নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ পৃথিবীতে ছোট শিশু কে সকলে আদর-স্নেহ করে । তা সে যে ধর্ম , বর্ণ ও জাতের ই হোক । দুর্ভাগ্য সারা বিশ্বে বিশেষ করে ফিলিস্থিন,সিরিয়াতে ও মিয়ানমারে(বার্মায়) তারা বড় অবহেলিত ! বিবেক, মনুষ্যত্ব ও মানবতার জন্য সকল ভেদাভেদ ও স্বার্থ ত্যাগ করে কি শিশূদের পরম মমতা

গেদা (Geda)

আমি ছোট শিশু হয়ে শুধু আদর পেতে চায়........ !

গেদা (Geda) › বিস্তারিত পোস্টঃ

হাটা

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬


হাটবো কিভাবে ?
হাটার পথ নাই
ফুটপাত নাম তার
কোথায় ফুটপাত ?
ব্যবসার পসরা সাজিয়ে
আছে সব দখলে ।

হাটবো কিভাবে ?
যে টুকু আছে পথ
মানুষের ধাক্কায়
দম নিতে কষ্ট হয়
হাটবো কিভাবে ?
রাস্তা ক্রোসের যন্ত্রনায়
অসুস্থ হয়ে পড়ি
জীবনের ঝুঁকি নিয়ে
রাস্তা ক্রোস করতে হয় ।

হাটবো কিভাবে ?
ম্যান হোলের ঢাঁকনা নাই
পড়ে গেলে গর্তে
বাঁচার উপায় নাই
হাটবো কিভাবে ?
ওভার ব্রিজের সুন্দর
পরিকল্পনা নাই ।

হাটবো কিভাবে ?
ফুটপাতে বাইকের যন্ত্রনায়
মাথা গরম হয়ে উঠে ।
হাটবো কিভাবে ?
ট্রাফিক নিয়ম নাই ।
হাটবো কিভাবে ?
রাস্তাগুলি ভালো নাই ।

হাটবো কিভাবে ?
ধরে যদি ছিনতাই
টাকা মোবাইল
সবই যাবে
এমন কি জীবনটা ভাই !
হাটার সাধ মিটে যাই
এসব চিন্তায়
ভাবছি তাই
হাটবো না !

কিন্তু পকেটে টাকা নাই
শত সমস্যায়ও তাই
হাটতে যে হয়
হাটলে দুর হয়
নানাবিধ রোগ তাই
ডায়েবেটিস,স্ট্রোক, হাইব্লাডপ্রেসার ।

চলুন তাই প্রতিদিন
হাটি চার কিলোমিটার
ভালো রাখি
সুস্থ্য থাকি
বাকী জীবনটায়
জয় হউক হাটার
হাটা !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

মহা সমন্বয় বলেছেন: জয় হউক হাটার !

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

গেদা (Geda) বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: হাঁটতে গেলে ফুটপথের সাজিয়ে রাখা জিনিস পত্রের সাথে ধাক্কা খেতে হয়।

আমি তো মাঝে মাঝে বলেই বলি যে এই রাস্তা কি তোদের বাপ দাদার সম্পত্তি।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯

গেদা (Geda) বলেছেন: সকলে শুধু উপদেশ দেয় যে হাট শরীর-স্বাস্থ্য ভালো থাকবে । কিন্তু হাটবো কোথায় কি করে ? সেটা আর কেউ বলে না । মা-বোনরা সবচেয়ে বেশী বিপদে কারণ হাটার সুযোগের অভাবে রোগ শোক শরীর -মনে বাসা বাধে । দুঃখ জনক আর করবেন কি ! বলার ও দেখার কেউ নেই ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.