নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য ২০২৪ সালের সবচেয়ে বড় ঘটনা, আমেরিকান এম্বেসীর হাতে শেখ হাসিনার পতন; তিনি এই মহুর্তে সবচেয়ে ধিকৃত বাংগালী রাজনীতিবিদ। কিন্তু তিনি এখনো ৫০ হাজার ( আনুমানিক ) জীবিত মুক্তিযোদ্ধোদের কাছে সবচেয়ে ঘনিষ্ট আপনজন।
মিনিমাম রাজনৈতিক জ্ঞান নিয়ে শেখ হাসিনা ৪৪ বছর রাজনীতি করে গেছেন দাপটের সাথে! ইহা কি প্রমাণ করে? ইহা প্রমাণ করেছে, এই জাতির গর্দভ রাজনীিতিবিদদের মাঝে তিনি ছিলেন শক্তিশালী গর্দভ। জাতির সৎ ও দরিদ্র অংশ এর জন্য ভয়ানক মুল্য দিয়েছেন ও আরো দেবেন সামনের দিনগুলোতে; জাতির হায়েনারা ( জামাত-শিবির, জে: জিয়া, এরশাদ, বেগম জিয়া, ব্যুরোক্রেটরা, সেনা বাহিনীর অফিসারেরা, এস আলম, বসুন্ধরা, যমুনা গ্রুপ, বেক্সিমকো, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার ও আরো ২০০ পরিবার ) আশাতীতভাবে ডাকাতী করে জাতির সমস্ত সুযোগ ও সম্পদ দখল করে নিয়েছে।
হাসিনা এখন ভারতে; তবে, তিনি ভারতের জন্য গলার কাঁটায় ( কুটনৈতিকভাবে ) পরিণত হয়েছেন; ইন্দিরা না'থাকলেও উনার বদান্যতার কারণে তিনি ভারতে আছেন। উনি ভারতে থাকায়, দেশের '৭১'এর পরাজিত শক্তি এখনো ভীত, তারা প্রচার চালাচ্ছে যে, ভারত উনাকে পুনর্বহাল করতে পারে, যা গর্দভের জ্বর ব্যতিত অন্য কিছু না।
দেশ এখন ভয়ংকরদের হাতে; আমেরিকান এম্বেসী ইহাতে একা নয়, ইহাতে পাকিস্তানের মিলিটারী যুক্ত আছে; তাদের এজেন্ডা ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ; তারা ইহা করছে তাদের জারজ সংস্কৃতির সন্তানদের কাজে লাগিয়ে। তারা চেষ্টা করছে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে ইহাকে ধ্বংস করে, নিজেদের লেভেলে নিতে। আগামীদিনগুলোতে ইহার ফয়সলা হবে।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
সিরিয়ায় আমেরিকানরা সুন্নীদের ট্রেনিং দিয়েছিলো বাশার ও ইরানের শিয়া মিলিশিয়া ঠেকাতে, ওরা আইএস গঠন করে গৃহযুদ্ধ শুরু করেছিলো। এখানে আমেরিকা ও পাকিস্তান মিলে শিবিরকে ট্রেনিং দিয়েছে।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৬
আঁধারের যুবরাজ বলেছেন: সিরিয়ার প্রেক্ষাপট ,উদ্দেশ্য বা কারণ এবং পার্শবর্তী দেশগুলির নিজস্ব স্বার্থ এবং বাংলাদেশের প্রেক্ষাপট এক না গাজী ভাই। গৃহযুদ্ধ হবে না এই দেশে।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭
জেনারেশন৭১ বলেছেন:
জাতি হিসেবে সিরিয়ার সাথে আমাদের প্রেক্ষাপট এক নয়; তবে, সিরিয়াতে যারা আইএস গঠন করেছিলো, শিবির তাদের থেকে আরো ভয়ানক কিছু।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮
জেনারেশন৭১ বলেছেন:
মনে হয়, আমেরিকা এখন চেষ্টা করতে কমান্ডো ছেলেগুলোকে নিস্ক্রিয় করতে; ইহা কোনদিকে যায় বলা মুশকিল।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৯
সৈয়দ কুতুব বলেছেন: সোনাগাজী নিকের পতন ব্লগের সালতামামিতে শেখ হাসিনার পতন থেকে বড়ো বলে উল্লেখিত হয়েছে। আমি ব্লগের সালতামামি তে স্থান পেয়েছি সবার প্রথমে। কিন্তু ব্লগীয় রাজনীতির খেলায় ' ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড ' তকমা পেলুম। । আমি বছরের ৯ মাস পর ব্লগে এলুম। আমার সালতামামিতে স্থান পাওয়া অবাক কান্ড!
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২০
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের সরকারে, ব্যুরোক্রেসীতে, রাজনৈতিক দলে ও পুলিশে ক্রিমিনালরা ভালো করে, সামুতেও একজন ক্রিমিনাল দাপটের সাথে টিকে আছে।
আপনাকে ভয় পাচ্ছে সেই ক্রিমিনাল।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: মুক্তি যুদ্ধের একটা প্রধান চেতনা ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।যেটা আওয়ামি লীগ গ্রহন করে তার নাম থেকে মুসলিম শব্দটি বাদদিয়ে।আগে নাম ছিলো আওয়ীমী মুসলিম লীগ।স্বাধীনতার আগ পর্যন্ত তারা পুঁজিবাদের কট্টর সমর্থক ছিলো।মনি সিংহের পাল্লায় পরে তারা চার নীতির সাথে সমাজতন্ত্র যোগ করে।তার প্ররচনায় বাকশাল কায়েম করে।এখানে তাজ উদ্দিনের হাত ছিলো।
এই সুযোগ নেয় আমেরিকা ।তারা কিছু সৈনিককে যোগাড়করে মুজিবকে সপরিবারে নিহত করে।তার পর থেকে আওয়ামি পরিবারের সাথে আমেরিকার সম্পর্ক আর ভালো হয় নাই।
এখনতো আরো খারাপ হয়ে গেলো।
এই উপমহাদেশে পরিবার তন্ত্রের একটা প্রভাব আছে।এখানে রাজনন্ত্র্রের দৃঢ় ভূমি ছিলো।ভারতে গান্ধী পরিবারে হাতে এখনো কংগ্রেসের নেতৃত্ব।মুজিব পরিবার থেকে পরবতরতি নেতৃত্বে কে আসে সেটাই এখন দেখার বিষয়।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩
জেনারেশন৭১ বলেছেন:
শেখ সাহেব শেখ হাসিনাকে পরিবারের মেয়ে হিসেবে তো রাজনীতিতে আনেননি; দেশকে মিলিটারী থেকে মুক্ত করার মতো ১ জনকে খুঁজছিলেন ইন্দিরা; তিনি শেখ হাসিনার চেয়ে সাহসী কাউকে পাননি; ফলে, শেখ হাসিনা এসেছিলো।
বেগম জিয়াকে এনেছিলো জে: জিয়ার ক্রিমিনাল জেনারেলরা।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১০
জেনারেশন৭১ বলেছেন:
ধন্যবাদ, আপনার জন্যও নববর্ষের শুভকামনা রলো।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১
আমি সাজিদ বলেছেন: @কুতুব, আপনি যদি নির্দিষ্ট দলের লোক না হয়ে নিরপেক্ষ থাকতে চান, তাহলে দুই/ তিন পক্ষ থেকে ট্যাগ খাবেনই।
আপনি এই বছরে ব্লগের সেরা আবিষ্কার। লিখতে থাকুন।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
আদিত্য ০১ বলেছেন: গাজী ভাইয়ের অনেক মতামত মিলে যায়। সমন্বয়ক সারজিসকে শিবিরে বরণ করে নেওয়াতে পুরুপুরি প্রমান করে ছাড়লো জামাত শিবিরের মেটিকুলাস ডিজাইন। আর ওদের পাকি কমান্ডোর সাথে ছবিও বের হইয়েছে অনেক আগেই। গাজী ভাইয়ের অনেক মতামত মিলে যায়
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪২
জেনারেশন৭১ বলেছেন:
আমি এই ঘ্বণিত সাপের বাচ্চাদের ১৯৬৮ সাল থেকে দেখে আসছি; এই হায়েনাগুলো যেকোন জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট!
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা এসব পাকী কমান্ডোদের লালন পালন করছে এখন; কিন্তু আমেরিকা জানে যে, ইহারা সুযোগ পেলে এম্বেসীতেও হামলা চালাবে।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
আদিত্য ০১ বলেছেন: সমন্বয়ক সারজিস কিন্তু ছাত্রলীগের লাঠিয়ালের একজন ছিলো, এমনকি শেখ হাসিনার সাথে ছবিও আছে
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫
জেনারেশন৭১ বলেছেন:
এগুলোকে কম বয়সে শিবিরে নিয়ে ভালো ট্রানিং দিয়ে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নে ঢুকায়েছে জামাত; কয়েক হাজার থাকতে পারে এই রকম।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১
আদিত্য ০১ বলেছেন:
২টা ছবির বাম পাশে লাল বৃত্তের মানুসটা হল পাকি সেনাবাহিনীর স্নাইপার ও কমান্ডো যতটুকু জানতে পেরেছি, আর ওর ফেসবুক প্রোফাইলে অনেক স্নাইপার ও স্নাইপিং করার পোস্ট আছে যেগুলো বলাও আছে গত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ও স্নাইপিং-এর যুদ্ধ করা
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৬
জেনারেশন৭১ বলেছেন:
দেশে অনেক পাকি কমান্ডো কাজ করছে।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩২
ক্লোন রাফা বলেছেন: একমত হয়ে আরো যোগ করছি ।হাসিনা ছাড়া বঙ্গবন্ধু এবং যুদ্ধাপরাধের আংশিক বিচার কখনো হইতে পারতো না ।
হাসিনার সাফল্য/ রাজাকার, পাকিস্তানের দালাল আর নব্য গো.আজম শাসকেরা তাকে ভয় পায়।এই একটা ইমেজ তিনি সৃষ্টি করেছেন ।
ভবিষ্যতে সাহসী কেউ বাকি অপরাধের বিচার করবে ইনশাআল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥
ধন্যবাদ,চাদগাজী ।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
সঠিক, শেখ হাসিনা না'হলে শেখ সাহেবের হত্যার বিচার হতো না; শেখ হাসিনা ফিরতে পারে, এই ভয়ে এরা এখনো ঘুমাতে পারছে না।
জামাতের ইতিহাস হলো, এরা মানুষ হত্যা করে ও ফাঁসীতে ঝুলে।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: ক্লোন রাফা@শেখ হাসিনার কি একমাত্র দায়িত্ব ছিলো শেখ মুজিবুর রহমানের বিচার এবং ওয়ার ক্রিমিনাল দের বিচারের মুখোমুখি করা? আর কোন দায়িত্ব ছিলো না। শেখ হাসিনা, আপনি বা আপনারা সবসময় মনে করেন শাস্তির মাধ্যমে এবং গণ নিধনের মাধ্যমে চরমপন্থীদের দমন করবেন। অথচ দেশের ৭০ ভাগ তরুণ শেখ হাসিনার আমলে ইসলামিক মুভমেন্টের সাথে জড়িত হয়ে গিয়েছে। ভুল রাজনীতি করেছে শেখ হাসিনা। এর খেসারত জাতি দিবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও জংগীবাদ বাদে আর কোন বিষয় নিতে রাজনীতি করতে পারে না। ইভেন আওয়ামী লীগের আমলে কতিপয় ভালো কাজের প্রচার তারা করে না।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:০৬
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনা রাজনীতির "র" বুঝলে, ও বাংগালীদের সাথে মিশলে কখনো আওয়ামী লীগের ভার নিতো না; সে রাজনীতি জানলে, তাকে ৫ বছর ইন্দিরার থেকে ট্রেনিং নিতে হতো না।
আমাদের মিলিটারী যখন সিএইএ ও পাকীদের পকেটে ঢুকে শেখকে হত্যা করলো, ইন্দিরা অনেক দু:খ পেয়েছিলেন। উনি শেখ হাসিনা ব্যতিত আর কোন বাংলাদেশী ইডিয়টকে পাননি যার দ্বারা বাংলাদেশ মিলিটারীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করতে পারতেন।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:৫২
জেনারেশন৭১ বলেছেন:
সময় পেলে ব্লগার কামারুজ্জমানের গরুর রচনটা পড়ে দেখবেন।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ নববর্ষ-২০২৫
........................................................................
আগামী দিনে আমাদের পথচলা যেন আতংক মুক্ত হোক ।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:০৭
জেনারেশন৭১ বলেছেন:
পাকীদের সন্তানেরা দেশে গৃহ যুদ্ধ লাগাতে পারে।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:২০
জেনারেশন৭১ বলেছেন:
ইমরান খানের জনপ্রিয়তা দেখে, পাকী আমর্মিরাই ইমরান খানকে ক্ষমতায় এনেছিলো; পাকী মিলিটারীর মালিক হচ্ছে আমেরিকা; আমেরিকা পাকী মিলিটারীকে বলেছে ইমরানকে সরাতে, ওরা সরায়েছে। এখনো ইমরানের জনপ্রিয়তা আছে, কিন্তু মিলিটারী ওকে ক্ষমতায় যেতে দিচ্ছে না।
শেখ হাসিনার বেলায়, আমেরিকা উনার বাবাকে হত্যা করেছিলো; এবার উনাকে হত্যা করাতে গিয়ে ফেইল করেছে আমেরিকা।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা গাজী ভাই।
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
ধন্যবাদ,
আপনার জন্য নববর্ষের শুভেচ্ছা রলো।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৪
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার অবশ্য ৪/৫ ঘন্টা আরো বাকি রয়েছে।
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
এখন সন্ধ্যা ৭:৫৪, আর ৪ ঘন্টা। টেলিভিশনে অন্যান্য জাতিদের নববর্ষের আয়োজন দেখছি।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি বড়ো লেখা পড়তে পারি না। তাই প্রাণীর রচনা পড়া পসিবল নয়। আপনি পড়েছেন। রচনাকারীর আপনাকে ধন্যবাদ দেয়া উচিত।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৩
জেনারেশন৭১ বলেছেন:
এসব লোকজনের সাধারণ জ্ঞান কম; যা বুঝেন না, সেটা নিয়েই গরুর রচনা লিখেন। এরা সারা জীবন গার্বেজই লিখে চলেছেন।
১৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৯
কলাবাগান১ বলেছেন: যারা ফ্যাসিস্ট বানান ও করতে পারবে না, তারাও ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে মুখে ফেনা তুলে ফেলছে....
ব্যারিস্টার তানিয়া আমীর তার প্রজ্ঞা দিয়ে এই 'পোলাপাইন' শিবির/হিজবুতি স্বমন্য়ক দের চরিত্র উন্মুখ করে দিয়েছেন.... এরকম প্রজ্ঞাবান কথাবার্তা অনেকদিন পরে শুনলাম
https://www.youtube.com/watch?v=yuCPXBo4mhM
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫
জেনারেশন৭১ বলেছেন:
েরিকান এম্বেসী শিবির ও হিজুদের থেকে জল্লাদ ভাড়া করেছিলো; এই জল্লাদেরা জাতিকে পাকিতে পরিণত করার চেষ্টা করছে।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিয়া এরশার খালেদা যতটা না অন্যায় করেছে তার কয়েগুন বেশি অন্যায় করেছে হাসিনা। হাসিনার মতো কেউ এতো মানুষ হত্যা ও গুম করেনি। গুম হয় বাংলাদেশে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে, কী আশ্চর্য!
হাসিনার মতো এতো অর্থও কেউ পাচার করেনি। তার আমলা মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা , ধেরে নেতা, তেড়ে নেতা সবাই কোটি টাকার মালিক। কোটি বললে ভুল হবে যেটাই ধরা পড়ে সেটাই কমপক্ষে শতকোটি টাকার মালিক! হাসিনার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক! কারণেই হাসিনার পতন অনিবার্য ছিল।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আপনার গার্বেজ আপনি খান, আমার পোষ্টে কেন?
১৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
শূন্য সারমর্ম বলেছেন:
আমেরিকা বিশ্বব্যাপী সরকারসমূহে এসব কেন করে?
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮
জেনারেশন৭১ বলেছেন:
এটা আমেরিকার কিছু কুটনীতিবিদের মানসিক সমস্যার জের।
২০| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১
সৈয়দ কুতুব বলেছেন: গতকাল আতশবাজির শব্দে বাঙালির ধার্মিক মন বিদ্রোহ ঘোষণা করেছে। অথচ অধিকাংশ স্বচ্ছল পরিবার গতকাল ডেকসি ভরে বিরিয়ানি রান্না করেছে, আধুনিক ড্রেস পড়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছে। ইন্ড্রাষ্টিয়াল এরিয়াতে ২৪ ঘন্টা শব্দ দূষণ হয়। সেখানে শ্রমিকেরা কাজ করে, নারী শ্রমিক দের বাচ্চা হয়, বুড়া শ্রমিকরা শান্তিতে ঘুমায়। আবার যখন কনস্ট্রাকশনের কাজ করে তখনও সারাদিন শব্দ হয়, মানুষ মাথায় ইট পড়ে। আশেপাশে তো একটা কাউয়াও মরতে দেখি নাই। মানুষ জন সে শব্দতে ঘুমাচ্ছে।
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
আতসবাজি করেছে সারা বিশ্ব; ইহা এখন সংস্কৃতির অংশ হয়ে গেছে
২১| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গার্বেজ হলো কীভাবে? উত্তর দিন। আমি জানি আপনি উত্তর দিতে পারবেন না যখন উত্তর দিতে পারেন না তখন আপনি বলেন গার্বেজ গরুর রচনা ইত্যাদী ইত্যাদী ।
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
আপনার ভাবনাচিন্তা, আপনার জীবন ভাবনা, জাতি নিয়ে আপনার ধারণা, আজকের বিশ্ব নিয়ে ধ্যান ধারণাগুলো সঠিক নয়
২২| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: দেশে এমন একটা পরিস্থিতি চলছে যেন বিএনপিকে পেছনে ফেলে জামাত শিবির এগিয়ে যাচ্ছে।
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
জেনারেশন৭১ বলেছেন:
বনাগগালী জাতির সংগ্রাম শুরু হয়েছিলো আইয়ুব ক্ষমতা দখল করে বাংগালীদর অধিকার হরণ করায়; আইয়ুবের সামরিকপুত্র জিয়া ঢাকা ক্যান্টমনেন্টে বসে শেখকে হত্যা করে বিএনপি জন্ম দিয়েছিলো।
জামাত আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছে, গণহত্যা চালিয়েছে।
বিএনপি, জামাত ও জাপা অবৈধ দল।
২৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫
নতুন বলেছেন: আমার জন্য ২০২৪ সালের সবচেয়ে বড় ঘটনা, আমেরিকান এম্বেসীর হাতে শেখ হাসিনার পতন; তিনি এই মহুর্তে সবচেয়ে ধিকৃত বাংগালী রাজনীতিবিদ। কিন্তু তিনি এখনো ৫০ হাজার ( আনুমানিক ) জীবিত মুক্তিযোদ্ধোদের কাছে সবচেয়ে ঘনিষ্ট আপনজন।
যেই ব্যক্তির অদক্ষতার জন্য এতো গুলি মানুষ গুম হলো, হত্যা, হামলার স্বীকার হলো তাকে যারা ভালোবাসে তারা অন্ধ।
বঙ্গবন্ধুকে ভালোবাসা যায়, তার নেত্রিত্বের স্টাইলই ছিলো নরম, তিনি মানুষকে ভালোবাসতেন, তার পাশের মানুষদের বিশ্বাস করেছিলেন সেটাই তার ভুল ছিলো।
কিন্তু শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ন ছিলেন, হত্যা, গুমের ঘটনা তার নজরদারীদেই ছিলো, বিডিআর হত্যার পেছনে তিনি ছিলেন বলেই হিসেবে আছে।
তাকে ভালোবাসার কারন নাই।
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
আপনি মুক্তিযোদ্ধাদের নিয়ে পোষ্ট দেননি; জিয়া, এরশাদ মুক্তিযোদ্ধা হ্ত্যা করেছে; বেগম জিয়া জামাতকে ক্ষমতায় এনেছিলো,।
শুধুমাত্র শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বৃদ্ধ বয়সে ১ মুঠোভাতের ব্যবস্হা করেছিলো, পিরিয়ড
২৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭
নতুন বলেছেন: েরিকান এম্বেসী শিবির ও হিজুদের থেকে জল্লাদ ভাড়া করেছিলো; এই জল্লাদেরা জাতিকে পাকিতে পরিণত করার চেষ্টা করছে।
বলছেন আমেরিকা এর পেছনে ছিলো। আবার বলছেন শিবির/হিজুদের ভাড়া করেছে।
আমেরিকা কি চায় জামাত ক্ষমতায় আসুক?
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা শেখ হাসিনাকে হতয়া করার জন্য জামাত-শিবির ও হিজুদের ভাড়া করেছিলো; আমেরিকা ওদেরকে তাড়ানোর ব্যবস্হা করবে বলে আমার ধারণা। কিন্তু উহা ঠিক মতো করতে পারবে কিনা সন্দেহ আছে।
২৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: টিনের চশমা পইরা ব্লগ লেখো? এতগুলো মানুষ মারা গেলো, ক্ষমতার শুরু থেকে শেষ পর্যন্ত দেশের উন্নয়নের জিকির করে করে হাজার কোটি টাকা পাচার করলো, কিছুদিন আগে এফবিআই তাদের দুর্নীতির প্রমাণ পেলো। তবু তোমার মত কিছু দলকানা এই রক্তচোষা ডাইনি কে সমর্থন যুগিয়ে যাচ্ছে। উপরি ইনকাম কি বন্ধ হয়ে গেলো, তাই এত হা হুতাশ!? বয়স্ তো কম হলো না, এবার ক্ষ্যান্ত দাও।
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০
জেনারেশন৭১ বলেছেন:
আমি পেছনের পাতার ব্লগার; নীচের আপনার ব্লগিং'এর ইতিহাস:
পোস্ট করেছি: ৫৬টি
মন্তব্য করেছি: ৬১১টি
মন্তব্য পেয়েছি: ৩৫০টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৯ মাস
****
২৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লুজ কানেশন থেকে আগুন লেগেছে। আর সারা দেশের সব্ কানেশন টাইট।
৩২ নম্বরের কানেকশও খুব বেশী লুজ ছিল। টিভি ভবন, সড়ক ভবন, অসংখ্য থানা সর্বত্রই ছিল লুজ কানেশন।
বেছে বেছে এই সব জায়গার কানেকশনই কেন লুজ থাকে বলুন তো?
০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০১
জেনারেশন৭১ বলেছেন:
দেশকে এরা গৃহযুদ্ধের দিকে নিয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
আঁধারের যুবরাজ বলেছেন: বাংলাদেশে গৃহ যুদ্ধ হবে না ,হলে গত ২/৩ মাসেই হতো। অবশ্য আওয়ামীলীগের সেই ইচ্ছে যদি না থাকে বাহিরের প্ররোচনায়।