নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গেদু চাচার খোলা চিঠি।

গেদু চাচার খোলা চিঠি।

কাউকে ভালবেসে তাকে অনুসরণ করা যায়।

গেদু চাচার খোলা চিঠি। › বিস্তারিত পোস্টঃ

দেশের সকল জাতীয় দৈনিক এর সম্পাদকবৃন্দের নিকট লেখা গেদু চাচার খোলা চিঠি।

১৫ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৪

মাননীয় সম্পাদকবৃন্দ,





আমার সালাম নিবেন।আশা করবো আপনারা সবাই ভাল আছেন।আজকে অনেক সাহস করে আপনাদের কাছে লিখতে বসলাম...কারণ লিখেন আপনারাই সুতরাং তাদের লিখতে গেলে সাহসতো থাকাই লাগে অন্তরে।আসলে আপনাদের অনলাইন বলেন আর প্রিন্ট বলেন সেখানে যাই ছাপেন একটা জিনিস আপনারা নিঃশ্চয় মাথায় রাখেন তাহলো...এটা একটা মানুষকে কিছু ব্যাপারে অবগত করছে...আর এটা যদি তার কাছে গঠনমুলক বা সত্য না হয় তাহলে তা কতটা ক্ষতিকর হতে পারে। আমি এক এক করে ছোট ছোট ঘটনা বলে শুরু করবো।





আমি বেশির ভাগ সময় প্রথম আলো পড়ি...ভালই লাগে আমার কাছে।এটি যে সকল ভাল ভাল কাজ করে তা তাদের জন্যে সত্যি প্রশংসার দাবি রাখে।কিছু কিছু না বল্লেই না...এসিড তহবিল,গণিত উৎসব,বন্ধুসভা...আরও আরও অনেক ভাল ভাল কাজ।তবে এত ভাল কাজের মধ্যে তারা মাঝেমাঝে কিছুকিছু দায়িত্ব জ্ঞানহিনের মত কাজ করে বসে যা আমাদের একই সাথে বিব্রত করে এবং দেশের প্রধাণ দৈনিক হিসেবে তাদের সংবাদের মান নিয়ে হতাশও করে।আমার যতদুর মনে পরে...প্রথম আলো তখন আলপিন নামক একটি কড়চা বের করতো...বেশ মজার।কোন এক সংখায় তাতে নাকি আমাদের প্রিয় নবী হযরত মুঃ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গাত্বক মন্তব্যমুলক কার্টুন ছাপে...আর এতেই শুরু হয়ে গেল হুজুরদের দৌড়...।আমার যতদুর মনে পরে ঐ কৌ্তুকটা আমি বহু আগেই কোথাও পড়েছিলাম আর প্রথম আলো চুপ করে থাকল...দেশব্যাপি হইচই শুরু হয়ে গেছে তাই।তারা বলতেই পারল না যে এটা বহু আগের ছাপানো কৌতুক...নতুন কিছু না।উলটা সম্পাদক মতিউর রহমান পত্রিকায় বলে বসলেন..."এটা সম্পুর্ন পত্রিকার অজান্তে হয়েছে...যা তারা জানতেন না"।তারা শাস্তিও দিয়ে দিলেন ঐ রিপোর্টার আরিফ কে পত্রিকা থেকে বহিস্কার করে।আমার প্রশ্ন হলো দেশের প্রথম সারির একটা দৈনিকে একটা ব্যাঙ্গাত্বক সংবাদ ছাপা হলো তারা নাকি জানতেনই না আগে থেকে;...বিশ্বাস করতে পারছিনা।আর এটা আপনাদের দায়িত্বের পরিচয় দেয় না।নিজেরা নিজেদের দোষ ঢাকতে শাস্তি দিলেন একটা তরুণকে...।তার থেকেও আমাদের মুখ উজ্জ্বল করলেন মতিউর রহমান মাফ চেয়ে।





দেশে বিশ্বকাপ হচ্ছে...সবার মত প্রথন আলো আমাদের কাছে আসছে নানা সংবাদ নিয়ে।যে বিষয়টা আমার কাছে সব থেকে খারাপ লাগল তাহলো...বেশ কিছুদিন আগে এই পত্রিকায় ছাপানো সাকিবের সাবেক খেলোয়ার আর দর্শকদের আচরন নিয়ে মন্তব্য।ওয়েষ্ট ইন্ডিজ এর কাছে হারের পর কিছু কিছু দর্শক যে বাড়াবাড়ি করেছে তা আমি নিজেও মেনে নিতে পারিনি...এতে আমাদেরই ইমেজ ক্ষুন্ন হয়েহে।সাকিব যেটা বলেছে আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না...আমার মুল বিষয়টা হলো প্রথন আলো কিভাবে এটি ছাপল?দেশের অধিনায়ক সাকিব...তার মানে পুরো জাতির প্রতিনিধি সে...তা সে যদি তার একসময়ের গুরুজন বা সতীর্থদের নিয়ে মন্তব্য করে তবে প্রথন আলোর উচিত ছিলো সেগুলো সম্পাদনা করে দেওয়া।সেদিন এটি নিয়ে মন্তব্য করায় কে একজন বলল এগুলো সাকিব লেখে না...লেখে প্রথম আলো...সাকিব শুধু ইঞ্চি মাফিক টাকা পায়।যদি এটা সত্যি হয় তবে তা আমাদের জন্যে বিব্রতকর।কি প্রথম আলোতে ছাপলে আমার দেশের কান্ডারীর ইজ্জত থাকবে তা দেশের প্রথম সারির পত্রিকা হিসেবে আপনারাই বরং সাকিব কে শিখাবেন।আর সাকিব যদি এটা না লিখে তাহলে তা ছাপার পর মিডিয়া জুরে যে গুঞ্জন শুরু হয়েছিলো আপনাদের উচিত ছিলো থামানো...ক্ষমা চাওয়া।আর সাবেক খেলোয়াররা অনেক কথাই বলেন...সেখানে দেশের অধিনায়ক চুপ করে থেকে কাজ দিয়ে জবাব দিয়ে যাবে...কথা দিয়ে নয়।দেখলেনতো সাকিব আর বাংলাদেশ দল মিডিয়া থেকে দূরে থেকে এখন কেমন আছে?কিছুদিন আগেও ইন্ডিয়ার সাবেক খেলোয়ার আজহারউদ্দিন শচিন কে নিয়ে মন্তব্য করেছিলো...পড়েছেন কোথাও শচিনের জবাব?একটা কথা ভুলে যাবেন্না...মাত্র তেইশ বছরের একটা ছেলে ১৬ কোটি ৪৪ লাখ মানুষ সমৃদ্ধ দেশের ক্রিকেট দলের অধিনায়ক।সে ভুল করলে আমরা তাকে করতে দিবো না...আমাদের নিজ দেশের স্বার্থে তাকে এগুলো থেকে বিরত রাখব।আমার বেশ মনে আছে বিসিবি যখন বলল মিডিয়ার সামনে সাকিব কথা বলতে পারবেনা...আপনারা লিখেছিলেন "মন্তব্য প্রদানে মানা"...আর তাতে নিচে লিখেছিলেন দেশের সাবেক খেলোয়ারদের মন্তব্যের পর প্রকাশিত সাকিবের দেওয়া মন্তব্য ছিল সবচেয়ে বেশি পঠিত সংবাদ...আসলে আপনারা ঠিক কি চেয়েছিলেন?





বিশ্বে এমন কোন দল নেই যারা হারলে তাদের মুন্ডুপাত করা হয় দিনের পর দিন ব্যাতিক্রম শুধু আমাদের সংবাদপত্র গুলো।ওয়েষ্ট ইন্ডিজ এর কাছে আমাদের দল হেরে গেছে প্রায় অর্ধমাস আগে...কিন্তু তারপরও তা আমাদের পিছু যেন ছাড়তেই চাইছে না।জিতে গেলাম ইংল্যান্ডের কাছে...প্রশংসার বাণী এখনও শুরু হয় আগে হারের কথা দিয়ে।রিয়াদ আর সুহাস কে প্রথম আলো নানা কথা জিজ্ঞেস করলো আগে হারের বানী গিলিয়ে।আর নেদারল্যান্ডের সাথে জেতার পরও পুরনো রেকর্ড বেজে যাচ্ছে অনবরত...ভাই একটু বাদ দেয়া যায়না?আরও অবাক লাগল...প্রথম আলোর ঐ রিপোর্টার জানেন না হল্যান্ড আসলে নেদারল্যান্ডের সবচেয়ে বড় প্রদেশ...আর তাই ওখানকার লোকেরা নেদারল্যান্ডকে বলে হল্যান্ড;হল্যান্ড কোন দেশের নাম নয়।





ইংল্যান্ডের কাছে আমরা জিতে গেলাম...পুরো দেশবাসি ঘুমাতে গেল অন্যরকম একটা সুখের অনুভুতি নিয়ে...ব্যাতিক্রম ''দৈনিক কালের কন্ঠ''।তারা তাদের অনলাইন বার্তায় জানাল রীতিমত চমকে যাবার মত সংবাদ...তাহলো বাংলাদেশ যদি জিতে যেত তাহলে দক্ষিন আফ্রিকার হিসাব কিভাবে পাল্টে যেত...(!!!!!!)।আমি আর কথা বাড়াতে চাইনা...তাহলে হয়তো অনেকেই বলবে আপনাকে ঐটা কে পড়তে বলল।





আমরা আসলে নিজেরাই নিজেদের বড় শত্রু।ওয়েষ্ট ইন্ডিজ এর কাছে আমাদের দল হেরে যাবার পরে bdnews24.com নামক একটা অনলাইন সংবাদ মাধ্যম সাকিবের ছবি ছাপল...তাতে সাকিব পেছন থেকে অশোভন ভাবে দর্শকের দিকে আঙ্গুল দেখাচ্ছে...এটা নিয়ে রীতিমত তারা যুদ্ধে নেমে গেল।মজার ব্যাপার হলো এদেশের তরুণ সমাজ যাদের নিয়ে আমি স্বপ্ন দেখি তাদের মধ্যে কেউ একজন ইউ টিউব থেকে বাংলাদেশ বনাম আয়্যারল্যান্ডের ম্যচের ভিডিও দেখে ঠিক ঐ ফুটেজটা বের করলো যা বাংলাদেশ বনাম ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচে ছিলো না।আমার প্রশ্ন হলো কেন আপনারা ঐ কাজটা করলেন? আমাদের সাকিব কে হেনস্তা করে আপনাদের লাভ? ধিক্কার জানাই আপনাদের...আপনারাই দেশের প্রধান শত্রু।





একটা দেশের সামগ্রীক চিত্র ঐ দেশের সংবাদ মাধ্যম তুলে ধরে।ব্যাতিক্রম শুধু আমাদের দেশে...আজকে যদি জনকন্ঠ পড়ে জানি দেশের শেয়ার বাজার চাঙ্গা...ইত্তেফাক বলবে দেশে মঙ্গা লেগেছে।একটা বলবে দেশে পানিতে সয়লাব তো আরেকটা বলবে ক্ষরা।একটা বলবে অমুকে চোর তো আরেকটা বলবে ধোয়া তুলসি পাতা।সাংবাদিকতাকে পেশা আর দায়িত্ব হিসেবে নিন ব্যাবসা হিসেবে নয়।ভাল থাকবেন সবাই।







ইতি,





অধম গেদু মিয়া।







**এটা যারা সংবাদ মাধ্যম নিয়ে ভাল ভাল কাজ করেছে তাদের প্রতি পুর্ন শ্রদ্ধা রেখে লেখা**





দেশের সকল জাতীয় দৈনিক এর সম্পাদকবৃন্দের নিকট লেখা গেদু চাচার খোলা চিঠি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.