নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

একটি মিঞা কবিতা ‌।। (আসামের এনআরসি বিরোধী কবিতা)

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০১

উৎসর্গ : রাষ্ট্রহীন যাঁরা ।

আমার কোন জন্মদিন নাই হে
ঘর বাড়িও নাই , একখান পেট আছে ,
কোনো কাগজ পত্তর‌ নাই ।

বন্যায় ভেসে গেছি , খরায় পুড়ে মরেছি
তোমারে ভোট দিয়ে রাজা করেছি ।
তুমি রাজা প্রমাণ আছে , আমি প্রজা ,
তার কোনো প্রমাণ নাই ।

দাঙ্গায় কাটা পরেছি , যুদ্ধে গুলি খেয়েছি
তোমার গোপন বাঙ্কার পাহারা দিয়েছি
তোমার গোটা রাষ্ট্র , আমার সাড়ে তিন হাত মাটিও নাই

আমি বাংলাদেশে অনির্বাণ সূর্যকান্ত
ভারতে জাহাঙ্গীর আবেদিন , আমি দুই কূলে
সংখ্যালঘু , আমার আপন নদী নাই ।

এসো শক্তিধর রাষ্ট্র , আমাকে কনসেন্ট্রেশন
ক্যাম্প-এ পাঠাও , আমি বাংলায় প্রতাপ মুখোপাধ্যায় , আসামে বাসব‌ রায় ।

আমার নির্ঘুম রাত আছে ,
দুচোখে আতঙ্ক আছে ,
ভয়ে কুঁকড়ে যাওয়া পরিজন আছে ,
উঠোনে বৃদ্ধ আমগাছ‌ আছে ,
দুপুরের রোদ , সন্ধ্যার ছায়া
নক্ষত্র পুঞ্জ , মহাশূন্য ..

হে রাষ্ট্র ,

আমার কোন রাষ্ট্র নাই।

.
প্রতাপ মুখোপাধ্যায়

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৬

রাফা বলেছেন: আমরা কোথাও না কোথাও ,
কখনও না কখনও ।
সবাই সংখ্যা লগু এবং রাষ্ট্র বিহিন।

চমৎকার হইছ কবিতা।
ধন্যবাদ,গে.দাদা।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৪

গেছো দাদা বলেছেন: আপনারেও অনেক ধন্যবাদ ।

২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৪

এমজেডএফ বলেছেন: দাদা কবিতা চমৎকার হয়েছে। অতীতে পাকিস্তান-হিন্দুস্তান, মসজিদ-মন্দির নিয়ে দাঙ্গা হয়েছে, এবার দাঙ্গা বাধাঁবার নতুন সংস্করণ এনআরসি।
বাংলাদেশের অনির্বাণ সূর্যকান্ত, ভারতের জাহাঙ্গীর আবেদিন, বাংলায় প্রতাপ মুখোপাধ্যায়, আসামে বাসব‌ রায়—ওরা কেউ রাষ্ট্রহীন নয়, ওদেরকে ধর্মভিত্তিক রাজনীতি, জুলুম এবং অত্যাচার রাষ্ট্রহীন করেছে। আপনার কবিতার নাম "একটি মিঞা কবিতা"র বদলে "একটি রাষ্ট্রহীন কবিতা" হলে মনে হয় আরো ভালো হতো।

আপনাদের মতো আস্তিকবাদীরা আশীর্বাদ করুন—ভগবান যেন এইসব রাষ্ট্রহীনদের একটি রাষ্ট্র দেয়। সেইসাথে আমাদেরকেও একটু আশীর্বাদ করবেন যেন এ জনমে রাষ্ট্রহীন হয়ে যাওয়ার অভিশাপ থেকে মুক্তি পাই।

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

গেছো দাদা বলেছেন: //আপনার কবিতার নাম "একটি মিঞা কবিতা"র বদলে "একটি রাষ্ট্রহীন কবিতা" হলে মনে হয় আরো ভালো হতো।// ... এগুলিকে আসামে "মিঞা কবিতা" বলে দাদা।

৩| ১২ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৫১

আমি তিতুমীর বলছি বলেছেন:


সমগ্র পৃথিবীতে শুধু একটি রাষ্ট্র থাকা উচিত, রাষ্ট্রের নাম হবে "জনতার পৃথিবী"

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

গেছো দাদা বলেছেন: মানুষের পৃথিবী । একমত।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.