নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম বন্ধুঃ
শোনেন, যুদ্ধ লাগলে পাকিস্তান খুব আরামসে জিতে যাবে।
২য় বন্ধুঃ
জিতবে মানে? যুদ্ধে ভারত কতক্ষণ টিকতে পারে, সেটাই দেখার বিষয়।
৩য় বন্ধুঃ
আমার বড় মামার ছোট শালা বলেছে পাকিস্তানের কাছে ২০০ পারমানবিক বোমা আছে। একটা মারলেইতো ভারত ফুট্টুস!
৪র্থ বন্ধুঃ
তো, সেটাই! আমার ছোট চাচার ক্লোজ ফ্রেন্ড জসিম আংকেল বলেছেন তলে তলে আরো বেশি বোমা আছে। পাকিস্তান স্বীকার করে না।
৫ বন্ধুঃ
হ, একবার পত্রিকায় পড়েছি পাকিস্তানে মাটির নিচে বোমা বানানোর কারখানা আছে। রাডারে ধরা পড়ে না। পাকিস্তান চাইলে এক দিনে ভারত দখল করে ফেলতে পারে।
৬ষ্ঠ বন্ধুঃ
আমার ধারনা পাকিস্তানের কাছে ডজন খানেক হাইড্রোজেন বোমাও আছে। ভাবে বুঝা যায়। আল্লাহ আল্লাহ করে যুদ্ধটা লাগুক, ভারত টের পাবে পাকিস্তান কী জিনিস।
৭ম বন্ধুঃ
পাকিস্তান হচ্ছে মুসলিম দেশগুলোর যোগ্য নেতা। তারা শুধু নিজের দেশ নিয়ে চিন্তা করে না। পৃথিবীর প্রতিটি মুসলিম দেশের জন্য বোমা বানাচ্ছে পাকিস্তান। অন্তত ১৮টি মুসলিম দেশ রক্ষা করার মত বোমাতো এখনই আছে।
৮ম বন্ধুঃ
এটা আপনি কোথা থেকে জেনেছেন? আমাকে আমার এক আত্মীয় বলেছেন। তিনি আগে আর্মিতে ছিলেন, এখন রিটায়ার্ডে আছেন। উনি বলেছেন আগামী দশ বারো বছরের মধ্যে পুরা মুসলিম বিশ্বকে বাঁচানোর মত বোমা বানিয়ে ফেলবে পাকিস্তান।
৯ম বন্ধুঃ
নতুন একটা বোমার কথা শুনেছি কিছুদিন আগে। আমাদের বাসায় এক পাকিস্তানি বিজ্ঞানী এসেছিলেন। আমার মেজো খালার ভাসুরের সাথে। উনি বলেছেন এই বোমা মাটির নিচ দিয়ে যাবে। কোন শব্দ হবে না। সিগন্যাল থাকবে না। তারপর ভারতের একেবারে মধ্যখানে মাটির নিচে বিস্ফোরিত হবে। পুরো ভারত ধ্বসে পড়বে। সবাই জানবে এটা ভূমিকম্প, কেউ জানতে পারবে না আসলে কী ঘটেছে। পাকিস্তান এরকম ৫০ টা বোমা বানাবে। তখন পুরো পৃথিবী পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে আসবে।
১০ম বন্ধুঃ
কিন্তু ভাইরে, নিজের দেশের কথাও ভাবতে হবে। আপনি আপনার মেজ খালার ভাসুরের মাধ্যমে পাকিস্তানকে অনুরোধ করেন, বোমাটা এমনভাবে ব্যবহার করতে, যেন বাংলাদেশের কোন ক্ষতি না হয়। অবশ্য আমার এক দূর সম্পর্কের ফুফা বলেছেন পাকিস্তান যদি বাংলাদেশ-ভারত সীমান্তেও বোমা ফেলে, শুধু ভারত ক্ষতিগ্রস্থ হবে, বাংলাদেশ নয়। কারণ বাংলাদেশ মুসলিম কান্ট্রি। পাকিস্তানের বোমা কোন মুসলিম কান্ট্রির ক্ষতি করবে না। ওই ফুফা অনেক বড় আলেম। খুব ভালো মানুষ।
::পাকিস্তানের সামরিক শক্তি এভাবে বৃদ্ধি পায়। কারণ পাকিদের সামরিক শক্তি একটি বিশ্বাসের নাম, এটা কোন বাস্তবতা নয়। পাকিস্তানের যখন সামরিক শক্তি বৃদ্ধির দরকার হয়, তখন তারা দশ বারো জন পাকিপ্রেমি কে বসিয়ে দেয়, তারা বসে বসে এভাবে শক্তি বৃদ্ধি করে।
(আমার এক বন্ধুর সৌজন্যে পাওয়া)
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৬
গেছো দাদা বলেছেন: হা হা হা
২| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:০০
আমি নই বলেছেন: হা...হা... আর ভারতের সামরিক শক্তি খালি মুভিতেই দেখা যায়। দুইটাই সমান।
এবারতো ক্রিকেট নিয়েও কৌতুক দেখলাম, একজন পাপিপ্রেমি রেন্ডিয়াপ্রেমিরে বলতেছে, ভাই দুঃখ্য করিয়েন না, রেন্ডিয়ারে একটা মুভি বানাইতে বলেন যেখানে রেন্ডিয়া পাপিরে গোহারা করবে, তাইলেই মনে দুঃখ্য থাকবেনা।
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৯
গেছো দাদা বলেছেন: রেন্ডিয়া বলতে কি আপনার নিজের দেশকে বোঝালেন ? আপনাকে ধিক্কার জানাই।
৩| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৯
জটিল ভাই বলেছেন:
বাংলাদেশ নিয়ে নো চিন্তা। আমরা পান খাই। সো, ওসব বোমা-ফোমা আমাদের কিচ্ছু করতে পারবে না।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪০
গেছো দাদা বলেছেন: আমার শেষ কমেন্ট টা একবার পড়ে দেখবেন।
৪| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৩:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটা যুদ্ধে অন্তত জিততে দিন।গত সবগুলো যুদ্ধে হেরে ভুত হয়ে আছে।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪০
গেছো দাদা বলেছেন: আমার শেষ কমেন্ট টা একবার পড়ে দেখবেন।
৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৩:৩৯
আমি নই বলেছেন: লেখক বলেছেন: রেন্ডিয়া বলতে কি আপনার নিজের দেশকে বোঝালেন ? আপনাকে ধিক্কার জানাই।
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা।
রেন্ডিয়া আর পাপিস্থান দুইটাই আমাদের কাছে সেইম।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪২
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
৬| ৩০ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:২৩
জিকোব্লগ বলেছেন:
এই গপ্প শুনে আমার এক প্রতিবেশী কাকার দুরসম্পর্কীয়
দাদা বলেছিল, রেন্ডিয়া পাপিস্থানে আওরাত বোমা পাঠিয়ে
পাপিস্থানের সব পারমানবিক বোমা দখল করে নিয়ে রেন্ডিয়া
পাপিস্থানের মিলন হয়ে মহাপাপিরেন্ডিস্থান নামক নতুন
একটি দেশ গঠন হবে।
রেন্ডিয়া ও পাপিস্থানের আইডিয়া দেওয়ার জন্য
'আমি নই' কে ধন্যবাদ ।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪২
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
৭| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৪
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: প্রিয় গেছো দাদা, পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের সেনাপ্রধান জেনারেল বাবর আজম ও উইকেটরক্ষক কর্নেল মোহাম্মদ রিজোয়ান ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিরাট কোহলিদের যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছে। তাও আবার বিনা উইকেটে অপরাজিত। বিগত ১৫-২০ বছরে এমন পরাজয় ভারত দেখেনি।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৯
গেছো দাদা বলেছেন: একদম সত্য। পষ্ট কথার কষ্ট নাই।
৮| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৫
বিটপি বলেছেন: যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে - এইটা নিয়া রম্য বানানোর কি আছে? পাকিস্তানের কি জেতার কোন সামর্থই নাই? হইতে পারে সামরিক ক্ষমতার দিক দিয়া অনেক পিছনে - কিন্তু যুদ্ধে দুর্বল রাষ্ট্রের কাছে শক্তিশালী রাষ্ট্রের হারার অনেক ইতিহাস আছে। তাছাড়া ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইনডিয়ার জন্য পাকিস্তান জয় করা এত সোজা হবেনা। এঈ অঞ্চলে পাকিস্তানের যত মিত্র আছে, ভারতের ততটা নাই। ১৯৬৫ সালের চরমভাবে অসম একটা যুদ্ধেও কিন্তু পাকিস্তান জিতেছিল - তাই পাকিস্তানের যুদ্ধ ক্ষমতা নিয়া উপহাস করার মত কিছ নাই।
এখন দেখি কে কে আমাকে কি কি ট্যাগ লাগায়!
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৩
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
৯| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩০
অক্পটে বলেছেন: খচ্চরের চুলকানির মতো মনে হলে লেখা।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৩
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
১০| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেখুন দাদা, আপনারাই ফালতু যুদ্ধ নিয়ে অতিমাত্রায় উৎসাহী - তাও পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রের সঙ্গে। এর কারণ কি জানেন ? সময়ের সাথে সাথে আপনাদের মোদী ও তার চ্যালাগুলোর বুদ্ধি হাঁটুতে চলে যাচ্ছে। সেই সাথে আপনাদেরও। আপনারা করোনার মতো একটি শক্তির সঙ্গে যুদ্ধে সম্পূর্ণ হেরে গেলেন কিছু বেকুব নেতাদের পাল্লায় পড়ে ! তারপরও ওই সকল চরম ব্যর্থ নেতাদের নিয়ে লম্ফোঝমফ করেন পাকিদের সাথে যুদ্ধ করার জন্য ? এসব বাগাড়ম্বর ছেড়ে চেষ্টা করুন দেশের সিংহভাগ মানুষের নূন্যতম মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য - শ্রেণী বৈষম্য দূর করার জন্য। তবেই প্রমান করতে পারবেন এই উপমহাদেশে আপনারাই শ্রেষ্ঠ। নতুবা বলিউডি সিনেমার প্রপোগান্ডা পাবলিক তেমন খাবে না।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৪
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
১১| ৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৪
বিটপি বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ একদম মনের কথা বলেছেন। ভারত যারা নিজেদেরকে নিয়ে এত হম্বিতম্বি করে, তারা পাকিস্তানের মত একটা অকার্যকর রাষ্ট্রের সাথে নিজেদের তুলনা করে এত তৃপ্তি কেন পায়, বুঝিনা! একটা সিনেমায়ও তো দেখলাম না যে, চীন বা আমেরিকার কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভারত নিজেদের হিরোইজম প্রতিষ্ঠা করছে! আসলে ঐ পর্যন্ত যাওয়ার মত বুকের ছাতিই তাদের নাই। এখন পাকিস্তানের সাথে পারছে, তাই তাদের সাথে বীরত্ব দেখাচ্ছে, যখন পাকিস্তান তাদের সমকক্ষ হয়ে যাবে, তখন হয়তো বাংলাদেশ তাদের শত্রু হয়ে যাবে - তাদের হিরোগিরি বাংলাদেশের সাথে দেখাবে!
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৪
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
১২| ৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৫
নীল আকাশ বলেছেন: আমি নই বলেছেন: হা...হা... আর ভারতের সামরিক শক্তি খালি মুভিতেই দেখা যায়। দুইটাই সমান।
এবারতো ক্রিকেট নিয়েও কৌতুক দেখলাম, একজন পাপিপ্রেমি রেন্ডিয়াপ্রেমিরে বলতেছে, ভাই দুঃখ্য করিয়েন না, রেন্ডিয়ারে একটা মুভি বানাইতে বলেন যেখানে রেন্ডিয়া পাপিরে গোহারা করবে, তাইলেই মনে দুঃখ্য থাকবেনা।
রেন্ডিয়ার দৌড় সব বলিঊড সিনেমায়। পাকিদের কাছে বর্ডারে কয়েকটা প্লেন হারিয়ে নাকি গোটা পাচেক বিশেষ বলিঊডি সিনেমা বানিইয়েছে। আর চাইনিজদের কাছে লাথি খাবার সিনেমাগুলির এখনও শুটিং চলছে.।.।.।.।.।.।.।.।.।।।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৪
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
১৩| ৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৮
সৈকতসৈকত বলেছেন:
সামুতে আইসা
আপনে পাপীস্তানের দালালী করলেন নাকি
রেন্ডিয়ার দালালী করলেন ? ? ?
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৫
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা আপনার জন্য দিলাম।
১৪| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৮
কালো যাদুকর বলেছেন: অনেকটা মাংকি বিজনেসের মত।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৫
গেছো দাদা বলেছেন: নিচে আমার শেষ কমেন্ট টা দিলাম।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: যুদ্ধ কোনো সমাধান নয়।
৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৭
গেছো দাদা বলেছেন: একদম। আপনাককে শ্রদ্ধা জানাাই । ভালো থাকবেন।
১৬| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৮
গেছো দাদা বলেছেন: দুই একজন বাদ দিলে সবাই দেখছি মারাত্মক লেভেলের প্রতিভাবান ব্যক্তি ! কুয়ো তে থাকা ব্যাঙের সমুদ্র জ্ঞানের মতো!! আপনাদের এত বিশ্বজ্ঞান নিয়ে রাতে ভালো ঘুমাতে পারেন? মনে হয় না! অসহায় হিন্দুদের উপর ঐ জ্ঞান ফলিয়ে তাদের বাড়িঘর ভাঙেন, মূর্তি ভাঙেন, ধর্ষন করেন, হত্যা করেন ,দেশছাড়া করে ছাড়েন। আপনারাই হিন্দুদের মালাউন বলেন। কিন্তু প্রকৃত অর্থে আপনারাই মালাউন। আপনারাই অভিশপ্ত অমানুষ। যারা সামান্য একটা রম্য পড়েও এত অন্ধকার মনের পরিচয় দেয় তাদের কে আমি পতিত জীব মনে করি। আপনাদের জন্য রইল একরাশ ঘৃণা। খুব তাড়াতাড়ি দেশটাকে সিরিয়া বানিয়ে ফেলুন।
রাজীব নুর দাদার মতো দুই একজন সত্যিকারের মানুষ আছেন এই ব্লগে।তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আফশোস ইনারাই আসলে সংখ্যালঘু।
১৭| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫০
নেওয়াজ আলি বলেছেন: আপনার এই মন্তব্য সঠিক ত্রিপুরার সংখ্যালঘুদের জন্যও গেছো দাদা।
১৮| ৩১ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৩৩
আমি নই বলেছেন: @ গেছো দাদা বলেছেন: দুই একজন বাদ দিলে সবাই দেখছি মারাত্মক লেভেলের প্রতিভাবান ব্যক্তি !....................................................
প্রতিভাবান, অভিশপ্ত কিন্তু আপনিও কম না!!!! আপনার পোষ্টটা যদি রম্য হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টগুলোও রম্যই ছিল। আপনি পাপিস্থানকে নিয়ে বানানো রম্যে আমারদেশকে জরাবেন আর ভাববেন আপনাকে কোলে তুলে নিয়ে নাচবো???? দাদা, আপনার মনে হয় জানা নেই, ইট মারলে পাটকেলটি খাওয়ার জন্য রেডি থাকতে হয়। আর হোয়াট্সএ্যপ ইউনিভার্সিটিতে পড়া আপনাদের জ্ঞানের বাহার যে কুয়োর ব্যাঙের চাইতেও অনেক কম সেটাতো আপনাদের কথাবার্তা-কাজকর্মেই বোঝা যায়!! আমাদের জ্ঞান না দিয়ে বাড়িতে টয়লেট বানান, অনেক কিছু ঠিক হয়ে যাবে। এই পোষ্টের কমেন্টগুলো পড়ে অনেক বেশি রাগ লাগলে চাইলে একটা মুভিও বানাতে পারেন।
যুদ্ধের টপিক নিজেই শুরু করলেন আর শেষে এরশাদ সাবের মন্তব্যর সাথে একমত হলেন তার মানে আপনি শুধুই প্রতিভাবান আর অভিশপ্তই নন হিপোক্রেটো বটে।
১৯| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০১
বিটপি বলেছেন: আমরা হিন্দুদের বাড়িঘর পুড়াই, মূর্তি ভাঙি? ধর্ষণ করি? আমাদের সাথে যারা চলাফেরা করে, তারা বুকে হাত দিয়ে এই কথা বলুক তো? দাদা, দেশে এসে দেখুন, আমরা হিন্দু মুসলিম একসাথে কিভাবে চলি। আপনাদের মত হিপোক্রেট আমরা না।
২০| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬
অক্পটে বলেছেন: আপনাকে সবাই চিনল কেমন করে!!! জ্ঞান গড়িমায় আপনিতো দাদা একেবারে মেট্রিক পাস!!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১১
উদারত১২৪ বলেছেন: সহমত ভাই
হিন্দুস্থানে সর্বপ্রথম যেভাবে ইসলাম প্রচারিত হয়