নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প সরকারের ফান্ডিং বন্ধ করেছে বিরোধী দল

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:০২



আমেরিকান গণতান্ত্রিক ভাষায় বলা হচ্ছে: "US Govt, has been shut down at 12:01 PM on Oct. 1"; ইহার অর্থ হচ্ছে, এখন সরকার শুধুমাত্র খুবই জরুরী সার্ভিস চালিয়ে যাবে, কম জরুরী সার্ভিসে নিয়োজিত সরকারী কর্মচারীদের জন্য সরকার কোন ধরণের ব্যয় করতে পারবে না।

২০২৫ সালের ব্যয়ের জন্য যেই ফান্ডিং ছিলো, উহার মেয়াদ শেষ হয়েছে গতরাতে। আজকে সকাল ১২টার মাঝে যদি ফান্ডিং বিল সাইন হয়ে যেতো সবই চলতে থাকতো। কিন্তু ট্রাম্প ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করে সময় কা টায়েছে; বিল পাশ করা হয়নি।

ফান্ডিং বিল পাশ করতে হলে, কংগরস, সিনেট ও প্রেসিডেন্ট একমত হতে হবে। এখন কংগ্রেসে ও সিটেনে ট্রাপের লোকজন মেজোরিটি। কিন্তু সিনেটের ১০০ জনের মাঝে ৬০ জনের ভোট পেতে হবে; তারা পেয়েছে ৫৩ ভোট। ডেমোক্রেটরা হচ্ছে ৪৫ জন; ২ জন ইন্ডেপেনডেন্ট; এই ২ জন ভোট ট্রাম্পের বিপক্ষে গেছে। এই ২ জন ভোট দিলেও হতো না, দরকার আরো ৫ ভোট, যা আসটে হবে ডেমোদের পক্ষে থেকে।

এখন, প্রাথমিকভাবে ১৩ ঘন্টার জন্য বন্ধ হয়েছে; চালু করার জন্য এখনো আলোচনা হচ্ছে না। ২ পক্ষ মানুষের সাপোর্ট পাবার চেষ্টা করছে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফান্ডিং বিল পাশ করতে হলে, কংগরস, সিনেট ও প্রেসিডেন্ট একমত হতে হবে।
.............................................................................................................।
তারপরও হয়তো সবার স্বার্থে তা মিটমাট হয়ে যাবে,
এমন অবস্হা যদি বাংলাদেশ সংসদে হয়ে,
তুকালামকান্ড ঘটে যাবে
যার সূচনা পি,আর পদ্ধতি প্রয়োগ হলে !!!

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১:১২

জেনারেশন একাত্তর বলেছেন:




বাংলাদেশের বানর সভায় এসব কঠিন বিষয় আসবে না; বানরকেকলা খেতে দিলে তারা খেলা দেখায়।

২| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: মিরজা ফখরুল বলেছেন ইউনুস সাহেবের মাঝে জিয়াউর রহমানের ছায়া রয়েছে । এটা নিয়ে সবাই মিরজা কে ইউনুস সাহেব এর চাটুকার বলছেন । মিরজা সঠিক কথাই বলেছেন। জিয়াউর রহমান যা যা করেছেন ইউনুস সাহেব তাই করছেন। একজন সিভিলিয়ান এবং আরেকজন army man ছিলেন।


তারা দুইজনই reform করতে পাওয়ারে এসেছেন। মিরজা কে হাসাহাসি করা ঠিক না । জামাত উনাকে ভারতের দালাল বলে যা শুনতে খারাপ লাগে । X(

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



জিয়া এসেছিলো আমেরিকার স্বারথ রক্ষায়; ইউনুস ক্যউ করায়েছে নিজের সম্পদ বাইরে নিতে ও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিঅধ নিতে। এরশাদ এসেছিলো আমেরিকার মানকে উপরে রাখতে।

এরা ৩ জন আমাদের স্বাধীনতাকে পায়ে নীচে ফেলে দলিত করেছে, জাতিকে ধ্ংস করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.