নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

এই ভয়ংকর অবস্হা থেকে জাতি কি ঘুরে দাঁড়াতে পারবে?

২১ শে অক্টোবর, ২০২৫ ভোর ৪:৪৬



ইউনুস কি জাতির ত্রাতা, নাকি লংকার হনুমান? এটা সঠিক যে, যতই সময় যাচ্ছিলো, শেখ হাসিনার সরকার ততই খারাপের দিকে যাচ্চিলো। শেখ হাসিনাকে সরায়ে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত আসার চেষ্টা করছিলো! কিন্তু মানুষের তাদেকে সমর্থন করেনি; ফলে, তারা বিফল হয়েছিলো! কেন মানুষ বেগম জিয়া, বিএনপি-জামাতকে চাহেনি?

শেখ হাসিনার সরকারের পতন যেভাবে ঘটেছে ও এরপর যা ঘটছে ইহা ভয়ংকর ভবিষ্যতের ইংগিত দিচ্ছে। শেখ হাসিনার পতন ঘটায়েছে আমেরিকা কুটনীতিবিদরা, তারা আমাদের জন্য বিপ্লব করেনি, তারা শেখ হাসিনাকে শাস্তি দিয়েছে; শেখ হাসিনাকে পরাস্ত করার জন্য দুতাবাস আমাদের জাতীর স্বাধীনতা-বিরোধীদের কাজে লাগায়েছিলো জল্লাদ হিসেবে। স্বাধীনতা-বিরোধীরা ইহাকে সুযোগ হিসেবে ব্যবহার করে দেশকে দখল করেছে।

স্বাধীনতা-বিরোধীদের সম্পর্কে জাতির ভয়ংকর অভিজ্ঞতা আছে; তারা জংগী ও সামন্তবাদী; আজকের বিশ্বে তারা জাতির জন্য ক্ষতি ব্যতিত অন্য কিছুই করতে পারবে না; তাদের সেই জ্ঞান নেই।

আজকের কমপ্লেক্স আন্তর্জাতিক সমস্যার মাঝে জাতি কি ঘুরে দাঁড়াতে পারবে? যদি জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে চায়, আমাদেরকে কি কি করতে হবে?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৮

সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচনের আগে কিছুই বলা বা করা সম্ভব না।

২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



নির্বাচন ৩০০ জন ইডিয়ট ডাকাত উপহার দিবে জাতিকে।

২| ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: জাতি ঘুরে দাঁড়াতে পারবে না।
সেই সম্ভবনাও নেই।

২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



সিরিয়ার মতো কিছু একটা করতে হবে।

৩| ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: এখন লোকজন কোনো নিয়ম মানছে না।
একজন রিকশা চালক পর্যন্ত পুলিশকে থাপ্পড় দিচ্ছে।

২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০১

জেনারেশন একাত্তর বলেছেন:




এটাই জামাত-শিবিরের খিলাফত।

৪| ২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

dupur১২৩ বলেছেন: বিপ্লব পুরাপুরি ব্যর্থ। আমার মনে হয় জাতি আর দাঁড়াতে পারবে না। ইদানিং শুনসি , BAL আর BNP দিয়ে তো জাতি দেখলো , এখন নুতুন কিছু দেখতে চায়।
এই নুতুন কাদের বুজাচ্ছে , সেটা খুবই এস্পষ্ট , সবচেয়ে দুঃখের বিষয়, অনেকেই জানে না ওই নুতুন কিছুর জন্মই বেইমানি দিয়ে।

জাতি ঘুরে দাঁড়াতে পারবে না।

স্যার ,মাহমুদুর রহমান নিয়ে , আপনার মতামত কি ?

২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

জেনারেশন একাত্তর বলেছেন:




মাহমুদুর রহমান, বেগম জিয়া ও মোল্লা শফি ব্লগারদের নাস্টিক ঘোষণা দেয়ার পর, ১ বছরে ১৭ জন ব্লগারকে হত্যা করেছিলো জংগীরা; এগুলো ছিলো শিবিরের জংগী।

৫| ২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

সুম১৪৩২ বলেছেন: কিছু , তার ছিড়া public আছে এই সমাজে , যারা সমালোচনা নিতে পারে না। এই তার ছিড়া public ঘরের মধ্যে বসে বসে সাহিত্য মারায় , ওই গুলো দিয়া জাতি কেমনে ঘুরে দাড়াবে ?

সাহিত্য যারা প্যাক্টরিস করে তাদের ও অবদান রাখতে হবে জাতির জন্য , যেই সব ............... নিজের সমালচনা নিতে পারে না , ওই ............... দিয়া জাতি কেমনে ঘুরে দাড়াবে। যত সব বা ... ছাল এর সাহিত্যিক।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



আয়ারল্যান্ডে কাবাব বানায়ে বাংলাদেশে সাহিত্যিক। আপনি ঢাকায় কোন না কোন ধরণের ক্রাইমের সাথে যুক্ত আছেন।

৬| ২১ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

dupur১২৩ বলেছেন: =p~ =p~ বোরো ভাই আপনি কেন এইখানে

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১২

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার বোরো বাই ঢাকাতে হুন্ডি অথবা কাছাকাছি কিছুতে যুক্ত আছেন, আমার ধারণা।

৭| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



সময়ের উপর ছেড়ে দিতে হবে। হয়তো ১ বছর অথবা ১০ বছর অথবা ১০০ বছর। সময় লাগবে।

২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



১০ বছরে জনসংখ্যা বেড়ে কি অবস্হা হবে?

আজকে যাদের বয়স ২০/২১ বছর, তারা আগামী বছর থেকে যদি চাকুরী খোঁজে, তাদের কি হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.