নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ব্লগার জেনারেশন৭১ জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ হবেন না। যদি আপনি ওনার সংগে রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং উনি যা বলবেন সেটাই একমাত্র সঠিক এটা মেনে নিতে পারেন তাহলে ওনার মতো ভালো মানুষ দ্বিতীয়টি আর পাবেন না।
কিন্তু যদি আপনি তার মতের বিরুদ্ধে যান বিশেষ করে আপনি যদি আওয়ামী বিরোধী কোন কথা বলেন তাহলে আপনার রেহায় নেই; তাহলে আপনার সব লেখা ও মন্তব্য হবে গার্বেজ, গরুর রচনা। উনি নিজেকে অনেক জ্ঞানী ভাবেন এবং এটাও উনি পোষন করেন যে ওনার মতো জ্ঞানী বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশের কোন প্রফেসর শিক্ষক আমলা এবং রাজনীতিবিদ কাউকেই উনি নূন্যতম জ্ঞানীও ভাবেনা না আমজনতা তো দূরের বিষয়। উনি বাংলাদেশের সবাইকে লিলিপুটিয়ান, মগজহীন, প্রশ্নফাঁস, ফেসবুক জেলারেল ইত্যাদী তুচ্ছতাচ্ছিল্য ভাষায় বিশেষায়িত করেন।
উনি কখনো হাসিনার দোষের কথা শুনতে চান না। যদিও জিয়া এরশার খালেদা যতটা না অন্যায় করেছে তার কয়েগুন বেশি অন্যায় করেছে হাসিনা। হাসিনার মতো কেউ এতো মানুষ হত্যা ও গুম করেনি। হাসিনা গুম করে বাংলাদেশে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে। হাসিনার মতো এতো অর্থও কেউ পাচার করেনি। তার আমলা মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা , ধেরে নেতা, তেড়ে নেতা সবাই কোটি টাকার মালিক। কোটি বললে ভুল হবে যেটাই ধরা পড়ে সেটাই কমপক্ষে শতকোটি টাকার মালিক! হাসিনার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক! এসব কথা উনি আম্লিগের চ্যালাচামুন্ডার মতো বিশ্বাস করেন না।
উনি বাংলাদেশকে ত্যগ করেছেন কয়েগ যুগ আগে তারপরও উনি কুমিরের কান্না করে যাচ্ছেন যে, দেশ সিরিয়া ইয়েমেন হয়েছে বা হয়ে যাবে। অথচ উনি ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ভাংচূড় নিয়ে কোন কথা বলেননি কোথাও যদি বলেও থাকে তাহলে সেখানে বাংলাদেশরই দোষ দিয়েছেন। ওনার মতে ভারত বাংলাদেশের সংগে যা করছে তা সবই সঠিক বরঞ্চ বাংলাদেশ যা করছে তা সবই ভুল।
উনি ওনার আইকিউ মেরিলিন ভস সাভান্ত এর সর্বোচ্চ আইকিউ ২২৮ থেকেও বেশি ভাবেন যেটা তাঁরছেড়া পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আজকে সেই প্রলাপ নিয়ে তৈরি করলাম গরুর রচনা।
সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ ২০২৫।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগকে ভালোবসেন মানে হলো ওনার সময় কাটার কোন রাস্তা নেই বয়স্ক মানুষ তাই ব্লগেই পড়ে থাকেন।
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪
আমি সাজিদ বলেছেন: তার বেশ কিছু জিনিস আমি পছন্দ করি না। উনি ব্লগে ফিডব্যাকটা মাঝে মাঝে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যান। সবাই সব বিষয়ে আগ্রহী নন এইটা বোধহয় ভুলে যান।
কিন্তু এই ব্লগে তাকে দরকার আছে।
তার কিছু লেখা ভাবনার উপকরণ হিসেবেও কাজ করে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি আওয়ামীলীগ সমর্থন করি না, উনি করেন। এখন থেকে আওয়ামীলীগের সমালোচনা করছেন , এইটা পজেটিভ দিক।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও মানি উনি ভালো লেখেন তবে উনি কাউকেই মানুষ মনে করেন না ওনার কাছে সবই প্রশ্নফাঁস, লিলিপুটিয়া ইত্যাদী ইত্যাদী। আম্লিগের প্রচন্ড ফেসিবাদ নিয়ে লেখায় উনি আমার ওপর খুবই রাগান্বিত অথচ ওনাকে কখনো আমি অসম্মানমূলক কথা বলিনি। গত দু এটা পোস্টে অবশ্য বলেছি।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২০
বাকপ্রবাস বলেছেন: আমাকে প্রচুর ব্যাক্তি আক্রমণ করেন, আমি মুরুব্বি হিসেবে নোংরা ঘাটিনা
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যক্তি আক্রমণ ওনার স্বভাব।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫
মিরোরডডল বলেছেন:
উনি কখনো হাসিনার দোষের কথা শুনতে চান না।
মশিউর মাই ডিয়ার, একমত হতে পারলাম না।
আওয়ামী লীগের শাসনামলেও শেখ হাসিনার সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন খেলাঘর।
অন্য কোন ব্লগার এমন ওপেনলি শেখ হাসিনার সমালোচনা করেনি, যেটা খেলাঘর এভরি নাউ এন্ড দেন করেছে।
জিয়া এরশাদ খালেদা এবং শেখ হাসিনা, সবার অপকর্ম নিয়ে লিখেছেন।
উনি একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী সাপোর্টার, কিন্তু একই সাথে সমালোচক।
এনিওয়ে, মশিউরকে নতুন বছরের শুভেচ্ছা।
বাংলাদেশের জন্যও শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি জ্ঞানী মানুষ এবং ভালো লেখেন আমিও স্বীকার করি কিন্তু ওনার প্রশ্নফাঁস, ফেসবুক জেনারেল, লিলিপুটিয়া, মগজহীন, গার্বেজ, আবর্জনা ইত্যাদি বিশেষন শুনতে আর ভালোলাগে না। ওনার সংগে আমার কখনো দুকথা হয়নি তবে হাসিনার পতনের পর ফেসিজম নিয়ে লেখার কারণে মনেহয় আমি ওনার শত্রুতে পরিনত হয়েছি তাই গত দুএকটি পোস্টে আমার সংগে মন্দ কথা বিনিময় হয়েছে।
পরিশেষে মিরোর জন্যও নতুন বছরের শুভেচ্ছা।
৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ভুলভাল কথা লিখেছেন।
উনার সবচেয়ে ভালো কাজ হচ্ছে- উনি মন্দকে স্পষ্ট করে মন্দ বলেন। বালো কে ভালো বলেন। উনি তেলবাজি করতে পারেন না।
উনি একজন গ্রেট ব্লগার।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার রাজিব দা তাই তো আপনার কথা উল্লেখ করেছি, আপনি ওনার কাছে সবচেয়ে বালো মানুষ।
৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৮
আমি সাজিদ বলেছেন: আমাকেও বেশ কয়েকবার ব্যক্তি আক্রমণ করেছেন। আমি মনে রাখি নি। আমি উনাকে মন্তব্যে কিছু নির্দিষ্ট শব্দের ব্যবহার না করতে অনুরোধ করবো।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও ওনাকে পছন্দ করি। উনি কটু কথা বলার পরও আমি ওনার লেখায় মন্তব্য করি। উনি রাগে আমার লেখায় আসেন না। উনি আম্লিগের অপকর্মের কথা শুনতে চান না।
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: প্রশ্নফাঁস
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিলিপুটিয়ান
৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই তো জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি
আমি জ্ঞানী নই। বেশী জ্ঞানী ভেবে নিজেই নিজের ক্ষতি করেন তিনি
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবসম্প্রসারণ লিখুন “দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য”
৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
কামাল১৮ বলেছেন: কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না। প্রমান করতে হবে সে খারাপ।একজনকে খুনি বললেই সে খুনি হয়ে যায় না,যতক্ষন না প্রমান হব সে খুন করেছে।
সমন্বয়ক কারো কারো ফেসবুক আইডি নাকি বন্ধ।কথাটা কতটুকু সত্য।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না।
সমন্বয়ক কারো কারো ফেসবুক আইডি নাকি বন্ধ সেটা আমার জানা নেই।
১০| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮
নতুন বলেছেন: উনার ১ টাই সমস্যা সেটা হলো ব্যক্তিআক্রমন।
তাছাড়া তার এনালাইসিস ভালো। আমি বলবো খুবই ভালো। যারা তার পেছনে লেগে আছে তাদের থেকে ভালো।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার এনালাইসিস ভালো সেটা আমিও স্বীকার করি তাই আমি পড়ি এবং উনি যখন ব্যন ছিলেন তখন আমি ব্যন মুক্তির জন্য কতৃপক্ষকে অনুরোধ করেছি।
১১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার সবই ভালো তবে উনি নিজে ছাড়া কাউকে জ্ঞানী মনে করেন না।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই।
১২| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
১৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ভালো বলেছেন। উনি একজন গরুর রচনা বিশেষজ্ঞ ব্যক্তি। আশাকরি তিনি ভবিষ্যতে প্রথম বাংলাদেশী হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল সাহিত্য পুরুষ্কার পাবেন।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরুর রচনা বিশেষজ্ঞ হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরুষ্কার!
১৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার গরুর রচনা।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার গরুর রচনা পছন্দ হয়েছে।
১৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনাকে আমারো একেবারে য খারাপ লাগে তা নয়। ওনার গল্প আমাকে টানে। লেখার হাত পাকা বলেই নিজের মধ্যে কিছু্টা অহংকার পোষে যান। দুই একজন শিষ্য রেখে নিজেকে বড় ভাবনার অবকাশ পান। তবে এত যদি ওনি খুশি থাকেন সমস্যা নেই কাউকে আক্রমন করা বন্ধ করলে ব্লগে ওনাকে নিয়ে ক্যাচালটা সমাধান হয়ে যেতো।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই উনি লেখেন ভালো কিন্তু ওনার প্রশ্নফাঁস, ফেসবুক জেনারেল, লিলিপুটিয়া, মগজহীন, গার্বেজ, আবর্জনা ইত্যাদি বিশেষন শুনতে আর ভালোলাগে না।
১৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, যার হয়না ৯ এ, তার হয়না ৯০ এ।
আর উনি কোন এক সময় সময় বলেছিলেন ( চাঁদগাজী থাকার সময়) , উনি শৈশবে অনেক গরু চরিয়েছেন। সাথে সাথে উনি গরুকে ব্যাফোক ভালবাসেন।( যদিও আমরা সবাই গরুকে ভালবাসি, কারন গরু উপকারী প্রাণী আমাদের সবার জন্য)। আর সেই কারনে উনার ভালবাসার বহিঃপ্রকাশ উনি গরুর মাধ্যমেই প্রকাশ করেন। আশে-পাশের সব ভাল কিছুতেই তিনি গরুকে খোজে পান এবং উনার ভাললাগা-ভালবাসা প্রকাশের উপমা হিসাবে তিনি গরুকেই তুলে ধরেন। কারন - আমরা সবাই তাকেই অনুকরন-অনুসরন এবং উদাহরন হিসাবে তুলে ধরি , যাকে ব্যাফোক বালা বাই ।
যদিও গরু আদতে নিরীহ প্রাণী তবে আমাদের মাঝে কিছু কিছু গরু কিছুটা দুষ্ঠু প্রকৃতির হয়ে থাকে এবং সময় সময় মন-মর্জির হের-ফেরে কিছুটা ফোস ফোস এর সাথে কখনো কখনো শিং এর গুতা-গুতির সাথে সাথে লড়াইও করতে আগ্রহী হতে দেখা যায়। এসব দুষ্ঠামী কনসিডার করলে গরুকে আমরা নিরীহ প্রাণী হিসাবেই পাবো।
এদিকে আমাদের মৃত চাঁদ-সোনাগাজীর সাথে হরিহর আত্মা সম্প্রতি জন্ম নেয়া জেনারেশন ৭১ ও আদতে নিরীহ একজন মানুষ। যিনি ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত। উনি নিজেকে যদিও অনেক কিছু ভাবে, আদতে তিনি বয়সের ভারে ন্যুজ,একজন মানুষ যার অর্থনৈতিক উপযোগীতার কোন কাজ নেই। আর তাই সময় কাটানোর জন্য ভাই সামুতে সময় ব্যায় করে দিনের বেশীর ভাগ।
সিনিয়র সিটিজেন এবং আমেরিকার নাগরিক হিসাবে ভাইকে আমাদের সবাইকে একটু সয়ে নিয়ে আমরা ভাইকে উৎসাহ দেই, যাতে ভাইয়ের জীবনের বাকী দিনগুলি আনন্দময় হিসাবে এ দুনিয়ায় কাটাতে পারে।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সিনিয়র সিটিজেন হিসেবে আমি তাকে শ্রদ্ধা ও সম্মান করি।
১৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭
জটিল ভাই বলেছেন:
এই লিখার বিরুদ্ধে প্রতিবাদ রেখে গেলাম
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রতিবাদের হেতু কী জানতে পারি সহজ ব্রাদার?
১৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯
জুল ভার্ন বলেছেন: 'হাইরে মানোস'! আকালের দেশেলেখার টপিকের এতো আকাল পড়েছে!
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরুর রচনাই এখন মূখ্য উপজীব্য।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেধার অপচয় সমর্থন করা যায় না ।
২০| ০৩ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনি কখনো হাসিনার দোষের কথা শুনতে চান না।
মশিউর মাই ডিয়ার, একমত হতে পারলাম না।
আওয়ামী লীগের শাসনামলেও শেখ হাসিনার সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন খেলাঘর।
অন্য কোন ব্লগার এমন ওপেনলি শেখ হাসিনার সমালোচনা করেনি, যেটা খেলাঘর এভরি নাউ এন্ড দেন করেছে।
জিয়া এরশাদ খালেদা এবং শেখ হাসিনা, সবার অপকর্ম নিয়ে লিখেছেন।
উনি একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী সাপোর্টার, কিন্তু একই সাথে সমালোচক।
এনিওয়ে, মশিউরকে নতুন বছরের শুভেচ্ছা।
বাংলাদেশের জন্যও শুভকামনা।
২১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
দুষ্টদের আমি ক্ষমা করবো না।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। তবে উনি ব্লগকে ভালোবাসেন।