নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মহুর্তে বড় দলের নেতা হিসেবে মির্জা ও তার সাথের ২০/৩০ জন জাতির অবস্হা বুঝতেছে আমেরিকান এম্বেসীর নির্দেশ ও আলোচনা থেকে। এর বাহিরে ২/৪টা মিডিয়ার উপরের লেভেলের পরিচালকেরাও কিছুটা অনুমান করতে পারছে, দেশ কাহাদের হাতে; এম্বেসী এদেরকে ব্যবহার করছে। কিন্তু তাদের হাতে ক্ষমতা নেই কিছু করার মতো; বরং এরা আমেরিকান এম্বেসীর কাছে কৃতজ্ঞ যে, এম্বেসী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সরায়েছে, তাদের নিজেদের সেই ক্ষমতা ছিলো না।
আগে বিএনপি'র মুলশক্তি ছিলো মিলিটারী; এখনো মিলিটারী থেকে তারা কিছু সাপোর্ট পাচ্ছে হয়তো; কিন্তু মিলিটারী মুলত: আমেরিকার কন্ট্রোলে। বিএনপিতে চোর-ডাকাত আছে, কিন্তু রাজনীতিবিদ নেই; মির্জাও রাজনীতিবিদ নন; উনি রাজনীতির "র" বুঝলে বেগম জিয়ার অধীনে জীবন কাটায়ে দিতো না।
গত ২০/২৫ বছর দেশে যত বুদ্ধিহীন জীব (আওয়ামী সেইফি ট্যাংক ) ছিলো, সেগুলো আওয়ামী ইউনিফর্ম পরে থাকতো; আমেরিকান এম্বেসী উহাদের গণনার মাঝে নেয় না, এদেরকে কোন আলোচনায় ডাকে না; ফলে এরা দেশের পরিস্হিতি ঠিকভাবে জানে না।
এম্বেসী জামাতকে ব্যবহার করেছিলো হাসিনাকে উৎখাত করতে; কিন্তু উহারা জামাতকে কনট্রোলে রাখতে পারবে না; কারণ, এরা জন্মগতভাবে ক্রিমিনাল; এম্বেসী আমাদের জাতিকে ভয়ংকর সমস্যার মাঝে নিয়ে গেছে; এদেরকে দেশ থেকে বের হতে হবে আমাদেরকে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনা নেই, সেই সুযোগে পাকী কামন্ডোরা অনেক কথা বলছে; কিন্তু হত্যাকান্ডের জন্য ঘুরেফিরে জামাতীরা ফাঁসীতে ঝুলবে।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩
কামাল১৮ বলেছেন: এটা একটা কঠিন কাজ।সহজ হলো ইউনুস সহ তার সাঙ্গোপাঙ্গদের দেশ ছাড়া করা।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা বাংলাদেশে হাজার হাজার ক্রিমিনাল ইউনুসের সৃষ্টি করতে পারবে, সেই সুযোগ আছে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আজকে ধরা খেলুম। কেউ কমেন্ট করলো না। বাঙালি সেক্যুলার এবং ইনক্লুসিভ মানে বুঝে বলে মনে হয় না। কোন ড্রীম নাই এই জাতির। খালি শাসিত হতে পছন্দ করে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫০
জেনারেশন৭১ বলেছেন:
এসব সাংবিধানিক বিষয় কিভাবে কাজ করে, ইহা নিয়ে আমাদের ব্লগার ও শিক্ষিতদের কোন ধারণা নেই। তারা জানতে চায় শেখ হাসিনার কি হবে, তারেক কবে আসবে, ভারত কি করছে, আওয়ামী লীগের বিচার হবে কিনা?
দেশে দীর্ঘমেয়াদে কি ঘটতে পারে, আজকের কর্মকান্ড জাতিকে কোনদিকে নিচ্ছে, এসব বুঝতে পারেন না শতকরা ৯৫ জন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: জামাতের ,হিজবুতের নড়াচড়া বিএনপি টের পেয়েছে। জামাতের সাথে ঝামেলা চলছে তাদের। তারেক জিয়া চেষ্টা করছেন দলের সবাইকে শান্ত রাখতে। বিএনপির কারণেই সরকার রাষ্ট্রপতিকে সরাতে পারে নাই। আমেরিকার পরিকল্পনা রয়েছে এই অঞ্চলে। আমাদের মেধাশূন্য এবং অসৎ রাজনীতিবিদেরকে নিয়ে ভয় আমেরিকার সুরে গান গাইতে গিয়ে দেশের বারোটা না বাজিয়ে ফেলে। ইন্ডিয়া চেষ্টা করবে হাসিনাকে নিয়ে কিছু করার ,দেশে হাসিনার বিবেকপ্রতিবন্দী সহযোগীর অভাব নেই।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৩
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগের অশিক্ষিত ভোটারেরাও শেখ হাসিনাকে চাহে না; যেসব ডাকাততের শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে, ওদেরকে ভারত চাড়তে হবে শীগ্রই।
ভারত কোন অবস্হায় শেখ হাসিনা রাজনীতিতে সাহায্য করবে না। এমন কি বিচারের বেলায়ও সাহায্যের কথা বলছে না।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@বেশির ভাগ মেয়ে শিবির ও হিজবুতের আচরণ পছন্দ করছে না। দেশ স্বাধীনের পর লাস্ট ১৫ বছরে মেয়েরা সর্বোচ্চ যোগ্য স্থানে ও ফ্রিডম পেয়েছে। দেখেন নাই একজন নারী ম্যাজিস্ট্রেট কিভাবে রিসেট বাটন নিয়ে ইউনূস সাব কে ধোলাই করলো। মেয়েরা শিক্ষা দীক্ষায় ছেলেদের চেয়ে বেশি এগিয়ে গিয়েছে। ছেলেরা মাদক ও অকাম কুকামে বেশি জড়িয়ে গেছে। মেয়েরাই শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এত সহযে হিজু এবং ছিবি পারবে না।
আমার বুবু নন ক্যাডার। সে ইউনূস সাবের কাজ কামে ক্ষুব্ধ। আজকে ৪৩ তম বিসিএসের নতুন রিগেজেট হয়েছে। বাদ পড়েছে ১৬৮ জন। কারণ অজানা। অনেক হিন্দু ভাই কে দেখতে পাচ্ছি। রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ভালো কিছু বয়ে আনে না।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৪
জেনারেশন৭১ বলেছেন:
যেসব মেয়েরা জামাত-শিবিরের সাথে ঘুরে, এগুলোর কোন জীবন নেই।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৫
আদিত্য ০১ বলেছেন: ২০০১-২০০৬ এ জামাত শিবিরে ভয়ংকর রুপ দেখেছি, তারা ধর্ষন খুন রগকাটা বোমা ফাটানো কত কিছুই করেছে। সেই সময়ের চাইতে মনে হয় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যদি জামাতকে থামানো না যায়। গত ৫ মাসে যা দেখাইছে তার প্রমান
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৫
জেনারেশন৭১ বলেছেন:
জামাত-শিবিরেরা মানসিকভাবে রাজাকার। বিএনপি'বিকলাংগা মানুষ অনেক।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি ইনক্লুসিভ এবং সেক্যুলারের মধ্যে মেজর ডিফারেন্স কি আছে বলে মনে করেন? আমি তো আমার শিশু মাথায় কোন ডিফারেন্স পাচ্ছি না। ইনক্লুসিভ বলতে আমি সবার অংশগ্রহণ কেই বুঝি। বুঝেন ই তো প্রশ্ন ফাস জেনারেশন!
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩০
জেনারেশন৭১ বলেছেন:
সেকুলার দেশ হলো: রাষ্ট্র সাংবিধানিকভাবে ঘোষণা দিচ্ছে যে, কোন ধর্মীয় নিয়ম কানুনকে দেশের ও নাগরিকের অধিকারের বেলায় প্রয়োগ করা যাবে না।
ইনক্লসিভ হচ্ছে, সব ধর্মের সব মানুষের ( এমন কি আস্তিক ও নাস্তিকদের ) সকল অধিকার সংরক্ষণ করবে রাষ্ট্র।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: তাহলে কেউ যদি বলেন আমি সেক্যুলার চাই না ইনক্লুসিভ চাই তাহলে ইহা কেমন হলো? সেক্যুলার রাষ্ট্র ছাড়া আপনি আস্তিক ও নাস্তিকের অধিকার সংরক্ষন করার নিশ্চয়তা কোথাও দেওয়া হয়?
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
সেকুলার চাহে না; কিন্তু ইনক্লুসিভ চাইলে, ইনক্লুসিভার মাঝে "সেকুলারও" আছে; মানে ভুল ছাচ্ছে।
আজকের বিশ্বের যারা সেকুলার চঝে না, তারা মানসিকভাবে জংগী।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৩১ শে ডিসেম্বর নতুন ঘোষনা আসছে
বৈষম্য বিরোধী দল থেকে !???
.......................................................
টান টান উত্তেজনা
কি প্রসব করিবে
মহা কালের গর্ভে ???
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫১
জেনারেশন৭১ বলেছেন:
কত সালে তারা তাদের নেতা নিজামীর সাথে দেখা করতে যাবে সেটার টাইমলাইন দিতে চাচ্ছে।
পাকীদের জারজ সন্তানেরা দেশকে গৃহযুদ্ধের মাঝে টেনে নিতেছে; আওয়ামীদের প্রস্তুতি দরকার।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব বলেছেন: বেশির ভাগ মেয়ে শিবির ও হিজবুতের আচরণ পছন্দ করছে না।
- দেশের বেশির ভাগ মানুষই ওদেরকে পছন্দ করে না।
@লেখক বলেছেন: আওয়ামী লীগের অশিক্ষিত ভোটারেরাও শেখ হাসিনাকে চাহে না
- অথচ দেখুন শিক্ষিত সমর্থকগণ হাসিনার অন্যায়কে অন্যায় বলতেও নারাজ। তারা দিন গুনতেছেন হাসিনা ফিরবে , তারা তখন প্রতিশোধ নেবে। ব্লগেই মন্তব্য করেছে !
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৮
জেনারেশন৭১ বলেছেন:
ভারত জানে , শেখ পরিবাযেরের লোকেরা ( রেহানা, রেহানার ছেলেমেয়ে, জয়, পুতুলের স্বামী, তাপস ) এবাে ডাকাতী করেছে; শেখ হাসিনা তা জানতো; ভারত অপরাধের ভাগীর হবে না কোনদিন। ফলে, শেখ হাসিনার কোন চান্স নেই।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:০৯
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ছাত্রদের পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। ছাত্ররা এখন দল করবে না, ঘোষণা পত্র পাঠ করবে না।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
জেনারেশন৭১ বলেছেন:
একটা সময়ের পর, আমেরিকান এম্বেসী ওদেরকে্ পাকিস্তান কিংবা অন্য দেশে নিয়ে যেতে পরে।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
“সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমলা (Bureaucrat), বিশেষ করে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারের উপর দোষ চাপিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। কারণ আমলাদের উপর দোষ দিয়ে সব কিছুতেই পার পাওয়া যায়!
সচিবালয়ে যারা প্রবেশ করেছেন তারা জানেন লুকিয়ে রাতের বেলাতো দূরে থাক দিনের বেলাতেও ঢুকতে চেষ্টা করলে নির্ঘাত মারা পড়বেন।
একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ, আনসার আর বর্তমান পরিস্থিতিতে, আর্মি-বিজিবি ঘিরে রাখে চারপাশ। চারদিকে তো বটেই ভেতরেও বিভিন্ন পয়েন্টে আছে হাই-রেজুলেশনের নাইট ভিশন ক্যামেরা। একটু পরপর দেখা যাবে ছোট ছোট উঁচু নিরাপত্তা চৌকি। কোনভাবেই এসব এড়িয়ে ভেতরে প্রবেশের সুযোগ নাই।
সচিবালয় দেশের প্রশাসন যন্ত্রের হৃদপিণ্ড। এখানে আগুন দেয়া সহজ কোন বিষয় নয়। অফিস শেষে সকল বিল্ডিংয়ের রুমে এবং মূল প্রবেশদ্বারের কলাপসিবল গেটের তালা দিয়ে থাকেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারীরা।
প্রশাসন ক্যাডারের উপর দায় চাপানোর আগে এই ঘটনার সিসিটিভি ফুটেজসহ প্রমাণ দিতে হবে। আর না দিতে পারলে বুঝতে হবে ‘ডাল মে বহুত কুচ কালা হ্যায়!’
যড়যন্ত্র তত্ত্ব দিয়ে সব জায়েজ করতে চাইলে কবি ইমতিয়াজ মাহমুদ-এর সুরেই বলতে হবে
“এদেশ মানুষ হবে না, আজ বা কাল,
মাকড়শা বুনে যাবে চক্রান্তের জাল।”
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৫
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা সিরিয়ার সুন্নীদের ট্রেনিং দিয়েছিলো বাশারের বিপক্ষে; ওরাই পরে "আইএস" হয়েছিলো। আমাদের শিবির থেকে ভয়ানক কমান্ডো বানায়েছে।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০৭
কামাল১৮ বলেছেন: হঠাৎ জামাত শিবির পিছিয়ে আসলো কেনো বিপ্লবী সরকার ঘোষণা থেকে।কে তাদের ধমক দিলে।রাত বারটা পর্যন্ত দৃড় ছিলো।তার পর কি হয়ে গেলো যে পিছিয়ে আসলো।
ফিছিয়ে আসছে তারা অনেকদিন থেকেই।এখন সময় হয়ে গেছে পালানোর।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৮
জেনারেশন৭১ বলেছেন:
আমােরিকা থামাচ্ছে,ম নে হয়।
আমেরিকা তাদেরকে ব্যবহার করেছে, এখন তাদেরকে ক্রমেই অন্য দেশে পাঠিয়ে দি্তে পারে। আমেরিকা জানে উহারা কি বস্তু
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সময় শেষ !
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
জেনারেশন৭১ বলেছেন:
জাতিও শেষের প্রান্তে।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২০
ক্লোন রাফা বলেছেন: ৭১-এর পক্ষ আর বিপক্ষ আবার মুখোমুখি অবস্থানে। সাথে যুক্ত হয়েছে স্বদেশের সেনাবাহিনী ‼️এবারের যুদ্ধ’টা আরো কঠিন হবে। লৌহ কঠিন বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিক নেতৃত্ব নেই। নিদেন পক্ষে , তাজউদ্দিন,সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান সেই স্তরের নেতাও নেই। কাজেই কাজ’টা খুব কঠিন হবে মনে হয়।
আবারো অনেক রক্ত দিতে হবে বাংলার সাধারণ নিপীড়িত মানুষের । জনযুদ্ধের বিকল্প দেখছিনা আমি।
ধন্যবাদ॥
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
জেনারেশন৭১ বলেছেন:
পাকিস্তান চাচ্ছে দেশকে লেবানন বানাতে, এজন্য তারা হাজার হাজার শিবিরকে ট্রেনিং দিয়েছে; এখন দেশে এসে ট্রেনিং দিছ্ছে গৃহযুদ্ধের জন্য।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫
রানার ব্লগ বলেছেন: জামাত আর পচা ডিম একি ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
জেনারেশন৭১ বলেছেন:
জামাত-শিবির হায়েনা; ওদের ঔষধ ছিলো শেখ হাসিনা
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভারতে এখন বিজেপি দল প্রধান সরকার ক্ষমতায়। অথচ ঠিকই কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হচ্ছে।
আপনারা কেউ কি এটা বাংলাদেশে প্রত্যাশা করতে পারবেন?
আশা করি পাঠকরা দুই একটা মন্তব্য করে এর উত্তর দিবেন।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮
জেনারেশন৭১ বলেছেন:
পরাজিত হায়েনারা শেখের বাড়ী পোড়ায়েছে, শেখ হাসিনা নেই; কিন্তু পরাজিতরা দেশ ছাড়তে বাধ্য হবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ভোদাই মার্কা দল হলেও ৭২ এর সংবিধানের বিপক্ষে নয়। তাদের এই জিনিস টা ভালো লেগেছে। আমাদের সংবিধান যদিও নাগরিক দের অধিকার ঠিকঠাক ভাবে সংরক্ষন করতে পারে নাই তবুও এক সাগর রক্ত ও মহিলাদের সম্মানের বিনিময়ে এই সংবিধান পাওয়া। সংশোধন হতে পারে কিন্তু বাতিল করা যাবে না।
যেদিন সমন্বয়ক রা সংবিধান বাতিলের আলাপ তুলে বাংলাদেশ কে নতুন রিপাবলিক ঘোষণা দেয়ার আওয়াজ তুলেছে সেদিন থেকে আর তাদের মিছিল সমাবেশে যাই না।