নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী

ভাদা পাকি সবগুলানরে গদাম

গেদু চাচা

আমি বাংলাদেশী।

গেদু চাচা › বিস্তারিত পোস্টঃ

আজ ৫ জানুয়ারী- বাংলাদেশের ইতিহাসের এক লজ্জাজনক কালো দিন- গনতন্ত্র হত্যা দিবস

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

আজ ব জানুয়ারী। বাংলাদেশের ইতিহাসের এক লজ্জা জনক অধ্যায়। ৫ জানুয়ারী ২০১৪ সালে আওয়ামীলিগের হাতে ২য় বারের মত খুন হয়েছে এদেশের মানুষের বহু আরাধ্য ও আন্দোলন সংগ্রামের ফসল গনতন্ত্র ও ভোটাধিকার। দেশী বিদেশী সকল গনতন্ত্রকামী মানুষের ভৎসনা ও সারা দেশের মানুষের বর্জনের মধ্যে দিয়ে মঞ্চস্থ হয় নির্বাচন নামের নাটক। সে নাটকে বিজয়ীর ভান ধরে আওয়ামিলীগ জোর করে দখল করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা। খোদ আওয়ামিলীগের শান্তি কামী নেতাকর্মীরা পর্যন্ত সেদিন বর্জন করে নির্বাচন নামের প্রহসন। খুঁজেপাওয়া যায়নি প্রতিদ্ধন্ধিতায় ইচ্চুক প্রার্থী। জনগনের বর্জনের মাত্রা এত তীব্র ছিল যে ১৫৩ জন তথাকথিত সাংসদ নির্বাচিত হয় জনগনের ভোট ছাড়া।
জোর করে ক্ষমতা দখল করে পুলিশী রাষ্ট্র কায়েম করে সরকার। কেড়ে নেওয়া হয় মানুষের বাক স্বাধীনতা। রহিত করা হয় গন মাধ্যমের স্বাধীনতা।তীব্র স্বৈরাচারী শাষনে রাষ্ট্র পরিনত হয় অন্ধকার জনপদে।

আজ ৫ জানুয়ারী ২০১৬ তে এসেও মানুষ ফিরে পায়নি তার ভোট ও কথার অধিকার। চলছে দমন পীড়নের নাৎসী নীতি।
আজ তাই একটাই মানুষের স্লোগান

স্বৈরাচার নিপাত যাক
গনতন্ত্র ও দেশ মুক্তি পাক।
















মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং প্যাটার্ণ ৫ম শ্রেণীর; ফলে, গণতন্ত্র, মনতন্ত্র, কোনটার কি বুঝেন সুঝেন কে জানে!

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২

গেদু চাচা বলেছেন: তাও ভাল। আপনার মত পেইড নিরক্ষর ন। ছিলেন চপাতি, দাও রামদাও সৈনিক। এখন আসছেন ব্লগিং করতে। দুই পয়সা না কামালে কেমনে কি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি নতুন কিছু লিখেননি এতদিন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.