: একদম হুবহু মিলে গেলনা??
আরেকটু অলংকরণ করলে বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্য অতটা থাকতনা।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: এমন একটা গল্প ফেসবুকে আগেও পড়েছিলাম ।

চুলের মুঠি ধরতে গেলে পায়ের হিল জায়গামতন চালানোর মতন যোগ্যতা নারীকেই অর্জন করতে হবে।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন । নারীরা মায়ের বংশ তাদের উপরে যারা অত্যাচার চালায় তারা আসলে স্বৈরাচারের দলে অন্তভূক্ত এদের
দরকার ভালো মতে সাইজ দেয়া।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৪

গেছো দাদা বলেছেন: আপনার মতো মানুষেরা যদি সংখ্যাগবিষ্ঠ হতো তাহলে এই সমাজ পাল্টে যেত দাদা।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

ফয়সাল রকি বলেছেন: খুবি দুঃখজনক। রুঢ় বাস্তবতা।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

গেছো দাদা বলেছেন: একদম তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.