নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সাধারণ ছাত্ররা" আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করায় দেশের মানুষের বড় অংশ হাঁফ ছেড়ে বেঁচেছিলেন সামান্য সময়ের জন্য। আজকে, ৫ মাস পর, দেশের বড় অংশ বুঝতে পেরেছেন যে, আন্দোলনটা ঠিক "সাধারণ ছাত্ররা" করেনি; এই আন্দোলনটার মুলে আছে আমেরিকান দুতাবাস: সাধারণ ছাত্রদের রাস্তায় আনার দরকার ছিলো, রাস্তা দখল করার জন্য, যাতে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী রাস্তার দখল নিতে না'পারে। সাধারণ ছাত্রদের রাস্তায় আনার জন্য "ট্রেইনড প্রাক্তন ছাত্রদের ব্যবহার করা হয়েছে, যাদের আগের ইতিহাস ভীতিকর"।
সাধারণ ছাত্রদের নামে প্রতারণা করা হয়েছে, ইহা কোটা-আন্দোলন ছিলো না; ইহার উদ্দেশ্য ছিলো শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যু্ত করা, শেখ হাসিনাকে হত্যা-করা ও দেশের কন্ট্রোল মিলিটারীর হাতে নেয়া। সেটাই ঘটেছে। প্রতারকদের ভাড়া করে নেয়া হয়েছিলো।
গত ৫ মাসে যা ঘটেছে, তাতে মুক্তির আনন্দ উবে গেছে: জাতি এখন শংকিত, ভীত, চলমান নৈরাজ্য জাতিকে ভবিষ্যত নিয়ে হতাশ করে তুলেছে।
**** সবচেয়ে ভীতিমুলক ঘটনা হলো, প্রতারক ছাত্রদের ৪/৫ জন সরকারের অংশ হওয়ায়; এদের রাজনৈতিক জ্ঞান কোন অবস্হায় দেশ চালনার জন্য যথেষ্ট নয়, এদের রাজনৈতিক পরিচয়ও ভীতিকর।
নতুনবর্ষ নতুন আশার সন্চার করেনি; মানুষ একটু ভালো খেয়ে, আনন্দ করে, শব্দ করে, জাতির চলমান নৈরাজ্য ও হতাশা থেকে কয়েকঘন্টা মুক্তি পাবার চেষ্টা করেছেন মাত্র।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
জেনারেশন৭১ বলেছেন:
উহা আসলে অর্থনীতিবিদ নয়; উহা বিশাল জালিয়ৎ: পশ্চিমের লোকদের দয়াকে কাজে লাগিয়ে, ওদের থেকে "ফ্রি ডলার" এনে নিজে বিলিওনিয়ার হওয়ার জন্য বিশ্বকে ব্লাফ দিয়েছে।
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
সৈয়দ কুতুব বলেছেন: নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বেশিরভাগের দাম কমতে শুরু করেছে সে সময় ৭.৫% থেকে ১৫% ভ্যাট বসাতে চাচ্ছে সরকার পোশাক ও রেস্টুরেন্টের উপর! এসব রেস্টুরেন্ট ও পোশাক আবার আমাদের মতো সাধারণ মানুষরা কিনে ! এসব বুদ্ধি ক্যাডা দিচ্ছে সরকার কে বুঝলাম না।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
বুদ্ধি আসে ব্যুরোক্রেটদের থেকে। ড: ইুনুসের মাথায় বুদ্ধি থাকলে, উহা সব ফেলে, জাতীর আয় বাড়ানোর চেষ্টা করতো; ৩য় বিশ্বে ট্যাক্স দেয়ার মতো আয় করে ৪ ভাগের ১ ভাগ লোকজন।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের আমলাতন্ত্র বিশ্ব চালাতে সক্ষম! কিসের আমেরিকা, রাশিয়া ও চীন? তাদের থিংক ট্যাংক গুলো বাংলাদেশের বুরোক্রেট দের নিয়োগ দিলে সাকসেস শতভাগ।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
এরা পাকিস্তানী আমলের ব্যুরোক্রেসীর অসততাকে মুল কার্যক্রম হিসেবে এখনো চালু রেখেছে; এরাও আমেরিকা ও পাকিস্তানীদের পকেটে থাকে।
ব্যুরোক্রেট হিসেবে বৃটিশরা বিশ্বের জন্য বিস্ময়।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
কামাল১৮ বলেছেন: বিশ তারিখের পর কি হয় সেটাই এখন দেখার বিষয়।ভারত আমেরিকা মিলে ইলেকশনের জন্য চাপদেয় নাকি অন্যকিছু করে সেটাই দেখার অপেক্ষা।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০
জেনারেশন৭১ বলেছেন:
দেশ আমাদের; কিন্তু আমরা কিভাবে বাঁচব, সেটা ঠিক করবে আমেরিকা, ভারত ও ইউ।
এই সমস্যার সৃষ্টি কে করেছিলো? সেটাকে কারা লালন পালন করছে?
৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:০০
সৈয়দ কুতুব বলেছেন: ড., ইউনূসের সরকার ও ছাত্রদের অজনপ্রিয় করার মিশনে নেমেছে গোয়েন্দা সংস্থা।
আজকে মাগরিবের আজানের পর নামায শেষে দুইজন মুসুল্লির আলোচনা শুনলাম। উহারা আওয়ামী লীগ ও বিএনপির সে এলাকার স্থানীয় নেতাদের নিয়ে আলোচনা করছে। একজন মুসুল্লি অপরজন কে বলছে তিনি কিন্তু বিএনপি করেন না। দ্বিতীয় মুসুল্লি বলেন আরেহ জানি উনি আওয়ামী লীগ করতেন। ভালো মানুষ! কোন দাগ নাই। আমি তো অবাক।। আওয়ামী লীগে এখনও ভালো মানুষ আছে এমন টাও হয় নাকি ! শেখ হাসিনা গং সরাতে আওয়ামী লীগের ভালো নেতাদের মানুষ স্মরণ করছে। অথচ বিগত ১৫ বছরে আওয়ামী লীগের কোন নেতাকে নিয়ে এভাবে ওপেন আলোচনা হতে!
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:২৪
জেনারেশন৭১ বলেছেন:
আমার ধারণা, এসব ছাত্রদের যারা ভাড়া করেছিলো, তারা তাদের মাঝে ১টা গুণের উপস্হিতি চেয়েছিলেো, জল্লাদ হতে হবে।
৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:০১
সৈয়দ কুতুব বলেছেন: দেখলাম না *
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতার লোভ।
অবিশ্বাস্য হলেও সত্য যে তিনাদেরকে ক্ষমতার লোভে পেয়ে বসেছে।
এটাকে পরিত্যাগ করা সহজ হবে না।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:২৫
জেনারেশন৭১ বলেছেন:
এগুলো আইএস ও আলকায়েদা লেভেলের জল্লাদ।
৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের জনগন কি
ইউরোপ ধাচের জীবন ব্যবস্হায় অভ্যস্হ ?
মানসিক ভাবে কতটুকু প্রস্তত অতিরিক্ত কর দেবার জন্য ??
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
বাংগালীরা ইউরোপ, আমেরিকায় ও কানাডায় "ট্যাক্স" দিয়ে বাস করছে। "ইনকাম ট্যাক্স" নেয়ার মতো সরকার গত ৫৩ বছরে ক্ষমতায় আসেনি। সাইফুর রহমান ও মুহিত ট্যাক্স আদায় করার কথা বলতো না; কারণ, তারা গোজামিল দিয়ে সরকার চালাতো
৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৫
সৈয়দ কুতুব বলেছেন: জ্ঞান ভিত্তিক সমাজে জন্মে ইলন মাক্স এবং কুসংস্কার ভিত্তিক সমাজে জন্মে জালিয়াত।
০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫১
জেনারেশন৭১ বলেছেন:
ইলান মাস্ক নিজে জ্ঞানী।
জ্ঞানভিত্তিক সমাজ গড়ছে কানাডা, জার্মান, ফ্রান্স, জাপান ও ইউরোপের অনেক জা্তি
১০| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৮
আমি সাজিদ বলেছেন: ইউরোপে চার্চগুলো যখন সমান্তরালে দেশগুলো পরিচালনা শুরু করলো, যুদ্ধ বাঁধাল, যাজকেরা বিলাসিতায় গা ভাসালেন তখন কি ইউরোপ কুসংস্কারাচ্ছন্ন ছিল না ? নারী ও শিশু পুড়িয়ে মারা, বিজ্ঞানী ও গবেষকদের হত্যা করা সবই তো সেসময়ে হয়েছে। চার্চের অধিকার খর্ব হওয়ার পর থেকেই বা যখন থেকে আবার সাময়িক স্থবির গ্রীক দর্শনের কিছু অংশ ঢুকল ইউরোপে, তখনই তারা আবার ঘুরে দাঁড়িয়ে বিপ্লব করেছে।
চায়নিজ ও জাপানিজদের তো হাজার বছরের নিজস্বতা আছে। ওদের সাথে বর্তমান ইউরোপের কি পার্থক্য আপনার চোখে পড়ে ?
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
আজ, অনেক শতাব্দী পরে জাপান, ইউরোপ ও চীন জ্ঞানভিত্তিক সমাজ গড়ছে; ওরা সুখের মুখ দেখেছে।
১১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি আম্লিগকে চাইলেও আম্লিগ সহসা ফিরতে পারবেনা তবে সত্যকথা হলো জ্ঞানভিত্তিক সমজ বিনির্মানের বিকল্প নেই।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪০
জেনারেশন৭১ বলেছেন:
আমি চাই আও্য়ামী লীগের যারা পালায়েয়েছে ও টাকা নিয়ে গেছে, ওরা যেন কোন অবস্হায় আর বাংলাদেশে আসতে না'পারে।
১২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ আর্মি শেখ হাসিনার সাথে বেইমানি করেছে।
তারা চাইছে বলেই শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে। তারা চাইছে বলেই ৩২ নম্বরে আগুন দেওয়া হয়েছে, গনভবন লুট হয়েছে। শেখ মুজিবের মুর্তিতে মুতে দেওয়া হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪১
জেনারেশন৭১ বলেছেন:
যেই মিলিটারী শেখ হাসিনার বাবাকে হতয়া করেছিলো, সেই মিলিটারীকে কেন সে রেখেছিলো?
১৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা এখনো সভ্য জাতি হতে পারি নাই,
অথচ নাটক করতে জানি
ভাব দেখাই আমরা কি হনুরে !!!
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪২
জেনারেশন৭১ বলেছেন:
নাটক করলে নাটকটা লেবাননের মতো হয়ে যাচ্ছে।
১৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শেখ হাসিনা ভাবছিলেন তাকে কেউ হঠাতে পারবে না। বেশি গোয়ার্তমি করছিলেন। এমন পরিণতি অবশ্যম্ভাবী ছিল। এখন কোনো নির্বাচিত সরকার এসে হাল না ধরা পর্যন্ত দেশ ঠিক হবে না।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
পুরো জাতিতে "এমপি নির্বাচিত হওয়ার মতো ১ জন লোক আছে?"
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ভ্যাট বাড়াচ্ছে সরকার! ড. ইউনূস আসলে পশ্চিমা ইকোনমিস্ট, অমার্ত্য সেনের ধারে কাছে নাই।