| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বিরাট সংখ্যক ডামীরা পাকিস্তান ও বাংলাদেশের আমেরিকান ক্যু'গুলোকে এখনো "বিপ্লব" বলে; এসব ইডিয়টরা দেশ নিয়ে সোস্যাল মিডিয়ায় লিখে।
শেখকে হত্যা করেছিলো আমেরিকা; তারা আমাদের মিলিটারী অফিসারদের কিনে নিয়েছিলো। সেই ক্যু'এর ফসল ছিলো জিয়ার "বিএনপি"; "বিএনপি"তে যারা নেতৃত্বে এসেছিলো তারা সবাই স্বাধীনতা-বিরোধী ছিলো। এসব ইডিয়টরা ১৯৭৫ সালের "৭ই নভেম্বরকে বিপ্লব" দিবস হিসেবে পালন করে। সেইদিন ছিলো ২য় পাল্টা ক্যু-দিবস, কর্ণেল তাহের ক্ষমতা দখল করে জিয়াকে মুক্ত করে। ১ম পাল্টা ক্যু ছিলো ৩ নভেম্বর জিয়াকে ক্ষমতাচ্যুত করে, খালেদ মোশারফ গ্রপের ক্ষমতা দখল।
এরপর জিয়া আরেকটা সঠিক ক্যু করে, বানর তাহেরকে ফাঁসী দেয়; ইহা একটি বড় দিবস ছিলো বানর রব ও বানর সিরাজুল আলম খানের জন্য।
বানরের মগজের লোকজনের জন্য প্রতিটি আমেরিকান ক্যু হচ্ছে একেকটা বিপ্লব! লিলিপুটিয়ান জুল ভার্ণ ৭ই নভেম্বরের ক্যু'কে "বেপ্লব" নাম দিয়ে একটি গার্বেজ পোষ্ট লিখেছে, পড়ে দেখতে পারেন।
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি পড়ালেখার সুযোগ পেয়েছেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করায়; না;হয় হয়তো আদমজী জুটমিলের শ্রমিক হতেন।
মুক্তিযোদ্ধাদের বড় অংশ আপনার মতো ভালো সুযোগ পাননি পরিবার থেকে। ওরা ইতিহাস লেখেননি, বদলাননি।
২|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা ঠিক আছে। কিন্তু প্রাইমারী থেকে যাবতীয় শিক্ষা ফ্রী করে, চাকুরি দিয়ে মুক্তিযোদ্ধাদের পরিবার কে স্বাবলম্বী করা যেত। কোটার অবস্থা করে এর অপব্যবহার করা হয়েছে।
প্রতিবছর নতুন ব্যক্তি মুক্তিযোদ্ধা যোগ হচ্ছিলো। জাল সনদে অনেকে ভাতা পায়। আর ওলী সাহেব সত্যিই বলেছেন এসব কথা। ভুয়া মুক্তিযোদ্ধা বেড়েই চলছিলো।
কোটা ব্যবস্থায় আসল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের চেয়ে ভুয়ারা বেশি সুযোগ পেয়েছে। এসব ভুয়ারা বড়ো বড়ো আমলা হয়েছে।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
অমানুষ ওলি বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে বলার জন্য ১ লাখ ভুয়া যোগ করেছিলো। সে আমার ক্যা: ছিলেন সামান্য কয়েকদিনের জন্য, মুসলিম লীগ পরিবারের অমানুষের বাচ্চা।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
*সে আমার ক্যা: ছিলো কিছুদিনের জন্য, মুসলিম লীগ পরিবারের অমানুষের বাচ্ছা। ৪০ বছর পর, আমি তাকে টেলিফোন করেছিল্বাম, সে আমাকে চিনেনি। সে নোয়াখালীর ১টা ছাত্রকে ঘুষি মেরেছিলো, টেলিফোনে বললো যে, তাকে মনে আছে; ফাকড-আপ ইডিয়ট!
৩|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬
সৈয়দ কুতুব বলেছেন: সুযোগ পাইলে আপনার একটা ইন্টারভিউ নিয়ে রাখতাম। বই তো আর লিখলেন না। আর সে সুযোগ হবে না। ২০১৩/২০১৪ সালের দিকে সামুতে ঢু মেরেছিলাম। ব্লগার হত্যাকান্ডের সময়! আপনার লেখা চোখে পড়েছে বলে মনে পড়ছে না।
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০১
জেনারেশন একাত্তর বলেছেন:
২০১৩/২০১৪ সালে আমি "আমার ব্লগ"এ ছিলাম; নিক ছিলো "ফারমার"; হাজার হাজার ব্লগারের সাথে পরিচয় হয়েছিলো। ২০১৪ সালে সামুতেও "ফারমার" নামে একাউন্ট করেছিলাম, উহা ব্যান খেয়েছিলো।
৪|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব আপনি কেন ব্লগিং করেন? আপনার ব্লগিগ্নগ এর উদ্দেশ্য কি?
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি নিজে কম লিখেন।
৫|
০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২
সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর@সব কিছুর কারণ থাকতে হবে কেন ? ![]()
৬|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব এর লক্ষ্য আপনার অগ্রগতি থামিয়ে দেওয়া।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযোদ্ধারা নিজেরাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। কর্নেল অলি বলেন, জামায়াত আর আওয়ামী লীগের মাঝে কোনো তফাৎ নেই। আবার কখনো বলেন, জামায়াত '৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল না। আরেকজন মুক্তিযোদ্ধা বলেছেন, জিন্নাহ আমাদের ঠকিয়েছেন এত ছোট দেশ দিয়ে। আমরা নাকি আরও জায়গা পেতাম। এসব ফাউল টক করলে মুক্তিযোদ্ধাদের মানুষ সম্মান করবে? আওয়ামী লীগ-বিএনপি মিলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বারোটা বাজিয়েছে। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা দরকার ছিল না। সরাসরি চাকরি এবং সুদ ছাড়া ঋণ ও প্লট দিলেই সমস্যা সমাধান হতো। ২০২৪ সালে এসেও কোটার ব্যবহার করে স্বয়ং মুক্তিযোদ্ধাকে কলুষিত করেছে বিএনপি-আওয়ামী লীগ। জামায়াতের আবার সেই দায় নেই, অন্য দায় আছে। যখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কেউ প্রশ্ন তোলে, তখন সবার আগে অলি সাহেবের মতো মানুষকে ধরা উচিত।