| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
বাংলাদেশকে তলিয়ে দিয়েছে ৩টি আমেরিকান ক্যু: জিয়ার ক্যু, এরশাদের ক্যু ও ইউনুসের ক্যু। জিয়ার ক্যু'এর ফলে আমরা আগের মতোই পাকিস্তানী ষ্টাইল জীবনে ফিরে গেছি: দাউদ, আদমজী, মকবুলের যায়গায় বেক্সিমকো, শিকদার ব্রাদার্স, আরব-বাংলাদেশ ব্যাংক গড়ে উঠেছে! 
এরশাদের সময়টা ছিলো আনন্দের চোর সৃষ্টির যুগ, সবাই চুরি করো, সবাই আনন্দে থাকো!
ইউনুস ভয়ংকর ঘটনা ঘটায়েছে, সে হামাস, তালেবান ও লস্করের লোকদের নিয়ে এসেছে দেশের ক্ষমতায়; পাকিস্তান লীড দিচ্ছে। নেংটি দেশ পাকিস্তানকে ট্রাম্পও গুরুত্ব দিচ্ছে: গাজার হামাস অপসারণে ও শান্তি রক্ষার ভার দিয়েছে পাকিস্তানকেও। 
ইতিমধ্যে ব্লগের ২ বারের মুক্তিযোদ্ধা ও রোবোটিক ডিজাইনার ব্যতিত সবাই টের পেয়েছে, ইউনুস কিভাবে সরকার প্রধান হয়েছে! যা হওয়ার হয়েছে, আমরা ইয়েমেনের মতো ও সুদানের কাছাকাছি অবস্হানে আছি, ইহা থেকে বের হওয়ার দরকার। ভাবতে থাকেন, বের হবেন, নাকি সুদানে পরিণত হবেন? 
 
০১ লা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:২০
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমাদের জাতির প্রফাইল নষ্ট করে দিয়েছে জিয়া,  মোল্লারা ও নেতাহীন রাজনৈতিক দলের লোকেরা: শেখহীন আওয়ামী, জিয়াহীন বিএনপি।
আওয়ামি লীগকে নষ্ট করেছিলেন শেখ সাহেব নিজেই, ছাত্রলীগকে যোগ করে। জিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য বিএনপি করেছিলো, এখন জিয়া নেই, ইহারা ডাকাতী করছে। 
মোল্লাদের যেখানে থামানো দরকার, ইউ্নুস তাদেরকে দেশের ক্ষমতায় নিয়ে এসেছে।
২| 
০১ লা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ধর্ম ও রাজনীতি বিষয়ে কথা বলতে আর ভালো লাগে না। এইগুলো এখন অতি নিম্ন শ্র্রেণীর আলাপ হয়ে গিয়েছে। গল্প লিখবো, পড়ে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। 
 
০১ লা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০৬
জেনারেশন একাত্তর বলেছেন: 
লিখুন, আমি সাহিত্যের পাঠক।
আমাদের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে ধ্বংস করেছে আমেরিকান, পাকিস্তান ক্যুগুলো।
৩| 
০১ লা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০৮
মিরোরডডল  বলেছেন: 
খেলাঘর কিন্তু এখন সত্যি বুড়ো হয়ে যাচ্ছে।
মন্তব্যে উদাসীন! 
আমাদের মূল সমস্যা, সাধারণ মানুষের মাঝে শিক্ষার অভাব। এমনকি যারা শিক্ষিত, তাদের মাঝেও আছে অনেক শিক্ষিত মূর্খ, যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। নিজেদের ভালো মন্দ বুঝতে পারেনা। সহজেই এদের ব্রেইনওয়াশ করা যায়। 
সুযোগসন্ধানীরা সেটাকে কাজে লাগায়।
ভালো থাকবে খেলাঘর। আর একটা কথা, যেসব পোষ্টে গেলে অসন্মান হয়, সেগুলো এভোয়েড করবে প্লীজ।
 
০১ লা অক্টোবর, ২০২৫  রাত ৮:০৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমি জানি ব্লগের অর্ধেক হচ্ছে  বস্তির-মানুষের স্বভাবের; কিন্তু ওরা অনেক থেকে উৎসাহ পায়; তাই, খারাপ বাক্য শুনেও এদেরকে হতাশ করার চেস্টা করি।
 
০১ লা অক্টোবর, ২০২৫  রাত ৯:৫২
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমার ব্লগিং প্রোফাইলকে এমনভাবে কন্ট্রোল করছেন জাদিদ, শায়মা ও অপু, যাতে আমি দরকারী বিষয়ে কিছুই দেখতে না'পাই; পোষ্টে ও আগের পোষ্টে কেহ মন্তব্য করলে আমি দেখতে পাই না কয়টা মন্তব্য আছে।
ভালো থাকুন।
নিজের থেকে যা করা সম্ভব, সেটা আমি করছি।
৪| 
০১ লা অক্টোবর, ২০২৫  রাত ১০:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
হত দরিদ্রদের মাঝে আমি যেই ধরনের জ্ঞান বুদ্ধি বিবেচনা বোধ দেখেছি তা উল্লেখ করতে হলে তিন পর্বের পোস্ট লিখতে হবে। 
১। আমাদের দেশের মানুষ দারিদ্রের কষাঘাত থেকে বের হতে পারেনি এবং দীর্ঘ সময় যাবত দারিদ্রতার সাথে লড়াই করছে এটি তাদের সরলতা। সরলতা যদি বেকুবি হয় তাহলে কি আর করার আছে। আমাদের দেশে ঋণের বোঝা মাথায় নিয়ে দরিদ্র মানুষগুলো হতদরিদ্র হতে থাকেন। 
২। শিক্ষার জগত থেকে দূরে থাকার কারণ: দেশের এক শ্রেণীর মানুষ চায় না - দেশের মানুষ শিক্ষিত হোক, সুন্দর স্বাভাবিক জীবন যাপন করুক। 
৩। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বাংলাদেশি হলেও নিজেকে বৃটিশ মনে করে আর বাদবাকী মানুষকে কুলি মজুর নীচ জাতি মনে করে। আর এই মনে করার কারণে নীচ জাতিকে আজীবন প্রতারিত করে আসছে তথাকথিত বৃটিশ নামক বাংলাদেশি।
৪। নীচ জাতি নিজেরা নিজেরা লড়াই করে মরে। লড়াই শেষে শাসন ও শোষণ করছে তথাকথিত বৃটিশ নামক বাংলাদেশি। 
৫। নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কেউ যদি একবার চেয়ারে বসতে পারে সে নিজেকে এলিট / বৃটিশ মনে করে। এবং তারপর শুরু হয় তার  শাসন ও শোষণ। 
আশা করি আমার ব্যাখ্যা আমি দিতে পেরেছি। আমার মন্তব্যটি পড়ে আপনি আপনার বিচেনায় উত্তর দিবেন। আমি কি সঠিক বলেছি নাকি আমি ভুল বলেছি? 
 
০২ রা অক্টোবর, ২০২৫  রাত ১২:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনার ধারণাগুলো শতভাগ সঠিক।
১) সব ৩য় বিশ্বের দেশগুলো কৃষক ও শ্রমিক পরিবারগুলো থাকে সরল, দরিদ্র ও শিক্ষার দিক থেকে পেছনে; এদেরকে হাত ধরে তুলে আনতে হয় সরকার ও রাজনৈতিক নেতারা।
২) শিক্ষিত পরিবারগুলো শুধু নিজেদের সন্তানদের শিক্ষিত করে, দেশের সকল সুযোগ তাদের নাগালের মাঝে রাখে।
৩) বৃটিশ চলে যাবার পর, বেশীরভাগ সুযোগ চলে গেছে কিছু পরিবারের হাতে; এরা সুযোগ ও সম্পদ থেকে অন্যদের দুরে রাখে।
৪) দরিদ্র পরিবারের ছাত্ররা, যুবকেরা, ইপিআর, আনসার, সৈন্যরা যুদ্ধ করেছে, সবকিছু দখল করেছিলো শেখেরা, আওয়ামী লীগ ও অবস্হাপন্ন পরিবারেরা।
৫) দলগুলো পিরামিদ ব্যবসা করে নিকৃষ্টদের দলে নিয়ে এসেছে সব সময়।
৫| 
০১ লা অক্টোবর, ২০২৫  রাত ১০:৪৯
কামাল১৮ বলেছেন: সাংবাদিকের সাথে সাখ্যাৎকারে অনেক খারার কথার সাথে একটা ভালো ইংগিত দিয়েছেন ইউনুস।আওয়ামী লীগের ফেরার ইংগিত দিয়েছেন।
 
০২ রা অক্টোবর, ২০২৫  রাত ১২:৪১
জেনারেশন একাত্তর বলেছেন: 
ওর বাবারা ( দুতাবাস ও সেনাবাহিনী ) বলেছে যে, আওয়ামী লীগকে বাইরে রেখে সে বাংলাদেশে ঘুমাতে পারবে না। ক্যু'এর জন্য ওর বিচার হবে।
৬| 
০২ রা অক্টোবর, ২০২৫  রাত ১২:৪১
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@কথার কথা । সিরিয়াসলি নেয়ার কিছু নেই ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আমরা সবার চেয়ে বেশি বুঝি। আমাদের সবক দিবেন না পিলিজ। আমরা trump কে বোকা মনে করি, তালেবানরা তুক তাক করে আমেরিকাকে হারিয়ে দিয়েছে মনে করি। ভারত পাকিদের সাথে ওয়ারে হেরেছে মনে করি , পাকিরা ভালো করছে সব সেকটরে সেটাই মনে করি । রাশিয়ার পুটিন আমাদের কাছে হিরো । আমাদের সোনার ছেলেরা রাশিয়ার হয়ে ওয়ার করছে , তালেবানদের হয়ে ওয়ার করছে। মালয়শিয়ায় জিহাদি কাজ করে ধরা পড়ছে।

আমরা ভারতের কারনে এগুতে পারছি না ।