| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগম জিয়া ১ জন সুন্দরী বেকুব মহিলা ছিলেন। ১৯৭১ সালে উনি মেজর জিয়ার সাথে চট্টগ্রামের হালিশহরে ছিলেন; হালিশহরে ১ টি স্যাটেলাইট ক্যান্টনমেন্ট ছিলো, জিয়া ও তার ট্রুপ ওখানেই ছিলো। ২৫ শে মার্চ বিকেলে জিয়াকে পাঠানো হয়েছিলো পোর্ট রোডের ব্লকেইড সরানোর জন্য।
পোর্ট রোডের বারিক বিল্ডিং থেকে কাষ্টমস হাউস অবধি পুরো রাস্তা বন্ধ করেদিয়েছিলো বাংগালীরা, শতশত ট্রাক রাস্তার উপর পার্ক করে রেখেছিলো, যাতে পাকিস্তান থেকে পোর্টে আসা পাকী সৈন্যরা বের হতে না'পারে।
সন্ধ্যার দিকে জিয়া খবর পায় যে, পাকী বাহিনী বাংগালী সোনিকদের নিরস্ত্র করেছে হালী শহরে; জিয়া বাসায় ফিরেনি, আগ্রবাদ হয়ে কোর্ট বিল্ডিং'এ গিয়ে আওয়ামী ভলনটিয়ারদের সাথে কথা বলে, কালুরঘাট চলে যায়; বেগম জিয়ার সাথে যোগাযোগ করতে পেরেছিলো কিনা তা' জানা যায়নি।
২৯-৩০ মার্চ পাকি বাহিনী কালুরঘাট রেডিও ষ্টেশন আক্রমণ করে দখল করে নেয়; সেই সময় জিয়া সেখানেকার ইপিআর ও সামান্য পরিমাণ বেংগল রেজিমেন্টের সৈনিক নিয়ে চট্গ্রাম-রামগড় রোড ধরে উত্তর দিকে সরে যায়। এই সময় জিয়ার সাথে ছিলো তরুণ আওয়ামী ব্যরিষ্টার মওদুদ; জিয়া মওদুদকে অনুরোধ করে, বেগম জিয়াকে ঢাকায় আত্মীয় স্বজনের কাছে নিয়ে যেতে। মওদুদ অনেক কষ্ট বেগম জিয়াকে ঢাকা নিয়ে যায়।
ঢাকা তখন শান্ত ও পরাজিত শহর। ১৯৭১ সালের জুন/জুলাই মাসে দেশে অবস্হিত যুদ্ধরত সেনাদের পরিবারকে পাকীদের থেকে রক্ষা করার জন্য ১টা প্রজেক্ট হাতে নেয়া হয়; বেশ কিছু অফিসারের বউদের সরায়ে আগরতলা নিয়ে আসা হয়; মেজর মীর শওকত আলী, ক্যা: হামিদ, ক্যা: শামসুর রহমান ও বেশ কিছু সৈনিকদের পরিবারকে নিরাপদে সরানোর পর, বেগম জিয়াকে সরাতে গিয়ে জানা যায় যে, বেগম জিয়া স্বেচ্চায় ঢকা ক্যন্টনমেন্টে চলে গেছে। উনাকে সরানো কঠিন কাজ হবে।
বেগম জিয়ার সাথে যোগাযোগ করে সরানোর টিমের লোকেরা জানায় যে, বেগম জিয়া ক্যান্টনমেন্ট থেকে পালাতে চাহে না; ৩ বার চেষ্টার পর বেগম জিয়া এই ধরণের চেষ্টা করতে না করে দেয়। কারণ, তিনি বোশ্বাস করতেন না যে, পাকী বাহিনীর সাথে "ভেতো বাংগালীরা টিকবে না"!!
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
সেইজন্য যুদ্ধ অবসান হওয়ার জিয়া উনাকে ঘরে আনেনি।
২|
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:২২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বেগম জিয়া ৮ পাশ করে ও আপনার মতো হারি ভাংগা পিএইচডি থেকে ভালো রাজনীতি বুঝতেন।
ইতিহাস নিয়ে লেখা চিন্তা-ভাবনা, পোষ্ট মানেই বিকৃত, অসত্য আর মিথ্যাই ভরপুর।
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ইডিয়টদের মাঝে কিছু কিছু ইডিয়ট অন্যদের তুলনায় কম ইডিয়ট হওয়ার সম্ভাবনা থাকে! আপনার তুলনায় বেগম জিয়া অবশ্যই কম ইডিয়ট ছিলেন।
বেগম জিয়া প্রতি ভোটেই ৫ সীটে হয়ী হয়েছন; এতে বুঝা যায় যে, এসব সাংসদীয় এলাকায় গড়ে ৩/৪ লাখ ইডিয়ট বাস করছিলো।
৩|
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: অনেকদিন পর কায়কোবাদ স্যারের সাথে দেখা হবার সম্ভাবনা আছে। তিনি এখন কোয়ান্টাম ফাউন্ডেশনে ধ্যান চর্চায় বিজি। এদিকে বুয়েটের প্রফেসর রা সমানে চিল্লা দিচ্ছে।
।
টাঙ্গাইল গিয়েছে এক মাদরাসায় ধর্মীয় জ্ঞানের ক্লাসে এডমিট হতে।
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
বুয়েটের বাষ্টার্ডরা পাকিস্তানী আমল থেকে ঘুষ নে্যা চালু করেছিলো, সাথে সাথে তারা কোরানেও ভালো।
কায়কোবাদ পালায়নি?
৪|
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৩
আদিত্য ০১ বলেছেন: তারেকের দেশে আসা নিয়ে নিজে নিজেই গুম হওয়া প্রখ্যাত ব্লগার জুল ভার্নের বই কি আগামী বই মেলায় আসবে? মুখিয়ে আছি পড়ার জন্য
০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ২:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
সেই ভুয়ার ভুয়া-গুম কাহিনী নিয়ে লেখা গার্বেজ থেকে কিছু গার্বেজ ব্লগে ফেলেছিলো; লোকজন আসপাশ দিয়ে হাঁটেনি
৫|
০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে আমার দম বন্ধ হয়ে আসছে।
০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশের অবস্হা গাজার মতো, ইহা হামাসের থেকে খারাপ হায়েনারা দখলে এখন; প্রতিদিন ভয়ংকর পরিণতির দিকে এগুচ্ছে দেশ। ২০২৪ শের জুলাই থেকে আমি বলছিলাম যে, জাতি চরম এনার্খির মাঝে ডুবে যাবে।
৬|
০১ লা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮
কিরকুট বলেছেন: বাংলাদেশীরা জমজমাট মুখরোচক গল্প পছন্দ করে এবং তাদেরই মাথায় তুলে নাচে। বাংলাদেশের ফেইসবুক টিকটক ইউটিউব ফলো করলেই বোঝা যায় । এখানে ছ্যাচরামোদের জয়জয়কার । সেইখানে ৫ আসনে জেতা তো ধুলসম।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:২০
কামাল১৮ বলেছেন: তিনি এক পাক আর্মি অফিসারের সাথে সম্পর্কে জড়িয়ে যান।সেই আর্মি অফিসারে মৃত্যু হলে তিনি প্রটোকল ভঙ্গ করে শোক বানী পাঠান।তিনি তখন প্রধান মন্ত্রী।