নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

২০০৬ সালে হামাস জিতেছিলো গাজায়

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪



২০০১ সালের জানুয়ারী মাসের ১৮, ১৯ তারিখে ততকালীন ইসরায়েলী প্রাইম মিনিষ্টার, ইয়াহুদ বারাক উপস্হিত ছিলো হোয়াইট হাউসে; ক্লিনটন প্রসাশনের শেষদিন ছিলো ২০শে জানুয়ারী। ক্লিনটন আরাফাতকে ও বারাককে এনেছিলো, ফিস্তিনের স্বাধীনতার কাগজে সই করাতে; সব ঠিকঠাক। হঠাৎ আরাফাত বেঁকে বসলো; কারণ, হামাস বলেছে, ইহুদী দেশকে মেনে নিলে, গাজায় ১ জন পিএলও'এর লোকও বাঁচবে না।

সেই চুক্তি হয়নি; "সততার জন্য" ২০০৬ সালে হামাস গাজায় জয়ী হলো; গাজায় তারা সরকার গঠন করলো, গাজা তারা চালচ্ছে। আজকে গাজা তারা চালাচ্ছে। গাজার ভেতরে "গাজা সিটি" নামেএকটা যায়গা আছে; গত ২দিন থকে ইসরায়েলী সেনাবাহিনী ওটাকে দখলে নিচ্ছে; সেখানে কোন মানুষকে বাস করতে দিবে না।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার । :-B

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:




১৯৭১ সালে যখন ইসলামী ছাত্র সংঘ রাজাকার হয়েছিলো, উহা কার দোষ ছিলো? রাজনৈতি পোষ্ট লিখতে যেই ধরণের ভাবনাচিন্তার দরকার, সেটা অর্জনের চেষ্টা করেন।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ ওবায়দুল কাদেরের।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:




আওয়ামী লীগ ধ্বংসের জন্য কাদের জয়ী, হামাসে বিজয়ের জন্য কাদের দায়ী ছিলো না; সিরিয়া ধ্বংসে কাদেরের হাত ছিলো না; সেখানে শিবির জাতীয় পদার্থ ছিলো

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ বাংলাদেশের সেকুলার দের।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশে সেকুলারেরা সেকুলারিজম বুঝে না; ইউরোপের লোকজন উহা বুঝে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: ১৯৭১ সালে যখন ইসলামী ছাত্র সংঘ রাজাকার হয়েছিলো, উহা কার দোষ ছিলো? তাদের আপনারা মোকাবিলা করতে পেরেছেন। আপনাদের পারিবারিক ও সামাজিক এডুকেশন ভালো ছিলো।

সব দোষ শেখ হাসিনার কারণ তিনি শিবির কে কেবল ৭১ বিরোধি চোখ দিয়ে দেখেছেন। শিবিরের আরো বড়ো পরিচয় আছে। সেখানে ঠেক দিলে সব ঠিক হয়ে যাবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা তো রাজনীতিবিদ ছিলো না; শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায় সে আসার সুযোগ পেয়েছিলো। সমস্যা ছিলো আমেরিকার শেখ হ্ত্যা।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ ধ্বংসের জন্য কাদের জয়ী, হামাসে বিজয়ের জন্য কাদের দায়ী ছিলো না; সিরিয়া ধ্বংসে কাদেরের হাত ছিলো না; সেখানে শিবির জাতীয় পদার্থ ছিলো ।

বাংলাদেশে লিগের মতো দল ছিলো। গাজায় পিএলও কি আওয়ামি লিগ মানের ?

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



পিএলও'তে আওয়ামী থেকে অনেক বেশী জ্ঞানী লোকজন ছিলেন এক সময়।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: @কুতুব: আপনি ব্লগের "নূরা পাগলার" অনুসরণ ছেড়ে নতুন গুরু খুঁজুন।
নূরাদের দিনকাল এখন ভাল যাচ্ছে না।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@সোনাগাজির কারণে সামুতে আসা । এই নামের নিক না হলে সামুতে আসা হতো না । সোনাগাজিতে আমার রিলেটিভ আছে। সেখানে যতজন দেখেছি সব জামাত-বিএনপি। একজন রাজাকারের সাথেও কথা হয়েছিলো। এখন সামুর সোনাগাজি দেখি খালি মুকতিযুদধের কথা কয় । সোনাগাজির লোক এই বিষয় নিয়ে লিখবে ভাবি নাই । একচুয়ালি সামুতে লেখার মতো সুশিল হতে পারে সেটা চিনতাও করা যায় না । আবার দেখি তিনি আসলে চাটগাইয়া । আমার বাড়িও চিটাগাং । চিটাগাং এর মানুষ পড়াশোনায় খুব এগিয়ে এমন না । এদের ভাবনা চিনতা আলাদা। গাজির মতো না। :-B

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



যেখানে মুক্তিযোদ্ধরা সন্মুখ যুদ্ধ করেছিলো; আমি নিক হিসেবে সেসব স্হানের নাম ব্যবহার করেছি: কুমিরা, শুভপুর, রাজুমিয়া, চাঁদগাজী, মাস্তান নগর, মিরসারা.

সোনাগাজীতে যেডফোর্স গিয়েছিলো গেরিলা যোদ্ধাদের উদ্ধার করতে, যুদ্ধ করা লাগেনি।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৯

কলমনাই বলেছেন: সৈয়দ কুতুব@ আফনে গোফরানের মাল্টি ?

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: কলমনাই@গোফরান কে চিনি না। সামুতে নতুন ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: রেডিক্যাল ইসলামিস্ট দলগুলো বেশিরভাগ সময় ইতিহাসিক সিদ্বান্ত গুলোতে ভুল পদক্ষেপ নেয়।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



ইসলাম হচ্ছে বেদুইনদের জীবনধারা, উহা আজকের বিশ্বের জন্য অশান্তির মুল।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আগামী নির্বাচনে জামাত জিতে গেলে অবাক হবার কিছু থাকবে না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আমেরিকান এম্বেসী ও মিলিটারী তা করার কোন কারণ আমি দেখছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.