নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান, আমেরিকা, জামাত-শিবির আমাদেরকে "ব্যর্থ জাতিতে" পরিণত করেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭



আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী কমান্ডোদের সরায়ে নেয়, আমাদের সেনাবাহিনীকে পকেট থেকে বের করে দেয়; দেশ আমাদের!"

আমাদের জাতির বয়স ৫৪ বছর হলো, আমাদের সরকার নেই; আমেরিকান এম্বেসী ও আমাদের সেনাবাহিনী আমাদের জন্য স্বাধীনতার বিপক্ষের লোকদের ও ৫/৬ জন পাকী কমান্ডোর সমন্বয়ে ১টি পংগু ও নৈরাজ্যবাদী সরকার গঠন করে দিয়েছে! এরা নাকি আমাদের জন্য "নতুন স্বাধীনতা" এনেছে, এরা আমাদের চালাবে? এদের তো পাকিস্তানে থাকার কথা!

আমেরিকা চালাতে বারাক ওবামা ও জার্মানী চালাতে মার্কেল হিমশিম খাচ্ছিলেন; আমাদের পরাজিতদের বগশধর জল্লাদেরা আমাদেরকে চালাবে? ইয়েমেন ও লেবাননও চলছে!

আমি এই ব্লগে লিখেছিলাম কিনা "কোমলমতিরা আমাদের সংকস্কৃতি বদলায়ে দেবে"? আমাদের সংবিধান নাকি "মুজিব সংবিধান"? আমাদের পতাকা নাকি বদলাতে হবে? আমাদের জাতীয় সংগীত নাকি বদলাতে হবে? অপেক্ষা কর, তোমাদের চেহারা বদলায়ে যাবে।

আমরা পাকিদের পরাজিত করেছিলাম, এবার আমরা পাকি কমান্ডোদের ভয়ে মাটির নীচে কেন?

মনে আছে, কারা বাংগালী হয়েও এই পতাকার বিপক্ষে, এই জাতীয় সংগীতের বিপক্ষে যুদ্ধ করে আমাদের বিপুল পরিমাণ মানুষ হত্যা করে, ৯ মাসের যুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানে পালিয়েছিলো? পাকিস্তানী কমান্ডোরা অনেকদিন থেকে পার্বত্য চট্টগ্রামে আমাদের জাতীয় বিশ্বাসঘতকদের ট্রেনিং দিয়ে, জলাদ বানিয়ে আমাদের জাতিক ওদের জাতির মত বানায়েছে!




মন্তব্য ২৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

শাহ আজিজ বলেছেন: কোমলমতিদের নিয়ে আপনার ভবিষ্যৎ বার্তা সঠিক হয়েছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

জেনারেশন৭১ বলেছেন:



গর্দভ জাতি জ্বীন, ভুত ও শয়তান চিনে, নিজের ঘরের হায়েনাদের ও ১৯৭১ সালের পরাজিত জল্লাদদের বুঝতে পারে না সহজে!

আমেরিকানরা ট্রাম্পের ভয়ে কাঁপছে, তাদের দুষ্ট কুটনীতিবিদরা আমাদের জাতিটাকে হায়েনাদের হাতে তুলে দিচ্ছে বারবার।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: এদেশের শিক্ষিত জনগোষ্ঠী উটপাখির মতো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

জেনারেশন৭১ বলেছেন:




ওরা ওদের পরিবার নিয়ে, অন্যদের সুযোগ ও সম্পদগুলো দখল করে, দোযখের মাঝে আনন্ষে আছে।

যারা লেখে জ্বীন মানুষকে নিয়ে যায় ও পরে দিয়ে যায়, যারা পোষ্ট লিখতে জন্য সুরাহ খোঁজে, যারা মনে করে যে, দেশ থাকবে মিলিটারীর হাতে সেগুলো শিক্ষিত নয়, এগুলো পিগমী।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: এদেশে যারা আন্তর্জাতিক বিষয় নিয়ে পড়ে এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এরা যে কি পড়ে কি বুঝে এরাই ভালোই জানে। একজনের এনালাইসিস ঠিক হয় না। এদের কথা আর বাস্তবে মিল পাই না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

জেনারেশন৭১ বলেছেন:



সামুতে নতুন এক "কমপ্লেক্স ম্যানেজমেন্ট'এর বিশ্লেষক এসেছেন": মেঘ হলে সুর্য কেন দেখা যায় না, বাচছা কেন মায়ের দুধ খায়, মাছ কেন পানিতে বেঁচে থাকে, রাতে কেন চাঁদ দেখা যায়, সব বালছাল বিশ্লষণ করছেন; আমেরিকার ২য় শ্রাণীর বাচ্চা নাসার নতুন নতুন আবিস্কার নিয়ে উনার চেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে; বাংগালী ছেলেয়েরা এখন টেক্সট বই পড়ে না।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৫

গেঁয়ো ভূত বলেছেন: আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ গড়বো। চলে যাবার আগে তোদের পাকী কমান্ডোদের সরায়ে নেয়, আমাদের সেনাবাহিনীকে পকেট থেকে বের করে দেয়; দেশ আমাদের!"

যথার্থ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩১

জেনারেশন৭১ বলেছেন:



ধন্যবাদ, আমেরিকাকে বললে আমেরিকান সাধারণ মানুষ বুঝতে পারবে; আমেরিকান মানুষজন ভালো; ওদের কুটনীতিবিদরা ভালুকের মতো বদমেজাজী ও হারামী।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৬

সৈয়দ কুতুব বলেছেন: সেনাপ্রধান কে নিয়ে খুব সন্দেহ হচ্ছে। মিশরের সিসির মতো সরকার গঠন করতে চাচ্ছে নাকি? ওয়াকারের ভাবসাবে খুব দাম্ভিকতা দেখা যাইতেসে। দেশের কর্মচারী হয়ে সে ইউনূস সরকার সহযোগিতা করতে চায় যেখানে এটা তার কাজ! ওয়াকারের সাম্প্রতিক বক্তব্য দেখুন ভালো করে। #:-S

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫১

জেনারেশন৭১ বলেছেন:



আমি আইয়ুব খান থেকে ওয়াকার অবধি দেখে আসছি; এরা জেনারেল; পাকিস্তানী ও বাংলাদেশী কোন লেফটানেম্ট শেখকে মানুষ হিসেবে গণ্য করেনি। ফলে, ভুয়া মফিজ কিংবা ঢাবিয়ানকে কি ওরা মানুষ হিসেবে গণ্য করবে?

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



নতুন সাহেব ও সত্যপথিক সাহেব মনে করতেন এরা জামাতের পান্ডা না! সত্যপথিক সাহেব আলাভোলা টাইপের মানুষ কিন্তু নতুন সাহেব একই বিষয় নিয়ে আপনার সাথে প্রচুর আলোচনা করেছেন, যে এরা জামাত শিবিরের পান্ডা না। নতুন সাহেবের এমন ভুল হবার কারণ কি?

আপনি কমান্ডো বলে বলে কমান্ডোর নাম খারাপ করছেন, কমান্ডো রাষ্ট্রীয় ইউনিফর্মড প্রপার্টি। আপনি যাদের কথা বলছেন, এরা উসামা বিন লাদেন গং এর অনুসারী, এদের পরিচয় দেশদ্রোহী সন্ত্রাস। - এদের আর কোনো পরিচয় নেই।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৪

জেনারেশন৭১ বলেছেন:




আমি এদেরকে পাকি কমান্ডো ডাকি, মানে জল্লাদ।

নতুন সাহেবের ভাগিনা ১ দিন আন্দোলনে যাবার পর, উনি বোন ও ভগ্নিপতির সাথে কথা বলে, ঐ বাচ্ছার আন্দোলনে যাওয়া থামিয়ে দিয়েছেন; যারা মরেছে তার মাঝে উনার ভাগিনা নেই।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মুখোশ খুলে যাচ্ছে ধীরে ধীরে।
ভেড়ার চামড়ার আড়ালে তাহলে কি নেকড়ে লুকিয়ে ছিল?

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৭

জেনারেশন৭১ বলেছেন:




আপনি কি ভুয়া মফিজ, ঢাবিয়ান, জুল ভার্ণ এর মতো ব্লগিং করছেন? আমিতো ভেঁরাে চামড়া-পরা নেকড়ের ছবি দিচ্ছে জুলাই'র ১ম সপ্তাহ থেকে।

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৯

কলাবাগান১ বলেছেন: সময় হয়েছে এই ছবি বদলিয়ে ভেড়ার চামড়া সরিয়ে সরাসরি নেকড়ে হিসাবে ভেড়াকে কামড়িয়ে ধরার ছবি দেবার। গুটিকয়েক রাজাকার রা বংগবন্ধুএর ছবিতে রং/জুতা মারার উৎসব করেছে আজ ..... ব্লগার নতুন এর মতে কি তারা ঠিক পথেই আছে? তারা এমন উগ্র যে কথা বার্তায় ......

০৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৫২

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগার নতুন প্রবাসে আছেন; জামত-শিবিরের মিশন, পাকিস্তানে আইয়ুবের ক্ষমতা দখল, জিয়া কর্তৃক শেখ হত্যা ও আমাদের সেনাবাহিনী কর্তৃক বার বার রাজনৈতিক দল গঠন ইত্যাদি সঠিকভাবে বুঝেন বলে মনে হচ্ছে না।

আমাদের লোকেরাই আমাদের জাতিটাকে পাকীদের ও আমেরিকার হাতে তুলে দিয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



আপনি ব্লগে লিখুন, লিলিপুটিয়ানদের গরুর রচনা আর কত পড়বো?

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই ব্লগে আমি আছি আপনার এবং রাজিব নূরের লেখা পড়তে আমি ।

এখানে কোন লেখা পোস্ট করতে চাই না।

০৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১১

জেনারেশন৭১ বলেছেন:




আপনি এখন ইউরোপিয়ানদের দেখছেন, আমাদের ব্লগারদের দেখছেন; আগে আপনি এশিয়ানদের দেখেছিলেন; আপনার অভিজ্ঞতা লেখার দরকার আছে।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: নতুন সাহেবের ভাগিনা ১ দিন আন্দোলনে যাবার পর, উনি বোন ও ভগ্নিপতির সাথে কথা বলে, ঐ বাচ্ছার আন্দোলনে যাওয়া থামিয়ে দিয়েছেন; যারা মরেছে তার মাঝে উনার ভাগিনা নেই।

আমার বোন ভগ্নিপতি আমাকে অনুরোধ করেছে তাদের আন্দোলনে যেতে থামিয়ে দিতে। আমি তাদের যেতে বাধা দেইনাই, আমি সাবধান হতে বলেছি। অহেতুক বীবত্ব দেখাতে গিয়ে গুলি না খেতে বলেছি, সাবধান হতে বলেছি।

আন্দোলনে জামাতীরা ছিলো সেটা সাভাবিক। সত্রুর সত্রু বন্ধ, তাই আন্দোলনে সবাই হাত লাগাবে পতন তরান্নিত করতে সেটাই সাভাবিক।

কিন্তু পাকীরা পরিকল্পনা করে এটা করছিলো, জামাত নেতৃীত্ব দিচ্ছিলো সেটার বিপক্ষে ছিলাম আমি।

কিন্তু বর্তমানে জামাতী আস্ফালনের করান এরা উইপোকার মতন লুকিয়ে ছিলো এবং বর্তমানে পরিবেশের জন্যই তারা বাইরে উড়াউড়ি করছে।

নেতৃত্বে যাবার আরেক তরিকা হইলো নিজের ঢোল নিজে বাজানো। জামাতীরা জুলায়ের পাওয়ার ভয়েডের সুযোগে তাদের অবস্থান শক্ত করার চেস্টা করে যাচ্ছে। সেটা সবাই করতে চাইবে সেটাই সাভাবিক। কিন্তু জনগনকে সচেতন ভাবে জামাতীদের বেছে আলাদা করে রাখতে হবে সেটা অনেকেই করছেন না।

দেশের জনগনের ইসলামী বিশ্বাসকে কাজে লাগিয়ে দেশের মানুষকে ভারতের বিপক্ষে আর পাকিস্তানীদের মুসলমানী ভাইয়ের ইমেজের পেছনে মোল্যারা কাজ করেছে। জামাতীরা সেই সুযোগ নিচ্ছেন।

তবে জামাতীরা যতই লাফালাফি করুক, দিনের শেষে জামাতীরা ক্ষমতায় আসবেনা। ড: ইউনুস জামাতীদের ক্ষমতায় আসতে দেবেনা। আমেরিকা জামাতীদের ক্ষমতায় আসতে দেবেনা। দেশের জনগনও জামাতীদের ভোট দেবেনা।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭

জেনারেশন৭১ বলেছেন:




দেশ াআমেরিকান দুতাবাস ও সেনাবাহিনীর হাতে। দুতাবাস পাকিস্তানীদের ট্রেনিং দেয়া জল্লাদ শিবিরদের সরকারে স্হান দিয়ে জাতিকে নৈরাজ্যের মাঝে ঢুবিয়ে দিয়েছে; লিলিপুটিয়ান ব্লগারেরা জল্লাদদের "বুদ্ধীজীবি" হিসেবে মেনে নিয়ে ব্লগে গার্বেজ ছাড়ছে।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০

চারাগাছ বলেছেন:
জামাত ক্ষমতা পাবেনা।
বিএনপি লীগ জোট হবে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

জেনারেশন৭১ বলেছেন:




সরকার চলাবে মিলিটারী ও ব্যুরোক্রেটরা; দেশকে ব্যুরোক্রেটরা ও মিলিটারীরা ৫২ বছর নিজেদের কন্ট্রোলে রাখায় ও মিলিটারী থেকে ২টি দল সৃষ্টি করায় দেশে "১ জন জ্ঞানী রাজনীতিবিদও নেই, এমপি হওয়ার যোগ্য ১ জন মানুষ নেই"। সর্বশেষ, আধা-রাজনীতিবিদ ছিলেন মতিয়া চৌধুদী, বাকীরা হায়েনা।

১২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আজকের পোস্ট নিয়ে আপনার মন্তব্য কি? শিক্ষিত লোক এসব কাজ করলে কেমনে কি?

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



ডা: নুরুল ইসলাম শেখের চিকিৎসা করার সুবাদে ভয়ংকর ডাকাতীর লাইসেন্স পেয়েছিলো, শত একর জমি ফ্রি পেয়েছিলো; এখন শুধু ডাকাতদের ছেলেয়েরা ৪০/৫০ লাখ খরচ করে, পড়ালেখা না করে সার্টিফিকেট পাচ্ছে।

উনার ইউনিভার্সিটিটা কেড়ে নিয়ে, উহাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ২য় ক্যাম্পাস করতে হবে; এই ডাকাতের নাম মুছে দিতে হবে।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তবু আমি ব্লগে আর লিখবো না।
আপনাকে অপমানের চূড়ান্ত করে ছেড়েছে এই ব্লগ।
আমি এই বছর বই আনতে চেয়েছিলাম কথা প্রকাশ থেকে।
আমার পান্ডুলিপি হারিয়ে যাওয়ায় সেটা আর হচ্ছে না।
আগামীতে আমার বই আসবে।
এছাড়া আমি ফেসবুকে লিখি। সেখানে অনেক পাঠক।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৬

জেনারেশন৭১ বলেছেন:



বইটা কিসের উপর ছিলো?

আমাকে অপমান করায়, আমি বুঝতে সমর্থ হয়েছি, দেশের কতভাগ শিক্ষিতরা পড়ালেখা না'করে, সার্টিফিকেট পেয়ে গেছে! কেন আমাদের ১০০ শিক্ষিত ১০০ জন ভারতীয়দের মতোও দক্ষ নয়; কেন ব্লগের বেশীরভাগ ব্লগার অপ্রয়োজনীয় গার্বেজ লেখেন।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব শেখ হাসিনার উপর প্রতিশোধ নিতে গিয়ে দেশের বারোটা বাজাবেন।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

জেনারেশন৭১ বলেছেন:





সেই লোক নিজের টাকা পয়সা ও ব্যবসা গুটানোর জন্য সুযোগ নিচ্ছে; সময় মতো সরে যেতে পারলে শিবির থেকে বাঁচবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.