| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার নকিব ও জুল ভার্ণ পোষ্ট দিয়ে নিজেদের ভাই মামদানীকে অভিনন্দন জানায়েছে ও বিশাল কিছু একটা হিসেবে দেখায়েছে; কিন্তু মামদানী সমস্যার সৃষ্টি করবে অসময়ে; এই সময়ে, নিউইয়র্ক শহরে তার *ছেলেমী সমাজতন্ত্র করা সম্ভব হবে না।
ট্রাম্প, পুটিন, শি জিনপিং, কিম, নেতানিয়াহু, আয়াতোল্লাহ ও এরদেসগান হচ্ছে বিশ্ব ও মানবতার বিধ্বংসকারী। ট্রাম্পকে নির্বাচিত করার ফলে, সারা বিশ্বের সরকারগুলোর মাঝে ভয় ছড়িয়ে পড়েছে। এদিকে বিনিয়োগের নাম করে শি জিনপিং আফ্রিকার বড় অংশ কিনে নিয়েছে; আফ্রিকায় সব ধরণের ম্যানুফেকচারিং বন্ধ হয়ে গেছে কিংবা চীনাদের হাতে চলে যাচ্ছে।
আমেরিকা AI ও রোবট টেকনোলোজী আবিস্কার করেছে কিন্তু ইহার মুল প্রয়োগ চলে গেছে চীনে। চীন ইহার দ্বারা ম্যানুফেকচারিং কয়েকগুণ বাড়িয়ে ফেলেছে ও বিশ্বে আমেরিকান বাজার বলতে কিছু রাখেনি। AI'এর প্রয়োগে আমেরিকার ১০ ভাগ লোক চাকুরী হারাবে আগামী ৫ বছরে, এদের জন্য সরকার তেমন কিছু করতে পারবে না।
নিউইয়র্কের শতকরা ১০ জন চাকুরী হারালে মামদানীর পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না। বিনে ভাড়ায় বাস ও ট্রেনে ছড়ে মানুষ যাবে কোথায়? পরিবারের থাকার ও খাবার পয়সা না'থাকলে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে কি হবে?
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
চায়নাকে ব্যবহার করে, আমেরিকান দৈত্য কর্পোরেশনগুলো বড় থেকে বড় হয়েছে, নিজেদের মানুষ ম্যানুফেকচারিং ছেড়ে "সেলসম্যান" হয়েছিলো, আজও হচ্ছে।
সেটা বদলাতে চাচ্ছে ট্রাম্প, কিন্তু সে নিজেই একটা সমস্যা।
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
সুম১৪৩২'এর বই রিভিউ পড়েন; ইহা কি হাইস্কুল অবধি গিয়েছিলো? কিসব গার্বেজ লিখে ও ভাবে!
২|
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
জ্যাক স্মিথ বলেছেন: মাদানীর জয়ে আমেরিকা সার্বভৌমত্ব হারিয়েছ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমেরিকার মুল সমস্যা ট্রাম্প ও কংগ্রেসের স্পীকার; এখন নতুন যোগ হলো মামদানী।
মামদানী নিউইয়র্কে নতুন প্রজন্মের মৌলবাদী মুসলিম তরুণদের দলে নিয়ে কাজে লাগায়েছে; এরা এই শহরের কষ্টে থাকা সব মানুষের ভোট আনতে সক্ষম হয়েছে। কিন্তু আমেরিকার সমস্যার মুল রাজধানী হচ্ছে নিউইয়র্ক; আগামী ৫ বছরে নিউইয়র্কে বিশাল বেকারত্বের সৃষ্টি হবে; এখন শুরু হয়ে গেছে; অনেক ব্যবসা চলে যাবে।
৩|
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: মামদানী নিউইয়র্কে নতুন প্রজন্মের মৌলবাদী মুসলিম তরুণদের দলে নিয়ে কাজে লাগায়েছে।
যে দেশেই বামেরা ক্ষমতায় গিয়েছে মৌলবাদের সংখ্যা বেড়ে গিয়েছে। কারণ কি?
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
পাকিস্তানী, ভারতীয়, বাংলাদেশী, আরব ও আফ্রিকার মৌলবাদীরা ভয়ে অন্য শহরে থাকতে নিরাপদ অনুভব করে না; নিউইয়র্ক হচ্ছে নতুন আমেরিকানদের এলাকা। সময়ের সাথে মুসলমান তরুণরা মৌলবাদের দিকে ঝুকেছে; গাজা ও ইরান আক্রমাণের পর ইহা চরমে চলে গেছে।
৪|
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫০
কামাল১৮ বলেছেন: মুসলমানদের এই এক সমস্যা।তারা সাধারণ মানুষ থেকে নিজেদের আলাদা করে ফেলে।যার জন্য তাদের বিজয় আর সবার বিজয় থাকে না।
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ইডিয়ট তার বিজয় সম্ভাসনে চীৎকার দিয়ে বলেছে, "আমি ১ জন মুসলমান"; এটার কোন দরকার ছিলো না।
৫|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: বেন-গাজি সাহেব , বাংলাদেশে University লেভেলে ফিলোসফি বিষয়টা পড়ানোর কোনো দরকার আছে ? শুধু শুধু সরকারে টাকা জলে যায় । কোনো আউটপুট দেখি না । বিসিএস এডুকেশন cadre হয় এই বিভাগে পড়ে। National University এলে বেলে টাইপের কলেজে খুলে শেখ হাসিনার সরকার চাকুরি দিয়েছে । এগুলো কোনো আউটপুট নাই । কেবল যিনি টিচার তিনি চাকুরি করেন । যারা student ফিলোসফি বিভাগের তারা সবাই বিসিএস এডুকেশন cadre হতে চায় । আর কোনো Option নাই । যারা কেবল degree হলেই চলে তারা এই ফিলোসফি টাইপ বিষয় নিয়ে পড়ে। সরকারের বেহুদা খরচ ।
।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ফিলিসফির যায়গায় পর্ণগ্রাফী পড়ালে মাদ্রাসার সকল ছেলে ইহাতে ভর্তি হবে।
ডিগ্রি ওমাষ্টার্স'কে ইহাকে সবার জন্য পড়ালে বানরগুলো মানুষৃর মতো করে ভাবতে শিখবে; রাজকার কম জন্ম নিবে।
৬|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: University লেভেলে নাকি আগে Bangladesh and Global studies কোনো course পড়ানো হতো না । যে বছর আমি ১ম ইয়ারে উঠি তখন থেকে চালু হয় । খুব ভালো কাজ করেছে । Pan-Islam , colonial age , Somalian pirates দের জাহাজ হাইজাক এবং ইসরায়েল- আমেরিকান নেভির এটাক নিয়ে পড়েছিলাম ; এখনো মনে আছে ।
ফিলোসফি ছোটো বেলা থেকে খুব ইজিলি পড়ানো যায় । ইয়াসতেন গারডার নামে একজন ফিলোসফির রাইটার টিন এইজদের বুঝার মতো করে সোফির জগত নামে একটি বই লিখেছেন; ফাটাফাটি হয়েছে ।
সেক্স এডুকেশন চালু করা দরকার ইশকুল এবং মাদরাসায় । নিউজ খুললেই শিশু নিরযাতন ।
।
০৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের শিক্ষিতদের আচরণ ভালো নয়, এরা পড়ে প্রশ্নের উত্তর লেখার জন্য, পড়ালেখা এদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে না ধর্মীয় প্রভাবের কারণে।
৭|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮
dupur১২৩ বলেছেন: স্যার , আমারে যে থ্রেড দিসেন , ভয়ে আমার............., নেতিয়ে পরসে। উত্তর ডিসি আমার পোস্টে , যান দেখে আসেন, এই বারের মতো ছেড়ে দিলাম।
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনিও ইংল্যান্ডে সুম১৮৩২ এর মতো কি কাবাব বানানো শিখছেন?
৮|
০৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: যারা আপনার সাথে অন্যায় করছে, বেয়াদবি করেছে সামুটিম সহ সকলকে ক্ষমা করে দেন।
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ওসব ইডিয়টদের প্রতি আমার ক্ষোভ হলো, এরা জাতির ক্ষতি করে নিজের জন্য আয় করে।
৯|
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬
আরোগ্য বলেছেন: ওবামার সময়েও সবাই অনেক উচ্ছ্বাস করেছিলো, ফলাফল সকলের সামনে স্পষ্ট।
যাই হোক আপনাকে কি আর প্রথম পাতায় এক্সেস দেয়া হবে না???
০৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাকে ১ম পাতায় যেতে দিচ্ছে না, আমাদের সোস্যাল মিডিয়ার দিগপালেরা; এদের মাথায় বানরের বুদ্ধি।
১০|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: ধার্মিকদের মাথায় মগজ কম। এজন্য তারা নিজেদের মানুষ ভাবে না। ভাবে মুসলিম।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০১
সৈয়দ কুতুব বলেছেন: চায়নার এই আপরাইজিং বহু আগে থেকে । আমার কেবল একটা ঘটনা মনে আছে ২০১০ সালে চায়না নিজ দেশে olympics আয়োজন করে । সোনা তারা আমেরিকার সমান পায় সেবার। তখন সবাই চায়নার এগিয়ে যাওয়া নিয়ে বেশ আলোচনা করেছিলো। চায়নাকে ঠেকানো ইমপসিবল। তারা জংগি দেশের সাথে বিজনেস করতেও হেজিটেট ফিল করে না । আমেরিকা আবার মানবাধিকার কে বেশ হাইলাইট করে । ওবামা/বাইডেন কি করেছিলো চায়না ঠেকাতে ?