নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনা : করোনা ও লকডাউন

২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

সক্কালবেলায় সবে আলু-কুমড়োর তরকারি দিয়ে রুটি খেয়ে দুটো বৃহৎ পরিমাণ ঢেকুর তুলেছি এমন সময় ফোন বেজে উঠল।
শ্বশুরমশাই। এই সকালে আবার কী হল!
ফোন ধরতেই বললেন, "আমাকে বাঁচাও। কিছু সিগারেট যেখান থেকে পারো জোগাড় করে আমায় দিয়ে যাও। নইলে মরে যাব।"
আমি বললাম, "এই লকডাউনে এখন কোথায় পাব সিগারেট? তার চেয়ে এই সুযোগে সিগারেট ছেড়ে দিন।"
কাঁদো কাঁদো হয়ে শ্বশুরমশাই বললেন, "চুল্লীতে ঢোকার পর আর খাব না গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এখন না পেলে জাস্ট মরে যাব। দুদিন আগে সব শেষ হয়ে গেছে। টয়লেট হচ্ছে না। অন্তত সকালে একটা আর দুপুর আর রাত্রে খাওয়ার পর একটা করে, মোট তিনটে লাগবেই। তুমি প্লিজ একটু দয়া করো আমাকে। প্লিজ! আর হ্যাঁ বুড়ুকে বোলো না, অন্য যাহোক কিছু বলে দিও কিন্তু সিগারেটের কথা বোলো না।"
খুব মায়া হল বুড়োর ওপর। একটা মুদি দোকানে সিগারেট বিক্রি করে জানি। সেখানেই ট্রাই করে দেখি।
জামা-প্যান্ট ছাড়া শুরু করেছি, বউ এসে বলল, "কোথায় বেরোচ্ছ?"
আমি গম্ভীর গলায় বললাম, "তোমার বাবার একটা ওষুধ কিনে দিতে হবে। ফোন করেছিলেন।"
বউ অবাক হয়ে বলল, "বাবার ওষুধ মানে? ইয়ার্কি নাকি? আমি এক মাসের সমস্ত ওষুধ মায় ইসবগুল পর্যন্ত কিনে দিয়ে এসেছি। কী ওষুধ?"
বেশ ফেচাংয়ে পড়া গেল তো! এদিকে আবার সিগারেটের কথাও বলা যাবে না। বললাম, "সে অন্য ওষুধ। ওই কিট।"
তিনি ভুরু ব্যাপক ভাবে কুঁচকে বললেন, "কিট মানে? কিসের কিট?"
আমি জলে ডুবে যাচ্ছি। ওহ্ এই মহিলা যে কেন উকিল হলেন না, প্রতিভার কী বিপুল অপচয়!
এইসময় দেওয়ালে একটা ফুটফুটে বাচ্চার ছবি দেখে মনে হল ভেসে ওঠার জন্য খড়কুটো পেয়ে গেছি।
বললাম, "ওই প্রেগনেন্সি টেস্টের কিট।"
ঘরে অ্যাটম বোমা পড়ল। বউয়ের চোখ গোল হয়ে স্থির হয়ে গেল। তারপর অনেকক্ষণ পরে বহুকষ্টে বলল, "বাবা চেয়েছে? বাবার কী হবে?"
আমি গম্ভীর গলায় বললাম, "দরকার আছে নিশ্চই।"
ততক্ষণে ফোনে শ্বশুরমশাইকে ধরা হয়ে গেছে। লাউডস্পীকার অন করে বউ বলল, "তুমি ওকে কী আনতে দিয়েছ? তোমার লজ্জা করে না? এত বয়স হল!"
শ্বশুরমশাই তখন চুরি করে ধরা পড়া বাচ্চার মতো বলছেন, "তুই রাগ করিস না। ওহ্ এত করে জামাইকে বলতে বারণ করলাম তাও বলে দিল? ট্রেটার!"
--"ও তুমি চাও তোমার জামাই আমাকে মিথ্যে কথা বলুক? ছিঃ বাবা। ও সত্যিটাই আমাকে বলে দিয়েছে। কিন্তু কেন বাবা? এত বয়সে এসব কী?"
শ্বশুরমশাই বোঝানোর ভঙ্গিতে বললেন, "দ্যাখ বুড়ু, আমি ডাক্তারবাবুকে জিগ্যেস করেছি। ডাক্তারবাবুর পারমিশান নিয়েই..."
-- "তুমি এসব ডাক্তারবাবুকে জিগ্যেস করেছ! আচ্ছা বাবা তোমার কী বুড়ো বয়সে ভিমরতি হল! আমার তো পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এখন লোকের কাছে মুখ দেখাব কেমন করে?"
শ্বশুরমশাই বললেন, "ঠিক আছে তুই যখন এত কষ্ট পাচ্ছিস তখন এবার থেকে ছেড়ে দেব আমি। প্রমিস।"
কাঁদো কাঁদো স্বরে তাঁর মেয়ে বলল, "কিন্তু এখন কী হবে বাবা! যদি পজিটিভ হয়? উফ লজ্জায় মরে যাই মরে যাই! আমাকে নির্ঘাত আত্মহত্যা করতে হবে। তুমি এক্ষুনি মাকে ডাকো। মায়ের সঙ্গে কথা বলতে হবে।"
আমি বুঝলাম এবার আমাকে বেরোতে হবে। এখন এখানে থাকা নিরাপদ নয়। বললাম, "তুমি কথা বলো। আমি বেরোচ্ছি। হ্যাঁ দরজাটা বন্ধ করে দিয়ে যাও।"
নিজের বৃদ্ধ বাবা-মায়ের এই কাণ্ডকারখানায় বউ লজ্জায় আমার মুখের দিকে তাকাতে আর পারল না......

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৫

জুন বলেছেন: আলু কুমড়ার তরকারি কি বলছেন গেছো দাদা :|
বলুন কুমড়োর ছক্কা 8-|

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২১

গেছো দাদা বলেছেন: আমি তো এমনিতে ওটাকে ঘ্যাট বলি। এখানে ভদ্রভাষায় তরকারী লিখেছি।

২| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৮

জুন বলেছেন: হা হা হা দারুন মজা পেলাম দাদা। প্রথম মন্তব্যটি প্রথম লাইন পড়েই দিয়েছিলাম। এখন পুরোটা পড়ে প্লাস =p~

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন আর এভাবেই আমাকে আশির্বাদ দেবেন।

৩| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন ।

৪| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৬

মা.হাসান বলেছেন: গেছো দাদা, বরাবরের মতো অসাধারণ রম্য ।

২৮ শে মার্চ, ২০২০ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

৫| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: বিশ্বের এই পরিস্থিতিতে রম্য কারো ই ভালো লাগবে না।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১:০০

গেছো দাদা বলেছেন: আমি তো দাদা আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন আমার মৃত্যুর সময়েও যেন হাসতে হাসতে বিদায় নিতে পারি।

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মজা যারা করে তারা জেলে বসেও করে।
রামগড়ুরের ছানা, হাসতে তাদের মানা।
হাসির কথা শুনলে বলে হাসবো না না না।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৬

গেছো দাদা বলেছেন: সদাই মরে ত্রাসে ।।।। ওই বুঝি কেউ হাসে ।।।।

৭| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আহ! কি কথা মনে করা্ইলেন দাদা। যাই দোকানে সিগ্রেট শৈষ হবার আগেই আপদকালীন সঞ্চয় করার ব্যবস্থা করি ;)
নইলে যদি আবার টেস্ট যদি পজিটিভ হবার শংকায় পড়ি :-/ =p~ =p~ =p~

+++

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৩৩

গেছো দাদা বলেছেন: হ বাই , শিগ্গিরি কিইন্যা লন !!

৮| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো দাদা আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন আমার মৃত্যুর সময়েও যেন হাসতে হাসতে বিদায় নিতে পারি।

আমি নিজেও একজন প্রচন্ড রসিক মানুষ।
কিন্তু সব কিছুর আগে দেশ। দেশ ভালো না থাকলে আমরাও ভালো থাকতে পারি না।

৩১ শে মার্চ, ২০২০ রাত ২:৪১

গেছো দাদা বলেছেন: দাদা ১০০% ভালো কোনসময়েই পাবেন না । সবকিছু যখন আমাদের হাতে নেই, তখন অহেতুক দুঃখ নিয়ে আর কতদিন বাঁচবেন ? আর পলিটিশিয়ান ও পাবলিক মিলে যখন দেশের ১২ টা বাজাবে বলে ঠিক করেই নিয়েছে , তখন অহেতুক ভেবে আর কি করবেন ?

৯| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৪

গেছো দাদা বলেছেন: আর কই ?

১০| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৩:৩৩

গেছো দাদা বলেছেন: আপাতত এটাই আমার শেয কমেন্ট।

১১| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

বিভ্রান্ত পাঠক বলেছেন: সিগারেট এর কষ্ট খুব বেদনাদায়ক দাদা।।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

গেছো দাদা বলেছেন: বুঝি রে দাদা। আমি তো বাধ্য হয়ে খৈনি খাওয়া শুরু করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.