নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়াকে ধ্ংস করেছে শিয়া ও সুন্নীরা; সুন্নীদের পক্ষে আইএস, আমেরিকা ও ইসরায়েল ছিলো, শিয়াদের পক্ষে ছিলো আসাদ, রাশিয়া ও ইরান। আপনি যদি সিরিয়ার পতনকে সঠিকভাবে বুঝেন, আপনি বাংলাদেশের গত ৫৪ বছর এবং সাম্প্রতিক সময়ে ড: ইউনুসে ও জামাত-শিবিরের ক্ষমতা দখলও বুঝতে পারবেন।
আসাদেরা, পিতাপুত্র মিলে সবচেয়ে ভালো অবস্হানে থাকা আরবদেশ, সিরিয়াকে মাটির সাথে মিশায়ে দিয়েছে। হাফিজ আসাদের ভুল ছিলো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যাওয়া; ছেলে আসাদের ভুল ছিলো শিয়াদের সাপোর্টে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার জন্য গৃহযুদ্ধ করা।
আরব স্প্রীং'এ (২০১০ -২০১২) বশর আসাদের পতন ( হতো ) হলে, সিরিয়া মাটির সাথে মিশতো না, এখনো শ্রেষ্ঠ আরবদেশ হিসেবে ভালোভাবে থাকতো; আসাদ টিকে থাকার জন্য দেশে গৃহযুদ্ধে লাগিয়ে দেয়ায় আজকের সিরিয়া লেবানন ও ইয়েমেনের কাতারে আছে।
শেখ হাসিনা যদি জুলাই মাসের শেষদিন ঢাকা থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে মিলিটারী বিপক্ষে ডাক দিতো, দেশে গৃহযুদ্ধ লেগে যেতো সিরিয়ার মতো; মানুষ ও দেশ সিরিয়ার মতো হয়ে যেতো, ড: ইউনুস প্যারিসে ও আমেরিকায় থাকতেন। যাক, শেখ হাসিনার মাথায় সেটা আসেনি; উনি মনে করেছিলেন যে, মিলিটারী উনার! আরে ইডিয়ট, তোমার বাবাক হত্যা করার জন্য আমেরিকা ও পাকিস্তান কাহাদের কিনেছিলো?
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
আসাদ সুন্নীদের ও আইএস'কে হত্যা করেছে; কিন্তু কোন গণতন্ত্রীকে হত্যা করেনি, সিরিয়ায় বা আরবের মানুষ গনতন্ত্র বুঝে না, ওরা আমাদের রগকাটাদের সমান।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
সৈয়দ কুতুব বলেছেন: *কিনে কাজ করতো।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
জেনারেশন৭১ বলেছেন:
আমাদেরটা সিরিয়ার মতো হবে, কোমলমতিদের আরো কয়েক হাজারকে পাকীরা ট্রানিং দিচ্ছে আমাদের দেশে এসে।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২১
সৈয়দ কুতুব বলেছেন: *ডিমের হালি ২০০ টাকা।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের ব্লগারদের অবস্হা দেখেন, তারপর ভাবেন যে, আরবরা গণতন্ত্র বুঝার কোন সম্ভাবনা আছে কিনা?
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৮
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। এখানে শেখ হাসিনার মতো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে। তবে সেটা ভালো কাজের মাধ্যমে। শেখ হাসিনাকে মানুষ ক্ষমতায় বসিয়েছিল যাতে ২০০১-২০০৬ সালে সমাজের যে গতিপথ তা পরিবর্তন করতে। শেখ হাসিনা কি করলেন? ছাত্রলীগ, ব্যবসায়ী, মাফিয়া , আমলা ও লুটেরা দের বললেন তোরা যা ইচ্ছে কর শুধু আমাকে ক্ষমতায় রাখতে হবে। ২০১৪ সালের নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ আমার কাছে ভালো লাগে নাই। এরশাদের অসুস্থ নাটক খুব কাচা স্ক্রিপ্ট ! আপনার কি মতামত এই ব্যাপারে? আপনি কোন দলের প্রতি অনুরাগ থাকলেও একজন বিপ্লবী হিসাবে মতামত প্রকাশ করবেন। এমন কিছ কি করার দরকার ছিলো?
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৫
জেনারেশন৭১ বলেছেন:
ভারত বাংলাদেশের ভোট বা প্রশাসনের বেলায় হস্তক্ষেপ করেনি। ভারত ১৯৮০ সালের দিকথেকে পশ্চিমা অর্থনীতিকে অনুসরণ করে বিশ্বাংগনে প্রবেশের জন্য কাজ শুরু করেছিলো।
শেখ হাসিনা ফিরেছিলো জিয়ার সময়ে, এটা সাহসের ব্যাপার; সে জানতো যে, যারা বিএনপি করে, তারা উনার বাবার হত্যাকে স্বাগত জানায়েছে, ওরা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার অযোগ্য।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: চোরাগুপ্তা হামলা হচ্ছে জুলাই আন্দোলনের অনেকের উপর। ৪/৫ জন মারা গেছে। অনেকে আহত। হোম এডভাইজার একবারে অযোগ্য! আমেরিকার চামচা নাকি? সরে ও না।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩০
জেনারেশন৭১ বলেছেন:
দুতাবাস ও সেনাবাহিনী দেশ চালাচ্ছে, তারা ড: ইউনুসের সাথে পরামর্শ করছে। জুলাই আন্দোলনে দুতাবাস যেসব ছাত্রদের যোগ করেছিলো, তাদেরকে এক সময় ক্ষমতা থেকে সরাতে হবে, না'হয় দেশ কন্ট্রোলের বাহিরে চলে যাবে; সেনাবাহিনী সেই ব্যবস্হা নিবে ক্রমেই।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ কি বিদেশি শক্তি ও সেনাবাহিনী থেকে কখনো মুক্ত হতে পারবে?
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
এই সেনাবাহিনীকে বিলুপ্ত না'করা অবধি, ইহা আমেরিকার পকেটে থাকবে। এদের বিলুপ্ত করে জনতার বাহিনী ( রিজার্ভ ) গঠন করতে হবে।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫০
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:ভারত বাংলাদেশের ভোট বা প্রশাসনের বেলায় হস্তক্ষেপ করেনি।
- এই কথা সঠিক না। ২০১৪ নির্বাচনের পূর্বে , ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা এসেছিলেন। উনি সোর সরি হস্তক্ষেপ করেছিলেন এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য। এরশাদ নিজে বলেছে ,দেশের সকল পত্রিকাতেও এসেছিলো। এরশাদের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে ছিল না। বাকিটা তো ইতিহাস ! সেদিন সুজাতা বা ভারত হস্তক্ষেপ না করলে ,সেই বছরই হয়তো হাসিনাকে ক্ষমতা ছাড়তে হতো।
হাসিনা এখন ভারতের সুরে গান গাচ্ছে , দেশে নাকি হিন্দুদের গণহত্যা করা হচ্ছে। উনার অডিও ওহী শুনে উনার দলের লোকজন অপপ্রচারে ব্যস্ত ।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
দেশের পত্রিকায় কাহারা চাকুরী ও কি লেখে, ইহা থেকে আপনি দেশের অবস্হা বুঝেন? এরশাদ চলতো সিআইএ ও সেনাবাহিনী ইচ্ছানুসার। ভারত কোনদিনও বাংলাদেশের ভোট নিয়ে মাথা ঘামায়নি; ওরা জনাতো যে, বিএনপি-জামাত খারাপ।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৬
লুধুয়া বলেছেন: বাংলাদেশ ও সেই পথে হাঁটছে। অনলাইন গেলে দেখা যাই ভিবিন্ন মাধ্যমে মিডলইস্টের লোকেরা এখনও আশা করে কোনোএকজন প্রোফেট এসে তাদের উদ্ধার করবে।তেমনি এই ব্লগে ও এইরকম লেখা আসছে। ব্লগে যারা লিখতে পড়তে পারে তাদের ভবনা চিন্তা যদি এমন হয়। তাহলে তো হলো।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
মুসলমানরা সামন্ত ও আদিযুগে আছে, তারা সেখানে থাকতে চায়; জামাত-শিবির, হেফাজত, বিএনপি আমাদেরকে আরবদের মতো অবস্হাr মাঝে নিয়ে যাচ্ছে।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
আঁধারের যুবরাজ বলেছেন: আপনি ভালো করে খবর নিয়ে দেখুন ,সুজাতা সিং ২০১৪ ঢাকাতে এসে কি করেছিল। আপনারতো কন্টাক্ট রয়েছে দেশে। আয়ামীলীগেরই কাউকে প্রশ্ন করুন।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০১
জেনারেশন৭১ বলেছেন:
ভারতীয় রাজনীতিবিদ ও সরকারের লোকেরা বাংলাদেশে যাওয়া আসা করেছে; তবে, তারা দেশের ক্ষমতা বদলানোর মতো ভুমিকায় যায়নি; আমি ১৯৬৮ সাল থেকে ভারতের রাজনীতি ও সরকারের কার্যক্রম অনুসরণ করছি।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: তারা দেশের ক্ষমতা বদলানোর মতো ভুমিকায় যায়নি
- সুজাতা সিং এরশাদকে চাপ দিয়ে নির্বাচনে এনেছিল। সেদিন উনি বলেছিলেন যে, " আপনি কি চান যে বিএনপি এবং জামাত ক্ষমতায় আসুক " যাই হোক আপনি মাইন্ডসেট করে রেখেছেন যে ইন্ডিয়া হস্তক্ষেপ করে না। সেক্ষত্রে তো আর কিছুই বলার নেই। পিলখানা হত্যাকাণ্ডের সাতে ইন্ডিয়া সরাসরি জড়িত ছিল। আপনি তো সেটাও বিশ্বাস করেন না !
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩
জেনারেশন৭১ বলেছেন:
আপনি কি সুজাতা সিং'এর বক্তব্য শুনেছেন যে, সে এরশাদকে বলেছে, নাকি মিডিয়ার লেখায় দেখেছেন?
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৮
জেনারেশন৭১ বলেছেন:
সুজাতা সিং ১ জন কুটনীতিবিদ, সে যা বলেছিলো, মানুষ সেটা শোনার কথা নয়। যদি এরশাদকে বলে থাকে, তাকে প্রাইভেটলী বলেছিলো, মিডিয়া সেটা জানার কথা নয়।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আপনি কি সুজাতা সিং'এর বক্তব্য শুনেছেন যে, সে এরশাদকে বলেছে, নাকি মিডিয়ার লেখায় দেখেছেন?
- এরশাদ বলেছিলেন , ভারতের পক্ষ থেকে বা আওয়ামীলীগের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি সেদিন। এরশাদ শেখ হাসিনার বিশেষ দূতের মর্যাদা পিয়েছিলো নির্বাচনের পরে। পিলখানার হত্যাকাণ্ডের শিকার নানা অফিসারদের পরিবারের সাক্ষাৎকার রয়েছে ইউটিউবে। আমি নিজে দুইজনের তা শুনেছিলাম। একজন মহিলা ,উনার স্বামী একজন মেজর ছিলেন ,জেক হত্যা করা হয়েছিল। উনি বলেছেন উনার ঘরে যা ঢুকে ছিল তারা হিন্দিতে কথাবার্তা বলতেছিলো।এমন অসংখ উধারণড দেয়া যাবে গাজী ভাই আজকাল কিছু লিখতে বা বলতে ইচ্ছে করে না।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৩
জেনারেশন৭১ বলেছেন:
এরশাদের কথা আপনি বিশ্বাস করেছিলেন? উনি প্রতি শুক্রবারের কোন এক মসজিদে নামাজ পড়তে যেতেন ও বলতেন যে, বৃহস্পতিবার রাতে আল্লাহ স্বপ্নে বলেছেন ঐ মসজিদে যেতে।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সুজাতা সিং ১ জন কুটনীতিবিদ, সে যা বলেছিলো, মানুষ সেটা শোনার কথা নয়।
- এরশাদ সেদিন নিজের মুখে বলেছিলো। দেশের সবাই জানে এটা। উনাকে জোর করে হসপিটালে আটকে রাখা হয়েছিল ২০১৪ তে অসুস্থ বলে ! কিন্তু পরে এরশাদ বলেছেন যে, উনি সুস্থ ছিলেন !
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
এসব নাটক আমি দেখেছি; তবে, এরশাদ যা বলেছিলো ও যা করেছিলো, সেটা অনেকে অনেকভাবে অনুমান করেছেন; কিন্তু বিষয়টা ছিলো তাকে কত সীট দেয়া হবে, সেটা নিয়ে।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৩
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: এসব নাটক আমি দেখেছি; তবে, এরশাদ যা বলেছিলো ও যা করেছিলো, সেটা অনেকে অনেকভাবে অনুমান করেছেন; কিন্তু বিষয়টা ছিলো তাকে কত সীট দেয়া হবে, সেটা নিয়ে।
- হাসিনার আমলে এরশাদের নাটক করার অবস্থা ছিল না ,মামলার জন্য । একটু নড়াচড়া করলেই হাসিনা থাকে ঠান্ডা করে দিতেন পুরোনো মামলার ভয় দেখিয়ে।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৬
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনার আমলে ( এরশাদ যখন ভোট করছিলো ) সেনাবাহিনী কি শেখ হাসিনার কমান্ডে ছিলো, নাকি এরশাদের কমান্ডে ছিলো? এরশাদকে কি কারণে বিশেষ দুতের পদ দিতে শেখ হাসিনা বাধ্য হয়েছিলো, ভারত গিয়ে বিলিয়ন ডলার আনার জন্য, নাকি সেনাবাহিনীকে আয়ট্বে রাখার জন্য?
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৩
সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@এই একটা বিষয়টা নিয়ে আমিও কনফিউসড হয়ে যায়। ভারতের সাথে আমাদের কেমন রিলেশন রাখা উচিত রিটা চিন্তা করতে গেলে ২০১৪, পিলখানা এসব মনে আসে। তবে ২০১৮ নির্বাচনের জন্য চায়না দায়ী আছে। এরা রাতের ভোট কে সবার আগে বৈধতা দিয়েছে। জাপানের রাষ্ট্রদূত নিজেই বলেছে, এম ভোট বিশ্ব বাসী আগে কখনো দেখেনি।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২০
কামাল১৮ বলেছেন: গনতন্ত্রকে শক্তিশালী না করে আর যে যাই করুক সবই ভুল।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৬
জেনারেশন৭১ বলেছেন:
গণতন্ত্রকে শক্ত ও শক্তিশালী করার জন্য সেনাবাহিনী ক্ষম্তা নিয়েছে।
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫১
আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক রাখতে হবে। তবে সেটা সম্মানজনক হতে হবে , আমি ইন্ডিয়ানদের সাথে কাজ করেছি , এখনো ইন্ডিয়ান সহকর্মী আছে । এদের অনেকেই ভাবে যে তারা আমাদেরকে দয়া করে স্বাধীনতা দেন করেছে !
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৫
জেনারেশন৭১ বলেছেন:
নতুন জেনারেশনের কত ভারতীয় বাংগালীদের মুক্তিযুদ্ধকে বুঝেন? আমাদের কতজন প্রশ্নফাঁস মুক্তিযুদ্ধ সম্পর্কে ১ পয়সা পরিমাণ বুঝে?
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: নতুন জেনারেশনের কত ভারতীয় বাংগালীদের মুক্তিযুদ্ধকে বুঝেন? আমাদের কতজন প্রশ্নফাঁস মুক্তিযুদ্ধ সম্পর্কে ১ পয়সা পরিমাণ বুঝে?
- গাজী ভাই ,আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস কবে। সে বলতে পারেনি। তাই বলে সবাই না ,অনেকেই জানে। ভারতের অবদানকে বাংলাদেশের মানুষ অস্বীকার করে না। কিন্তু ভারতের বাংলাদেশ সম্পর্কিত নীতির কারণে অনেকেই ভারতকে পছন্দ করে না। ভালো মন্দ মানুষ সবজায়গায় আছে। আমাদের দেশেও একই কথা।
লেখক বলেছেন: শেখ হাসিনার আমলে ( এরশাদ যখন ভোট করছিলো ) সেনাবাহিনী কি শেখ হাসিনার কমান্ডে ছিলো, নাকি এরশাদের কমান্ডে ছিলো? এরশাদকে কি কারণে বিশেষ দুতের পদ দিতে শেখ হাসিনা বাধ্য হয়েছিলো, ভারত গিয়ে বিলিয়ন ডলার আনার জন্য, নাকি সেনাবাহিনীকে আয়ট্বে রাখার জন্য?
- হাসিনার আমলে সেনাবাহিনী হাসিনার নিয়ন্ত্রনেই ছিল। ২০০৮ এ হাসিনা তার নিয়োগদাতাদের সাহায্যে সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিলো পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এটা একটা নামসর্বস্ব পদ ছিল ,হাসিনার হয়ে এরশাদ বিশেষ কোনো কাজ প্রবাসে গিয়ে করে নাই। একটাই কাজ করেছিল , পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনাকে গদিতে বসিয়ে রাখা। উপরন্ত এরশাদকে সারাক্ষন মামলার ভয়ে থাকতে হয়নি , দলের ভাঙ্গনের মর্মর সুরধ্বনি তাকে শুনতে বাধ্য করতো হাসিনা ,রওশন এরশাদের মাধ্যমে !
১৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৪
জেনারেশন৭১ বলেছেন:
১৯৭৩ সাল থেকে আজ অবধি, সেনাবাহিনী কখনো শেখ কিংবা শেখ হাসিনার কনট্রোলে ছিলো না; উনি জামাতী অফিসার কমায়ে কিছু আওয়ামী পরিবারের ছেলেদের অফিসার বানায়েছিলেন; কিন্তু অফিসারেরা ঘুরেফিরে আমেরিকার পকেটে ছিলো।
এখন যদি ৪০০০ অফিসার থাকে ( অনুমান ) ৫৭ জন ( ডেপুটেশনের সামা্য অংশ ) কমে গেলে আমর্ড-ফোর্সের কোমর কিভাবে ভাংগলো?
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩১
কিরকুট বলেছেন: আমাদের জাতির নেতা হল মমিনুল হকের মত লোক।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৬
জেনারেশন৭১ বলেছেন:
মমিনুল হকের মতো লোকেরা দেশকে সিরিয়া বানাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
সৈয়দ কুতুব বলেছেন: আসাদ অনেক গণত্ন্ত্রমনা মানুষকে হত্যা করেছে। আরো ভালো করে বললে ইরানের মিলিশিয়া বাহিনী! আমার বন্ধু ও তার বউ ডাক্তার ছিলো। আসাদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ইরানের মিলিশিয়া দের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। পরে তাকে হত্যা করা হয়। সে আমার খুব ভালো একজন বিদেশি বন্ধু ছিলো। গৃহযুদ্ধের সময় সে আপনাদের ইউএস এ সার্ভে সাইড আছে না যেমনা: swag bucks, survey junkie বিবিধ সাইডে অনলাইন থেকে আইপি কিনতো। সে বলেছিল ডিমের হালি নাকি টাকা, মাংস বহু বছর চোখে দেখে না। পেশাজীবী রাও ভালো থাকে না গৃহযুদ্ধের সময়। সে অনলাইনে নাকি কোন ইউনিভার্সিটি থেক্র পিএইচডি করতো। খুব ইচ্ছা ছিলো ইউরোপে চলে যাওয়ার।