| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
আমি জানতাম, বুয়েট থেকে ঘুষখোর ইন্জিনিয়ার বের হয়; সেটা মনে হয় অতীতে ছিলো; এখন মনে হয়, শুধুমাত্র তাবলীগ বের হয়। সামুতে  বুয়েটের ১ ইন্জিনিয়ারের কি একটা ছোট গল্প পড়ে সামান্য পছন্দ হয়েছিলো, সুনাম করেছিলাম; তারপর উনার লেখা খুব একটা পড়া হয়নি; উনিও  ব্লগে আসতেন না তেমন।
সম্প্রতি  ফিরে এসেছেন, আমি খুশী হলাম; সামুর মুল গল্পকার, গলুর লেখক এখন খেরোখাতা গল্পকারে পরিণ্ত হয়েছেন, আরেকজন ফিরে আসায় ভালোই লাগছিলো। ফিরে এসে কিসব তাবলীগি বয়ান শুরু করেছেন: আজকে কথা প্রসংগে বললছেন, "সবার রিজিক নাকি সমান হয় না"; এসব মক্তবী গার্বেজ বুয়েটি সাহিত্যিক থেকে শুনতে হচ্ছে! এরা কি সাহিত্য রচনা করছেন, নাকি গার্বেজ উৎপাদন করছেন? 
সায়েন্স, টেকনোলোজী, সাহিত্য, অংক, ফিলোসফি হচ্ছে মানুষের লব্ধজ্ঞান ও সৃজনশক্তি, এইগুলো রহমত নয়, রিজিকের ব্যাপার নয়; রিজিক থাকবে মক্তবে ও মাদ্রাসায়, ইয়েমেনে ও আফগানিস্তানে; বুয়েটে কেন এসব বেদুইনী সংস্কৃতি?
 
১১ ই অক্টোবর, ২০২৫  রাত ৯:৪১
জেনারেশন একাত্তর বলেছেন: 
কায়কোবাদ অংক ও কম্প্যুটিং'এর লোক; উনি কি করতে চেয়েছিলেন, আর ব্যুরোক্রেটরা  কি করেছে,  ইহা চিন্তার বিষয়। উনি তদারকি করেননি, মনে হয়।
২| 
১২ ই অক্টোবর, ২০২৫  রাত ১২:৪৩
কামাল১৮ বলেছেন: আমাদের স্কুল কলেজে ভারতিয় লেখকদের লেখা বাদ দেয়ার পর শিক্ষার মান কমতে শুরু করে।বিজ্ঞানের ক্লাসে পড়ানো হয় ধপাস তত্ত্ব।ধর্মের প্রসার যত বাড়বে জ্ঞানের প্রসার তত কমবে।
 
১২ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:৩২
জেনারেশন একাত্তর বলেছেন: 
মেডিক্যাল থেকে ইসলামী ডাকাত বের হচ্ ছে, বুয়েট থেকে তাবলীগ; ইউনিভার্সিটিগুলো এখন থেকে শুধু "রগকাটা" উৎপাদন করবে।
৩| 
১২ ই অক্টোবর, ২০২৫  রাত ১:১২
সৈয়দ কুতুব বলেছেন: কামাল@আপনি বলেছেন , বিজ্ঞানের ক্লাসে পড়ানো হয় ধপাস তত্ত্ব। এটা আপনি শুনে বলছেন। এমন কিছু নাই। বিজ্ঞানের বই গুলা আপডেট না । । এগুলো নিয়ে হিউজ কাজ করা দরকার। l লেখা পড়া নিয়ে R and D শাখা চালু করা উচিত । এগুলো তরুন কোনো পলিটিকাল দল শুরু করলে ভালো হতো । লিগ-বিএনপি দিয়ে হবে না । তারা নিজেরাই মোলবাদি ।
 
১২ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন: 
তরুণারা ভালো করার কথা; দেশ হচ্ছে "ফেইসবুক দেশ", তরুণরা ফেইসবুকে পিএইচডি।
৪| 
১৩ ই অক্টোবর, ২০২৫  সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ধর্মই দেশটারে খাইলো।
 
১৩ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন: 
ইডিয়টদের ভাবনার জগতে ধর্ম ছাড়া  আর কি থাকবে?
৫| 
১৪ ই অক্টোবর, ২০২৫  সকাল ৭:৫১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমাদের ডাক্তাররা অপারেশন থিয়েটারে দোয়া ইউনুছ পাঠ করে। 
ইঞ্জিনিয়াররা তাবলীগে গিয়ে মাদ্রাসার ডিজাইন করে। 
 
১৪ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন: 
দেশে অনেক পংগু জন্ম নিচ্ছে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৫  রাত ৮:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো সব উটপাখির এডুকেশন হাবের ফলাফল। এক একটি এলাকার এভরি রোডে ৫/৭ টি উটপাখির এডুকেশন হাব রয়েছে। যখন এসব এডুকেশন হাবের উটপাখিরা সে এলকায় চলাফেরা করে তা সাধারণ মানুষের মাঝে impact ফেলে । আমি ২০১৮ সালে কোচিং বিজনেসের responsibility নেয়ার পর বুঝেছি ভালোভাবে । । আমি খেয়াল করেছিলাম , উটের হাব বাড়ার সাথে সাথে চারিপাশের মানুষের বিহেভিয়ার বদলে গেছে । ।

এর দায় শেখ হাসিনার এবং আওয়ামি লিগের । নতুন কারিকুলাম চালু করা পর দেখলাম বইতে তেমন পড়া নেই। কেবল এসাইমেনট এবং রেগুলার কেলাশে গেলে আপনি পাশ ; কোনো ফেইল নেই । বাবা-মা ভরসা পাইতেসিলো না । কয়েকদিন পর দেখলাম আমার বাসার সামনে একটা হাবে হিউজ বেবি উটপাখি । আমি যেহেতু কোচিং সেনটার চালিয়েছে আমার নরমালি কিওরিসিটি থাকে কোন institute এ student বাড়ে কিংবা কমে। আমি খোজ নিয়ে জানতে পেরেছিলাম পাচ শতাধিক নতুন এডমিট হয়েছিলো ; ২০২৩ সালের ঘটনা এটা । ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর আবার পুরাতন কারিকুলাম ফিরে আসে । বাটা যারা চলে গিয়েছিলো তারা আর ফেরত আসে নাই । এই কারনে আমি কায়কোবাদ এবং জাফর ইকবাল কে বুঝার বয়স হওয়ার পর দেখতে পারি না । আর আলাদা কোনো কারণ নেই।