নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : কনসেপ্ট !!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

ক্লাসে ঢুকে লাইলা ম্যাডাম বললেন, বাচ্চারা, আজ তোমাদের অংক শেখাব।
তারপর গোটা ক্লাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলোতো একটা গাছের ডালে তিনটে পাখি বসেছিলো, একজন শিকারী গুলি করে একটা পাখি মারলো। তাহলে গাছে কটা পাখি থাকলো?

ক্লাসের সবচেয়ে খচ্চর ছেলে সোনাপাজি তড়াক করে উঠে বলল, লাইলা ম্যাম একটাও পাখি থাকবে না কারণ গুলির আওয়াজে সবকটাই উড়ে পালাবে।

লাইলা বললেন, দেখো সোনাপাজি এটা অঙ্কের ক্লাস, এখানে তোমার এই থিয়োরি চলবেনা।
আচ্ছা রাজীব নুর, তুমি বলো কটা পাখি থাকবে?
ফার্স্ট বয় রাজীব চটজলদি বলল, তিনটে থেকে একটা চলে গেলে দুটো পাখি থাকবে।
ম্যাডাম বললেন ভেরি গুড। তারপর সোনাপাজির দিকে তাকিয়ে জানান, তোমার গানিতিক উত্তর ভুল হলেও কনসেপ্টটা বেশ ভালো লাগলো।

এবার সোনাপাজি উঠে দাঁড়িয়ে বললো, ম্যাম আমারও একটা প্রশ্ন আছে।
ম‍্যাডাম বললেন, বলো।
সোনাপাজি প্রশ্ন করল, একটা পার্কে তিনজন মেয়ে বসে আইস্ক্রিম খাচ্ছিলো। কিন্তু একজন কামড়ে একজন চেটে খাচ্ছিলো আর একজন চুষে খাচ্ছিলো। এখন ম্যাম বলুন তো তিনজনের মধ্যে কে বিবাহিত?

ম্যাডাম এই অদ্ভুত প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে গেলেন। কিন্তু উত্তর তো দিতেই হয় তাই বললেন, দেখ যে মেয়েটা চুষে খাচ্ছিলো সেই বিবাহিত।

এবার সোনাপাজি বললো, না ম্যাম ঠিক হলো না। যে মেয়েটার মাথায় সিঁদুর সেই মেয়েটাই বিবাহিত। তবে আপনি যে লাইনে ভেবেছেন সেই কনসেপ্টটা আমারও বেশ ভালো লাগলো। =p~

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি আসলে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট শিক্ষার্থী সোনাগাজীকে ভালোবাসেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২

গেছো দাদা বলেছেন: সোনপাজী ? B:-/

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাসতে পেরেছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

গেছো দাদা বলেছেন: নটি বয় !! =p~

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২

কামাল১৮ বলেছেন: আইডিয়াটা ভালো নামগুলো গন্ডগোল।গাজী না হয়ে কামাল হলে সঠিক হতো।গাজী সাহেব সহজ সরল লোক।অত গুরপেচে উনি যান না।আমি কৃষ্ণ এবং মোহাম্মদকে এক দৃষ্টিতে দেখি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২২

গেছো দাদা বলেছেন: গাজী না পাজী ? :-B

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২০

আলামিন১০৪ বলেছেন: এহেম, এহেম, ছবিটা কি ম্যামের? আপনাগো দেশ’ত কেলাশে কি ম্যামরা বুক অনাবৃত রেখে ক্লাশ করায়? বড়ই সৌন্দর্য!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

গেছো দাদা বলেছেন: লাইিলা ম্যামের বড়ই সৌন্দর্য ! =p~

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদ সোনাগাজী বুদ্ধিমান মানুষ। বুদ্ধিমানদের নিয়ে রসিকতা করতে হয় না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

গেছো দাদা বলেছেন: এটা তো সোনাপাজীর রম্য ! B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.