নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণতায়ও পরিপূর্ণতা

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৭


যাহা বলিবো, সত্য বলবো,

এই ক্ষুদ্র জীবনে যা থাকুক বা না থাকুক, আফসোস বলে কোনো শব্দ নেই—না মাইক্রো, না মিলি, ন্যানো পরিমাণেও না। যখন যা চেয়েছি, তাই করেছি—কখনো বেলা ফুরিয়ে, কখনো সময়ের আগেই। মনে যা এসেছে, তাই বলেছি। যেখানে মন চেয়েছে, সেখানে গিয়েছি। কখনো হিসেবের খাতায় লিখে রাখিনি "হওয়া উচিত ছিল" কিংবা "অপূর্ণতা"। দীর্ঘশ্বাস, অপ্রাপ্তি, "আহারে!" অথবা "ইস্!"—এসব শব্দ আমার গল্পের অংশ নয়।

যা হয়নি, বা যা করতে পারিনি, সেটাকে আমি বিশ্বাসে পরিণত করেছি। মেনে নিয়েছি যে, সেটার না হওয়াটাই ছিল মঙ্গল। জীবন কখনো না দিয়ে, কখনো কেড়ে নিয়ে, কিছু না কিছু শেখায়।

কখনো ইটের ধাক্কায় বুড়ো আঙুল ফুলে গেলেও মনে করি—"আরে, এটাই তো খেলার নিয়ম।" খেলতে নামলে একটু ব্যথা, একটু রক্ত—এসব হবেই। তবুও অসংখ্যবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। চাপা কষ্ট আর আর্তনাদ বুকের পিঞ্জরে হাহাকার তুলেছে। তবুও সব সয়ে গেছি। ব্যথাগুলোকে বুকের গভীরে পুতে রেখেছি। সেখানে তারা মিশে গেছে। অসংখ্য কষ্ট, ঘৃণা, অভিশাপ, হিংসা—এসবকে আমি বলেছি, "ওয়েলকাম টু দ্য গেম!"

এই ভাবনা আমাকে শিখিয়েছে—জীবনকে সহজভাবে নেওয়াই জীবনের সবচেয়ে কঠিন অর্জন।

পরিতৃপ্ত এক হৃদয়ে আমি হাসি—"

আহা! কী শান্তি! কী আনন্দ আকাশে বাতাসে।"

যা নেই, তা নিয়ে ভাবি না।

যা আছে, তাতেই আনন্দে বাঁচি।

তবে সত্যি কথা হলো, মানুষ্য প্রবৃত্তি থেকে মাঝে মাঝে পেতে লোভ হয়, সুখী হতে লালা ঝরে। বড় কিছু পাওয়ার তৃষ্ণা জাগে, যা একটুখানি "অসুখী" করে তোলে। সামর্থ্য থাকলে পূরণ করি। আর যদি হাতের বাইরে চলে যায়, তখন নিজেকে স্মরণ করিয়ে দিই—

"ওরে চান্দু, পাঁচ বছর আগের তুমি তো হিরো হোন্ডা ১০০ কেনার সামর্থ্যও রাখতে না। আজ অন্যের মার্সিডিজের এসইউভি দেখে কেন মন খারাপ করছ?"

জীবন তখনই একটা নতুন সত্য বলে—

"তুমি যা পেয়েছ, তা তোমার পথের গল্প। আর যা পাওনি, তা গল্পেরই অংশ।"

আসলে সবকিছুর মধ্যেই এক অদৃশ্য পরিকল্পনা লুকিয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাতায়ালা উত্তম পরিকল্পনাকারী এবং সবকিছুই পূর্বনির্ধারিত।

ব্যথা, আনন্দ, না-পাওয়া, পাওয়া—সব মিলিয়ে জীবনটাই এক পরিপূর্ণ খেলা। আর আমি সেই খেলার মাঠে দাঁড়িয়ে শুধু বলি—

"এটাই জীবন। এটাই ঠিক।"

পার্থ বড়ুয়ার সেই গানটার লাইন আমার খুব প্রিয়—

"তবুও জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।"

এভাবেই চলুক জীবন। আমার ক্ষণ। বাকি পথ চলা—সরল, সহজ দর্শনে।

-মুহাম্মদ তমাল

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: তবুও জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে! |-)

২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: জীবনটা বুঝার আগেই জীবন চলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.