নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

জাতিকে সাহায্য করার জন্য শেখ হাসিনার উচিত দেশে ফিরে আসা

০৬ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:৫০


১৯৮১ সালে শেখ হাসিনা সাহস দেখায়েছিলেন, উনার বাবার জল্লাদ ক্ষমতায় থাকার সময় তিনি দেশে এসেছিলেন; স্বাধীনতার পক্ষের লোকজন জানতো না, এয়ারপোর্টে কি ঘটবে। শেখ সাহেবের হত্যাকারীদের শাস্তি হয়েছিলো।

আজকে ইন্দিরা নেই; এরপরও সাহস করে শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে হবে। উনি না এলে ইউনুস ও শিবিরের "বিপ্লব", "২য় স্বাধীনতা", জুলাই সনদ, বালছাল সবই চালু থাকবে। উনি এলে, ইউনুসের ভুমিকা, পাকিস্তানের ভুমিকা ও শিবিরের জল্লাদদের দ্বারা ছাত্র হত্যার ঘটনাগুলো ইডিয়ট বাংগালীরা বুঝে সুযোগ পাবে। উনাকে কেহ খেয়ে ফেলতে পারবে না।

শেখ হাসিনা দেশ চালায়েছিলো সারাক্ষণ টাইমবোমার রুমে বসে। তিনি সেই বোমাকে ডিফিউজ করার মতো বিজ্ঞ ছিলেন না; শেষে ইহার ভিকটিম হয়েছেন। উনার দেশে চালনার শেষভাগ ছিলো ভয়ংকর ত্রুটিপুর্ণ; এতো ত্রুটি করার চেয়ে উনার সরে যাবার দরকার ছিল অনেক আগেই। যা হওয়ার হয়েছে; হয়তো উনার জেলা হবে, সেটা আপিল হবে; কিন্তু ইউনুস, পাকিস্তানের লবিং'এর কারণে আমেরিকা ক্যু' করেছে, সেটা বেরিয়ে আসবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে হবে
..........................................................................
উনি কি জল্লাদের তরবরারির নীচে আসবেন ???
এই বয়সে সেই সাহস উনার হবে ?
প্রতিবাদ করার বয়স তো নাই !!!
বরং জেন- জিদে র ঠেকাতে হবে
জেন জি দিয়ে ।

০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি না'এলে এই আমেরিকান ক্যু'কে ২য় স্বাধীনতা নাম দিয়ে রাজকারী সরকার চালু করবে। উনি এলে দেশবাসী মাথা ঘামাবে, ক্যু পরিস্কার হবে। উনাকে ফাঁসী দিতে পারবে না।

২| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সহসাই ফেরার সম্ভাবনা কম।

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



উনার বুদ্ধ কম।

উনার বিচার শুরু হলে, সবকিছু পরিস্কার হতো, শিবির যে, নিজেদের ছাত্র ও সাধারণ ছাত্রদের হত্যা করে এই ক্যু'কে সফল করেছে, তা এই দেশের ইডিয়টদের কাছেও পরিস্কার হয়ে যেতো।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫০

কামাল১৮ বলেছেন: নুন্যতম একটা গনতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশে আসা ঠিক হবে না।দেশে কোন আইন কানুন নাই।চলছে মবতন্ত্র।

০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



তাকে এয়ারপোর্ট থেকে রক্ষা করবে পুলিশ ও সেনাবাহিনী; তারপর জেলে নিয়ে যাবে; এরপর শুরু হবে আসল মব, যেখানে আওয়ামীরাও থাকবে।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: উনি এখন দেশে এলে সমস্যা আছে। ইউনুস গং, জামাত শিবির তাকে মেরে ফেলবে। একদম মেরে ফেলবে।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: বাংলাদেশের জনগণ ঠিক সিদ্ধান্ত নেবে সময় মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.