| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
ইউনুস কি জাতির ত্রাতা, নাকি লংকার হনুমান? এটা সঠিক যে, যতই সময় যাচ্ছিলো, শেখ হাসিনার সরকার ততই খারাপের দিকে যাচ্চিলো। শেখ হাসিনাকে সরায়ে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত আসার চেষ্টা করছিলো! কিন্তু মানুষের তাদেকে সমর্থন করেনি; ফলে, তারা বিফল হয়েছিলো! কেন মানুষ বেগম জিয়া, বিএনপি-জামাতকে চাহেনি? 
শেখ হাসিনার সরকারের পতন যেভাবে ঘটেছে ও এরপর যা ঘটছে ইহা ভয়ংকর ভবিষ্যতের ইংগিত দিচ্ছে। শেখ হাসিনার পতন ঘটায়েছে আমেরিকা কুটনীতিবিদরা, তারা আমাদের জন্য বিপ্লব করেনি, তারা শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে;  শেখ হাসিনাকে পরাস্ত করার জন্য  দুতাবাস আমাদের জাতীর স্বাধীনতা-বিরোধীদের কাজে লাগায়েছিলো জল্লাদ হিসেবে। স্বাধীনতা-বিরোধীরা ইহাকে সুযোগ হিসেবে ব্যবহার করে দেশকে  দখল করেছে।
স্বাধীনতা-বিরোধীদের সম্পর্কে জাতির ভয়ংকর অভিজ্ঞতা আছে; তারা জংগী ও সামন্তবাদী; আজকের বিশ্বে তারা জাতির জন্য ক্ষতি ব্যতিত অন্য কিছুই করতে পারবে না; তাদের সেই জ্ঞান নেই। 
আজকের কমপ্লেক্স আন্তর্জাতিক সমস্যার মাঝে জাতি কি ঘুরে দাঁড়াতে পারবে? যদি জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে চায়, আমাদেরকে কি কি করতে হবে? 
 
২১ শে অক্টোবর, ২০২৫  সকাল ৯:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন: 
নির্বাচন ৩০০ জন ইডিয়ট ডাকাত উপহার দিবে জাতিকে।
২| 
২১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: জাতি ঘুরে দাঁড়াতে পারবে না। 
সেই সম্ভবনাও নেই।
 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:০১
জেনারেশন একাত্তর বলেছেন: 
সিরিয়ার মতো কিছু একটা করতে হবে।
৩| 
২১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: এখন লোকজন কোনো নিয়ম মানছে না। 
একজন রিকশা চালক পর্যন্ত পুলিশকে থাপ্পড় দিচ্ছে।
 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:০১
জেনারেশন একাত্তর বলেছেন: 
এটাই জামাত-শিবিরের খিলাফত।
৪| 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৫
dupur১২৩ বলেছেন: বিপ্লব পুরাপুরি ব্যর্থ।  আমার মনে হয় জাতি আর দাঁড়াতে পারবে না।  ইদানিং শুনসি , BAL আর BNP দিয়ে তো জাতি দেখলো , এখন নুতুন কিছু দেখতে  চায়।  
এই নুতুন কাদের বুজাচ্ছে , সেটা খুবই এস্পষ্ট , সবচেয়ে দুঃখের  বিষয়, অনেকেই জানে না ওই নুতুন কিছুর জন্মই বেইমানি দিয়ে।  
জাতি ঘুরে  দাঁড়াতে পারবে না। 
স্যার ,মাহমুদুর রহমান নিয়ে , আপনার মতামত কি ?
 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০৪
জেনারেশন একাত্তর বলেছেন: 
মাহমুদুর রহমান,  বেগম জিয়া ও মোল্লা শফি ব্লগারদের নাস্টিক ঘোষণা দেয়ার পর, ১ বছরে ১৭ জন ব্লগারকে হত্যা করেছিলো জংগীরা;  এগুলো ছিলো শিবিরের জংগী।
৫| 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০৬
সুম১৪৩২ বলেছেন: কিছু , তার ছিড়া public আছে এই সমাজে , যারা সমালোচনা নিতে পারে না।  এই তার ছিড়া  public ঘরের মধ্যে বসে বসে সাহিত্য মারায় , ওই গুলো দিয়া জাতি কেমনে ঘুরে দাড়াবে ?  
সাহিত্য যারা প্যাক্টরিস করে তাদের ও অবদান রাখতে হবে জাতির জন্য , যেই সব ............... নিজের সমালচনা নিতে পারে না , ওই ............... দিয়া জাতি কেমনে ঘুরে দাড়াবে।  যত সব বা ... ছাল  এর সাহিত্যিক।  
 
২১ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:১১
জেনারেশন একাত্তর বলেছেন: 
আয়ারল্যান্ডে কাবাব বানায়ে বাংলাদেশে সাহিত্যিক। আপনি ঢাকায় কোন না কোন ধরণের ক্রাইমের সাথে যুক্ত আছেন।
৬| 
২১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১৯
dupur১২৩ বলেছেন: 
  
  বোরো ভাই আপনি কেন এইখানে
 
২১ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:১২
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনার বোরো বাই ঢাকাতে হুন্ডি অথবা কাছাকাছি কিছুতে যুক্ত আছেন, আমার ধারণা।
৭| 
২২ শে অক্টোবর, ২০২৫  রাত ১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
সময়ের উপর ছেড়ে দিতে হবে। হয়তো ১ বছর অথবা ১০ বছর অথবা ১০০ বছর। সময় লাগবে। 
 
২২ শে অক্টোবর, ২০২৫  রাত ৩:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
১০ বছরে জনসংখ্যা বেড়ে কি অবস্হা হবে?
আজকে যাদের বয়স  ২০/২১ বছর,  তারা  আগামী বছর থেকে যদি চাকুরী খোঁজে, তাদের কি হবে?
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৫  সকাল ৯:১৮
সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচনের আগে কিছুই বলা বা করা সম্ভব না।