নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : ভূত চতুর্দশী B:-)

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১

হিন্দুদের আজ ভূত চতুর্দশী । আজকের দিনে আসুন জেনে নেই ১৪ ভূতের নাম:

১. ব্রহ্মদৈত্য: ব্রাহ্মণ ভূত।সাদা ধুতি ও পৈতা পড়েন।এনারা পবিএ ভূত হিসাবে পরিচিত।
২.মামদো ভূত: মুসলমান ভূত।এনাদের পা নেই হাওয়ায় ভেসে থাকেন। কবরস্থানে থাকেন।

৩.পেত্নী: বদমেজাজী অবিবাহিত মেয়ে ভূত।এনারা যেকোনো আকৃতি ধারন করতে পারেন। এনাদের পা-এর পাতা পেছনের দিকে ঘোরানো থাকে।
৪.শাকচুন্নি: বিবাহিত মহিলা ভূত।শাড়ি ও হাতে শাঁখা পড়েন।এনারা শেওড়া গাছে বাস করেন।
৫.ডাইনী: জীবিত বৃদ্ধ নারী যিনি কালাযাদু/ ডাকিনীবিদ্যা জানেন।গ্রামের বাচ্চাদের রক্ত খেয়ে আয়ু বাড়ান।
৬.নিশি: ভয়ংকর ভূত। এনারা কোনো মানুষের ডাক নকল করতে পারেন। গভীর রাতে তিনবার নাম নিয়ে ডাকেন।
৭.স্কন্ধকাটা: মাথাবিহীন ভূত। কোনো দুর্ঘটনা-য় মৃত্যু-র আগে মাথা কেটে গিয়েছিল।
৮.মেছো ভূত: মাছলোভী ভূত। গ্রামের পুকুরপাড়ে বাস করেন।
৯. দেও: জলাশয়ে বসবাস করেন। এনারা মানুষকে জলে ডুবিয়ে মেরে ফেলেন।
১০. কানাখোলা: মাঠের ধারে থাকেন। মানুষ-কে পথ ভুলিয়ে ঘোরের মধ্যে ফেলে মেরে দেন।
১১.পেঁচাপেঁচি: জোড়া ভূত। দেখতে পেঁচা-র মতো। গভীর জঙ্গলে থাকেন।
১২. চোরাচুন্নি: চোর ভূত। এনারা পূর্ণিমা-র রাতে বের হন।
১৩.গেছোভূত: গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ভূত। এনারা গাছে থাকেন।
১৪.আলেয়া: জলাশয়-এর ভূত। জেলেদের শিকার করেন এনারা B:-/

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৩

কামাল১৮ বলেছেন: ভূতের চরিত্রে পরানের অভিনয় মনে রাখার মতো।অনেক রকমের ভূতকে একত্রিত করেছিল সত্যজিৎ রায়।

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: আর একটি সিনেমা। "ভুতের ভবিষ্যত"। না দেখলে দেখে নিন। দারুন সিনেমা।

২| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন কয়টা ভূত আপনি প্রতক্ষ্য করেছেন ?

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫২

গেছো দাদা বলেছেন: হা হা হা। একটাও না। মাঝে মাঝে নিজেকেই গেছোভুত মনে হয়।

৩| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:

আলেয়া তো আরবি শব্দ।
তাই এটাও মুসলমান ভূত। মহিলা

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

গেছো দাদা বলেছেন: তাই তো !!! ঠিক বলেছেন দাদা।

৪| ১২ ই নভেম্বর, ২০২৩ ভোর ৪:৪৫

কামাল১৮ বলেছেন: ভুতের ভবিষ্যত রিলিজ হবার সাথে সাথেই দেখেছি।দারুন সিনেমা।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

গেছো দাদা বলেছেন: এটা সত্যিই বারবার দেখার মতো সিনেমা ।

৫| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভূতেরা আগের মত ভালো নেই,বংশবিস্তার কমেছে, অভাব-অনটনে দিন কাটছে ; তবে আপনার পোস্ট দেখে খুশি হয়েছে।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

গেছো দাদা বলেছেন: আহারে, ভূতেরা কত কষ্ট করে বেঁচে আছে !!! =p~

৬| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

জুন বলেছেন: আমি পড়েছি একানড়ে বলেও একটা ভুত আছে ।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

গেছো দাদা বলেছেন: হুম। কিন্তু ওটা ধরলে পনের টা হয়ে যাবে যে !! =p~

৭| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩

আমি নই বলেছেন: আজকে কি কোন ভুতকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে?

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

গেছো দাদা বলেছেন: ডেইলি আমি অনেকরকম ভুতকে দেখতে পাই এই সামু ব্লগে ! হা হা হা।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৫০

অগ্নিবেশ বলেছেন: আরেকটা যোগ করেন, ধর্মভুত, এই ভুত মাথায় চাপলে কেউ কেউ আর এস এস আবার কেউ কেউ জামাতে যোগ দিয়ে খুনো খুনি শুরু করে।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

গেছো দাদা বলেছেন: আর একটা আছে। সবজান্তা বামপন্থী ভুত ! =p~

৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ১৪ টা ভূতের কথা বলেছেন। এগুল একান্তই আমাদের ভূত। এইসব ভূত ইউরোপে নেই।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

গেছো দাদা বলেছেন: একদম। এগুলো বাংগালির নিজস্ব ভুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.