নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। একটা চোর আমাদের শোবার ঘরে ঢুকেছে। মুখ কাপড়ে ঢাকা।
চোর পা টিপে টিপে আমাদের দিকে এগিয়ে আসছে খুব ধীরে ধীরে। আমার ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে।
ঠিক সেই সময় আমার হঠাৎ শোয়ার্জেনেগারের একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। হাতে মেশিন গান নিয়ে শত্রুপক্ষের দিকে একাই এগিয়ে যাচ্ছে। অমনি কোথা থেকে এক গাদা সাহস এসে গেল। একটা অস্ত্র চাই। বিছানার পাশেই একটা অ্যালুমিনিয়ামের ডান্ডা আছে। জানলায় পর্দা টাঙানোর রড। সেইটা নিয়েই উঠে পড়লাম।
চোর অমনি দৌড় লাগাল। আমি তাড়া করতেই ছুট্টে বাথরুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি "চোর চোর" বলে চেঁচাতে লাগলাম।
আমার চিৎকারে বউয়ের ঘুম ভেঙে গেল। সে টলমল করে বেরিয়ে এসে বলল, "পুলিশ পুলিশ। আমাদের ঘরে চোর ঢুকেছে।"
এখানে পুলিশ? খেয়েছে, এখনও ঘুমের ঘোর কাটেনি।
তারপরে বলল, "চোরটা কোথায়?"
আমি বললাম, "বাথরুমে ঢুকেছে। তুমি একটু সরে যাও। কতক্ষণ থাকবে ভেতরে? বেরলেই এইসা মারুঙ্গা এইসা মারুঙ্গা.."
.
আমার কথা শেষ হওয়ার আগেই আমাদের হতবাক করে দিয়ে আমার শ্বশুরমশাই বাথরুম থেকে বেরলেন "সকলই তোমারই ইচ্ছা " গুনগুন করে গাইতে গাইতে।
বউ কটমট করে আমার দিকে তাকিয়ে বলল, "বাবা চোর? আমার বাবা চোর? তুমি আমার বাবাকে রড দিয়ে মারতে যাচ্ছিলে?"
কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
আমি গলা দুবার ঝেড়ে নিয়ে বললাম, "বিশ্বাস করো উনি আমাদের ঘরে ঢুকেছিলেন। মাথায় কাপড় জড়িয়ে পা টিপে টিপে।"
বউ আগুন চোখে আমার দিকে তাকিয়ে বলল, "ছিঃ এত নীচে নেমে গেছ তুমি? আমার বাপের বাড়ির কাউকে তোমার পছন্দ নয় জানি। তা বলে চোরের বদনাম দেবে? বাবা এক্ষুনি চলো। ব্যাগ-পত্তর গুছাই। আলো ফুটলেই আমরা আর এখানে থাকব না। কিছুতেই না।"
আমি বললাম, "বাবা আপনিই বলুন, আপনি ঢোকেননি আমাদের ঘরে?"
শ্বশুরমশাই মেয়ের দিকে তাকিয়ে বললেন, "পেট গরম হয়ে স্বপ্ন দেখেছে। ইসবগুল ভিজিয়ে খাইয়ে দে।"
বউ ঝনাৎ করে বলল, "পেট গরম-টরম কিছু নয়, ও ইন্টেনশনালি অপমান করেছে তোমাকে। তোমাকে রড দিয়ে মারতে যাচ্ছিল। তুমি ভালমানুষ তাই বুঝতে পারনি। না বাবা এরপর এখানে থাকা যায় না। চলো চলো, গোছাতে হবে।"
যাহ্ বাবা বেশ ফ্যাসাদ হল তো! আমি নিজের চোখে দেখলাম একজনকে আমাদের ঘরে ঢুকতে! তারপর তাড়া করতেই বাথরুমে ঢুকে গিয়ে যিনি বেরলেন তিনি শ্বশুরমশাই.. সব, সঅঅব ভুল দেখলাম? একি সম্ভব!
.
সকালে অবশ্য শ্বশুরমশাই ও তাঁর মেয়ে গৃহত্যাগ করেননি।
অফিস থেকে ফিরে দেখলাম যে কোনও কারণেই হোক গৃহত্যাগের কর্মসূচি বাতিল হয়েছে। তবে আমার বউয়ের মুখ-চোখের অবস্থা সাংঘাতিক। নেহাত কলিযুগ বলে ভস্ম হয়ে গেলাম না।
কিন্তু কিছু করার নেই। শ্বশুরকে চোর বলেছি, এত সহজে কি ছাড় পাব! অনেক শাস্তি তোলা আছে।
.
ছাদে উঠে একটা সিগারেট ধরিয়ে টান দিচ্ছি এমন সময় শ্বশুরমশাই পাশে এসে বসলেন। শ্বশুরমশাইকে দেখেই আমি সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, "বাবা আমাকে ক্ষমা করে দিন, ঘুমের ঘোরে কী দেখেছি.."
আমাকে থামিয়ে দিয়ে আমার শ্বশুরমশাই বললেন, "তুমি ঠিকই দেখেছে, আমি মুখে তোয়ালে জড়িয়ে তোমাদের ঘরে ঢুকেছিলাম তোমার একটা সিগারেট নেব বলে। কতদিন খাইনি। হার্টের অসুখ ধরা পড়ার পর থেকে। খুব খেতে ইচ্ছে করছিল বুঝলে? চেইন স্মোকার ছিলাম, জানোই তো।"
আমার ব্রহ্মতালুর তাপমাত্রা হু হু করে বাড়তে লাগল।
উনি বলে যাচ্ছেন, "আমি ভয়ে বলতে পারিনি। তুমি অত বকুনি খেলে খারাপ লাগছিল কিন্তু সাহস করে স্বীকার করতে পারলাম না। বুড়ুকে(আমার বউ) আমি কত ভয় পাই তুমি জানো। সিগারেট খেতে গেছিলাম শুনলে দক্ষযজ্ঞ করবে। তুমি আমার জন্য অনেক হ্যাটা হলে। আমার খুব খারাপ লাগছে।"
চুরি করে গুঁড়ো দুধ খেয়ে ধরা পড়ে যাওয়া বাচ্চার মতো লাগল বুড়োর মুখটা। আমার চড়াৎ করে ওঠা রাগটা পড়ে গেল সড়াৎ করে। আমি হাসলাম তাঁর দিকে চেয়ে। তিনিও শিশুর মতো হাসলেন।
তারপর দুই ভীতু পুরুষ বসে রইলাম পাশাপাশি... খোলা আকাশের নীচে...
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: দারুন রসিক গল্প।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫
গেছো দাদা বলেছেন: আমি লেখার সময় নিজেই হেসেছি পরিস্থিতি কল্পনা করে।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চমৎকার--------গেছো দা
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ
দারুন পোস্ট গেছো দাদা
খুব ভালো লেগেছে।
আজকাল সুন্দর লেখায় প্লাস + পড়ে না দেখে মন খারাপ হয়
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৮
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যে আমার মন ভালো হয়ে গেল।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
পদ্মপুকুর বলেছেন: মজাই মজা
পুরুষ নার্স আনার গল্পও ভালো ছিলো।
তা দদা, পুরোটাই কি গল্প না কি কিছু সত্যিও আছে?
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪
গেছো দাদা বলেছেন: "গল্প হলেও সত্যি" নাকি "সত্যি হলেও গল্প" ........ আমি নিজেই দ্বন্ধে !!! হা হা হা ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মজা পেয়েছি।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২
গেছো দাদা বলেছেন: আমিও !!! হা হা হা ......
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাবীর সাথে আমিও একমত !!
শ্বশুরকে পছন্দ করেন না ঠিক আছে
তাই বলে তাকে চোর বানাবেন !!
রডও যোগার করলেন মারার জন্য !!
কি জামানা আসলোরে ভাই!!
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
গেছো দাদা বলেছেন: জমানা খারাপ হ্যায় ।।।।। হা হা হা ।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
এই ১ম বার কিছু একটা পড়ার মতো বলে মনে হলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৪
গেছো দাদা বলেছেন: আপনার ভালো লাগাতে আমি ধন্য হলাম দাদা। আপনি ভালো থাকুন সতত। ধন্যবাদ।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮
রূপম রিজওয়ান বলেছেন: হা হা হা! মাঝরাতে ভালোই হাসালেন। পারফেক্ট রম্যরচনা।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।আপনি ভালো থাকুন সতত।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।