নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন পশ্চিম চাহে যে, মুসলমানেরা যেন "ভাগ্যান্নষন"এর জন্য তাদের দেশে আর না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে। একই আব্রাহামিক ধর্মের লোকজন হলেও, মুসলমানদের সংস্কৃতির সাথে পশ্চিমের সংস্কৃতির মিল নেই। ইউরোপ ও আমরিকা মুসলমানদের নিয়ে সুখী নয়।
(১) নিউ অরলিয়েন্সে গাড়ী তুলে দিয়ে ১৫ জনের হত্যাকারী হচ্ছে আমেরিকায় জন্মগ্রহন-করা মুসলিম; সে আমেরিকান মিলিটারীতে ১০ বছর চাকুরী করেছে। সম্প্রতি "আসল ইসলাম" গ্রহন করেছে। মানুষ হত্যা করে নিজেও প্রাণ হারিয়েছে।
(২) জার্মানীতে খ্রীষ্টমাস বাজারে হত্যাকারী লোকটি ১ জন মুসলিম ( সৌদী ডাক্তার ) মানসিক রোগী। আমেরিকা ও পশ্চিমে মানসিক রোগীরা মানুষ হত্যা করে চলেছে, ইহা থামানো মোটামুটি অসম্ভব এখনো। তবে, মুসলিম মানসিক রোগীরা, যারা মানুষ মারে, তারা ইসলামিক জংগী গ্রুপদের প্রভাবে ইহা করে থাকে; ইসলামী জংগী গ্রুপগুলো মুসলমানদের মাঝে এই ধরণের সমস্যাযুক্ত মানুষকে টার্গেট করে, সাধারণ মানুষ হত্যায় ব্যবহার করে।
ইসলামে করণীয়:
(১) আল্লাহের কাছে পুরোপুরি আত্মসমর্পন ( জন্ম-মৃত্যু, রিজিক, জীবন আল্লাহের পথে )।
(২) আল্লাহের সাথে সম্পর্ক স্হাপন ( ৫ টি পিলারের প্রেকটিস )।
(৩) নিজের ও নিজের দ্বীনের- ভাইদের জীবনের মান উন্নয়নের জন্য "জ্বিহাদ করা"।
এগুলোর প্রভাব পড়ে মানুষের জীবনের উপর; সাধারণ মানবজাতি থেকে এভাবে মুসলমানেরা আলাদা।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০
জেনারেশন৭১ বলেছেন:
ইসলামে, মানুষের জীবিকা, ধনদৌলত, সুখ-শান্তি দেয়ার ও কেড়ে নেয়ার মালিক আল্লাহ; ফলে, কুতুব সাহেব, বেগম জিয়া, শেখ হাসিনাকে দোষ দেয়া সঠিক নয়।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি চিটাগাঙের মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ কে চিনেন? শেখ মুজিবুর রহমান, জহুর আহমেদ দের ব্যাচ ছিলেন মেবি। উনি হুজুর হয়ে যুদ্ধ করেছেন। সত্য, মিথ্যা জানি না। আওয়ামী লীগ করতেন।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
জেনারেশন৭১ বলেছেন:
তিনি ঠিক মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমি জানি না; তবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন ও চট্টগ্রামে শহরে যুদ্ধা চলাকালীন সময়ে অর্গেনাইজার ছিলেন; আমি উনাকে দেখিনি; কিন্তু অর্গেনাইজার হিসেবে উনার নাম শুনেছি।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
জেনারেশন৭১ বলেছেন:
১ নং সেক্টরে বিপুল পরিমাণ ( ২০ হাজারের কাছাকাছি )গেরিলা যোদ্ধা ছিলেন; আমি এঁদের সাথে যুদ্ধের সময়ে ও পরে কোনভাবে যুক্ত হওয়ার চেষ্টা করিনি। ডিসেম্বরের (১৯৭১ ) শেষ সপ্তাহে মুক্তিযোদ্ধাদের বাড়ী চলে যাবার নির্দেশ দেয়া হলো, ফিরে আসার কথা বলেনি; শুধু বেংগল রেজি, ইপিআর ও আনসারদের ফিরে আসার নির্দেশ দেয়ার পর, এটা নিয়ে আমি ক্যা: এনামের লোকদের সাথে বাকবিতন্ডা করে বাড়ী চলে যাই; আমি বুঝেছিলাম যে, মুক্তিযোদ্ধাদের আর ডাকা হবে না।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্মের প্রধানতম হাতিয়ার হচ্ছে ভয় দেখানো এবং লোভ দেখানো।
দোজখের ভয় দেখানো হয় ।
শাস্তির ভয় দেখানো হয় ।
আবার জান্নাতের লোভ দেখানো হয় ।
হুরপরীর লোভ দেখানো হয়।
একটা দুইটা নয় ৭২ টা।
যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত গরম হয়ে যায়।
তখরা বেচাইন হয়ে যায়
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:১৭
জেনারেশন৭১ বলেছেন:
ধর্ম-প্রচারকেরা মানুষের সাথে ভয়ানক মিথ্যা কথা বলেছিলো সব যুগে। কমজ্ঞানীরা সমাজকে ধর্ম দিয়েছে, জ্ঞানীরা দিয়েছেন জীবনের সন্ধান।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
কামাল১৮ বলেছেন: ভাইরাস যেমন মানব দেহে লুকিয়ে থাকে।উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত বংশ বিস্তার করে খত স্থানে আক্রমন করে।ধর্মের ভাইরাস তেমন প্রতিটা ধার্মিকের মনে লুকিয়ে থাকে।উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত বেড়ে উঠে।তাই আমি বলি প্রতিটা ধর্ম বিশ্বাসীর মনেই জঙ্গী হবার ভাইরাস লুকিয়ে থাকে।উপযুক্ত পরিবেশ পেলেই সে জঙ্গীত্ পরিণত হয়।নয়ত এতো হাজার হাজার জঙ্গী আসে কোথা থেকে।আগেতো এত জঙ্গী ছিলো না।আইএস,তালেবান আসার পরেই সারা দুনিয়া জঙ্গীত্ ছেয়ে গেলো।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
এই মহুর্তে জংগী উৎপাদন হচ্ছে মুসলিম এলাকাগুলোতে; ফলে, মুসলিম এলাকাগুলো লেবানন, ইয়েমেন, সিরিয়ার মতো "ফেইল দেশে" পরিণত হবে।
আমাদের সরকারের ছেলে উপদেষ্ঠাগুলো আমাদের ছাত্রদের জংগীতে পরিণত করছে।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯
ক্লোন রাফা বলেছেন: ধর্ম আর সংস্কৃতি এক বিষয় নয়। এক নাইন ইলেভেন মুসলিমদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে ।৫০ বছরের জন্য! সব ঘটনা এতটা সরল নয় যা আমরা দেখি। কিন্তু এর প্রভাবে আঘাত আসে মুসলমানদের উপর। সেখানে ভাগ করেনা আফ্রিকান, এশীয় কিংবা মধ্যপ্রাচ্যের মুসলিম!
আবার মুসলমানদের মধ্যেও উগ্রবাদ আছে অবশ্যই। আমাদের দেশেই দেখেন /জামাতের ইসলাম কিংবা ওহাবিদের ইসলাম পুরোটাই রাজনৈতিক হাতিয়ার । কাজেই এখানে ঢালাও ভাবে ইসলামের দোহাই দেওয়া যাবে না ।
নাইন ইলেভেনের ঘটনায় ৩ হাজার ইহুদির মধ্যে একজনও গেলোনা কাজে সেদিনই! এটা কোইন্সিডেন্ট হোতেই পারেনা। কিছু কিছু ইমপ্লান্ট্ করা হয় চাপ দেয়ার জন্য। যেমন ট্রাম্পের বিগত টার্মে মুসলিমদের নিষেধাজ্ঞা ছিল অনেক দেশের উপর। এবারও তেমন প্রেক্ষাপটের জন্য অনেক কিছুই ঘটবে ।
কাজেই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানা দরকার ।ধন্যবাদ ॥
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
এই মহুর্তে বিশ্ব যেই কয়টি জংগী গ্রুপ আছে, সবগুলোই মুসলিম এলাকায়।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
মুসলমানরা পরকাল প্রাধান্য দিতে গিয়ে ইহকালের বারোটা বাজিয়ে দেয়।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
ভুল ভাবনা ভুল রেজাল্ট দিচ্ছে।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরেকটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশের মানুষ তাদের নামের পদবীর আগে এখন সিনিয়র শব্দটি ব্যবহার করতে যথেষ্টই আরামবোধ করছেন।
আপনার পোষ্টের ধারণা নিয়ে উদাহরণ হিসেবে বলা যেতে পারে-
এক। সিনিয়র সচিব ।
২। সিনিয়র মন্ত্রী
তিন। সিনিয়র সহ-সভাপতি ।
চার ।সিনিয়র যুগ্ম মহাসচিব।
পাঁচ ।সিনিয়র সাংবাদিক
ছয়। সিনিয়র শিক্ষক
৭। সিনিয়র বড় ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের দেশে, সব মিলে সিনিয়রের সংখ্যা তেমন বেশী নয়; পশ্চিমে আসল সিনিয়ররা আছেন: সিনিয়র সিটিজেন।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮
ক্লোন রাফা বলেছেন: ভুল বললেন। প্রতিবেশি ভারতেই আছে প্রকাশ্যে ২টি । বজরঙ দল এবং আরএসএস। খুঁজলে অনেক দেশেই পাওয়া যাবে ! হোয়াইট সুপ্রিমিস্টের একটা নাম মনে করতে পারছিনা এখন। ইতালির মাফিয়া , মেক্সিকোর ড্রাগ কার্টেল এন্ড হিউম্যান ট্রাফিকিং করে সেখানকার মাফিয়া । আরো অসংখ্য আছে!
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩২
জেনারেশন৭১ বলেছেন:
আপনি যদি মাফিয়া, মার্সেনারী, হিউম্যান ট্রাফিকারদের ও বর্ণবাদীদের জংগী হিসেবে ধরেন, সেটা অন্য লেভেল।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
মুসলিম এলাকার জংগীরা ধর্মীয় জংগী।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার ভালো ঘুমের সমস্যা আছে। এখন যুক্তরাষ্ট্রে রাত ৩/৪ টার বেশি হবে না। আপনি ব্লগে চইলা আইসেন। আপনি দুই বেলা মেডিটেশন ট্রায় করতে পারেন গাজী সাহেব। ঘুমের সমস্যা সমাধান হতে পারে। আপনার বয়স অনুযায়ী ঘুম দরকার ৬/৮ ঘন্টা। ।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
আজীবন, গড়ে আমার ঘুম কম ছিলো; আমার ঘুম ভেংগে গেলে, ১ মিনিটের কম সময়ে আমাকে বিছানা ত্যাগ করতে হয়, আমি শুয়ে থাকতে পারি না।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪
সৈয়দ কুতুব বলেছেন: Click This Link আমি রেগুলার করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আশেপাশের কর্মকান্ড দেখে টেনশনে আমার ও ঘুম হতে চায় না।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
ধন্যবাদ,
আমি চেষ্টা করবো।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই লোক কেনো প্রবাসে গিয়েছেন তাও মার্কিন মুল্লুকে? তার প্রতিটি ভিডিও দেখুন, কিছু কিছু ভিডিওতে তিনি খুবই আক্রমণাত্মক! এই সব কাজ কারবার করার জন্য কি তিনি প্রবাসে গিয়েছেন? তিনি কি ভিসা নেওয়ার সময় বলেছিলেন তিনি এই কাজ কারবার করবেন?
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
জেনারেশন৭১ বলেছেন:
ভিডিওটি দেখা যাচ্ছে না।
মুসলমানরা মসজিদ ও হিন্দুরা আমেরিকায় ও কানাডায় মন্দির করে স হজে মিলিওনিয়ার হয়ে ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভিডিও দেখার অনুরোধ রইলো।
এই লোকের পশ্চিমা দেশে কাজ কি?
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
ভিডিও দেখেছি। আমি এর থে ভয়ানক লোকজনকে ব্রুকলীনে আমেরিকানদের বিরক্ত করতে দেখছি সব সময়।
শীঘ্রই পশ্চিমের সধারণ মানুষ মুসলিমদের বিতাড়নের কথা বলবে।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: আমি দুখের কথা কি বলব- সুরভি হিজাব ধরেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
সে হয়তো আশপাশের অবস্হা দেখে ভয় পাচ্ছে।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইস্ট লন্ডনে অনেক বাংলাদেশী আছেন যারা এখানে স্থানীয় স্কুলে পড়ানোর চেয়ে মাদ্রাসায় পড়ানোটাকেই বেশি কল্যাণকর মনে করে।
আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা ১৬০০ পাউন্ডের সরকারি বাসায় থাকে কিন্তু নিজেকে দিতে হয় মাত্র ৬০০ টাকা।
বাকি টাকা দেয় ব্রিটিশ সরকার।
০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
লন্ডন ও কানাডার বাংগালীদের অনেকেই অসৎ, সরকারকে ফাঁকি দেয়।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: সৈয়দ কুতুব এদের ফাউন্ডিং ফাদার ছিলেন । কুতুব সাহেব পশ্চিমা বিশ্বে ঘুরতে গিয়ে তাদের লিবারেল ও নুড সংস্কৃতি দেখে আতংকিত অনুভব করেন। তিনি সিদ্ধান্ত নেন মিশর কে এসব থেকে বাচাতে হবে। মজার ব্যাপার হলো নিজ দেশের মানুষের মানবাধিকার, কর্মসংস্থান ও সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণ বিষয়ক জ্ঞান উনার ছিলো না। উনার গর্বিত শিষ্য হচ্ছে ইবনে তাইমিয়া ও মওদুদী। এরা কেউ নিজ দেশের মানুষের কর্মসংস্থান, আধুনিকায়ন ও নারী শিক্ষা উন্নয়ন নিয়ে চিন্তা ছিলো না। ।