নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

পেছনের পাতার ব্লগার

০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৪:০১



বর্তমানে হয়তো, আমিই একমাত্র পেছনের পাতার ব্লগার; তবে, ইহার শুরু ছিলো আরো ১১ বছর আগের থেকেই। ব্লগার সেলিম আনোয়ার কি এখন পেছনের পাতার ব্লগার? আমি ব্লগে উনার নাম খুঁজে পাইনি; ফলে, বলতে পারবো না, উনার বর্তমান ষ্টেটাস কি? উনি ব্লগটিমের সাথে বেশ মাখামাখি করে চলতেন; হঠাৎ কি ঘটলো বলা মুশকিল; কেন তিনি ব্লগটিমের জাতীয় শত্রুতে পরিণত হলেন!

সেলিম আনোয়ারের শতশত কবি ও সাহিত্যিক ব্লগ-বন্ধু ছিলেন, তাঁরা ১ দিনের জন্যও উনার হয়ে ১টি পোষ্ট দিয়ে উনার খোঁজ খবর নেননি; আমি ১টি পোষ্ট দিয়েছিলাম উনার পক্ষে, আরো দেবো।

খুবই সামান্য পরিমাণ নতুন-ব্লগার পেছনের পাতা থেকে সামনের পাতায় আসার সুযোগ পাননি; অকারণে, পেছনের পাতায় পড়ে থেকে থেকে এক সময় ব্লগািং'এর ইতি টেনেছেন। আমি কিছু ব্লগারকে সামনের পাতায় আসতে সাহায্য করেছিলাম।

আমার ব্লগিং'এর ৩ ভাগের ১ ভাগ সময় কেটেছে পেছনের পাতায়। আমি কোনদিন হতাশ হইনি।

পেছনের পাতা, ব্যান, সেমিব্যান, জেনারেল, কমেন্টব্যান, কোন কিছুই আমার ব্লগিং থামাতে পারেনি; কারণ, আমি ব্লগিং ভালোবাসি। আমাকে পছন্দ করেন না, এই রকম অনেক অনেক ব্লগার আমাকে লজ্জাহীন বলে অপদস্ত করার চেষ্টা করে বিফল মনোরথ হয়েছেন; কারণ, তাদের সবার ১টি কমন সমস্যা আছে, উনারা লিখতে জানেন না; উনারা সামনের পাতায় আছেন, সেটাই একমাত্র বড় ঘটনা।

মন্তব্য ৪৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার অবাক লাগে যারা আপনাকে ব্যান খাওয়ায় তারা নিজেরা অনিয়ম।

০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৯

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগের বাংগালীদের মাঝে ১০ ভাগের কিছু সৎ গুণ ও ব্যক্তিত্ব আছে, বাকীরা লেখার মতো কেহ নন।

২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


সেলিম আনোয়ারের শুভকামনাকারীরা কোথায়? আপনি ব্যান,সেমিব্যান,জেনারেল নিয়ে নিশ্চই চিন্তিত নন।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



আমি সামুর জন্য চিন্তিত; সামু না'থাকে সামুটিম নেই, আমিও নেই।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: ব্লগটিম নিরপেক্ষ থাকতে পারলে ব্লগে কোনো সমস্যা হওয়ার কথা না।
তবে একথা সত্য ব্লগটিম আপনাকে নানা ভাবে হেয় করতে চেষ্টা করেছে, নানান রকম ব্যানে পেছনে টেনে ধরে রাখতে চেয়েছে। কিন্তু পারেনি। তারা ব্যর্থ।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০১

জেনারেশন৭১ বলেছেন:



'৭১'এর জেনারেশনের সাথে পাকীরা পারেনি, টিম টুম ভিম ভুমরা প্রশ্নফাঁস।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি লিখতে থাকুন; লেখা কখনো বন্ধ করবেন না।


তবে প্রশ্নফাঁস, ফেসবুক জেনারেল, লিলিপুটিয়া, মগজহীন, গার্বেজ, আবর্জনা ইত্যাদি বিশেষন বলা বন্ধ করুন।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি তো ব্লগে নেই অনেকদিন। লোকে ভুলে গেছে। আপনিও ভুলে গেছেন। বইটই করছি। আদৌ কেনার লোক পাব তো?

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২০

জেনারেশন৭১ বলেছেন:



আমি আপনাকে ভুলিনি।

আপনি মোদীর মত চা বিক্রয়ের প্ল্যান করেন; দেশের অবস্হা ভালো নয়, আপনার বই পড়ার লোক পাওয়া মুশকিল হবে।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৩

জেনারেশন৭১ বলেছেন:




বই প্রকাশ করে টাকা নষ্ট করবেন না; সেটা দিয়ে চা' বিক্রয়ের উপাদান কিনে, চা বিক্রিয়ের চেষ্টা করেন।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি সুস্থ আছেন? আপনারে অনলাইনে না দেখলে চিন্তা হয়। :||

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ,
শারীরিক কিছু সমস্যা আছে। তবে, ব্লগে আছি।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৭

আজব লিংকন বলেছেন: আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আসুক আপনার জীবনে।
নতুন বছর কাটুক আনন্দে..
হ্যাপি নিউ ইয়ার ২০২৫

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

জেনারেশন৭১ বলেছেন:



নবনর্ষের শুভেচ্ছা।
দেশবাসীর হতাশা কামনোর জন্য কিছু একটা করার দরকার।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

বিষাদ সময় বলেছেন: উনি ব্লগটিমের সাথে বেশ মাখামাখি করে চলতেন; হঠাৎ কি ঘটলো বলা মুশকিল; কেন তিনি ব্লগটিমের জাতীয় শত্রুতে পরিণত হলেন!

একটা প্রবাদ আছে "বাঘের উপর টাগ, টাগের উপর টরটরি"
যদিও টাগ বা টরটরি কি তা জানিনা তবে বাঘের চেয়ে এরা অনেক বড় কিছু হবে হয়তো।
ঐ ব্লগার নিজেকে বাঘ ভেবে টাগের সাথে যুদ্ধ করতে গিয়ে ধরাশায়ী হয়েছেন।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩

জেনারেশন৭১ বলেছেন:



উনি ভয়ানক কিছু করেননি, সামান্য একটা কবিতা লিখেছিলেন!

৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

বিষাদ সময় বলেছেন: উনি ভয়ানক কিছু করেননি, সামান্য একটা কবিতা লিখেছিলেন!

এর পর থেকে ব্লগে প্রেমের কবিতার পোস্ট কমে গেছে....

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগের কবিতা পড়লে, প্রশ্নফাঁসের শতকরা হারটা সহজেই পরিস্কার হয়ে যায়।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৭

আজব লিংকন বলেছেন: লেখক বলেছেন:
নবনর্ষের শুভেচ্ছা।
দেশবাসীর হতাশা কামনোর জন্য কিছু একটা করার দরকার।


কিচ্ছু করার নেই স্যার। বি,এন,পির দেয়া মিথ্যা গণ মামলায় নিরীহ আওয়ামীলিগের সাধারাণ কর্মীরা গৃহহারা। যেমন আওয়ামীগ সময়ে বি,এন,পির নেতা কর্মী ছিল। An eye for an eye makes the whole world blind শুনেছিলাম, এখন নিজ চোখে দেখছি।

মামলা তুলে নিতে চলছে দর কসাকসি। অজ্ঞাত আসামী জামাত-বি,এন,পি বাদে এখন পুরো দেশ বাসী।
সুযোগের অস্বদ ব্যবহার এখন বি,এন,পি - জামাত কিংবা সো কল্ড সমন্বয়করা ধুমধ্মা করে পালন করছে।।

দেশে বসে আওয়ামীলিগ নিয়ে টু শব্দ করা মানে মামলা খাওয়া,
দেশে বসে বি,এন,পি - জামাত কিংবা সো কল্ড সমন্বয়ক নিয়ে টু শব্দ করা মানে মামলা খাওয়া।

আতএব, বোবার শত্রু নেই। হ্যাপি নিঊ ইয়ার স্যার।।
যেদিন আমার অনেক টাকা হবে, সেদিন বিদেশে বসে বাংলাদেশ নিয়ে লিখব।।
এখন আমার জন্য দুবেলা ভাতের জন্য লড়াইটাই মূখ্য।।
অনেক সুখে আছি স্যার।।

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



বিদেশে ও দেশে হাজার হাজার কোটী টাকার মালিক আছে কয়েক লাখ, ওরা ২ লাইনের গরুর রচনা ছাড়া অন্য কিছু লিখতে পারে না। ব্লগার কামারুজ্জামান আরবে বড় চাকুরী করেন, লিখেন গরুর রচনা; সাড়ে চুয়াত্তর নাকি একাউন্টটেন্ট, লিখে জ্বীন নিয়ে; যতসব ডামি!

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪

দক্ষিণ মেরু বলেছেন: আপনাকে এক বছর আগে অনুরোধ করেছিলাম ফেসবুকে লেখার জন্য। ব্লগে লেখা বড় বিষয় না, যেখানে সবচেয়ে বেশি মানুষ পড়বে সেখানে লেখা গুরুত্বপূর্ণ।
আপনার ব্যক্তিজীবনের ছোট ছোট গল্পগুলো এবং আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণগুলো খুবই আকর্ষণীয়। এগুলিকে গুরুত্ব দিয়ে ফেসবুকে লিখতে পারেন। জেনারেল, সেমি ব্যানের টেনশন বাদ দিয়ে।

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৬

জেনারেশন৭১ বলেছেন:



আমি ফেইসবুকে লিখবো শীঘ্রই, ধন্যবাদ' এখানে পোষ্ট কমায়ে দেবো; "সামুটিমের" পন্তিতরা হাঁড়িপাতিলের পোষ্ট দেক।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:১০

মিরোরডডল বলেছেন:




সেলিমকে সম্ভবত স্থায়ীভাবে ব্যান করেছে।
শুনেছিলাম কবিতায় খারাপ কিছু লিখেছে কিন্তু এক্সাক্টলি কি ছিলো সেটা জানিনা।

পেছনের পাতা, ব্যান, সেমিব্যান, জেনারেল, কমেন্টব্যান, কোন কিছুই আমার ব্লগিং থামাতে পারেনি; কারণ, আমি ব্লগিং ভালোবাসি।

That's the spirit! keep it up.
খেলাঘরকে নতুন বছরের শুভেচ্ছা।


০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনার জন্য নববর্ষের শুভেচ্ছা রলো।

কবি সেলিম যেই কবিতাটি ( ১০০০% যৌন এ্যাকশানের ) লিখেছিলেন, সেটি আমি সম্ভবত: ১ম দেখেছিলাম ( কারণ আমি ব্লগে ছিলাম ); কবিতাটি দেখে মন খারাপ হয়েছিলো; কারণ, সেলিম উচ্চ-শিক্ষিত ও সরকারী বড় চাকুরী করেন। পরে মনে হলো যে, যাকে লিখেছিলো, উনাকে এই রকম পদ্য লিখলে কোন অসুবিধা হওয়ার কথা নয়; বরং উনি গর্ব অনুভব করতে পারেন!

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি ব্লগে লিখবেন রেগুলার সেই আশা রাখি। ব্লগে পিছনের পাতায় আপনি যে ঝড় তুলেন অনেকে সামনের পাতায় বসে পারে না।

ব্লগে প্রথম পাতায় কয়েকদিন ধরে অন্তত ২০০ বার পঠিত হয়েছে এমন লেখা কম। কমেন্টের কথা বাদ দিলাম।

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৫০

জেনারেশন৭১ বলেছেন:




আমি আমার পাঠকদের প্রতি কৃতজ্ঞ; আমি পেছনের পাতায় ভালো আছি।

আমি এসব পোষ্ট দিই "ব্লগটিমের" পন্ডিতদের জ্ঞানের ভান্ডার সম্পর্কে জানাতে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথায় আছে
চেনা বামনের পৈতা লাগেনা ।

..........................................................
কমেন্টস আর লাইক দেখে বুঝা যায়
কার জনপ্রিয়তা কেমন ?

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৩

জেনারেশন৭১ বলেছেন:



ধন্যবাদ।

বাংলাদেশের বেলায়, দায়িত্বপুর্ণ কাজগুলো অদক্ষদের হাতে চলে যায়।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৫

কামাল১৮ বলেছেন: আমি এই নিকে তিন বছর আটমাস।একজন সাধারণ ব্লগার।আমি কোন পাতায় আছি জানি না। মম্তব্য ছাড়া কিছুই কিছুই লিখি না।তাই পাতার খবর রাখি না।
আপনার প্রথম পাতায় থাকা দরকার।অনেকে আপনার লেখা খুঁজে পায় না।
হঠাৎ কি এমন হলো ভারত বিরোধিতা প্রায় শূন্যের কোঠায়।একজন সমন্বয় কে আর্মি তুলে নিয়ে গেছে।কেন নিয়ে গেলো কিছু বুঝা যাচ্ছে না।

০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৫

জেনারেশন৭১ বলেছেন:



সমন্বয়করা হচ্ছে আমেরিকান দুতাবসের ভাড়াটিয়া জল্লাদ; দুতাবাস ক্রমেই তাদেরকে "রিসেট" কিংবা "ডিলিট" করবে।

০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



প্রশ্নফাঁস ফেইসবুক ফিল্ড মার্শালরা ভারতকে পরাজিত করেছে; এবার তারা আমেরিকাকে ধরবে।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ততোধিক দেশপ্রেমিক সেনাপ্রধান আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে দেখা করেছেন।

এই বিষয়টি কি প্রটোকলের মধ্যে পড়ে?

এটাকে আপনি কিভাবে দেখছেন?

০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০২

জেনারেশন৭১ বলেছেন:



দুতাবাস বিএনপি'র সাপোর্ট চাচ্ছে; ট্রাম্প যদি দুতাবাসকে এই প্রজেক্ট থেকে সরে যেতে বলে, দুতাবাস বিএনপি ও উহার কোয়ালিশনকে সামনে এনে তাদের ঘাঁড়ে চাপিয়ে দিবে দেশকে।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি প্রথম পাতার চেয়ে পেছনের পাতায় বরং বেশী আলোচিত। আপনি ব্লগে না লিখলেও আগামী ১০ বছর আপনাকে নিয়ে লোকজন আলোচনা করবেন।

০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



আমি মানুষকে আমার সৎ মতামত জানানোর চেষ্টা করি।

আমাকে যারা পেছনের পাতায় রাখে, তারা যদি পেছনের পাতা থেকে তাদের গার্বেজগুলো ব্লগে ছাড়ে, মানুষ ব্লগে একটু বেশী অক্সিজেন পেতো।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ততোধিক দেশপ্রেমিক সেনাপ্রধান আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে দেখা করেছেন।

এই বিষয়টি কি প্রটোকলের মধ্যে পড়ে?

এটাকে আপনি কিভাবে দেখছেন?

১৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



রাষ্ট্রের উচিত প্রতিটি নাগরিককে জবাবদিহিতার মধ্যে রাখা।
নাগরিকদের সম্পদ ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রের কাছে থাকা উচিত।
কেউই আইনের উর্ধ্বে থাকতে পারে না।

০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২

জেনারেশন৭১ বলেছেন:



"ট্যাক্স" রিটার্ণের মাধ্যমে পশ্চিমের সরকারগুলো প্রটিটি নাগরিকের সম্পদের হিসাবে পায়।

২০| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি একবার একটি পোস্ট লিখেছিলাম এই মর্মে যে, যাদের পোস্টে তেমন মন্তব্য আসে না, মন্তব্য পাওয়ার মতো লেখালেখি করতে পারেন না, তারা চাঁদগাজী প্রসঙ্গ নিয়ে লিখুন, অনেক মন্তব্য পাবেন। পোস্ট গরম হয়ে যাবে।


০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



জটিল ভাই ১০ বছর ব্লগিং করে ৪৫০টি মন্তব্য পেয়েছিলো; এরপের সে ২০২২ সালের জুলাই ও আগষ্ট মাসে আমাকে নিয়ে ৭২টি পোষ্ট লিখে ৩৫০০'এর মতো মন্তব্য পেয়য়েছিলো।

জুল ভার্ণ, অপু, ভুয়া, সাড়ে চুয়াত্তর, ইত্যাদি কৌশলে আমার সম্পর্কে কিছু বলেই ব্লগে টিকে আছেন।

২১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্য চাই। ১- জার্মানিতে বড়দিনের উৎসবে মার্কেটে কেনাকাটার সময় পথচারীদের উপর গাড়ি তুলে দেয় একজন। ২- আমেরিকায় অরলিন্সে মেবি বড়দিনের উৎসবে একই কাজ করে একজন। প্রশ্ন হচ্ছে :
১- এগুলো কি কোন ধরণের পশ্চিমা সেটাপ? অভিবাসী নিয়ন্ত্রণের জন্য!
২- অনেক আগে কমেন্টে আলাপ করেছিলাম আপনার সাথে যে অভিবাসীদের নামে চরমপন্থীদের আমদানি করেছে নিজ দেশে পশ্চিমারা। এখন ঠ্যালা খাচ্ছে।

কোনটা ঘটতে পারে?

০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



১) নিউ অরলিয়েন্সে গাড়ী তুলে দিয়ে ১৫কে হত্যাকারী হচ্ছে আমেরিকায় জন্মগ্রহন-করা মুসলিম; সে আমেরিকাম মিলিটারীতে ১০ বছর চাকুরী করেছে। সম্প্রতি "আসল ইসলাম" গ্রহন করেছে। মানুষ হত্যা করে নিজে করেছে।

ইসলামে করণীয়:
(১) আল্লাহের কাছে পুরোপুরি আত্মসমর্পন ( জন্ম-মৃত্যু, রিজিক, জীবন আল্লাহের পথে )।
(২) আল্লাহের সাথে সম্পর্ক স্হাপন ( ৫ টি পিলারের প্র‌্যাকটিস করে )
(৩) নিজের ও নিজের দ্বীনের-মানুষদের জীবনের উন্নয়নের জন্য "জ্বিহাদ করা"।

এগুলোর প্রভাব পড়ে মানুষের জীবনের উপর; সাধারণ মানব জাতি থেকে মুসলমানেরা আলাদা



[native code]
}

০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

জেনারেশন৭১ বলেছেন:



জার্মানীতে হত্যাকারী মুসলমান ( সৌদী ডাক্তার ), মানসিক রোগী। আমেরিকা ও পশ্চিমে মানসিক রোগীরা মানুষ হত্যা করে চলেছে, ইহা থামানো মোটামুটি অসম্ভব। তবে, মুসলিম মানসিক রোগীরা যারা মানুষ মারে, তারা ইসলামিক জংগী গ্রুপদের প্রভাবে ইহা করে।

০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

জেনারেশন৭১ বলেছেন:



পশ্চিম চাহে যে মুসলমানেরা তাদের দেশে "ভাগ্যান্নসনে" যেন না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.