নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
নায়ক দারুণ লেভেলের সৎ। এক কথায়, দশে দশ। কারও অনিষ্ট করে না, নিজের সর্বস্ব বিলিয়ে মানুষের উপকার করে। একবার নায়কের বাবা ভয়ঙ্কর অসুখে পড়লেন। অপারেশন করতে হবে। অনেক টাকা দরকার। নায়ক জনে জনে সাহায্য চাইল, দ্বারে দ্বারে চাকরি খুঁজল; কিন্তু কোনো সদ্গতি হলো না। সারাদিন হেঁটে ক্লান্ত। খাওয়ার টাকা নেই। তাই নলকূপ চেপে একটু পানি পান করল।
এমন সময় এক বড় গুণ্ডার চ্যালার সাথে নায়কের পরিচয় হলো। চ্যালা নায়ককে বড় গুণ্ডার কাছে নিয়ে গেল। বড় গুণ্ডা দয়াপরবশ হয়ে তাকে একটা চাকরি দিল বটে, তবে সেটা গুণ্ডামি করা, খুন করা বা যাবতীয় মন্দ কাজ করা। সৎ নায়ক প্রস্তাব নাকচ করে চলে এলো বাবার কাছে। এসে যখন দেখল বাবা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন নায়কের বোধোদয় হলো। বুঝতে পারল, রূপকথার নায়কেরাই সৎ। এ যুগের নায়কদের সৎ থাকার উপায় নেই।
নায়ক আবার চলে এলো বড় গুণ্ডার কাছে এবং যাবতীয় মন্দ কাজে লিপ্ত হলো।
২
একজন বড় কবি সারাজীবন বাম মতাদর্শের ছিলেন। লিখেছেন প্রগতিশীল কবিতা। এর বাইরে প্রকৃতি, দেশ, সমাজ নিয়ে সব ধরনের কবিতাই লিখেছেন। বলতে গেলে দেশের প্রথম সারির কবি বনে গেলেন তিনি।
ওই কবি একসময় পুরোপুরি পাল্টে গেলেন। বাম থেকে ডানে মোড় নিলেন। দেশে তার নামে নিন্দা রটে গেল। তিনি প্রগতিশীল লেখক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। মৃত্যুও হলো অনাদরে।
জীবদ্দশায় একবার উনার কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন এভাবে বদলে গেলেন? ধর্মীয় ব্যাপার তো ছিলই; এর বাইরে তিনি জানিয়েছিলেন, বেঁচে থাকা প্রয়োজন ছিল। আর ওই সময় ওই ডানপন্থীরাই তাকে সহযোগিতা করেছিল।
৩
এক স্যেকুলার কবি ইসলামি সংগীত লেখা শুরু করলেন। মুসলিম সমাজ তাকে সাদরে গ্রহণ করল। এমনকি ইসলামি কবি হিসেবে ঘোষণাও দিল। অথচ তাকে কাফেরও ঘোষণা করা হয়েছিল একসময়। তিনি হঠাৎ সবার অনুসরণীয় ব্যক্তি হয়ে উঠলেন।
আসলে তিনি পেটের দায়েই ইসলামি সংগীত লিখেছিলেন। কবিতায় ভাত নেই। তাই ইসলামি সংগীত লিখে একটা ভক্তশ্রেণি তৈরি জরুরি ছিল।
একসময় তিনি শ্যামা সংগীতও লেখা শুরু করলেন। তার শ্যামা সংগীতের এতই আবেদন যে, হিন্দুদের উৎসবে অহরহ সেসব শ্যামা সংগীত গাওয়া হয়। এসব লিখতে লিখতে তিনি হিন্দুদেরও প্রিয়জন হয়ে উঠলেন।
৪
জনৈক অধ্যাপক বলেছিলেন, ‘দুঃসময়ে টিকে থাকা বিপ্লবের সমান’। কেউ যদি নিজের জীবন এবং সংসার টেনে নিতে না পারে, তার পক্ষে তো রাষ্ট্র উদ্ধার সম্ভব নয়। অনেক বড় বড় প্রতিভা ঝরে গেছে শুধু পেটের চাহিদা পূরণ করতে গিয়ে। যারা পেট এবং পরিবার বিসর্জন দিয়েছে, তারা বিনা চিকিৎসায় খেয়ে না খেয়ে মরেছে। এ তালিকায় শ্রেষ্ঠ সাহিত্যিক, বিজ্ঞানী বা অন্য মনীষীরাও রয়েছেন।
সমাজের অবস্থান এখন এমন পর্যায়ে যে, একজন ভালো লোক বিপদে পড়লে তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসে না। কিন্তু একজন খারাপ লোক বিপদে পড়লে ঠিকই সগোত্রীয় লোকজন এগিয়ে আসে। যদিও অন্যরা খারাপ লোকের নিন্দা করবে আর ভালো লোককে বাহবা দেবে; কিন্তু ওই বাহবায় তো পেট ভরবে না। জীবন অতটাও ছোট না যে, হাওয়া খেয়ে বা বাহবা পেয়ে কেটে যাবে।
অন্তবিহীন পথে চলাই জীবন।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: হাওয়া বুঝে চলা ছাড়া বেঁচে থাকা কঠিন।
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩
সাহাদাত উদরাজী বলেছেন: দুনিয়ার খেলা, মানুষ উপায়হীন।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: তবে কেউ কেউ সুবিধা বুঝেও চলে।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৮
মিরোরডডল বলেছেন:
উল্লেখিত প্রতিটা গল্পের মাঝে একটাই সত্য, জীবনের প্রয়োজনে মানুষ বদলায়, তাকে বদলাতে হয়।
বেঁচে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো থাকা মানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, জীবনের বেসিক চাহিদা মেটাতে সক্ষম হয়ে আনন্দের সাথে বাঁচা। একজন মানুষ নিজে ভালো থাকলে তখন অন্যকে নিয়ে ভাবতে পারে, অন্যের জন্য কিছু করতে পারে।
ভালো থাকবে রূপক ।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের সাথেও মিলিয়ে দেখি কী ছিলাম, কী হলাম এবং কেনইবা এমন হলাম। দেখলাম সবই সময়ের প্রয়োজনে। অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বদলাতে হয়েছে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৬
ক্লোন রাফা বলেছেন: পরিস্থিতির শিকার হয়ে জিবন বাঁচানো ফরজ / ইসলাম ধর্ম অনুযায়ী । কিন্তু আমি বিশ্বাস করি মানুষের অসাধ্য কিছু নেই।আমি নিজেই উপলব্ধি করি নিজের অর্জনে! শুণ্য নয় , আমার জীবনের পথচলা মাইনাস থেকে। সফলতার জন্য একাগ্র চিত্তে পরিশ্রমের কোনো বিকল্প নেই।
প্রচুর মানুষ দেখেছি সফল ! কিন্ত সেই সফলতার পেছনে ব্যার্থতার অনেক দীর্ঘ পথ চলা কেউ দেখেনা। আরেকটু সহজ করে বলি ক্রিকেটে একজন ব্যটসম্যান কয়েক শত ইনিংস ব্যাট করে। কিন্তু সেন্চুরী হয়তো থাকে৭০/৮০ কিংবা ৯০। ঐগুলোই তার রেকর্ডে জমা হয়। এবং সেই গুলো নিয়েই তার আলোচনা করে সবাই!
আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা না করেই থেমে যাই । এবং ভগ্যের দোহাই দিয়ে হার মেনে নেই।আর কিছু হারানো কিংবা ব্যর্থ হওয়ার অর্থ জীবন শেষ নয়। ঐ হারানো বা ব্যর্থতাই হয়তো আমাদের জন্য কোন মঙ্গলজনক হবে ।
মনে হয় বেশি বলে ফেলেছি । তবে আমি জীবনকে এভাবেই দেখি।
ধন্যবাদ, চমৎকার টপিক নিয়ে লেখার জন্যে ।
লড়াই চালিয়ে যেতে হবে, রু.বি.সাধূ॥
০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: যথাযথ বলেছেন।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার কবিত্ব কতদূর গিয়েছে?
০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: গত ৫ মাস ধরে কবিতা লেখা চাঙ্গে উঠেছে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
সমাজের অবস্থান এখন এমন পর্যায়ে যে, একজন ভালো লোক বিপদে পড়লে তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসে না। কিন্তু একজন খারাপ লোক বিপদে পড়লে ঠিকই সগোত্রীয় লোকজন এগিয়ে আসে। যদিও অন্যরা খারাপ লোকের নিন্দা করবে আর ভালো লোককে বাহবা দেবে; কিন্তু ওই বাহবায় তো পেট ভরবে না। জীবন অতটাও ছোট না যে, হাওয়া খেয়ে বা বাহবা পেয়ে কেটে যাবে। - শতভাগ সত্যি কথা।
আপনি খুব সম্ভব বই প্রকাশ করার কথা ভেবেছিলেন। বই প্রকাশ করা সৌখিনতা নাম উঠবে আপনি একজন লেখক। যদি এমন হয় তাহলে বই প্রকাশ করতে পারেন। নয়তো লেখক হওয়ার জন্য বই প্রকাশ করা অর্থের অপচয় ছাড়া কিছুই না। বই মেলাতে বইয়ের স্টল যতো চলে তার চেয়ে বেশি চলে বই মেলার চটপটি ফুসকার দোকান।
ভালো লিখেছেন। পোস্টে লাইক।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: জানি বই বেচাবিক্রি তেমন হবে না, তাও একটু ঝুঁকি নিলাম। দেখি কী হয়। অনেক টাকা-পয়সা তো জলে যায়। এটাও না হয় তেমনই গেল। চেষ্টা করলে দোষের কী!
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: আপনি বাস্তব্বাদী মানুষ।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দিনেদিনে শিখছি অনেক।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪
আমি সাজিদ বলেছেন: নির্মম বাস্তবতা। প্লাস।