নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী

ভাদা পাকি সবগুলানরে গদাম

গেদু চাচা

আমি বাংলাদেশী।

গেদু চাচা › বিস্তারিত পোস্টঃ

একজন বীর বিক্রম দিকভ্রান্ত*পথিক অবশেষে আমাকে ব্লক করে যুদ্ধ জয় করলেন।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩



হাহাহাহা হায়রে আওয়ামিলীগ এবং তার দলের সাপোর্টারেরা। একজন আহমেদ লিও ওরফে দিকভ্রান্ত পথিক ব্লগে গালাগালি নিয়ে ব্যাপুক একটা পোষ্ট দিয়েছে। সেখানে উনি খুব কাঁদলেন উনার নেত্রী শেখ হাসিনা কে বজ্জাত পোলাপাইন কুরুচীপূর্ন গালি দিয়েছে বলে। উনি জাতীয় নেতাদের গালি দেওয়া নিয়ে বেশ সোচ্চার।



তার এই সঙ্খিনী সাপের মত দুইমুখের আচরন আমার ক্যামুন ক্যামুন যেন লাগলো। কারণ আমি ইতপূর্বে বেশ কয়েকবার এই মহান ভদ্র শিক্ষিত সুরুচিবান দিকভ্রান্ত*পথিকরে দেখেছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজে বাজে উক্তি, কমেন্ট এবং পোষ্ট দিতে।



যাই হোক আমি গেদুচাচা পাঠকরে একটু লিও সাহেবের সুরুচির নতিজা দেখাতে চেয়েছিলাম। তাই খালেদা জিয়াকে নিয়ে সামুর সবচেয়ে সুন্দর (!) পোষ্টে লিও ( দিকভ্রান্ত পথিক) সাহেবের করা একটা সুন্দর, মার্জিত রুচিশীল কমেন্টের ষ্ক্রীন শর্ট তুলে ধরলাম।



ওমা এতেই সারছে। ধরা খেলে আওয়ামিলীগরা যা করে ঠিক সেভাবে লিও সাহেব কোন যৌক্তিক আলোচনায় না গিয়ে আমারে ব্লক করে গনতন্ত্রের পরম বিশ্বাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একদম যুদ্ধ জয় করে উনি এখন হিন্দি সিরিয়াল দেখতেছেন।



জয় বাবা ফেলুনাথ

থুক্কু

জয় বাবা লিও

মন্তব্য ৭৫ টি রেটিং +১৬/-১

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

তাসবীর আহমাদ বলেছেন: দিকভ্রান্ত পথিক অবশেষে সত্য সত্যই পথ হারাইল! :(( :(( :((

২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

নেক্সাস বলেছেন: এই বুঝি ব্লগের অবস্থা

৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

রাহী আবদুল্লাহ বলেছেন: তিনিকি কুকর্মের জন্য বীর বিক্রম" খ্যাতা পাইসেন? নাকি দিকভ্রান্ত হইয়া পাইসেন? B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:#

৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

আমি বোকা মানুষ বলেছেন: দয়া করে আপনার যারা দুটো দলের অন্ধ সাপোর্টাররা আমাদের মত সাধারন ব্লগারদের একটু শান্তি দিবেন কি???? এইসব ক্যাচাল মার্কা পোষ্ট দেয়া বন্ধ করেন ভাই দয়া করে :( :( :( :(

৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

রবিউল ৮১ বলেছেন: উনি রিয়েলি একটু দিকভ্রান্ত হয়ে পড়ছিলেন।

৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

ভুল উচ্ছাস বলেছেন: সে একজন হিট সিকার। তবে ভালো ব্লগার অবশ্যই শুধু মাঝে মাঝে চুষিল লুঙ্গিটা ঢিলা হয়ে যায়।

৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

শিপন মোল্লা বলেছেন: হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আর ভাল লাগেনা। :( :( :( :( :(

৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: এখানে রেজোয়ানা আপুর কমেন্টও রেখে দেয়ার মানে কি? এইগুলা ছাগুদের কাজ।

আর সাঈদির মেশিন নিয়ে আমারও অনেক স্ক্রিনশট খুজে পাবেন। ফালতু খেলা শুরু করছেন আপনারা।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

গেদু চাচা বলেছেন: হাহাহাহা তুমিও আমারে ব্লক করছি। যুক্তিহীন মহাবীর।

আর রেজোয়ানা ম্যাডামের কমেন্ট জাষ্ট তার উপরে ছিল বিধায় সেটা রয়েছে। এটাতে দোষ কি? আমি তো বলি নাই রেজোয়ানা গালি দিয়েছে। রেজোয়ানা কে টেনে আনার উদ্দেশ্য কি?

১০| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

রুদ্র মানব বলেছেন: দিকভ্রান্ত সামুর ইতিহাসের সিন্ডিকেট বাজদের পরিচয় তুইলা ধরছে একলাই =p~ =p~ =p~


সিন্ডিকেটের সবাইরে নিয়া ঝাপায়া পড়েন , বাংলাদেশ জিন্দাবাদ ;) ;) ;)

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

গেদু চাচা বলেছেন: হুম রুদ্র মানবদের সিন্ডিকেট ব্যাবসা কি খারাপ যাচ্ছে?

১১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

আশিকুর রহমান ১ বলেছেন: হি ইজ সার্টিফাইড হাম্বা!

১২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: যত্তসব ছাগুদের কাজ কারবার শুরু করছে এরা। বাশেরকেল্লা যেভাবে পোষ্ট দেয় সেভাবে টুইষ্ট করা শুরু করছে। সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে সামু কর্তৃপক্ষও একটা ভালো খেলা শুরু করছে। ফালতু !


গেদু চাচা মাল্টি। এরকম আরো পোষ্ট আসবে, নামেও আসবে, ছাগু ফাইটিং এ গালাগালি কম করি নাই। এসবের মানে কি? মাল্টি, ছাগীয়তাবাদী সিন্ডিকেটের অবসান চাই।

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওইটা একটা কোটিং ছিল। পোস্টদাতাকে বলতে পারতেন। ত্যানা পেঁচানোর কারনে ব্লক দিছি। তবে ব্লক শীঘ্রই তুলে নেবো। :)

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

গেদু চাচা বলেছেন: জয় বাবা ফেলুনাথ থুক্কু দিকভ্রান্ত পথিক।

আমি পোষ্টদাতা কে বলিনি কারণ অমন নোংরা জায়গায় কমেন্ট করার রুচি আমার নাই।

আপনি যেহেতু জাতীয় নেতাদের গালি দেওয়ার বিপক্ষে বলে নিজেকে দাবি করেন সেহেতু আপনার উচিত ছিল এমন পোষ্টের প্রতিবাদ করা। একিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কেউ এমন পোষ্ট দিলে সেখানেও উচিৎ প্রতিবাদ করা।

কিন্তু আপনি প্রতিবাদ না করে পোষ্টের একটা নোংরা বাক্য কে কোট করেছেন। আর কোট করার মানে কি সেটা নিশ্চয় ব্লগার মাত্রই জানে।

কাজেই আমি জাষ্ট আপনার মুখোশ টা খুলে দিলাম।
সিম্পলী কট বিহাইন্ড।


আর আমি আপনাকে গালিও দিইনি বাজে কথাও বলিনি। কিন্তু আপনি আমাকে ব্লক করেছেন। এতে আপনার ডিবেট জ্ঞানের দৈন্যতা।

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: রাস্তার কিছু নেড়ী কুকুর ইদানীং সামুতে ঢুকে পড়েছে

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: তোমার ফোকাস যে রেজোয়ানা আপুর উপরে এটা বলে দিতে হবে না। তোমরা নোংরা খেলা শুরু করছো। সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এভাবে সিন্ডিকেটকে প্লিজ প্রশ্রয় দেবেন না।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

গেদু চাচা বলেছেন: হুম ভাল বুদ্ধি ধরছো। নিজে না পারলে পাড়া প্রতিবেশীরে ডাক

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ একটা স্বীকৃত ছাগু। এরাও ভালোই লাই পাচ্ছে। সিন্ডিকেট তোমরা স্বার্থক।

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

রুদ্র মানব বলেছেন: ওপেন সিন্ডিকেটের খেলা আপনারা দেখাইলেন ,

ব্লগের কেউ আপনাগো কিছু কিছু উল্টাইতে পারলো না ।


আপনাদের সিন্ডিকেট তো ব্যাফক শক্তিশালী :-/ :-/ :-/


আমি কোন সিন্ডিকেতের তা তো ভুইলা গেলাম গা =p~ =p~ =p~

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

গেদু চাচা বলেছেন: নাথিং উইল গো আনচ্যালেঞ্জড

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: অসাধারন পোষ্ট । পোষ্টে ঝাঝায়া প্লাস দিলাম লগে লেখেকরেও অসংখ ধৈন্না পাতা সাপ্লাই দিলাম ছিন্ডিকেটিং নির্দেশ পালনের জন্য । কয়দিন আগে দেখছিলাম যোগীর বাল ফালাইতে নামছিল সপটি পরে নিজেগোডি ফালায়াই ফুটছে । গত ২৪ঘন্টা আরেক জনের বাল ফালানো প্রক্রিয়া শুরু হৈছে দেখা যাইতেছে তাই ছিন্ডিকেট আদেশ রক্ষায় আপনাকে ছিন্ডিকেটের হেডামিন বানানো হপে শিঘ্রই ।
এইবার দিকভ্রান্তরে একটু বকা বকি করতে চাই

দিকভ্রান্ত*পথিক @ চি চি চি আপনি এটা কি কর্লেন ? চি । গেদুর হোগা মারবেন না ঠিক আছে তাই বলে তাকে ব্লক করবেন ? চি আপনি কাজটা একদম ব্যাপক ভুল কাজ করছেন । সে মাঢ়া খাইতে চায় আপনে তারে দুরে ঠেলেন চি চি চি /:)

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

গেদু চাচা বলেছেন: কি বাছা হিমু.. আহমেদ লিও কি গে নাকি? সেটাতো জানতাম না।

জানানোর জন্য ধইন্যা।

তা তুমি কিভাবে জানলে দিকভ্রান্ত পথিক ঐ কাজটি খুব ভাল জানে?

তোমার সাথে নিয়মিত চলে নাকি?


আচ্চা বাছা তোমরা কি গালি ছাড়া কিছুই জাননা?

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

আমি সাজিদ বলেছেন: নেত্রীদের নিয়ে ব্লগে তুলকালাম অবস্থা!সাধারন ব্লগারদের শান্তি দেন।অবশ্য খালেদা গালি দেওয়া আমি যৌক্তিক মনে করি।জামাতি দালালের সাথে যতদিন আতাত করবে,গালি দিমু,যতদিন মানুষরে নাস্তিক ট্যাগ দিবে,খালেদার মা বইন ধইরা গালি দিমু।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

গেদু চাচা বলেছেন: তা মানুষ কি তখন আপনার মা বুনরে ছাইড়া দিবে....

শেখ হাসিনা যে নিজেরে জামাতের নেত্রী দাবি কইরা বিবৃতি দিয়েছিল তখন কি গালি দিতেন?

২০| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: সামু ব্লগে হঠাত এতো ছাগু কইথিকা আইলো :|| :||

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

গেদু চাচা বলেছেন: জ্বলার গন্ধ পাচ্ছি।

২১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

আমি সাজিদ বলেছেন: নেত্রীদের নিয়ে ব্লগে তুলকালাম অবস্থা!সাধারন ব্লগারদের শান্তি দেন।অবশ্য খালেদা গালি দেওয়া আমি যৌক্তিক মনে করি।জামাতি দালালের সাথে যতদিন আতাত করবে,গালি দিমু,যতদিন মানুষরে নাস্তিক ট্যাগ দিবে,খালেদার মা বইন ধইরা গালি দিমু।

২২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

সবুজ ভীমরুল বলেছেন: ব্যাপারটা কি? আপনারে দেখি ছাগু, সিন্ডিকেট বিভিন্ন উপাধি দেয়া হচ্ছে!!

আগুন লাইগা গ্যাছে রে!!

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নেড়ী কুত্তা বলায় কার যেন লাগছে???


পুরান কুকুরদের পাত্তা দেইনা, আইছে নতুন কুকুরের ছাও, আমি যেন কার স্বীকৃত বাপ লাগি??

২৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শেষ কমেন্ট, আমি কাউকে সরাসরি গালি অন্তত এই স্ক্রিনশটে দেই নাই। :-B

আমি মনে হয় ততটা খারাপ না যতটা বানানোর চেষ্টা করছেন।

গোলাপি এবং মেশিন ম্যান লাখ খানেক ব্যাবহার খুঁজে পাবেন এই ব্লগেই। তাই সবাইকে সহ ব্যান করার আবেদন থাকবে! অবিচার হবে না নাহলে? অবিচারের বিরুদ্ধেই কিন্তু পোস্ট ছিল আমার। B-)

ত্যানা প্যাচাইতে পছন করিনা, নিজেকে সরাসরি ডিফেন্ড করে গেলাম।

আর ভুল উচ্ছ্বাস, বাকাট্টা সহ সিন্ডিকেট মেম্বাররা যখন ব্লক করে তখন তাদের মাল্টিকে ব্লক না করাটা কেমন জানি অন্যায় হয়ে যায় না? মেইন নিকে কিন্তু আসতেই বলেছি, আর ব্লক ও অবশ্যই তুলে নেবো।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

গেদু চাচা বলেছেন: মাল্টি বাজি নিজে করেন বলে সবাইকে মাল্টি ভাবেন কেন?

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

ধ্রুব মহাকাল বলেছেন: দায়িত্ববান নাগরিক , দিকভ্রান্ত পথিক আম্বা সিন্ডিকেটের সদস্য মনে হয় ।তা না হইলে ভিন্নমতের হইলেই ব্লক করবে কেন ?
পোস্টে অতিরিক্ত গালাগালি করলে না হয় ব্রক করাটা মানা যায় ।আমাকে ব্লক করার কারণ কি জানতে চাই ।

২৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

গেদু চাচা বলেছেন: পথিক আপনি এবার নিজে বলুনতো উপরে এসে যারা পোষ্টের সাথে না গিয়ে আপনার দিমুখি আচরণ নিয়ে কথা না বলে ছাগু ছাগু করে ম্যাৎকার করছে এরা কোন সিন্ডিকেটের মেম্বার?

২৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

সামির হোসাইন বলেছেন: গেদু চাচা তো প্রথম পোষ্টেই ব্যাপক হিট ;) ;) দিকভ্রান্ত*পথিক আপনি মিয়া আসলেই একটা ছাগু X( X( X( গেদুরে এমতে পোন মারলে হাসা ব্লগে চিৎকারের শব্দ শুনা যাচ্ছে :-P :-P আস্তে ধিরে মুখে দুই চারটা কাঠাল পাতা দিয়া কাম সারেন নতুন মাল বুঝেনই তো একটা টাইট হবেই , আস্তে ধিরে

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

গেদু চাচা বলেছেন: নিয়েল হিমুর মত আপনার সাথেও কি ছলে নাকি?

ছিঃ ছিঃ মানুষহরে জানিয়ে দিলেন

২৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ধ্রুব মহাকাল @

আমার ব্লগে ছাগু, ছুপাছাগু এবং সিন্ডিকেটবাজী এই তিন প্রজাতি নিষিদ্ধ। এটা লিখে দেয়া আছে। সামু কর্তৃপক্ষ ব্লগ নিয়ে কি ভাবে সেটা তারা ভাববে, আমার ব্লগ আমি পরিষ্কার রাখি।

২৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

জোহার হুল বলেছেন: এই মহান ভদ্র শিক্ষিত সুরুচিবান ব্লগার দের স্যালুট =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না রে ভাই, আমার মাল্টি না।

মাল্টির শিক্ষা,
দিওনা পিকটা,
লুকিয়ে থাকো সবে।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

গেদু চাচা বলেছেন: লিও সাহেব আমি পোষ্ট উঠিয়ে নেব।

তবে তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে
শুধু নিজের দলের নেত্রী নয় সব জাতীয় নেতাদের সমানভাবে সন্মান করবেন।
বাংলার রাজনীতি কলুষিত। বাংলার রাজনীতির মারপ্যাঁচ অসুস্থ। সেখানে ব্লগারা কেন অসুস্থ হবেন। দলমত ভিন্নতা থাকতে পারে। প্রতিটা দলের রাজনৈতিক ষ্ট্যান্ড থাকতেই পারে।
তাই বলে গনভোটে নির্বাচিত নেত্রীদের সম্পর্কে আপনার ঐ মন্তব্য কোন মার্জিত রুচির পরিচয় বহন করে কি?

আমি বিএনপি করি বলে শেখ হাসিনা কে নিয়ে অরাজনৈতিক বাজে কথা বলার অধিকার আমি রাখিনা। তেমনি আপনিও খালেদা জিয়া কে নিয়ে এমন কুরুচিপূর্ন কমেন্ট করতে পারেন না।

৩১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

আহসান২০২০ বলেছেন: কিছু নেড়ী কুত্তা মনে হয় দিশা হারাই ফালাইছে। সমস্যা নাইক্কা সময় আইতাছে কুত্তা পিডায়া মানুষ বানানোর।

৩২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আইন করে সিন্ডিকেট গঠন বন্ধ করে দেয়া উচিত।


ধন্যবাদ।

৩৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

আশিকুর রহমান ১ বলেছেন: উপরের কিছু কমেন্টই প্রমান করে দেয় পেইড ব্লগার আর প্রকৃত সিন্ডিকেট কারা! এদের ভাষার মাধুর্য দেখেই বলা যায় এরা কোন ধরনের পরিবারের সন্তান।

৩৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

ধ্রুব মহাকাল বলেছেন: @বীর বিক্রম দায়িত্বহীন নাগরিক
চোরের মুখে ধর্মের কথা কিন্তু মানায়না :-Pআম্বা সিন্ডিকেটবাজী ও মাল্টিনিকধারীর মুখে নীতির কথা বেমানান :-P

৩৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

জোহার হুল বলেছেন: একটু লারা দিতেই সবাই এত কান্দে কেন গো চাচা :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

গেদু চাচা বলেছেন: এরা এতদিন ভাবছিল সারা দেশের মত সামু ব্লগও এদের রাম রাজত্ব।এরা জেনেও জানেনা যে সামুতে জাতিয়তাবাদী ব্লগারেরা ভুরি ভুরি।

তাই এদের এত জ্বালা।

ইট মারলে পাটকেলটি অবধারিত এরা জানতনা।

৩৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: লেখক বলেছেন :

বাংলার রাজনীতি কলুষিত। বাংলার রাজনীতির মারপ্যাঁচ অসুস্থ। সেখানে ব্লগারা কেন অসুস্থ হবেন। দলমত ভিন্নতা থাকতে পারে। প্রতিটা দলের রাজনৈতিক ষ্ট্যান্ড থাকতেই পারে।
তাই বলে গনভোটে নির্বাচিত নেত্রীদের সম্পর্কে আপনার ঐ মন্তব্য কোন মার্জিত রুচির পরিচয় বহন করে কি?

আমি বিএনপি করি বলে শেখ হাসিনা কে নিয়ে অরাজনৈতিক বাজে কথা বলার অধিকার আমি রাখিনা। তেমনি আপনিও খালেদা জিয়া কে নিয়ে এমন কুরুচিপূর্ন কমেন্ট করতে পারেন না।

একমত।

৩৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

আহলান বলেছেন: এই ব্লগে সর্বপ্রথম এই ভদ্রলোকই (দিকভ্রান্ত) আমাকে নোংরা গালি দেয়। এখন তো দেখেছি উনি আসলেই সেই জগতের লোক ..... পোষ্টদাতাকে ধন্যবাদ ..... আরে ভাই, গালাগালি কি কেউ কারোর চেয়ে কম জানে? এটা তো আমার ব্লগ না .....

৩৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লেখক বলেছেন: লিও সাহেব আমি পোষ্ট উঠিয়ে নেব।

তবে তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে
শুধু নিজের দলের নেত্রী নয় সব জাতীয় নেতাদের সমানভাবে সন্মান করবেন।
বাংলার রাজনীতি কলুষিত। বাংলার রাজনীতির মারপ্যাঁচ অসুস্থ। সেখানে ব্লগারা কেন অসুস্থ হবেন। দলমত ভিন্নতা থাকতে পারে। প্রতিটা দলের রাজনৈতিক ষ্ট্যান্ড থাকতেই পারে।
তাই বলে গনভোটে নির্বাচিত নেত্রীদের সম্পর্কে আপনার ঐ মন্তব্য কোন মার্জিত রুচির পরিচয় বহন করে কি?

আমি বিএনপি করি বলে শেখ হাসিনা কে নিয়ে অরাজনৈতিক বাজে কথা বলার অধিকার আমি রাখিনা। তেমনি আপনিও খালেদা জিয়া কে নিয়ে এমন কুরুচিপূর্ন কমেন্ট করতে পারেন না।


জামাত ছেড়ে দিলে আমি বিএনপিতে যোগ দেবার ইচ্ছা রাখি। আমাকে বুঝতে এর পরেও নিশ্চয়ই আপনার কষ্ট হবার কথা নয়।

ভাল থাকবেন ভাই। আর আপনার মনে কষ্ট দেওয়া কথা যদি নেত্রীকে আমি বলে থাকি, সত্যই মাফ চাইছি, কারন একজন নারীকে অসম্মান করে আমার কোন লাভ নাই। যদিও তার কার্যক্রম ব্লগব্যাপী বিতর্কিত বিধায় এমন মন্তব্য লাখ কয়েক পাবেন।

৩৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

জোহার হুল বলেছেন: ভোর চারটা থেকে সামু থেকে চোখ ফেরাতে পারছি না । ব্যাফুক বিনুদন দিতাসে হাম্বা রা সবাই। আমি পপকণ নিয়া বইলাম :) :)

গালাগালি কে একদল বাপের সম্পত্তি বানাইসে এখন দুইটা উল্টা পড়তেই খালি কান্দে আর মডুরে ডাকে =p~ =p~ =p~ =p~

আইজকা কিন্তু মাপ নাই কইলাম X( X( X( X(

৪০| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

গেদু চাচা বলেছেন: এখানেো ভূল বল্লেন জামাত ছাড়া না ছাড়া সেটা বিএনপির পলিটিক্যাল ষ্ট্যান্ড। সেটা ভোটের রাজনীতি। আপনি বিএনপিতে যোগ দিবেন কেন যদি তার আদর্শ আপনার ভাল না লাগে। আপনি বিএনপি করতেই হবে এমন কোন কথা নাই। কিন্তু আপনি খালেদা জিয়া কে আমি হাসিনা কে বাজে কথা বলব আবার দাবি করব আমি নির্ভেজাক ব্লগার তাতো হবেনা।

ইতপূর্বে নিশ্চয় আপনি নৌকায় ভোট দিয়েছেন। তখন কিন্তু একবারো ভাবেন নি যে ১৯৯৬ সালে শেখ হাসিনা নিজামীর সাথে এক টেবিলে বসে দেশ অচলের ফর্মুলা রচনা করেছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনা নিজেকে জামাতের নেত্রী বলতেও কার্পন্য করেন নি।

আবার বলছেন তার কার্যক্রম ব্লকব্যাপি বিতর্কিত। এটাও আপেক্ষিক এবং মনগড়া। রাজনীতির মাঠে বিতর্কের উর্ধ্বে কে? আপনার কাছে যে বিতর্কিত আমার কাছে সে নয়। আবার আমার কাছে যে বিতর্কিত সে আপনার কাছে নয়। শেখ হাসিনার কিন্তু বেফাঁস মন্তব্যের জন্য আদালত কতৃক স্বীকৃত।

কাজেই আপেক্ষিক বিষয় নিয়ে গালাগালি জাষ্টিফাই করার কোন অবকাশ নাই।

৪১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

বাংলাদেশী দালাল বলেছেন: বাংলার রাজনীতি কলুষিত। বাংলার রাজনীতির মারপ্যাঁচ অসুস্থ। সেখানে ব্লগারা কেন অসুস্থ হবেন। দলমত ভিন্নতা থাকতে পারে। ধন্যবাদ গেদু চাচা ।

৪২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

নষ্ট শয়তান বলেছেন: এই বির শ্রেষ্ট উদভ্রান্ত আমারেও ব্লক মারছে। :(( :(( :(( :((

বিচার ছাই :(( :(( :(( :(( :(( :(( :((

৪৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

শিপন মোল্লা বলেছেন: ৩০ নাম্বার মন্তব্যের জবাবে লেখক বলেছেন লিও সাহেব আমি পোষ্ট উঠিয়ে নেব।

তবে তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে
শুধু নিজের দলের নেত্রী নয় সব জাতীয় নেতাদের সমানভাবে সন্মান করবেন।
বাংলার রাজনীতি কলুষিত। বাংলার রাজনীতির মারপ্যাঁচ অসুস্থ। সেখানে ব্লগারা কেন অসুস্থ হবেন। দলমত ভিন্নতা থাকতে পারে। প্রতিটা দলের রাজনৈতিক ষ্ট্যান্ড থাকতেই পারে।
তাই বলে গনভোটে নির্বাচিত নেত্রীদের সম্পর্কে আপনার ঐ মন্তব্য কোন মার্জিত রুচির পরিচয় বহন করে কি?

আমি বিএনপি করি বলে শেখ হাসিনা কে নিয়ে অরাজনৈতিক বাজে কথা বলার অধিকার আমি রাখিনা। তেমনি আপনিও খালেদা জিয়া কে নিয়ে এমন কুরুচিপূর্ন কমেন্ট করতে পারেন না।


দিকভ্রান্তও শেষে বলেছে, ভাল থাকবেন ভাই। আর আপনার মনে কষ্ট দেওয়া কথা যদি নেত্রীকে আমি বলে থাকি, সত্যই মাফ চাইছি, কারন একজন নারীকে অসম্মান করে আমার কোন লাভ নাই। যদিও তার কার্যক্রম ব্লগব্যাপী বিতর্কিত বিধায় এমন মন্তব্য লাখ কয়েক পাবেন।
] এতএব এখন আর কারো মনে রাগ থাকতে পারেনা সো আসুন মিলেমিশে এক সাথেই চলি। বাজে ক্যাচাল বাদ দিয়ে ব্লগের পরিবেশটা অনেক বন্ধুসুলব করে রাখি প্লিজ বাদ দেন ঝগড়া ঝাটি বহুদ হয়ছে। একটা জাগায় তো আমরা সবাই এক সামুকে আমারা সবাই ভালবাসি আমাদের সবারি সামু পছন্দের যায়গা। সকলের জন্য শুভ কামনা।

৪৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

গেদু চাচা বলেছেন: এই পোষ্ট ১০ মিন পর ড্রাফট করা হবে । লিও ভাই জাষ্ট মনে রাখবেন রাজনীতি আর গালাগালি এক জিনিস নয়।

আমরা বিএনপি করি। কাউকে গালি দিতে চাইনা। যাকে যার মত থাকতে দিন। সবাই লিখুক তার আদর্শ নিয়ে। এটাই গনতন্ত্র।
(গুটি কয়েক) আওয়ামীলিগ ভাইয়েরা নিজেদের পাল্টান। গালাগালি আর বেহুদা ট্যাগ দিবেন না।

সামু সবার। সবাই লিখুক।

৪৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

ভুল উচ্ছাস বলেছেন: মায়াকান্না দেখতে আগ্রহী নই লিও। জিয়া পরিবারকে যে এভাবে প্রমান ছাড়া স্বাধীনতার পরবর্তী প্রতিটি অন্যায়ের সাথে জড়িয়ে দিতে চায় তার এসব শোভা পায় না।


তুমি এনাফ হিট হয়েছো ইতিমধ্যে। আর কি চাই তোমার? তাও ভন্ডামী অফ করো।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

গেদু চাচা বলেছেন: জিয়া পরিবারকে যে এভাবে প্রমান ছাড়া স্বাধীনতার পরবর্তী প্রতিটি অন্যায়ের সাথে জড়িয়ে দিতে চায় তার এসব শোভা পায় না

এটাই বলতে চাই

৪৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

বিডি আমিনুর বলেছেন: আমাদের নেতা নেত্রীরা তাহাদের ভক্তকুল ,মহান সৈনিকদের এমন মহান কর্ম নিজ চক্ষে দেখিতে পাইলে গর্ভে গর্বিত হয়ে যেতেন :-P :-P :-P

৪৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

রেজোওয়ানা বলেছেন: Akhne dakchi amar akta comment keo represent kora hoise.
Somossa ki Gadu chacha? Naki apni chobi crop korte janen na bolben?
Apnader jonno tou money hoi comment korao bondho korte hobe.

Khubi objectionable.

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

গেদু চাচা বলেছেন: রেজোয়ানা দায়িত্ববান নাগরিকের ফাঁদে পা দিলেন। ক্রপ করতে না জানলে সেটা আপনার কাছ থেকে শিখে নেব। শিখায় কোন লজ্জা নাই।

আমি খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার পরও আপনি সেটা নিয়ে কমেন্ট করায় আমি অবাক হয়েছি।

এখানে অবজেকশনেবল এলিমেন্ট কোনটা বলবেন কি?

আমি কোথাও আপনার নাম বা আপনাকে ঘিরে কোন কথা বলিনি। বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতের অবস্থান টা আসবে। যেটাকে বলা হয় চৌহদ্দি। ঠিক আপনার কমেন্টাও সেম। আশা করি ঢোলের বাড়ির সাথে নাচবেন না।

৪৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: @

রেজু আপু

৯ নং কমেন্ট এর রিপ্লাইতে কিছুটা ব্যাখ্যা দিছে সে ।

লেখক বলেছেন: হাহাহাহা তুমিও আমারে ব্লক করছি। যুক্তিহীন মহাবীর।

আর রেজোয়ানা ম্যাডামের কমেন্ট জাষ্ট তার উপরে ছিল বিধায় সেটা রয়েছে। এটাতে দোষ কি? আমি তো বলি নাই রেজোয়ানা গালি দিয়েছে। রেজোয়ানা কে টেনে আনার উদ্দেশ্য কি?

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

গেদু চাচা বলেছেন: ধন্যবাদ

৪৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

অচিন.... বলেছেন: ব্লগে আজ খুব ভাল্লাগতেছে

৫০| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

রেজোওয়ানা বলেছেন: Jodi vinno chintai represent na koren sekhatre r kono kotha nei.
Thanks.

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

গেদু চাচা বলেছেন: অবশ্যই আমার তেমন মানসিকতা নাই। ধন্যবাদ।

৫১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সন্মানিত লেখক যদি কিছু মনে না করেন
রেজোওয়ানা আপুর এই স্ক্রিন শর্ট মুছে দিলেই ভাল হয়।
তাহলে আর কোন ক্যাচাল থাকেনা।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

গেদু চাচা বলেছেন: করা হয়েছে। তবে এমন অনুরোধ দিকভ্রান্ত পথিক কে করলে রাখতো কিনা ভাবার বিষয়।

৫২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

আগনত্তুক বলেছেন: ভাইজান আপনারা হারা রাইত ব্যাপুক বিনুদুন দিসুইন, এই বার ক্ষান্ত দিয়া ঘুমায়েন যে।।

৫৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

ভুল উচ্ছাস বলেছেন: লিও র পোষ্টে তো রেজো বু কেও এটাক করেছে। আর সেই কমেন্টের নিচে লিও লিখছে এক প্যাকেট মিস্টির সমান ধন্যবাদ।



চিন্তা করতে পারেন এরা কতো নিচ? আবার তাকেই সামনে ঠেলে দিচ্ছে নিজেদের পিঠ বাচাবার জন্যে।


এদের কি কোনো লজ্জাই নাই? এতো নির্বোধ এই মিমি এবং তার সাঙ্গপাঙ্গোরা?

এরা অবশ্যই একটা সিন্ডিকেট তাতে আর সন্দেহ নাই।

অফ টপিকঃ মিমি তে কি হয় সেটা জানতে চাইবেন না।

৫৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আমি বোকা মানুষ বলেছেন: অচিন.... বলেছেন: ব্লগে আজ খুব ভাল্লাগতেছ



আমার তো পার্টি দিতে মন চাইতে আচে

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P


ভাইজান আপনাদের রিকু করছি এইবার কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে আমাদের আম ব্লগারদের একটু শান্তি দেন।

৫৫| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

চলতি নিয়ম বলেছেন: সিন্ডিকেট জিন্দাবাদ।

বুইড়া গুলান আইজকা মাঠে নাই বোঝা যাইতেছে। সাথে কিছু সুশীল লোক আসছে। যার ভেতরে ৯০ % এরই মাল্টি বাজি/গালিবাজির হাত খুব ভালো। অনেকের আবার ছাগুফাইটিং এক্কেরে চৌক্ষের বিষ।


লেখক কে পোস্ট না মোছার অনুরোধ করছি। সবাই দেখুক কারা ব্লগ টাকে অস্থির কর্ছে।

৫৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

রেজা এম বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/ :-/

৫৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

কালো স্বপ্ন বলেছেন: কি কমেন্ট করুম....কমেন্ট আইতাছে না।

৫৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

এন এফ এস বলেছেন: আমি কমেন্ট করব না লইজ্জা করে :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.