নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সিরিয়াল বড় ভয়ংকর জিনিস। কিছুক্ষণ দেখার পর সাংঘাতিক প্রতিক্রিয়া হয় আমার। আমি বুঝতে পারি পৃথিবী কী ভীষণ ভয়াবহ জায়গা! কেউ কারুর প্রেমিক বা বর অথবা প্রেমিকা বা বউকে কেড়ে নিতে চাইছে। ছলে-বলে-কৌশলে
কেউ কাউকে বিষ দিয়ে বা পুড়িয়ে বা অন্য কোনও ভাবে মেরে ফেলতে চাইছে। ভয়াল সান্নিপাতিক সব ষড়যন্ত্র চলছে চারদিকে।
নিয়মিত যাঁরা দেখেন তাঁরা অবশ্য যথেষ্ট নির্বিকার থাকেন, একদম হেলদোল হীন।
সেদিন ভুল করে কী একটা সিরিয়াল কিছুক্ষণ দেখে ফেলেছিলাম।
ব্রেকের ফাঁকে চা বানিয়ে, বউ চা দিয়ে গেল। সিরিয়ালের ভয়ানক প্রতিক্রিয়ায় আমি তখনও স্বাভাবিক হইনি। আমি চা'কেও তখন সন্দেহের চোখে দেখছি। "বাচ্চু" বলে হাঁক দিলাম। বাচ্চু একটা বেড়াল। আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সে দৌড়ে এল। আমি মেঝেতে একটু চা ফেলে দিতে সে চেটে খেয়ে নিল। আমি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম। সেও আমার দিকে তাকিয়ে রইল, তারপর শুয়ে পড়ল। চায়ে বিষ! ভয়ে আমার ঘাম দিতে থাকল। আমি কাঁপতে কাঁপতে চিৎকার করলাম, "বাঁচাও বাঁচাও বিষ বিষ।"
আমার চিৎকারে সবাই ছুটে এল।
আর বাচ্চু আড়মোড়া ভেঙে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য একটা বিরক্তির 'মিউই' দিয়ে চলে গেল।
আমি ধপ্ করে সোফার ওপর বসে পড়লাম।
বাপরে বাপ! বাংলা সিরিয়াল বড় ভয়ংকর জিনিস!
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭
গেছো দাদা বলেছেন: আপনি এগুলোকে কাহিনি বলেন ? আমি তো এগুলোকে জঞ্জাল বলি !!
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:১৭
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ওসব সিরিয়াল দেখলে আমারও মাথা ভারী হয়ে আসে। বেশ বাঁচা বেঁচে গেছি যে আমার পরিবারের কেউ দেখেনা। তবে নিকটাত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাধ্য হয়ে দু-চারদিন দেখে মাথা ধরে গিয়েছিল। পরিবার, সমাজ সর্বোপরি পুরো পৃথিবীটাকেই জিলাপীর প্যাঁচের চেয়েও অনেকবেশি জটিল মনে হচ্ছিলো। মনে হতো, পৃথিবীর সব মানুষ ই বুঝি কুটিল। তাই আর কখনোই ভুল করেও ওসব সিরিয়াল দেখিনা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৬
গেছো দাদা বলেছেন: পরিবার, সমাজ সর্বোপরি পুরো পৃথিবীটাকেই জিলাপীর প্যাঁচের চেয়েও অনেকবেশি জটিল মনে হচ্ছিলো।।।।।।।। একদম একদম ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯
এমজেডএফ বলেছেন: গেছো দাদা, চা পান করতে করতে আপনার লেখাটি পড়ছিলাম। পড়া শেষ হওয়ার পর এখন আমার বুকের বাম দিকে ব্যাথা অনুভূত হচ্ছে। দাদা বাংলা সিরিয়ালের বিষ ব্লগেও ছড়িয়ে দিলেন!
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪০
ইসিয়াক বলেছেন: উফ! বাংলা সিরিয়াল......।মাফ চাই।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: বাচ্চু প্রতি আপনার মায়া নেই?
আর স্ত্রীর প্রতি বিশ্বাস নেই।
আসলেই টিভি সিরিয়াল গুলো দেখলে এরকমই মন মনসিকতা তৈরি হয়ে যায়।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার টাকা পয়সা কম। তাই টিভিটা ভাঙিনা। তবে পা টিভি'র স্ক্রীন পর্যন্ত নিয়ে ফেরত আসি...
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
পুকু বলেছেন: তিন মোল্লা নামাজে বসেছে।এক মোল্লার নাকে মাছি বসায় সে বলে উঠলো,"শালার মাছি খালি নাকে বসে!"আরেক মোল্লা বল্লো, "নামাজে বসে কথা বলা নিষেধ।" তৃতীয় মোল্লা বললো," সেই জন্যইতো আমি কথা বলি না!"
!"
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৯
নতুন বলেছেন: আগের দিনের নাটকের ৫ মিনিটের কাহিনি নিয়ে এক একটা ৩০মিনিটের পব` তৌরিু করে এখন।