নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

গল্প--সাদা - কালো প্রেম

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৯

সবসময় মরার কথা ভাবে রিমি। কখন, কিভাবে সেটাই শুধু ঠিক করা বাকি।
যেদিন প্রথম পেটে সাদা দাগটা দেখেছিল, ভেবেছিল ছুলি-টুলি হবে, দ্রুত দাগটা বাড়তে থাকল। রিমি বুঝল এ ছুলি নয় শ্বেতি।বাবা মাকে বলতেই তাঁদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল।মধ্যবিত্ত ঘরের কুমারী মেয়ের শ্বেতি?? বিয়ে হবে কেমন করে? বহু স্কিন স্পেশালিস্টকে দেখানো হলো। কিন্তু শ্বেতি ক্রমশ বাড়তেই থাকল। তবে সবই ঢাকা জায়গায়। শেষমেষ ডাক্তাররা জানালেন,এ শ্বেতি সারবে না। আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পরবে।
রিমির জীবন থেকে সব আলো হারিয়ে গেল। এ এক অদ্ভুত রোগ। যন্ত্রণা নেই, কষ্ট নেই কিন্তু এ রোগ হওয়া মানে সমাজে একঘরে হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া। বাকি জীবনটা তাকে বাঁচতে হবে ঘৃণার পাত্রী হয়ে। সে এভাবে বাঁচতে পারবে না। শেষ করে দেবে জীবন।
সুমনকে বলেনি তার এই রোগের কথা।তাদের অনেকদিনের প্রেম। বললে কি হবে সে জানে। কে শ্বেতি হওয়া মেয়ের সংগে প্রেম করবে, বিয়ে তো অনেক দূরের কথা। এখন সে এড়িয়েই চলে সুমনকে। কিন্তু না, আর নয়, আজই সম্পর্কটা শেষ করে দেবে, সুমনকে মুক্তি দেবে। তাই বিকেলে তাদের পূর্বতন প্রিয় রেস্টুরেন্টে ডেকেছে সুমনকে।
যথা সময়ে রেস্টুরেন্টে ঢুকে রিমি দেখল সুমন সেই কোণের টেবিলে বসে আছে। যে টেবিল তাদের বহু সোনালি সময়ের সাক্ষী।
বসেই কোনো ভণিতা না করেই রিমি বলল, দেখো একটা জরুরি কথা বলতে তোমায় ডেকেছি, তোমার খারাপ লাগবে জানি তাও বলতে বাধ্য হচ্ছি যে আমি অন্য একজনের প্রেমে পড়েছি, তাই তোমার সংগে আর সম্পর্ক রাখতে পারছি না, তুমি আমায় ভুলে যাও।
সুমন উচ্চকন্ঠে বলল, প্রেমে পড়েছ না ছাই, আমার এই গলায় শ্বেতির দাগটা দেখে তুমি আমায় ছেড়ে যাচ্ছ, আমি বুঝতে পারিনি ভেবেছ?
রিমি বিস্ময়াবিষ্ট হয়ে সুমনের গলার সাদা দাগটার দিকে চেয়ে রইল। এর আগে লক্ষ করেনিতো সে, হ্যাঁ শ্বেতিই তো। অপলকে দাগটার দিকে তাকিয়ে রইল রিমি।
আর সাদা দাগটা বাড়তে বাড়তে আলো ছড়াতে ছড়াতে সুতীব্র হ্যালোজেন লাইট হয়ে রিমির জীবনের সব অন্ধকার, সব কালো সরিয়ে দিতে লাগল।
.........
সুমনের হাতটা শক্ত করে ধরল রিমি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫২

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ ভাল লাগলো শেষটায়,
দুই শ্বেতি রোগীর আলৌকিক মিলন!

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

গেছো দাদা বলেছেন: আমাদের বাস্তব পৃথিবী টা এরকম মধুর কেন হয়না সবসময় ?

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: শ্বেতী রোগের চিকিৎসা সময়সাপেক্ষ, পুরোপুরি না-ও সারতে পারে। আমাদের শরীরে মেলানোসাইট মেলানিন তৈরি করা বন্ধ করে দিলে সাদা শ্বেতি হয়।
এই সমস্যাকে গ্রামে বলে 'সাদা কুষ্ঠ'।
Clovate নামের এই ঔষধটি ব্যবহার করলে কিছু উপকার পাওয়া যায়।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

গেছো দাদা বলেছেন: দরকারী তথ্য। তবে চিকিৎসার সম্পর্কে আমার কোনো ধারনা নেই।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন:
এখন তারা একে অপরের সাথে থাকতে পারে ।
কারণ উভয়েই একই সমস্যায় এবং তারা এক সাথে থেকে তাদের সমস্যার সমাধান সন্ধান করতে পারে ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৫

গেছো দাদা বলেছেন: একদম ঠিক কথা দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.