নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

জাতির ভর্তা বিশষজ্ঞের প্রেডিকশান, "ইন্ডিয়ার অর্থনীতি কলাপস করবেই"।

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:১০



ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা করার মতো ও উহা সম্পর্কে প্রেডিকশান করার মতো ব্লগার কতজন আছেন ব্লগে?

ভারতের অর্থনীতি:

লোকসংখ্যা: ১৪১ কোটী
জিডিপি: ১৩.১১ ট্রিলিয়ন ডলার (২০২৩); ১২.২ ট্রিলিয়ন ডলার (২০২২ )
মাথাপিছু আয়: $৯২০০.০০
জিডিপি বৃদ্ধির হার: ৭% (২০২৪ )

ভারতীয় ৪টি কোম্পানীর রেভেনিউ:

টাটা গ্রুপের ২০২৪ রেভেনিউ: $১৬৫ বিলিয়ন।
রিলায়েসন্স গ্রুপের রেভেনিউ: $ ১২০ বিলিয়ন ।
লাইফ ইন্সুরেন্স গ্রুপ: $৯৮ বিলিয়ন।
ইন্ডিয়ান অয়েল কোং: $৯৩ বিলিয়ন

বাংলাদেশের জিডিপি: $৪৩৭ বিলিয়ন ডলার

আমাদের দেশের ও ব্লগের ভর্তা বিশেষজ্ঞ বলছেন, "ইন্ডিয়ার অর্থনীতি কলাপস করবেই"; ব্লগে এই রকম অর্থনীতিবিদ কতজন আছেন? জাতিতে এই ধরণের শিক্ষিত মানুষ থাকলে, সেই জাতির অবস্হা কি রকম হওয়ার কথা?


মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আমরা নিজেরা ভালো কিছু করতে পারি না, অন্যের ভালো দেখতে পারি না। জাতি হিসাবে পরশ্রীকাতর!

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২৮

জেনারেশন৭১ বলেছেন:



ভারতীয়দের দেখতে পারে না পাকীরা, বাংগালীরা ও নেপালীরা।

তবে, আমি সেই কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে, বাংলাদেশের ভর্তা-স্পেশালিষ্ট ভারতের অর্থনীতি নিয়ে কথা বলছে। ওদের অর্থনীতি নিয়ে কথা বলার জন্য "ট্রিলিয়ন" শব্দটা আসে; আমাদের স্পেশালিষ্ট "ট্রিলিয়ন"কে সংখ্যায় লিখতে পারবেন কিনা!

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই জাতীয় গণক আবালে পুরো দেশটা এখন ঠাসা।

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩০

জেনারেশন৭১ বলেছেন:



এরা সেনাবাহিনীর লাথি খেয়ে অর্থনীতিবিদ হয়ে গেছেন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

ক্লোন রাফা বলেছেন: আসাম, ত্রিপুরা আর পশ্চিম বাংলা’কেই ভারত মনে করে এই জাতিয় গবেট বিশেষজ্ঞরা ‼️

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

জেনারেশন৭১ বলেছেন:




এই বিশেষজ্ঞ ২ মাস পুর্বে বলেছিলো, "আমরা সব সময়ে ভারতে সামনে ছিলাম, হঠাৎ কি করে আমরা ভারতের পেছনে পড়ে গেলাম?" এই রকম পিগমীর সংখ্যা দেশে ৭০/৮০ ভাগ!

ভারতের ৪টি কোম্পানীর রেভেনিউ আমাদের জিডিপি'র সমান।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৮

কামাল১৮ বলেছেন: ব্লগে এমন অর্থনীতিবিদের অভাব নাই।সামরিক বিশেষজ্ঞ আছে কয়েক ডজন।যারা ভারতের সাথে যুদ্ধ করে বিরাট অংশ দখল করার সামর্থ রাখে।

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



আমাদের ব্লগার মহাজাগতিকও ফিল্দ মার্শাল হয়ে গেছে। জুল ভার্ণ একাই ৭ সিস্টার দখল করে বসে আছেন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩০

আদিত্য ০১ বলেছেন: উনি ভর্তার উপকরন দিয়ে হয়ত ইন্ডিয়ার অর্থনীতি মেশাচ্ছেন তাই ইন্ডিয়াকে ভর্তা খাইয়ে ছাড়বেন। উনি রান্না ব্লগ বাদ দিয়ে কেন রাজনীতি অর্থনীতি নিয়ে লেখেন। ওনার ফুড ব্লগিং আর চলে না রাফসানের মত স্মার্ট ব্লগার উনার ফুড ব্লগিং-এর পু মেরে দিয়েছেন। তাই বাধ্য হয়ে বেচারা রাজনীতি অর্থনীতি নিয়ে রাধুনীর মনের মাধুরি মিশায়

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



এসব অথর্ব আমাদের জনসংখ্যাকে কলুসিত করেছে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





রক্ত দেয়া হয়েছিল সরকারী চাকরিতে যাতে মুক্তিযোদ্ধা কোট তুলে দেয়া হয় সে জন্য।
আন্দোলন তো সরকার পতনের জন্য ছিল না।
মিথ্যা কথা বলেন কেন?
জানেন না যে মিথ্যা কথা বলা মহাপাপ?

প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল নিতান্তই আটপৌরে আন্দোলন। পরে এতে থার্ডপাটি ঢুকে পড়ে এবং ক্রমাগতভাবে শুরু হয় সহিংসতা। এটা সারা দেশের মানুষ দেখেছে। তারা কিভাবে রাষ্ট্রে সম্পদ পুড়িয়েছে এবং এখনো পুড়াচ্ছে। মানুষ মেরেছে। পুলিশ মেরেছে।

এটা কোন বিপ্লব ছিল না। এটা সন্ত্রাসী একটা কার্যক্রম ছিল।

প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল নিতান্তই আটপৌরে আন্দোলন। পরে এতে থার্ডপাটি ঢুকে পড়ে এবং ক্রমাগতভাবে শুরু হয় সহিংসতা। এটা সারা দেশের মানুষ দেখেছে। তারা কিভাবে রাষ্ট্রে সম্পদ পুড়িয়েছে এবং এখনো পুড়াচ্ছে। মানুষ মেরেছে। পুলিশ মেরেছে।

এটা কোন বিপ্লব ছিল না। এটা সন্ত্রাসী একটা কার্যক্রম ছিল।

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশে যেই পরিমাণ শিবির ও অণ্যান্য জংগীদের পাকীরা ট্রেনিং দিয়েছে গত ৮/১০ বছর ( ৩০ হাজার হবে ) সবাইকে আমেরিকা কিনেছে পাকীদের ব্যবহার করে; ওরাই আমাদের ফেইসবুকার ছাত্রদের রাস্তায় নামিয়ে হত্যা করায়েছে।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আজকে কোকাকোলা এবং বিভিন্ন খাবারের উপকরণ নিয়ে হাজির হয়েছেন ব্লগার রা। আপনিও সপরিবারে আমন্ত্রিত!

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২

জেনারেশন৭১ বলেছেন:




আমেরিকার ফেডারেল ব্যাংকে গড়ে ৪/৫ হাজার মানুষ কাজ করে ডলারকে ঠিক অবস্হানে রাখার জন্য, এগুলো অনেক জ্ঞানী লোকজন; সরকার পায়েল গার্বেজ লিখছেন ব্লগে।

শেরজাকে অভিনন্দিন; উনি মনে হয়, ইউক্রেনে খারাপ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৯

আদিত্য ০১ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আজকে কোকাকোলা এবং বিভিন্ন খাবারের উপকরণ নিয়ে হাজির হয়েছেন ব্লগার রা। আপনিও সপরিবারে আমন্ত্রিত!

কুতুব ভাই এক ঢোঁক খেয়ে নিতেন, কেমন লাগলো জানায়েন

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগে এখন ৯০ ভাগের বেশী গার্বেজ আসছে।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: গার্বেজ লিখার পর আপনি যখন ব্যান ছিলেন না তখন আমার প্রতিটি ব্লগে কমেন্ট করেছেন। আপনার উৎসাহ তে ১৩০ টা গার্বেজ লিখে ফেললাম :P । ব্লগার এসো চিন্তা করি ভ্রাতা আপনার কমেন্ট পায় নি। উহাকে এখন দেখা যাচ্ছে না। :(

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৭

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগার 'এসো চিন্তা করি"র পোষ্টে আমি কমেন্ট করেছিলাম; কারণ, উনি বলেছিলেন যে, উনি দর্শনের বই পড়েন; উনার লেখা থেকে পরে বুঝলাম যে, ইহা বেদুইন।

আপনি চলমান ঘটনাকে নিজ জ্ঞানে বিশ্লষণ করছেন, ইহাই ব্লগিং; ভুল থাকলে ফিডব্যাকে জানতে পারবেন। জুল ভার্ণ, অপু, জটিল ইত্যাদির লেখা আজীবন ভুল ধারণার উপর লেখা; কারণ, আমাকে কমেন্ট ব্যান করায়, ওরা শুধু বেকুবদের ফিডব্যাক পায়।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার অতিসত্ত্বর মুক্তি দরক্বার। ব্লগ শুকিয়ে গেছে। অন্তত আপনার জন্য হলেও বিরোধী পক্ষের লেখা বেড়ে যায়। সোনাগাজী নিক ব্যান হওয়ার দিন মেঠোপথ২৩ মিষ্টি বিতরণের ব্লগ লিখেছিলেন। উহার আর খবর নাই। আপনি অফ রাকু হাসান ও অফ। এরা ব্লগে আসে আপনারে ব্যান খাওয়াতে। :(

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১

জেনারেশন৭১ বলেছেন:



মেঠোপথ নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন! এগুলো আমাদের জাতির জন্য ভয়ংকর বোঝা। রাকু মাকু এরা কোন বিষয়ে ১ লাইনও সঠিকভাবে লিখতে পারে না।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার কামাল১৮@ কাগু মনে করেন সত্যিকার বিপ্লব শুরু করতে হবে গ্রাম থেকে। ফেনী, নোয়াখালী, সিলেটের গ্রাম গুলোতে মানুষ অনেক কমে গেছে। পুরুষেরা সব প্রবাসী, নারীরা একাকী থাকে। এখানে কিসের বিপ্লব ঘটবে? আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব সব জায়গায় সমান নয়। সকল আধুনিক সুযোগ সুবিধা গ্রাম গুলোতে পৌছায় দিতে পারলে মানুষ শহরমুখী কম হতো। গ্রাম ভিত্তিক শিল্প কারখনা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে ঢাকার উপর চাপ পড়তো না।

ব্লগার কামাল মনে করেন দেশে মাও সেতুং, লেলিনের মতো নেতার দরকার। কিন্তু মাও বা লেলিন তো ইসলাম ধর্ম নিয়ে ডিল করেন নাই। আমার মতে কামাল আতার্তুক এক্ষেত্রে ভালো ডিল করেছিলেন। আমার সাংবাদিক মামা ও লেলিনের ভক্ত ছিলেন। উহাকে বারবার বুঝাতে চেয়েছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে বড়োজোর একজন আতার্তুক আসতে পারেন। লেলিন অনেক উচ্চ মার্গের!

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৩

জেনারেশন৭১ বলেছেন:



কামাল যখন তুরস্ককে সুলতানমুক্ত করে রিপাবলিকে পরিণত করলো (১৯২৪ ), তখন তুরস্কের সবকিছুতে জামাত থেকে কঠিন মোল্লারা ছিলো; তিনি তাদেরকে খাবারের পয়সা দিয়ে সবাইকে রিটায়ার করালেন; দেশ রাহু মুক্ত হয়েছিলো। তিনি নিজে যুদ্ধ করে, ইংরেজ ও ফরাসীদের থেকে দেশকে মুক্ত রাখেছিল্বন, ইহার মুল্য বুঝতেন।

বাংলাদেশে আধুনিক বিপ্লব হবে না; ব্লগে ইসলামী অপমোল্লাদের সংখ্যা বেশী, সমাজে ওদের সংখ্যা আরো বেশী।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আর একটা কথা ড. ইউনূস যত বড়ো অর্থনীতিবিদ হোন উনার কোন থিওরি বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে আসবে না। তিনি আমেরিকার মতো দেশে থাকেন যেখানে প্রতি সপ্তাহে নতুন চাকুরির ঘোষণা আসে। আর ড. ইউনূস সাহেব সংস্কার এর কথা বলতে বলতে গলা ফাটিয়ে ফেলছেন। উনার কোন বক্তব্যতে দেখলাম না এস আলম গ্রুপের কারখানা বন্ধের ফলে শ্রমিকদের বেকার হওয়া নিয়ে কথা নাই, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চাকুরি হারানো নিয়ে কথা নেই, এখন জাহাজের কর্মী রা ধর্মঘট করছে তা নিয়ে কিছু বলেছেন না। অথচ উনি নাকি আবার নোবেল পাবেন।

একে তো দেশে বিনিয়োগ বন্ধ, মানুষের কাজ বন্ধ হয়ে যাচ্ছে উনি বিজি সংস্কার নিয়ে! আমেরিকায় এই লোক কে সহ্য করে কেমনে?

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



আমার মনে হয়, তিনি পিএইচডি করে ক্রিমিনালে পরিণত হয়েছিলেন; বাংলাদেশের গরীবদের নাম করে তিনি "ফ্রি ডলার" এনে নিজে বিলিযওনিয়ার হয়েছেন, সবার সাথে ভালোই জালিয়াতী করেছেন; এখন আসল যায়গায় আটক পড়ে উনার বিদ্যা ও জ্ঞানের জাহাজ বুঝা গেছে; সে আসলে ক্রিমিনাল।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.