| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   
এই কারণে সব বাংগালী লেখার পরও আমাদের নতুন সাহিত্যিক নেই বললেই চলে।
ক্রিমিনাল মানুষ থেকে নাকি পীর আওলিয়া হয় মানুষজন; তবে, কেহ আজো সাহিত্যিক হয়নি। নিজাম উদ্দিন নাকি ডাকাত ছিলো, এখন আওলিয়া: এক সময় মানুষ হত্যা করতো, এখন গরীবকে ধনী করে, ক্যানসার ভালো করে; কিন্তু প্রেমের কবিতা লেখে না, কিংবা অক্টোবর মাসে জ্বীনের গল্প লিখে না ব্লগে। 
আমাদের সন্মানিত প্রেসিডেন্ট এরশাদ ( ইহা ও ইহার স্ত্রী আসলে চোর ছিলো ) পীর ছিলেন, আল্লাহ উনাকে স্বপ্নে বলে দিতেন কোন শুক্রবারে কোন মসজিদে জুমা পড়বেন। এই ক্রিমিনাল বাংলাদেশে ২য় আমেরিকান ক্যু করেছিলো। কিন্তু সে সাহিত্যিক ছিলো, অনেক কবিতা লিখেছে ও অনেক সরকারী অফিসারের বউদের নাকি জিং জিং করেছে!  আসলে কবিতাগুলো এই ক্রিমিনালের লেখা নয়, এগুলো নাকি অন্যদের লিখে দেয়া কবিতা।
জয়নাল হাজারী সামুতে ব্লগিং করে গেছে; সে ভয়ংকর ক্রিমিনাল ছিলো, যার কারণে শেখ হাসিনা তাকে এমপি করেছিলো; কিন্তু সামুতে সে কবিতা লেখেনি; লিখলেও উহা আমি দেখিনি, এবং এখন উহার কবিতাগুলো জীবিত নেই।
 
০৬ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:২০
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি সেই পরিবারের লোকজনের সাথে লেনদেন করেছেন, আপনি কাছের থেকে দেখেছেন।
বেশীরভাগ শিক্ষিত বাংগালী ছোটখাট জয়নাল; জিয়া, এরশাদ, হাসিনা, জুল ভার্ণ, সবাই কিন্তু জয়নালের কিছু গুণ পেয়েছে।
২| 
০৬ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:২২
দি এমপেরর বলেছেন: এই পোস্টে কী বোঝাতে চাইলেন?
 
০৬ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমাদের অনেক শিক্ষিত লোকজন যাদের আচরণ, জীবন ভাবনা ইত্যাদি ভালো নয়, তারা সাহিত্য রচনা করার চেষ্টা করছে; কিন্তু এগুলো টিকবে না।
৩| 
০৮ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: বিটিভিতে রাত ৮ টার সংবাদের আগে এরশাদ শাহেবের লেখা গান প্রচার করা হতো। 
এরশাদ সাহেব নারী ঘেষা লোক ছিলেন। সবাই বলে গায়িকা শাকিলার সাথে খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিলো। 
একবার আরবের এক দেশ একটা বিমান পাঠায়। 
বিমান ভরতি সুন্দরী নারী দিয়ে। এরশাদ তখন ক্ষমতায়। সেই বিমানে এরশাদ তার প্রিয় লোকদের নিয়ে আকাশ পথে ফুর্তি করেছেন।
৪| 
০৯ ই অক্টোবর, ২০২৫  রাত ৯:১৪
বিজন রয় বলেছেন: যারা ধর্ম ব্যবসা করে তারা সাহিত্যিক হবে কি করে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: জয়নাল হাজারি তার বাবা গণি হাজারি ২য় পরিবারের । গণি হাজারি হিউজ property কিনতু খাওয়ার লোক নেই । বংশের বাতি দেওয়ার লোক ছিলো না । ১ম ঘরে মেয়ে ছিলো কেবল। ২য় বিয়ে করেও সমাধান হইতেসিলো না । পরে ভারতের আজমির শরিফ গিয়ে মানত করেছিলেন ছেলে হলে নাম রাখবেন জয়নাল । উহা একটা রিলিজিয়াস নাম এর কিছুদিন পর জয়নাল হাজারি বারথ নিলো। এরপর তার আরো তিন বোন এবং আর ৩/৪ ভাই হয়েছিলো। গণি হাজারি জয়নাল হাজারির নামে কোনো complain শুনতে পারতেন না । বাবা-মার শতভাগ দোয়া পেয়েছেন বলে কেউ তার চুল ও ছিড়তে পারে নাই বলে কথিত আছে । মাসটার পাড়ায় শিশু পার্ক করতে গিয়ে তার সময়ে বহু লেবার মারা গেছে । । জয়নাল হাজারির বাবার বহু টাকা পয়সা ছিলো । বাড়ির লোকজন কে তেমন চাকুরি দেয় নি। কবরখানায় তার কবর না দিয়ে বাগান বাড়ির মাঝে কবর দিয়েছে । জয়নালেরা এমনই হয় ।
 ।