নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ট্রাম্পের প্রশাসনে একের পর এক ভারতপন্থী লোকজন নিয়োগ হচ্ছে...
বলাই বাহুল্য, আগামী ৪ বছর বাংলাদেশকে বিপদে ফেলার সবরকম চেষ্টাই ভারত করবে। এবং এখানে যদি আমেরিকাকে আংশিকভাবেও যুক্ত করা যায়, তাইলে সেই বিপদ সামাল দেওয়ার প্রস্তুতি কি সরকারের আছে? এখনও পর্যন্ত সরকার আমেরিকাতে কোন লবিস্ট নিয়োগ করেছে বলে শুনিনি। এখন পর্যন্ত এই সরকারের ব্যাপারে আমেরিকাতে খুব ভালো কোন নিউজ হচ্ছে বলেও শুনিনি।
লুটেরা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাতে, সাথে তো ভারত আছেই। ভারতীয় এবং বাংলাদেশের ভারতপন্থীরা ঘোষণা দিয়েই বাংলাদেশের বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা আনার চেষ্টা করতেছে।
সাধারণত আমেরিকার সরকার পরিবর্তন হলেই আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না- এটা যেমন সত্য, গত টার্মে ট্রাম্প বেশ কিছু ডিসিশন আমেরিকান ফরেন পলিসির বাইরে গিয়ে নিয়েছিলো, এটাও সত্য। তবে ডেমোক্রেটিকরা বর্তমান সরকারের জন্য যতটা সহায়ক ছিলো, রিপাবলিকানরা তা হবেনা- এটাও বাস্তবতা।
ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন এর একজন সদস্য। বাংলাদেশ বিদ্বেষী এই মহিলার প্রভাব ট্রাম্পের উপর অবশ্যই আছে। শোনা যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বেও আসতে যাচ্ছেন একজন ভারতপন্থী।
তো এরা যখন ট্রাম্পের কানের কাছে বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী কথা বারবার বলতে থাকবে, সে প্রভাবিত হবে এটাই স্বাভাবিক। এবং প্রভাবিত হয়ে বাংলাদেশ বিরোধী ডিসিশন নিয়ে ফেলতেই পারে, যেহেতু লুচ্চা স্বভাবের মানুষকে প্রভাবিত করা সহজ।
আওয়ামীলীগ যখন প্রোপাগান্ডার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, তখন সরকারের কিছু না করে, নির্লিপ্ত বসে থাকাটা খুবই ভয়ঙ্কর বাজে একটা ব্যাপার হচ্ছে। কিন্তু বর্তমান সরকার চাইলেই রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যোগাযোগ বাড়িয়ে, লবিং বাড়িয়ে এবং বাংলাদেশের পক্ষের বন্ধু বাড়িয়ে সেই থ্রেট নিউট্রালাইজ করতে পারে। যাতে ট্রাম্প কোন বাজে ডিসিশন নিতে চাইলে ওকে বাঁধা দেওয়ার মতো যথেষ্ট প্রভাবশালী লোকজন মার্কিন সরকারে থাকে।
ট্রাম্প লুচ্চা, বদমায়েশ, পাগল যা ই হোক, ট্রাম্প আপনার বন্ধু না হোক, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের বন্ধুদের আপনি বন্ধু বানান, যাতে তারা আপনাকে ট্রাম্পের শত্রুতা থেকে রক্ষা করতে পারে। একই সাথে প্রয়োজনে টাকা খরচ করে আমেরিকার দুইজন সাংবাদিককে ঢাকায় এনে রেখে দেন। উনাদের কাজ হবে- উনারা সরেজমিনে দেখবেন, নিজের চোখে দেখে আওয়ামীলীগের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করবেন।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
গত ডেমোক্রেটিক সরকারেও ভারতীয়দের প্রাধান্য ছিল।
খোদ ভাইস প্রেসিডেন্টের ভারতীয় ছিল।
রিপাবলিকান ট্রাম্প প্রশাসনে ট্রাম্পের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান ভারতীয়।
এসবিআই চিফও ভারতীয়।
তার সরকারে এবং কংগ্রেসের আরও ডজনখানেক ভারতীয় পাওয়া যাবে।
আমেরিকার বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান সবাই অলমোস্ট ভারতীয়।
ভারতীয় বংশধর হলে তারা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করবে সেটাও ভুল। তারা আমেরিকান স্বার্থ সবচেয়ে আগে দেখবে। তারপর অন্য কিছু।
সুতরাং পাকিস্তানপন্থী আর জামাতিদের কান্নাকাটি করে কোন উপকার হবে না।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য আর আমার পোস্টের মূল বক্তব্য একই।
তবে ট্রাম্পের বিজয়কে আওয়ামী ভাদা ভাকুরা তাদের বিজয় মনে করে হুংকার দিচ্ছে
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: জনাব হাসান কালবৈশাখী@ তুলসি ভারতীয় বংশদ্ভূত নয়। তার মা হিন্দুধর্মের অনুসারী তাই এমন নাম রেখেছে।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬
জুল ভার্ন বলেছেন: যেভাবেই হোক ভারতীয় সংশ্লিষ্টতা আছে যা অস্বীকার করার সুযোগ নাই।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার বিশ্বাস ট্রাম্প আম্লিগ আর গোশাবকদের কথা শুনবেনা। ক্ষমতায় বসার আগেই ভারতেকে অসহযোগী দেশ ঘোষনা করেছে ট্রাম্প।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: ভারতেকে অসহযোগী দেশ ঘোষনা করেছে বিদায়ী বাইডেন সরকার, যেখান থেকে ট্রাম্প চাইলেও সহসাই বের হয়ে আসতে পারবে না।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১
কামাল১৮ বলেছেন: হিলারিকে যে পরিমান টাকা ইউনুস দিয়েছে সেই পরিমান টাকা দিলে কিছুটা কাজ হবে। ইউনুসের সাথে ট্রাম্পের হিসাব কিতাব আছে।অনেক অপমান জনক কথা বলেছে ট্রাম্পকে ইউনুস।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
কাঁউটাল বলেছেন: আইডিয়া খারাপ না