নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম বিশ্ব-মাদ্রাসার শিবিরদের বদরের যুদ্ধ

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫



ছবিতে জোবরা গ্রাম আক্রমণকারীদের ৩ জন; চেহারা পরিচিত মনে হচ্ছে! মাঝখানের জল্লাদটি গ্রামবাসীর প্রতিরক্ষার মাঝে পড়ে আহত হয়েছে। এগুলো চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, এরা গ্রামের ৩০০ শত জনের বেশী মানুষকে জখম করেছে; এরা পড়ালেখার ধারে কাছে আছে বলে হয়?

ইউনিভার্সিটির আশপাশের গ্রামগুলোতে অনেক ছেলেমেয়ে ঘর/রুম ভাড়া করে থাকে, যাদের আর্থিক অবস্হা ভালো এরা শহরে থাকে। গ্রামে থাকা ছেলেমেয়েরা গ্রামবাসীর সাথে মিলিমিশে থাকে। তবে, চট্টগ্রামের বাহিরের ছেলেমেয়েরা গ্রামের সংস্কৃতি মানে না; এতে মাঝে মধ্যে ছোটখাট সমস্যা হয়।

এবারের সমস্যা ১টা মেয়েকে দারোয়ান কোন কারণে ভাড়া বাড়ীতে ঢুকতে দিতেছিলো না; মেয়ে জোর করে ঢুকতে গেলে দারোয়ান পথ আটকায়; মেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে শিরির সেনাদের নিয়ে আসে; সেটা নিয়ে ২ দিনের বদরের যুদ্ধ। ১০০জনের বেশী শিবির সেনা আহত হয়েছে; গ্রামবাসী ভয়ে কোন হাসপাতালে যায়নি, কিন্তু প্রচুর লোকজন (৩০০ জন অনুমান ) খুবই জখম হয়েছে; গ্রামের সর্বত্র ভাংচুর হয়েছে। ভয়ে গ্রামের লোকজন পালিয়ে গেছে।

এই হলো এক সময়ের চট্টগ্রাম ইউনিভার্সিটি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের কোনো দারোয়ান দেরিতে ফিরলে গায়ে হাত তোলে জানতাম না । ১১:৩০ মিনিট একটা রাত হলো ? আসল কাহিনি মেয়েটা দারোয়ানের সাথে খারাপ আচরণ করেছে শুরুতে । দারোয়ান বদমেজাজি ছিলো সে কথা বাড়িওয়ালা সোশাল মিডিয়ায় জানিয়েছে । দারোয়ান দের ২০/৫০ টাকা দিলে যে কোনভাবে মেনেজ করা যায় । মেয়েটি চবিতে থেকে পোলাপান এনেছে দারোয়ান কে মারতে । এতে আশেপাশের মানুষ আতংকিত বোধ করে রুখে দিতে চায় ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



শিবির কি ধরণের মানসিক অবস্হানে আছে যে, তারা এই মেয়ের ছোট সমস্যা সমাধান করতে না'পেরে পুরো গ্রাম আক্রমণ করেছে!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখায় সঠিক ভাবে পুরো ঘটনা উঠে আসে নাই কিংবা আপনি কেবল শিবির কেই দোষ দিয়ে লেখাটা লিখেছেন । লোকাল মানুষ ১৪/১৫ আওয়ার ধরে পোলাপান কে মারবে ইহা নরমাল না । এখানে লিগের লোকজন ছিলো। জাপার নেতা আনিসুল ইসলাম মাহমুদ সেখানকার এমপি । রাম দা যেমন শিবির/বাগছাস দের কাছে ছিলো গেরাম বাসির কাছেও ছিলো। শিবিরের পোলাপান কে উচু ভবন থেকে ফেলে দেয়া হয়েছে । একজন গেরাম বাসির খাই কাম নাই এমন কাজ করবে। লিগের লোকজন এই কাজ করেছে কারণ গতবছর তাদের সাথে এমন ঘটনা ঘটেছে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



শিবির তো ওখানে যাবারই কথা নয়; মেয়ে যখন ইউনিভার্সিটিতে গেছে, তখন তাকে রেসিডেন্ট শিক্ষকদের কাছে নিয়ে যাবার কথা।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: চবি কামপাসে দেশি রামদা/চাপাতি ছিলো ১৬০ টার মতো। ভিসি এগুলা সরায় নাই ; এটা উনার দোষ । যাই হোক চবির ৩০০+ আহত হয়েছে । গেরাম বাসির টা সেভাবে উঠে আসে নাই । শিবিরের নতুন দোকান বাগছাস বিপলব করে ছাড়িয়ে আনতে গিয়ে যত গোলমাল লাগালো। মাইর ও খাইসে সেরকম। গেরাম বাসিও সাধু না ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



গ্রামবাসীরা অভিযোগ করে আসছিলো যে, ছাত্ররা ইহাকে যৌনপল্লীতে পরিণত করেছে।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমেরিকা বসে বিশাল বড় ইনভেস্টিগেট তথ্য!
ছাত্রদের লিঙ্গ দেখে মুদ্দা নির্ধারন।
''না কাজ তো খই ভাজ"

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



থাইবস্তির ভালোবাসার খরিদ্দার মানুষ, ব্লগেও আসেন, আমাদের সৌভাগ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.