নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : লোভে_পাপ_পাপে_মৃত্যু !

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

কালো মানিব্যাগটা পিচের রঙের সঙ্গে এমন মিশেছিল কেউ খেয়াল করেনি। রাহুলের পায়ে লাগতেই রাহুল ঝুঁকে দেখল, মানিব্যাগ। কুড়িয়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। কারও ব্যাগ পড়ে গেছে। ব্যাগটা খুলে দেখল বেশ কয়েকটা পাঁচশো টাকার নোট।
নিয়ে নেবে? অনেক দিন ধরে তার মিলিকে একটা উপহার দেওয়ার ইচ্ছে। ভগবান কি সেইজন্যই এটা পাইয়ে দিল? কিন্তু অন্যায় হচ্ছে নাতো? আবার এদিক ওদিক তাকাল রাহুল, ব্যাগ খুঁজছে এমন কাউকে দেখতে পেল না। কিছুটা এগিয়ে গিয়ে ব্যাগটা খুলল। সতেরোটা পাঁচশোর নোট আর ছটা দশ টাকা। টাকাগুলো নিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। শুনশান রাস্তা। কেউ সাক্ষী রইল না।
.
হাবুর মাথা হেব্বি গরম। কোথায় যে মানিব্যাগটা পড়ল! অতগুলো পাঁচশো টাকার নোট ছিল! রাস্তায় অনেক খোঁজাখুঁজি করল। পেল না।
.
জীবনে প্রথম বার গয়নার দোকানে ঢুকল রাহুল। গরিব ঘরের ছেলে সে। বাবা একটা ওষুধ দোকানে কাজ করে। ক'টাকাই বা পায়। তাতেই কোনরকমে সংসার চলে। গয়নার দোকান-টোকান মঙ্গল গ্রহের বস্তু।
কলেজে মিলি আর রাহুল একসঙ্গে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম।
মিলি প্রথমে আসতে চায়নি। কিন্তু রাহুলের জোরাজুরিতে বাধ্য হয়ে এসেছে। রাহুল নাকি লটারির টিকিট কেটে ছিল। দশ হাজার টাকা প্রাইজ লেগেছে। তার থেকে তাকে একটা কানের দুল দেবে। এটা রাহুলের বাড়াবাড়ি। কমদামি কিছু দিলেই পারত। তা না একদম সোনার কানের দুল।
বাব্বা সোনার কী দাম!! একটা পুঁচকে কানের দুল তারা পছন্দ করল। সাড়ে সাত হাজার টাকা।
.
হাবুকে কুড়িটা পাঁচশোর জালি নোট দিয়েছিল কেল্টুদা। একটা চালাতে পারলে পঞ্চাশ টাকা। তিনটে চালিয়েছে হাবু। হেবি রিস্কের কাজ। গান্ডু দোকানদার খুঁজে চালাতে হয়। সতেরোটা পাঁচশো হারিয়ে গেছে শুনে কেল্টুদা কী করবে ভেবেই হাবুর বুকটা ধড়াস ধড়াস করছে।
.
রাহুল টাকা ক্যাশে জমা দিয়ে অনেকক্ষণ বসে আছে কিন্তু দুলটা ডেলিভারি দিতে এত সময় লাগছে কেন কে জানে। রাহুল কবার তাগাদা লাগাল।
দোকানের পরিবেশটাও কেমন যেন হঠাৎ করে থমথমে হয়ে গেছে।
একটু পরেই কজন পুলিশের একটা দল গটগট করে দোকানে ঢুকল। ঢুকে একজন অফিসার বললেন, "কোথায়?"
দোকানের একজন কর্মচারি রাহুলদের দেখিয়ে দিল।
রাহুলকে পুলিশ অফিসার বললেন, "কতদিন ধরে এই জালনোট চক্রের সঙ্গে রয়েছ?"
জাল নোট? কী বলছে কী? ওইগুলো জাল নোট ছিল?
সর্বনাশ!
রাহুলের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বহু কষ্টে বলল, "দেখুন ওগুলো আমাকে একজন দিয়েছে।"
-- "সব জানব। কে দিয়েছে... আর কে কে আছে তোদের গ্যাঙে, সব। এখন থানায় চ।"
মিলি পাথর হয়ে গেছে! কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না।
একজন মহিলা পুলিশ মিলির হাত ধরে বললেন, "চলুন।"
মিলি বোবা চোখে রাহুলের দিকে তাকাল। রাহুলের মনে হল, এক্ষুনি যদি একটা ভূমিকম্প হত! রিখটার স্কেলে পনেরো- কুড়ি, সব ধ্বংস হয়ে যেত! সব...

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০৪

ফিনিক্স পাখির জীবন বলেছেন: এটাতো দাদা রম্য নয়।
রীতিমতো বোল্ট ফ্রম দ্য ব্লু!!

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: এটা কেমন জানি লাগলো।

তবে কি....!!

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুঃখজনক রম্য।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: াঁজা কিনতে এই নোট চালিয়ে দেয়া যেতে পারে! হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.