নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

সাবধান বাংলাদেশ !

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০

আপনাদের ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তানে স্বাগত ৷বিশেষ করে শেষ point টা দেখবেন।

সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন, খুব সাবধানে থাকবেন।
বেশ কিছুদিন ধরে দেশে ঘটে যাওয়া প্রত্যেকটা অপরাধ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি।
স্বাভাবিকভাবেই কেউ যদি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন পড়ে থাকে, উক্ত বিষয়ে তার জ্ঞান অন্যান্যদের চেয়ে কিছুটা বেশিই হবে।
এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করেছি। ব্যাপারটা এতটাই এলার্মিং আর সেন্সিটিভ যে, আমি তা প্রকাশ্যে বলতেও পারব না। আবার পুরোপুরি নিশ্চিত না হয়ে বলাটাও ঠিক হবে না।
তবে এতটুকু নিশ্চিত থাকেন যে, আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা কি আপনারা ভাবতে পারছেন?
আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। যেহেতু দীর্ঘদিন ধরে অপরাধ জগতটা নিয়ে পড়ে আছি, আবার সম্প্রতি নিজে একটা ছিনতাইয়ের শিকার হলাম, তাই মোটামুটি আমার পরামর্শগুলো চোখ বন্ধ করে মেনে চলতে পারেন। লাভ না হলেও অন্তত ক্ষতি হবে না, এতটুকু বলতে পারি।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না।
২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন।
৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সামহাউ টের পেয়ে যায়।
৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।
(এনএফসি হলো 'নিয়ার ফিল্ড কমুনিকেশন'। অনেকসময় দেখবেন, সুপারশপগুলোয় কেনাকাটা করার পর কিছু কিছু কার্ড জাস্ট পস মেশিনে টাচ করলেই পেমেন্ট হয়ে যায়। এটাই এনএফসি। ব্যাংকগুলো কার্ডে ডিফল্ট এনএফসি এনেবলড করে দেয় এখন। এটা ব্যাংকে কল করে বন্ধ করা যায় চাইলে)।
৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।
৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।
৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।
৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।
প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।
৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।
১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।
১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।
১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।
১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন।
১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে।
১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।
১৬. রাস্তায় পেছন থেকে কেউ ডাক দিলে পরিচিত কি না, তা পুরোপুরি নিশ্চিত না হয়ে সাড়া দেবেন না।
তেমনি রাতের বেলা বাসার দরজায় কেউ নক করলেও পরিচিত নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।
১৭. অনেকদিন বাসায় না থাকলে অন্তত একটা বাতি জ্বালিয়ে রেখে যাবেন। একটানা কয়েক রাত কোনো বাসায় বাতি না জ্বললে চোররা উক্ত বাসাকে টার্গেট করে, ঢোকার চেষ্টা করে।
এখন বাজারে কিছু স্মার্ট ডিভাইস পাওয়া যায়, যা বিশেষ প্রক্রিয়ায় বাসায় সেট করলে দূর থেকেই মোবাইলের মাধ্যমে বাতি জ্বালানো নেভানো যায়। বাসার বাইরে থাকলে এই পদ্ধতি অনুসরণ করে মাঝে মাঝে বাতি জ্বালাবেন, নেভাবেন। এতে চোর ছিনতাইকারীরা ভাববে, বাসায় কেউ আছে।
১৮. আপাতত এই পয়েন্টটাই লাস্ট। এটা ইচ্ছে করেই লাস্টে রেখেছি। এই পয়েন্ট অনেকে মানতে চাইবেন না, কেউ কেউ হেসে উড়িয়ে দেবেন, আবার কারও কারও কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে-
"আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা আপনার সাধ্যে কুলোয়, করেন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"
লাস্ট পয়েন্টটা আমার বাড়াবাড়ি নয়। সম্প্রতি এমন ঘটনা দুয়েকটা ঘটতে দেখা গেছে।
আরেকটা কথা, রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।
এই পয়েন্টগুলো গত বেশ কিছুদিনের অপরাধের প্যাটার্ন এনালাইসিস করে লেখা। এর বাইরেও হয়তো অপরাধীরা অন্য কিছু পদ্ধতি অনুসরণ করে কিংবা ভবিষ্যতে আরও অভিনব কিছু পদ্ধতি ওরা বের করবে। তখন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি। নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

(লিখলেন হুমায়ুন কবির।)

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


হুমায়ন কবির কে?এত বড় মানবতাবোধ?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২১

গেছো দাদা বলেছেন: https://www.facebook.com/humayundmc

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭

ঊণকৌটী বলেছেন: সবাই জানে, বুঝতে পারে কিন্তু কেউই বলবে না |আতঙ্কের আর এক নাম ঢাকা |

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১১

গেছো দাদা বলেছেন: সেটাই !

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এত ভাবনা চিন্তা বাংলাদেশ নিয়ে না করলেও চলে। এসব হুমায়ুন কবীর টাইপ লোকজন উন্নত শ্রেণীর আতেল! সোশ্যাল মিডিয়া মানুষকে আতঙ্কিত করার দায়িত্ব নিয়েছেন ভদ্রলোক।


২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২

গেছো দাদা বলেছেন: সবাই জানে, বুঝতে পারে কিন্তু কেউই বলবে না |আতঙ্কের আর এক নাম বাংলাদেশ |

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৫

শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পরবর্তী আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তবে এর সাথে "ইসলামিক রিপাবলিক অব ইস্ট পাকিস্তানের" কোন সম্পর্ক নেই। আপনারা মিডিয়ায় প্রচুর মিথ্যা তথ্য পরিবেশন করে আমাদের সমস্যাগুলো বাড়িয়ে চলেছেন। এখন বাংলাদেশের ব্লগে এসে আজগুবি কথা লিখে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০০

গেছো দাদা বলেছেন: মিডিয়ায় প্রচুর মিথ্যা তথ্য পরিবেশন করে আমাদের সমস্যাগুলো বাড়িয়ে চলেছেন।
প্রমান দিন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৭

এনামেল হউক বলেছেন: ভ্যাড়ৎে কি বাংলা ব্লগ নাই, নাকি তগো মতো পসিমব্যঙ্গ্যের সারমেয়র কথা বাকিরা কেউ কানে তুলে না?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৬

গেছো দাদা বলেছেন: এই তো আ্য়া পরসিস ! তোরেই তো খুজতেসিলাম !! :-P

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫৩

আহরণ বলেছেন: সৌদি আরবের ক্রিতদাস দিয়ে কী হবে.............

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫৮

গেছো দাদা বলেছেন: =p~

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২০

এনামেল হউক বলেছেন: নিজেদের খাওয়ার চিন্তা কর মাগী

ঋণের বোঝায় কি কলকাতায় সপরিবারে আত্মহত্যার চেষ্টা?

https://www.dw.com/bn/ঋণের-বোঝায়-কি-কলকাতায়-সপরিবারে-আত্মহত্যার-চেষ্টা/a-71712792?maca=ben-VAS-RSS-Somewherein-Headlines-12717-xml-mrss

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৫

কু-ক-রা বলেছেন: উহা (গেছো দাদা) উগ্র হিন্দুত্ববাদি। উহাদের নেতা বাংলাদেশিদেরকে উইপোকা বলিয়া সম্বোধন করিয়া থাকে। বাংলাদেশের প্রতি উহাদের দরদ কুমিরের কান্না ব্যতীত আর কিছুই নহে।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৩

এনামেল হউক বলেছেন: আমারে তো খুঁজবি-ই; এতে অবাক হওয়ার কিছু নাই — তোদের আবার সবকিছুর মধ্যেই তো 'ভগবান'কে খোঁজার বাতিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.