নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেদম ঠাণ্ডা রে ভাই ! হট ওয়াটার ব্যাগ কোলে নিয়ে বসে পিসির সামনে ।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
শাহ আজিজ বলেছেন: রুম হিটার ব্যাবহার করি না চড়া বিলের ভয়ে । তবে এসি ব্যবহার করি দুর্ধর্ষ গরমে ।
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই সময় বয়স্কদের একটু সাবধানে থাকতে হবে।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
শাহ আজিজ বলেছেন: হুম , বয়স হয়েছে , আর এবার কেন যেন ঠাণ্ডা বেশি ধরছে ।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: আপনি শুনলে অবাক হবেন এখন পর্যন্ত আমি শীতের জামা পড়ি নাই। সারাদিন বাইরে বাইরে থাকি। সবাইকে দেখি শীতের জামা টামা পড়ে অস্থির। ঢাকার শীতে আমাকে শীতের জামা পড়তে হয় না।
আজ ভোরে ঘুম থেকে উঠে বের হয়েছি। তাও আবার গোছল করে। মাত্র একটা শার্ট পরেছি। আর কিচ্ছু না।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮
শাহ আজিজ বলেছেন: তুমি তো গণ্ডার
৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২২
দি এমপেরর বলেছেন: প্রচণ্ড ঠাণ্ডায় অবস্থা কাহিল। শীতপ্রধান দেশগুলোতে এদেশের মানুষগুলো কীভাবে মানিয়ে নেয় কে জানে?
০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: পিকিং এ ১৫ বছর কাটিয়েছি । এ সময়ে মাইনাসে থাকে তাপমাত্রা । ঘরে হিটিং সিস্টেম চলছে আর তাতেই স্বাভাবিক থাকছে তাপমাত্রা । বাইরে গেলে উপযুক্ত পোশাকে মানিয়ে যায় সব ।
৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: আর চাইনিজ টি খান একটু পর পর। শরীর ভেতর থেকে গরম থাকলে ভালো।
আর নিচের মতন ইনার পড়লে শীত কম লাগবে।
০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: চায়ের সমস্যা ঘুম নষ্ট করে । হুম ইনার একসময় পরতাম পিকিঙ্গে ।
৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ক্যারে এত গরম লাগে বুঝি না
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: ফ্রিজে ঢুইকা বইয়া থাকো ।
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সাইজের ফ্রিজ নাই
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৫
শাহ আজিজ বলেছেন: তাছিনের বাপেরে কও ম্যানেজ করতে
৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারো ঠান্ডা লাগে।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৯
শাহ আজিজ বলেছেন: বিছানায় আগুন ধরাইয়া দেন হা হা হা
৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
বিষাদ সময় বলেছেন: রুম হিটার চালাই রাখসি ডান পাশে, কিন্তু মুশকিল হইল এখন বাম পাশ ঠাণ্ডায় কাঁপতেসে....
০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫১
শাহ আজিজ বলেছেন: চমৎকার
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তুমি তো গণ্ডার
গন্ডারের চেয়ে আমার হাতি বেশি পছন্দ।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
শাহ আজিজ বলেছেন: গণ্ডারের চামড়া অনেক মোটা
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৬
আমি সাজিদ বলেছেন: রুম হিটার থাকলে চালু করে নিন, সাথে পায়ে মোজা পড়লেও আরাম পাবেন। আমার এইখানে গতকাল থেকে সারাদিন ননস্টপ বৃষ্টি হচ্ছে।