| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ব্লগে ১ জন ব্লগারই আছেন, যিনি বাংলাদেশের জন্য ২ বার (১৯৭১ ও ২০২৪ ) মুক্তিযুদ্ধ করেছে; উহা গত কয়েকমাস "স্ব-রচিত" জুলাই সনদ ব্লগে পোষ্ট করে আসছিলো, আজকে পোষ্ট দিয়ে যে, ইউনুস মিয়া নিজের জুলাই সনদ চালু করছে! ইউনুস মিয়া পাকিস্তান ও জামাত-শিবিরকে নিয়ে লবিং করায়ে বাইডেনের সহায়তায় আমাদের দেশে ক্যু করায়ে দেশ দখল করেছিলেন উনার "জুলাই সনদ"এর জন্য?
আমাদের ২ বারের মুক্তিযোদ্ধা "হাসিনার লোকজন দ্বারা ঘুম হয়েছিলেন; আরকজন ঘুম হয়েছিলেন বিএনপি'র সালাহুদ্দীন; সালাহুদ্দীনও জুলাই সনদে কি কি নাকি যোগ করেছিলেন; কিন্তু ইউনুস মিয়ার সনদে শুধু রাজাকারদের জুলাই সনদ আছে। মুক্তিযোদ্ধা মাথায় লাথি?
তা'হলে ২ বার মুক্তিযুদ্ধ ও ঘুমের কি হবে?
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৬
জেনারেশন একাত্তর বলেছেন:
কার কার? ব্লগে এখন পাঠক নেই! তবে, অনেক ব্লগার ইডিওটিক পোষ্ট লিখে হাসির পাত্র হচ্ছে।
আমি যে আছি, পুরাতন ব্লগারেরা জানে না; আমার লেখা সামনের পাতায় গেলে, পুরাতন কেহ এলে পড়তো
২|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১১
সৈয়দ কুতুব বলেছেন: কতটা বৈরি মানসিকতার হলে important বিষয় নিয়ে লিখার পরও ০ পায়। এতো ইগো ভালো না । নিজের দলের লোক ইউনুসেক্সসুয়াল বলছে ।
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
অনেক বিষয় আছে ইমপোর্টেন্ট; কিন্তু অপু, না'হল তারকারী বা জুল ভার্ণ লিখলে কেহ পড়ে না; কারণ, ওরা নিজেই বিষয়গুলো বুঝে না।
৩|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০৬
dupur১২৩ বলেছেন: স্যার আসসালামুলাইকুম
আপনি তো ৭১ আর কোনো বই পড়েন না , তাহলে আপনি কেমনে বই লিখবেন ? আপনার বই তো এক তরফা হয়ে যাবে। এক তরফ হলে তো ওটায় পুরা গার্বেজ হয়ে যাবে। গার্বেজ হয়ে যাবে আপনি বুজতে পারসেন তাই বই লেখান না।
আপনার নেতার মেয়ে বলেছে ক্ষমা চাবে না। কত টুকু ক্র্যাক হলে এই মহিলা এই কথা বলতে পারে। আরেক তা ইনফরমেশন দেয় আপনাকে , আমার ধারণা আপনি জানেন , আপনার আরেক প্রিয় নেতা , তাজউদ্দীন কে ঠিক মতো কাজ করতে দেয় নাই আপনার আরেক প্রিয় নেতার ছেলে শেখ জামাল। ইন্ডিয়া তে সে তাজউদ্দীন আর নেতৃত্ব মেনে নিতে চাহি নাই।
আপনার প্রিয় এক নেতা পুরাই গার্বেজ , জীবনে একটা কাজ করসে ভালো , ব্যাড বাকি জীবনে গার্বেজ গার্বেজ কাজ করেছে , জন্ম ও দিয়েছে কিছু গার্বেজ। ![]()
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৫২ সালের পর, বাংগালীরা জাতীয়তাবাদী হয়ে উঠেছিলো; আশা করেছিলো যে, পশি্চেমের ঠগীদের থেকে আলাদা হলে ভালো থাকটে পারবে। তখন মানুষ ১টা দল খুঁজছিলো, যার সাথে মিলে বড় হবে, সেটা ছিলো আওয়ামী লীগ, সেখানে ছিলো শেখ। মওলানাকে বের করার পর, মওলানার দলে দুনিয়ার ইডিয়টরা এসে স্হান পেয়েছিলো, মওলানার দল শক্তিশালী ছিলো না; ফলে শেখ চলে আসে নেতৃত্বে। আর বাকীরা ছিলো পাকিদের পালিত কুকুর।
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
তাজউদ্দিন সত ছিলেন, বুদ্ধিমান ছিলেন না। বুদ্ধিমান হলে ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধাদের চাকুরী দিয়ে নিজের পাশে রাখতেন, উনাকে আল্লাহ চাইলেও হত্যা করতে পারতো না।
৪|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩
dupur১২৩ বলেছেন: জি স্যার , ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
১ তারিখ রাতে চলে যাচ্ছি স্যার। কাল থাকে সামু তে আসা কমিয়ে দিবো। আবার কবে আসি ঠিক নাই।
দোয়া করবেন , যাতে পাগল দের ডাক্তারি তাড়াতাড়ি শেষ করতে পারি। শেষ করেই আপনার আর বোরো ভাই আর ট্রিটমেন্ট শুরু করে দিবো , সাথে নিবো স্পেশাল ২ ক্র্যাক কে....... ১ জন কপি করে নিজের নাম চালিয়ে দেয়া লেখিকা আরেকটা শো up এবং নোটিশ দেয়া ক্র্যাক কে।
আর স্যার আপনার প্রিয় নেতার লিস্ট থেকে শেখ রে বাদ দিয়ে জিয়া কে অ্যাড করেন।
২৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭১ সালের মে থেকে সেপ্টেম্বর, আমি জিয়াকে প্রায় প্রতিদিন দেখেছি, অনেকদিন কথা হয়েছে। যারা জিয়ার দলের নেতা হয়েছিলো, তারা বাংলাদেশে চাহেনি। যারা আজকে বিএনপি'কে সাপোর্ট করছে, তারা জাতির বিবু্দ্ধে অপরাধ করে যাচ্ছে।
সময় করে ব্লগে আসিয়েন, শিক্ষিত বাংগালীদের মাঝে কত ধরণের ইডিয়ট আছে, সেটা জানার সুযোগ পাবেন।
৫|
২৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: তাজউদ্দিন সত ছিলেন, বুদ্ধিমান ছিলেন না। বুদ্ধিমান হলে ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধাদের চাকুরী দিয়ে নিজের পাশে রাখতেন , উনাকে কেহ চাইলেও হত্যা করতে পারতো না। ।
আরেকটু ডিটেইলস বলবেন ? তখন কি ঘটতো ? পাকি আমলাদের না সরানোর কথা ইংগিত করেছেন ।
আমার একটা ধারণা : মুক্তিযোদ্ধাদের অনেকেই আছেন যারা ধর্মনিরপেক্ষতা বিষয়টি বুঝতেন না অথবা চাইতেন না। সামরিক মুক্তিযোদ্ধাদের মধ্যে পাকিস্তানি সামরিক কায়দায় দেশ শাসনের কোনো বীজ গোপন ছিল কিনা, সে সম্পর্কে আপনার কী মতামত? চট্টগ্রামের অলি সাহেবের কথা শুনে মনে হয় তিনি বাকশাল সমর্থন করতেন না।
৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৫
জেনারেশন একাত্তর বলেছেন:
তাজ আগের ব্যুরোক্রেদের রিটায়ার করায়ে পুরোপুরিভাবে নতুন লোকজন নিলে ঠিক হতো।
৬|
৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: আমিও একজন যোদ্ধা।
প্রতিনিয়ত সংগ্রাম করছি।
৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি একটু সতর্ক হোন; আপনাকে অনেকেই সহ্য করতে পারছে না
৭|
৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল জীবন যাপন করছি।
কোনো ঝামেলাতে নাই। কোনো মন্দ লোকের সাথে মিশি না। ঘর সংসার আর কাজ নিয়ে আছি। এই তো। আমাকে সহ্য করতে না পারার কি আছে!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: দুইজন লেখকের ভিউ কমে গেছে । এই কারণে সিনিয়র সিটিজেন দের ভয় করে ।
.।