নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মজুতকারী দের প্রতি উৎসর্গীকৃত :
দুই দিনে কিনিয়াছি চারমণ চাল
আশি কেজি আটা আর কুড়ি কেজি ডাল!
আরও কিছু ডাল কিনে করিব মজুদ
ষাট কেজি কিনিয়াছি প্যাকেটের দুধ!
তেল এত কিনিয়াছি – সব ঢালি যদি
নিমেষেই হয়ে যাবে চিরামতী নদী।
লবণের বস্তাটা সস্তাই ছিল
ভাবা যায় পেয়ে গেছি ত্রিশ টাকা কিলো?
কিনিয়াছি চা-র পাতা, ঘৃত আর চিনি
মসলার গুঁড়াগুলি ঘুরে ঘুরে কিনি।
পেঁয়াজ-রসুন-আদা বস্তা ভরিয়া
কিনিয়াছি, দুর্দিন স্মরণ করিয়া।
বিস্কুট-চানাচুর-সেমাই আর ম্যাগি
কিনে কিনে ভরিয়াছি তিন-চার ব্যাগই!
আপাতত কিনিয়াছি চারশত ডিম
সামনের দিনে যদি খাই হিমশিম!
মাছ কিনে রাখিয়াছি ডিপ ফ্রিজে ভরে
খাওয়া যাবে দশজনে ছয়মাস ধরে।
সাধ ছিল দুধেল গরু কিনে রাখি ফ্রিজে
পারি নাই সেটা ভেবে দুঃখিত নিজে!
মুদি শেষ এরপর ফার্মেসি যাব
সিভিট কিনব আমি যতগুলো পাব।
হ্যান্ড স্যানিটাইজার একশোটা আমি
অর্ডার দিয়া দিছি হোক যত দামি।
গ্যাসের ওষুধ আর অ্যামোডিস, নাপা
দশ বক্স কিনে নেব – এটা নয় চাপা!
করোনায় মরি আর যাহাতেই মরি
ভাতের অভাবে আমি মরিব না, স্যরি!
আমার ফ্যামিলি যেন থাকে দুধেভাতে
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে!
(সংগৃহীত)
২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ ।
২| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে মনে হয় আমিতো এখনও বেঁচে আছি, সুস্থভাবেই আছি। আমার সন্তান আর পরিবারের জন্য আরও বেঁচে থাকতে ইচ্ছে হয়। এই মুহূর্তে মনে হয় জীবনটা অসম্ভব সুন্দর।
আমি নিরাপদে আছি, আপনিও থাকুন। নিজের জন্য, পরিবারের জন্য
২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
গেছো দাদা বলেছেন: ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক। ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই কবিতাটি গতকাল একবার পড়িয়াছিলাম
মন্তব্য ও করিাছিলাম কিন্তু প্রতিমন্তব্য নাই।
আজ আবার কেন? তবে কবিতাটি দারুন
আত্মকথন!! কবিকে ধন্যবাদ।
২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪১
গেছো দাদা বলেছেন: দাদা টাইম পাই নাই আগে । আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৩
পদ্মপুকুর বলেছেন: বাব্বাহ, আপনার রম্যগদ্যর মত রম্যপদ্যর হাতওতো সমানভাবে চলে মনে হচেছ। তবে গ্যাসের ওষুধ আর অ্যামোডিস, নাপা..... এইগুলো আমার বাসায় বেশ চলে..
ভালো থাকুন, সুস্থ থাকুন।
২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪২
গেছো দাদা বলেছেন: আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।
৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৮
বিভ্রান্ত পাঠক বলেছেন: মজা পেলাম।।।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২০ রাত ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো । ভালো থাকুন।