নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : আমার ভাগ্না !

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

আমার ভাগ্না বিজয় পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষায় যে স্যার গার্ড দিচ্ছে, সে বলল,আর আধঘন্টা বাকি, এর পর খাতা নিয়ে নেব।
এরমধ্যে ভাগ্নার পাশের ছেলেটা বলল,স্যার বিজয় আমার দেখে লিখছে!!
স্যার বলল,বিজয় তোমার লজ্জা নেই!!

ভাগ্না বলল,কেন স্যার আমিতো পোশাক পরে আছি, মাথায় পেল্লায় টুপি আছে!!
স্যার বলল, তোমার পানিশমেন্ট হিসাবে ৫০ নম্বর কেটে নেওয়া হবে!!

ভাগ্না বলল,এখন পর্যন্ত সর্ব সাকুল্যে ৫ নম্বরের উত্তর দিয়েছি ৫০ কাটবেন কোথা থেকে?

পাশের একটা ছেলে জিজ্ঞাসা করল, বিজয় কোন প্রাণী জল না খেয়েও বেঁচে থাকতে পারে।
ভাগ্না বলল, অঙ্কের স্যারের বউ!! অঙ্কের স্যারের রক্ত পান করে।বেঁচে আছে। তাই অঙ্কের স্যার দিন দিন ওইরকম খেকুরে হয়ে যাচ্ছে!!

এইবার ভাগ্না যার দেখে লেখার চেষ্টা করছিল সে টয়লেট যাবার জন্য স্যারকে বলল, স্যার বলল,যাও!!
ভাগ্না বলল, স্যার আমিও যাব।

স্যার বলল, অমনি তোমার যেতে হবে?
আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি পারলে যেতে দেব।
ভাগনা বলল,করুন!!
প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল?

ভাগ্না বলল,প্রথমটা সম্পর্কে জানি না, আপনি দ্বিতীয়টা নিয়ে জিজ্ঞাসা করুন।
স্যার বলল, ঠিক আছে দ্বিতীয়টা কেন হয়েছিল?

ভাগ্না বলল,স্যার প্রথম টায় সবাই মারা যায় নি বলে দ্বিতীয়টা হয়েছিল!! =p~

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস!

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভাগ্নার সাথে আমার মিল আছে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩

বিজন রয় বলেছেন: হা হা হা ............. রম্য হলেও এসবের ভিতর দিয়ে জ্ঞান লাভ করা যায়।

চলতে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.