নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনা :: প্রেমের সেকাল ও একাল ।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২২

ইদানীং ছেলে মেয়েদের প্রেমের প্রকাশের ধরন কেমন ? ইঙ্গিত দিয়ে , চিঠি লিখে, নাকি সরাসরি প্রোপোজ করে ? আচ্ছা , আজকাল এবাড়ির ছাদ থেকে ওবাড়ির ছাদে চোখাচোখি হয়, কিংবা হাসি বিনিময় ? কেউ কি হাত কেটে রক্ত দিয়ে আই লাভ ইউ লেখে ? গোপনে সুগন্ধী মাখানো চিঠির হাতবদল হয় কি আজও ? মানুষ কি এখনও আনমনা হয় ?

খুব জানতে ইচ্ছে করে , আমার ছেলে প্রেমে পড়লে কিরকম ভাবে প্রকাশ করবে ?

সময় বড় দ্রুত পাল্টাচ্ছে ! আমাদের সময় প্রেমের প্রকাশে ভীষণ একটা দুরু দুরু ভাব ছিল , একটা দ্রিমি দ্রিমি লয়, একটা লজ্জামিশ্রিত দ্বিধা- কালের নিয়মে তা হয়ত এখন অনেক স্মার্ট , ঝকঝকে | প্রবহমানতার এটাই নিয়ম | সময়ের সাথে সাথে সেটা আরো উজ্জ্বল হয় |

তবে আমাদের সময়টাও মন্দ ছিল না বইকি! বেশ একটা
চনমনে ভাব থাকত এইসব ব্যপারে | রোজ ডে , হাগ ডে , কিস ডে ইত্যাদির প্রচলন না থাকলেও যেটা ছিল তা হল টুকটাক উপহার , গ্রীটিংস কার্ড , ক্যাসেট ! টেস্ট পেপারের ভাঁজে লুকিয়ে থাকত চিঠি , যে চিঠি খোলা হত অপার্থিব স্নানঘরে , বারবার পড়েও যা কোনদিন পুরনো হত না |

কিংবা ধরা যাক বলিউডি প্রভাব ! আজকাল মাঝে মধ্যে হাসিও পায় | আমাদের আমলে ছিল ম্যায়নে পেয়ার কিয়া | সল্লু ভাই ভাগ্যশ্রীকে একটি ড্রেস কিনে দিয়েছেন , আব্দার করছে সেটা পরে তার সামনে আসতে হবেন | এইটুকু দৃশ্যায়নের জন্য একটা গোটা গান শ্যুট হয়ে গেল - মেরে রং মে , রংনেওয়ালি!

এখনও চোখে ভাসে সেই দৃশ্য | আপাদমস্তক নিজেকে মুড়ে ভাগ্যশ্রী (ছবির নায়িকা) | থরোথরো সল্লুভাই , নায়িকাকে পেছন থেকে প্যান করছে ক্যামেরা , আচমকা চাদরটা দু হাত মেলে ছড়িয়ে দিলেন নায়িকা , দেখা যাচ্ছে অনাবৃত দুটি পা ! কিংবা ব্যাকড্রপে বাজছে পেহলা নশা , আর আমির খান একটা সোয়েটারের সাথে তালে তালে নাচছেন ! নয়া প্যায়ার হ্যায়, নয়া ইন্তেজার |

দোজ ওয়ার দ্য ডেজ অফ আওয়ার লাইফ | জানি না এখনও সেই রাজকন্যারা চুমু খাওয়ার সময় চোখ বুজে ফেলেন কিনা | নাক নাকি চশমা , কোনটা মাঝে চলে আসে ?

প্রেম বেঁচে থাক ! প্রকাশের ধরণ পাল্টাক, তবে বেঁচে থাক !

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বড়োই নস্টালজিক লেখা দাদা | আজকাল ছেলেমেয়েরা প্রেম করার সময় গাছে উঠে না বা গাছকে জড়াজড়ি করে না সেটা লক্ষ্য করেছেন কি ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮

গেছো দাদা বলেছেন: আমার তো এরজন্য সহজলভ্য মোবাইল ফোন কেই দায়ী করতে ইচ্ছে করে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৮

ইসিয়াক বলেছেন: আহা! অতি মনোরম সময় ছিলো তখন। এখন তো সব কিছু অতি দ্রুত হয়ে যায়..............।
পোষ্টে ভালো লাগা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: এ যুগের ছেলেমেয়েদের আমি বুঝি না।
তাদের আচার আচরন ভাষা কিছুই আমি বুঝি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

গেছো দাদা বলেছেন: আমিও ওদের খুব একটা বুঝি না।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

জাহিদ অনিক বলেছেন: রম্যটা ঠিক ধরতে পারি নাই :``>>

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩০

গেছো দাদা বলেছেন: আমিও ....... হা হা হা ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

নেওয়াজ আলি বলেছেন: ভালো l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.